অসুস্থ অবস্থায় নামাজ পড়ার নিয়ম - চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ম

প্রিয় পাঠক যে ব্যক্তি রুকু সেজদা করতে সক্ষম উক্ত ব্যক্তি যদি চেয়ারে বসে নামায পড়ে তাহলে নামাযহবে না। কারণ রুকু সেজদা নামাযের রুকন তা কারণ ছাড়া ছেড়ে দিলে নামায হবে না।
এমনকি যদি কিছু সময় দাঁড়িয়ে থাকতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়াতে পারে না। যদি যতটুকু সময় দাঁড়াতে পারে ততটুকু সময় দাঁড়ানোর চেষ্টা না করেই বসে নামায পড়ে, তাহলেও উক্ত ব্যক্তির নামায হবে না।
অসুস্থ অবস্থায় নামাজ পড়ার নিয়ম - চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ম

ভূমিকা

নামাজ না পড়ার ক্ষেত্রে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। কেউ যদি অসুস্থতার কারণে দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে না পারে তার জন্য বসে নামাজ পড়ার বিধান দেওয়া হয়েছে।তবে অসুস্থতা যদি এতোটাই বেশি হয় যে, বসেও নামাজ পড়া সম্ভব না হয়, তাহলে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বে।

অসুস্থ ব্যক্তি যেভাবে নামাজ পড়বে

রাসুল (সা.) বলেন, ‘দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো, তাহলে ইশারা করে নামাজ আদায় করো। (বুখারি, হাদিস : ১০৫০)
এ হাদিস থেকে বোঝা যায়, অসুস্থ অবস্থায়ও নামাজ ছেড়ে দেওয়া যাবে না।

অক্ষম ব্যক্তির নামাজ আদায়

  • যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম, সে বসে বসে রুকু-সিজদা আদায় করে নামাজ পড়বে।
  • বসে রুকু-সিজদা আদায়কারী নামাজে রুকুর তুলনায় সিজদায় সামান্য বেশি ঝুঁকবে। না হয় তার নামাজ শুদ্ধ হবে না। (তিরমিজি, হাদিস : ৩৭৬)
  • বসে সিজদা করার জন্য কোনো জিনিস ওপরে তোলা এবং সেটাতে সিজদা করা— এসবের প্রয়োজন নেই। (সুনানে কুবরা, হাদিস : ৩৮১৯; মুসান্নাফে ইবনে আবি শায়বা ১/২৭৩)

ইশারা করে নামাজ আদায়

  1. অসুস্থতার কারণে বসে নামাজ পড়তে অপারগ হলে, শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বে। তখন (অসুস্থের) পা কিবলার দিকে করে শোয়াতে হবে। মাথা সামান্য ওপরে তুলে শোয়াবে; যাতে চেহারা কিবলার দিকে হয়। এরপর ইশারা করে রুকু-সিজদা করবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১/২৭৩)
  2. তখন যদি অন্তত মাথা দিয়েও ইশারা করা হয়— তা রুকু-সিজদার স্থলাভিষিক্ত বিবেচিত হবে।

মাথা দিয়ে ইশারা কখন করবে

  • অসুস্থ ব্যক্তি যদি মাথা দিয়েও ইশারা করার সক্ষমতা না রাখে— তাহলে এ অবস্থা কতক্ষণ থাকে, তা পর্যবেক্ষণ করতে হবে। যদি পাঁচ ওয়াক্ত শেষ হওয়ার পর অবস্থার উন্নতি হয়, তাহলে ওই সব নামাজ মাথা দিয়ে ইশারা করে কাজা করবে।
  •  যদি এর চেয়ে বেশি সময়েও উন্নতি না হয়, তাহলে ওই সব নামাজ তার দায়িত্ব থেকে চলে যাবে। এগুলো তাকে আর আদায় করতে হবে না। (মুআত্তা মুহাম্মদ, হাদিস : ২৭৮; দারাকুতনি, হাদিস : ১৮৮৩)
হুঁশ হারালে বা পাগল হলে
  1. কোনো লোক পাগল বা বেহুঁশ হয়ে পড়লে— তখন দেখতে হবে কতক্ষণ পর্যন্ত এভাবে থাকে। যদি পাঁচ ওয়াক্ত বা তার কম সময় হয়, তাহলে ভালো হওয়ার পর তা কাজা করবে। যদি এর চেয়ে বেশি হয়, তবে ওই সময়কার নামাজ কাজা করতে হবে না।
  2. যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ শুরুর পর দাঁড়াতে অক্ষম হয়ে যায়, তখন সে বসে নামাজ পরিপূর্ণ করবে। যদি বসতেও অক্ষম হয়, তাহলে শুয়ে হলেও তা পরিপূর্ণ করবে। (বুখারি, হাদিস : ১০৫০)

