প্রাকৃতিকভাবে ঠোঁট গোলাপি করার উপায়
প্রিয় পাঠক প্রতিটি ব্যাক্তির সৌন্দর্য এবং ব্যাক্তিত্ব ফুটিয়ে তুলার ক্ষেত্রে ঠোঁটের সৌন্দর্য বজায় রাখা অত্যন্ত জরুরি। খারাপ ডায়েট এবং সঠিক যত্ন ও অবহেলার কারণে ঠোঁটের সৌন্দর্য দিনকে দিন কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে চলুন জেনে যাওয়া যাক ঠোঁট গোলাপি করার উপায়, ঠোঁট গোলাপি করার ঔষধ এবং ঠোঁট গোলাপি করার সম্পর্কিত অন্যান্য তথ্য।
ভূমিকা
এক পলকে মানুষ প্রথমে যা দেখে তা হলো চোখ, নাক এরপর ঠোঁট। ঠোঁট মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ। কেননা, ঠোঁটের বাঁকা হাসিতে আটকে যায় প্রেমিক মন। ধূমপান থেকে শুরু করে নানা কারণে অনেকের সুন্দর ঠোঁট কালো হয়ে যায়। ঠোঁটের ঠিকঠাক যত্ন না নেওয়ায় কালচে দেখায়। তবে কালো ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক কিছু উপায় রয়েছে।
প্রাকৃতিক উপায়ে ঠোঁট গোলাপি করুন
মধু থেরাপি
- প্রাকৃতিক উপায়ে ঠোঁটের কালচে ভাব দূর করার যত উপায় আছে মধু থেরাপি সবচেয়ে বেশি কার্যকর। মধু এমন এক প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করে। ঠোঁটের ত্বকও এর ব্যতিক্রম নয়।
- মধু আপনার ঠোঁট থেকে কালচেভাব দূর করার সঙ্গে সঙ্গে ঠোঁটকে কোমল করে তোলে। রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে সারা রাত ঠোঁটে লাগিয়ে রাখুন। প্রতিদিন শোবার পূর্বে ঠোঁটে মধু লাগান। কয়েক সপ্তাহ পরই দেখবেন ঠোঁটের কালচেভাব দূর হতে শুরু করেছে।
লেবুর রস
- লেবুর রস ঠোঁটের কালচেভাব দূর করতে খুবই কার্যকরী উপকরণ। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য লেবু চিপে তাজা রসে ঠোঁট ভালোভাবে ম্যাসেজ করুন।
- নিয়ম মেনে এটি করতে থাকুন। কয়েক দিনের মধ্যেই ঠোঁটের রঙের পার্থক্য দৃশ্যমান হবে।
চিনি থেরাপি
- প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে অনেক কাজেই চিনি ব্যবহার করা হয়। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচেভাব দূর হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটের মরা চামড়াও দূর হবে। ত্বকের জন্য স্ক্রাবিং যতটা গুরুত্বপূর্ণ ঠোঁটের জন্যও একই।
- তিন চামচ চিনি ও দুই চামচ বাটার একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে অন্তত দুবার এই পেস্টটি দিয়ে ঠোঁট স্ক্রাব করুন। যা ঠোঁটের মরা চামড়ার পাশাপাশি কালচেভাবও দূর করবে। ফলে ঠোঁটে গোলাপি আভা আসবে।
বিটরুট
- বিটরুট ঠোঁটের রঙ হালকা করা ও উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকর একটি উপাদান। বিটরুটের রস ঠোঁটে রক্তিম আভা নিয়ে আসে। তাই তাজা বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে ঠোঁটের কালচেভাব দূর করতে পারেন।
বরফ থেরাপি
- অনেকেই বরফের এই গুণটি সম্পর্কে ধারণা রাখে না। যে কোনো দাগের ওপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায়। ঠোঁটে এক টুকরো বরফ ঘষুন প্রতিদিন।
- এতে আপনার ঠোঁটের কালচেভাব দূর হবে। বরফ ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রেখে ঠোঁটকে রুক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে।
দুধের সর
- দুধের সরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীনকাল থেকেই চলে আসছে। প্রাচীন যুগে রানিরা এই পদ্ধতি ব্যবহার করতেন। এই পদ্ধতির মাধ্যমে আপনিও ঠোঁটের দ্যুতি ফিরে পেতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছু দিনের মধ্যেই আপনার ঠোঁটে গোলাপি আভা ফিরবে।
আরো পড়ুনঃ চালের গুড়া ও মসুর ডালের ফেসপ্যাক
সুন্দর ঠোঁট পেতে কার্যকরী টিপস
- পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। পানি স্কিন এবং ঠোঁট হাইড্রেটেড রাখতে সাহায্য করে।
