নগদ একাউন্ট লক হলে করনীয় কী বিস্তারিত জানুন
প্রিয় পাঠক আজকে আমরা জানবো আমাদের প্রায় প্রত্যেকেরেই নগদ একাউন্ট রয়েছে। কিন্তু আপনার নগদ একাউন্টটি লক হয়ে গেছে। যদি নগদ একাউন্ট লক হয়ে থাকে, তাহলে আজকের পোস্টটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এ পোস্টের মাধ্যমে আমি নগদ একাউন্ট লক হলে করণীয় কি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ভূমিকা
আপনার যদি একটা নিজস্ব নগদ একাউন্ট থাকে এবং আপনি যদি সেই নগদ একাউন্টের পিন নম্বর বা পাসওয়ার্ড ভুলে যান। তখন আপনার নগদ একাউন্টের পিন নম্বর পুনরুদ্ধার করা খুবই ইজি। আপনি মাত্র দুই মিনিটের মধ্যে নগদ পাসওয়ার্ড বা পিন নম্বর পুনরুদ্ধার করতে পারবেন। আসুন দেখে নেয়া যাক নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি
নগদ একাউন্ট লক হলে করনীয়
নগদ একাউন্ট লক হলে নগদ কাস্টমার কেয়ারে কল দিতে হবে এবং আপনার একাউন্ট লক হয়ে গেছে সেটি জানাতে হবে। এরপর, তারা আপনার থেকে নগদ একাউন্ট রেজিস্টার করার এনআইডি কার্ডের নাম্বার জানতে চাইবে। এছাড়াও, উক্ত নগদ একাউন্ট যে এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে সেটিতে থাকা পিতা-মাতার নাম এবং জন্ম তারিখ জানতে চাইতে পারে।
এই তথ্যগুলো দেয়ার পর তারা আপনার একাউন্টটি আনলক করে দিবে। অতঃপর, নগদ একাউন্ট ডায়াল কোড *167# ডায়াল করে নতুন পিন সেট করার মাধ্যমে আপনার নগদ একাউন্ট আনলক করে নতুন পিন সেট করে নিতে পারবেন। ফলে, আপনি আবারও নতুন সেট করা পিন দিয়ে নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
- নগদ একাউন্ট দিয়ে লেনদেন করার সময় ভুল করে ৩ বার পিন এন্টার করলে একাউন্ট লক হয়ে যায়। পিন ভুলে গেলে বারবার ভুল পিন এন্টার করা থেকে বিরত থাকতে হবে। নয়তো একাউন্ট লক হয়ে যাবে। একাউন্ট লক হওয়ার আগে পিন মনে করার চেষ্টা করুন।
- যদি একাউন্ট লক হয়ে যায়, তাহলে উপরে উল্লিখিত পদ্ধতিটি অনুসরণ করুন। যদিও এই পদ্ধতিটি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো।
আরো পড়ুনঃ মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট লক খোলার নিয়ম
নগদ একাউন্ট দিয়ে লেনদেন করার সময় ৩ বার ভুল পিন এন্টার করলে একাউন্ট লক হয়ে যায়। নগদ একাউন্ট লক হলে আমরা যেসব পদ্ধতি অনুসরণ করে একাউন্ট আনলক করতে পারবো, সেগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নগদ পিন রিসেট করার উপায় – নগদ একাউন্ট কোড ভুলে গেলে করনীয়
- নগদ একাউন্টের পিন কোড ভুলে গেলে ৩টি উপায়ে তা রিসেট করতে পারবেন। যথা:নগদের USSD কোড ডায়াল করে পিন রিসেট।
- Nagad app থেকে নগদ একাউন্টের পিন রিসেট।
- নগদ হেল্পলাইন নাম্বারে কল করে পিন রিসেট।
- এক্ষেত্রে আপনার কাছে যদি একাউন্টের সর্বশেষ লেনদেনের উপযুক্ত তথ্য থাকে তাহলে USSD কোড ডায়াল করে রিসেট করতে পারেন। অন্যথায়, স্মার্টফোন ব্যবহারকারী হলে নগদ অ্যাপ ব্যবহার করে খুব সহজে রিসেট করা যাবে। যদি বারবার চেষ্টার পরও পিন রিসেট করতে ব্যর্থ হন, তাহলে নগদ হেল্পলাইন নাম্বার ১৬১৬৭ -এ কল করে পিন রিসেট করতে পারবেন।
হেল্পসেন্টারে কল দিয়ে নগদ একাউন্ট আনলক করুন
- নগদ একাউন্ট লক হয়ে গেলে নগদ হেল্পসেন্টার 16167 নাম্বারে কল দিয়ে সমস্যার কথাটি বিস্তারিত জানানোর মাধ্যমে আমাদের নগদ একাউন্ট আনলক করে নিতে পারবো। নিচে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করলে আপনার লক একাউন্টটি আনলক করে নিতে পারবেন।প্রথমেই নগদ হেল্পসেন্টার 16167 নাম্বারে কল করুন
- একজন কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলুন এবং তাকে জানান আপনার একাউন্ট লক হয়ে গেছে
- তিনি আপনার সমস্যার কথাটি শুনে বেশ কিছু তথ্য জানতে চাইবে
- আপনার নগদ একাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা হয়েছে সেটির নাম্বার
- উক্ত এনআইডিতে থাকা জন্ম তারিখ, পিতা-মাতার নাম ইত্যাদি তথ্য জানাতে হবে
- আপনার নগদ একাউন্ট দিয়ে করা সর্বশেষ লেনদেনের পরিমাণ তাদেরকে জানাতে হবে
- এই তথ্যগুলো দেয়ার পর তারা আপনার একাউন্টটি আনলক করে দিবে এবং একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হলে *167# কোডটি ডায়াল করার পর নতুন পিন সেট করার অপশন পাবেন। নতুন একটি পিন সেট করে নিবেন।