চেয়ারে বসে নামায আদায়ের বিধান

  1. সিজদা নামাযের একটি রুকন। সুতরাং যে ব্যক্তি জমিনে সিজদা করতে পারে, সে চেয়ারে বসে ইশারায় সিজদা করে নামায পড়লে নামায হবে না।
  2. কিয়াম তথা দাঁড়িয়ে নামায পড়াও ফরয। সুতরাং যে দাঁড়াতে পারে, কিন্তু সিজদা করতে পারে না, সে দাঁড়িয়ে নামায পড়বে। এরপর সিজদার জন্যে জমিনে বসে ইশারায় সিজদা আদায় করবে। এমন ব্যক্তিও চেয়ারে নামায পড়বে না।
  3. যে দাঁড়াতে পারে, জমিনে বসে স্বাভাবিক সিজদাও করতে পারে, কিন্তু বারবার দাঁড়ানো থেকে বসা কিংবা বসা থেকে দাঁড়ানো অত্যন্ত কষ্টকর বা অসম্ভব, তাহলে সে বসেই নামায পড়বে এবং স্বাভাবিক নিয়মে সিজদা আদায় করবে।
  4. যে দাঁড়াতে পারে, কিন্তু জমিনে বসতে পারে না, সে দাঁড়ানোর সময় দাঁড়াবে। এরপর স্বাভাবিক রুকু করতে পারলে স্বাভাবিকভাবেই রুকু করবে। তারপর সিজদার জন্যে চেয়ারে বসে ইশারায় সিজদা আদায় করবে। স্বাভাবিকভাবে রুকু করতে না পারলে রুকুও চেয়ারে বসে করবে। যে ব্যক্তি দাঁড়াতে পারে, সে দাঁড়ানোর সময় না দাঁড়িয়ে পুরো নামায চেয়ারে বসে পড়বে না।আর যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসাটাও অসম্ভব বা অধিক কষ্টকর হয় তাহলে শুরু থেকেই চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন।
  5. যে দাঁড়াতে পারে না, জমিনে সিজদাও করতে পারে না, কিন্তু জমিনে বসতে পারে, সে পুরো নামাযই জমিনে বসে ইশারায় রুকু-সিজদা করে আদায় করবে। সেও চেয়ারে নামায পড়বে না।
  6. কেউ যদি দাঁড়াতে না পারে এবং অসুস্থতার কারণে মাটিতে কোনোভাবেই বসতে না পারে, বরং চেয়ার জাতীয় কিছুতেই কেবল বসতে পারে, তাহলে সে শুরু থেকে চেয়ারে বসে নামায পড়তে পারবে এবং চেয়ারে বসে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। একজন সুস্থ ব্যক্তিকেও নামাযের কিছু বিধান বসে বসে আদায় করতে হয়। তাই যারা অক্ষম তারা পুরো নামাযও যদি বসে বসে পড়েন তাহলে তা নামাযের মূল পদ্ধতির সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ হয়। পক্ষান্তরে চেয়ারে নামাযের বিষয়টি এমন নয়। কারণ চেয়ারে বসে সাধারণত নামাযের কোনো বিধান পালন করা হয় না।
  7. অসুস্থ ব্যক্তি যখন বসে নামায পড়বে তখন মাটিতে বসে পড়বে- এটাই মুসলিম উম্মাহর দেড় হাজার বছরের অনুসৃত রীতি। বিপরীতে চেয়ারে নামায পড়া একটি নতুন রীতি।অনর্থক চেয়ার ব্যবহারের ফলে নামাযের কাতারে যথেষ্ট ব্যাঘাত ঘটে। অথচ কাতার সোজা করার জন্যে হাদীসে অনেক তাগিদ এসেছে।
  8. অপ্রয়োজনে মসজিদে চেয়ার নিয়ে আসাটা ভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ের সাথে সদৃশ হয়ে যায়। অথচ দীনি বিষয়ে অন্যদের সাথে সাদৃশ্য রাখতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।নামায হচ্ছে বিনয়ের নাম। আর কোন প্রয়োজন ছাড়া চেয়ারে বসে নামায আদায় করার তুলনায় মাটিতে বসে নামায করলে এ বিনয় পূর্ণমাত্রায় পাওয়া যায়।নামাযে মাটির কাছাকাছি থাকাটা কাম্য। অথচ চেয়ারে বসে নামায পড়লে তা সম্ভব নয়।
কেমন চেয়ার ব্যবহার করবে
  • চেয়ারে বসে নামায পড়তে হলে স্বাভাবিক চেয়ারই ব্যবহার করুন। অনেকে সামনের দিকে টেবিলের মতো উঁচু একটি কাঠযুক্ত চেয়ারে বসে নামায পড়েন এবং সেই কাঠের উপর সিজদা আদায় করেন। এটি অনর্থক। এমনটি করলে যদিও নামায জায়েজ হয়ে যাবে, তবে তা না করাই উত্তম। চেয়ারে বসে নামায পড়লে খোলা চেয়ারই ব্যবহার করুন এবং মাথা ঝুঁকিয়ে সিজদা আদায় করুন।
  • প্রয়োজন ছাড়া কেবল আরামের জন্যে চেয়ারে হেলান দিয়ে নামায পড়া নামাযের আদব-পরিপন্থী। এ বিষয়েও সতর্ক থাকতে হবে।
চেয়ার দিয়ে কাতার সোজা করবে কীভাবে
  1. যারা পুরো নামায চেয়ারে বসেই আদায় করেন, তারা চেয়ারের পেছনের পা কাতার বরাবর রাখবেন। আর যারা দাঁড়াতে সক্ষম, তারা তো দাঁড়ানোর সময় দাঁড়িয়েই থাকবেন। 
  2. তারা যদি কাতার বরাবর দাঁড়ান আর এতে পেছনের কারও অসুবিধা না হয় তাহলে এভাবেই দাঁড়াবেন। আর কাতার বরাবর দাঁড়ালে যদি পেছনের কাতারে অসুবিধা হয় তাহলে তারাও চেয়ারের পেছনের পা কাতার বরাবর রেখে তারা কাতারের সামনে দাঁড়াবেন।

উপসংহার

আশা করছি অসুস্থ অবস্থায় নামাজ পড়ার নিয়ম - চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ম ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url