- নতুন পিন সেট করার পর আবারও আগের মতো নগদ একাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে ঘরে বসে নগদ একাউন্ট আনলক করতে পারবেন। পিন নাম্বার ভুল করে এন্টার করার মাধ্যমে একাউন্ট লক হয়ে গেলে এই পদ্ধতি অনুসরণ করুন।
- এছাড়া, আপনার একাউন্ট যদি লক হয়ে যায়, সরাসরি কাস্টমার কেয়ারে গিয়েও একাউন্ট আনলক করে নিতে পারবেন। এজন্য, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।
নগদ একাউন্টের পিন পরিবর্তনের নিয়ম
আপনার যদি নগদ একাউন্ট এর পিন জানা থাকে, তবুও নিরাপত্তা জনিত কারণে পিন রিসেট করতে পারবেন। নগদ মোবাইল অ্যাপ কিংবা ইউএসএসডি কোড ডায়াল করেও নগদ একাউন্টের প্রিন পরিবর্তন করতে পারবেন। পুরাতন পিন কোড পরিবর্তন করতে,আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *১৬৭# লিখে ডায়াল করুন।
এবার 8 টাইপ করে PIN Reset সিলেক্ট করুন। আবার 2 টাইপ করে Change PIN সিলেক্ট করুন। তারপর আপনার বর্তমান পিন নাম্বারটি লিখুন। এবার ৪ ডিজিটের একটি নতুন পিন নাম্বার দিন এবং পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন।ব্যাস, আপনার মোবাইলে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন এবং নতুন পিনটি সেট হয়ে যাবে।
কাস্টমার কেয়ারে গিয়ে নগদ একাউন্ট আনলক করুন
আপনার নগদ একাউন্ট যদি ভুল পিন এন্টার করার কারণে লক হয়ে থাকে, তাহলে নগদ কাস্টমার কেয়ারে যেতে হবে। এরপর, তাদেরকে জানাতে হবে যে আপনার নগদ একাউন্টটি লক হয়ে গেছে। এরপর, তারা আপনার থেকে উক্ত নগদ একাউন্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য জানতে চাইবে।নগদ একাউন্টটি আপনার কিনা এটি যাচাই করার জন্য ।
উক্ত নগদ একাউন্ট যে এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে সেটির নাম্বার, নাম, পিতা-মাতার নাম, ঠিকানা এবং জন্ম তারিখ জিজ্ঞাসা করতে পারে। এসব তথ্য সঠিকভাবে দিলে তারা আপনার নগদ একাউন্টটি আনলক করে দিবে।পাশাপাশি, সর্বশেষ কত টাকা লেনদেন করেছিলেন আপনার একাউন্ট থেকে এসব বিষয়ও জেনে নিতে পারে।
সঠিক তথ্য দেয়ার মাধ্যমে একাউন্ট আনলক করে নিতে পারবেন। অতঃপর, *167# কোড ডায়াল করে নতুন পিন সেট করতে হবে। এভাবে, লক হয়ে যাওয়া নগদ একাউন্ট আনলক করতে পারবেন অনেক সহজেই।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি?
- নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় হচ্ছে ভুল পিন এন্টার না করা। কারণ, ভুল পিন সর্বোচ্চ ৩ বার এন্টার করলে আপনার একাউন্টটি লক হয়ে যাবে। এরপর, আর কোনো লেনদেন করতে পারবেন না একাউন্ট আনলক না হওয়া অব্দি।
- পিন কোড ভুলে গেলে কাস্টমার কেয়ারে কল দিতে হবে। কাস্টমার কেয়ার বা হেল্পসেন্টারের নাম্বার হচ্ছে – 16167 । এই নাম্বারে কল দিয়ে তাদেরকে জানাতে হবে যে আপনি আপনার একাউন্টের পিন ভুলে গেছেন। তাহলে, তারা সাধারণ কিছু প্রশ্ন করবে।
- আপনার নগদ একাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা হয়েছে সেটির নাম্বার। উক্ত এনআইডি কার্ডে থাকা ব্যক্তির নাম, পিতা-মাতার নাম এবং জন্ম তারিখ। এই তথ্যগুলো তাদেরকে দিতে হবে। পাশাপাশি, সর্বশেষ কত টাকা লেনদেন করেছিলেন আপনার একাউন্ট থেকে, এটিও জানাতে হবে।
- তাহলে, তারা আপনার বিষয়টি যাচাই করবে। যদি সকল তথ্য সঠিক দিতে পারেন, তাহলে একাউন্টের নতুন পিন সেট করার অপশন দেয়া হবে। কল কেটে দিয়ে *167# কোডটি ডায়াল করে নতুন পিন সেট করে নিতে পারবেন। এই পদ্ধতিতে নগদ একাউন্টের পিন ভুলে গেলে নতুন করে পিন সেট করতে পারবেন।
নগদ একাউন্ট কোড ভুলে গেলে
নগদ একাউন্ট কোড ভুলে গেলে নগদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে বা হেল্পসেন্টারে কল দিয়ে তাদেরকে এই বিষয়ে অবগত করতে হবে। অতঃপর, নগদ একাউন্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য দেয়ার মাধ্যমে আপনার নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন।
উপসংহার
আশা করছি নগদ একাউন্ট লক হলে করনীয় কী বিস্তারিত জানুন ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url