- শরীরের অন্যান্য অংশের চেয়ে ঠোঁট বেশি পাতলা। ঠোঁটে কোনো ঘামগ্রন্থি নেই যার কারণে ঠোঁট খুব দ্রুত ড্রাই হয়ে যায়। তাই শুষ্কতা এড়িয়ে যেতে ঠোঁটে কিছুক্ষণ পর পর লিপবাম অথবা ভ্যাসলিন ব্যবহার কর উচিত।
- আমরা সাধারণত মুখে সানস্ক্রিন ব্যবহার করে থাকি, কিন্তু ঠোঁটেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। SPF আছে এমন লিপবাম ব্যবহার করতে পারেন।
- ধূমপান ত্যাগ করুন।
- খুব দ্রুত ড্রাইনেস কমিয়ে আনতে চাইলে অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল দিয়ে সরাসরি ঠোঁট ম্যাসাজ করুন।
- পরিষ্কার টুথব্রাশ দিয়েও ঠোঁটে স্ক্র্যাবিং করা যেতে পারে। এর ফলে ঠোঁটে রক্ত সঞ্চালনের পরিমাণ বাড়ে। যার কারণে ঠোঁট হয়ে ওঠে নরম এবং গোলাপি।
তাহলে দেখলেন তো, সিম্পল কিছু নিয়ম মেনে চললে আর একটু যত্ন নিলে আপনার ঠোঁট হয়ে উঠবে নরম, কোমল আর গোলাপি। ঠোঁটের কালচেভাব দূর করে মোহনীয় ঠোঁট পেতে এই ঘরোয়া উপায়গুলো ফলো করতে পারেন।
ঠোঁট গোলাপি করার লিপ বাম
- সুন্দর ঠোঁট যেমন আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি কালো ঠোঁট আমাদের মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। এজন্য আমাদের শরীরের অন্যান্য ত্বকের পাশাপাশি আমাদের ঠোঁটের ও যত্ন নিতে হবে।কালো ঠোঁটকে গোলাপি করার জন্য অনেক কিছু ব্যবহার করা যায়। তার মধ্যে একটি হলো লিপ বাম। লিপ বাম সম্পর্কে হয়তো আমরা প্রায় সবাই জানি।
- এই লিপ বাম আমরা সাধারণত শীতকালে রুক্ষ ঠোটের জন্য ব্যবহার করে থাকি। তবে আপনি কি জানেন ঠোঁট গোলাপি করার জন্যও বিভিন্ন ধরনের লিপ বাম পাওয়া যায়। চলুন এবার ঠোঁট গোলাপি করার কয়েকটি লিপ বাম সম্পর্কে জেনে নিই।
- বায়োটিক বায়ো হোয়াইট হোয়াইটিং লিপ বাম -- এই লিপ বাম টি কালো ঠোঁটের জন্য বেশ কার্যকরী। এতে থাকা এক বিশেষ ধরনের উপাদান যা ঠোঁটের পিগমেন্টেশনকে কার্যকর ভাবে চিকিৎসা করে। ৫ গ্রাম এই লিপ বামের দাম ১৫০ টাকা।
- নিভিয়া লিপ বাটার ব্লুবেরি ব্লাশ -- এই লিপ বাম টি ঠোঁটের হাইড্রেশন এবং পুষ্টির জন্য অনেক কার্যকরী। এই লিপ বাম এর দাম ২০০ টাকা।
- লোটাস হারবাল লিপ থেরাপি -- এই লিপ বাম টি ঠোঁটের কালো দাগ দূর করে ঠোঁটকে ও গোলাপি করতে সাহায্য করে। এই লিপ বাম টি তে পুদিনা পাতার উপাদান রয়েছে। পুদিনা পাতার উপাদান সমৃদ্ধ এই লিপ বাম টির মূল্য ১৩৫ টাকা।
- সেক্সি পিঙ্ক লিপ বাম -- এই লিপ বাম টি ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটকে খুব তাড়াতাড়ি গোলাপী করতে সাহায্য করে। ৩০ গ্রাম এই লিপ বাম এর দাম ৩৫০ টাকা।
ঠোট গোলাপি করার ক্রিম দাম কত
- বাজারে বেশ কিছু কম্পানির ঠোঁট গোলাপি করার ক্রিম পাওয়া যায়। কোম্পানির পার্থক্য ভেদে, ক্রিম এর পরিমাণের উপর, কোম্পানির গুণগত মান এর উপর ভিত্তি করে ঠোঁট গোলাপি করার ক্রিম এর দাম নির্ধারিত হয়।
- অনেকেই প্রতিনিয়ত ঠোঁট গোলাপি করার ক্রিম দাম কত সে সম্পর্কে জানতে চান। ঠোঁট গোলাপি করার বেশ কিছু ক্রিম রয়েছে যেগুলোর দাম ভিন্ন ভিন্ন রকম।
- ঠোঁট গোলাপি করার সর্বনিম্ন ক্রিম ১২০ টাকা ও ঠোঁট গোলাপি করার সর্বোচ্চ ক্রিম ১২৫০ টাকা বা এর চাইতেও বেশি দামে রয়েছে।
- আমাদের বাংলাদেশে পাওয়া যায় এই ক্রিমগুলোর দাম কম। বাইরের দেশ থেকে যে ক্রিমগুলো আমদানি করে বাংলাদেশে বিক্রয় করা হয় ওই ক্রিম গুলোর দাম অনেক বেশি।
- নিচে বেশ কিছু ঠোঁট গোলাপি করার ক্রিম দাম কত তার একটি তালিকা দেওয়া হল
- Vaseline Lip Therapy Hydration ২০ গ্রাম দাম ২৭৫ টাকা
- Nivea Lip Balm Soft Rose ৪.৮ গ্রাম দাম ৩৫০ টাকা
- Maybelline Baby Lips Pink Lolita দাম ৩৯৫ টাকা
- Himalaya Natural Glow Lip Balm ৫ গ্রাম দাম ২৮ টাকা
- Carmex Lip Balm ১০ গ্রাম দাম ৫৫০ টাকা
- Bioaqua Lip Care Balm ৩০ গ্রাম দাম ২৫০ টাকা
- The Body Shop Lip Butter ১০ গ্রাম দাম ৫৪৫ টাকা
- Burt’s Bees Tinted Lip Balm ৪.২৫ গ্রাম দাম ৭৭০ টাকা
- Lotus Herbals Lip Balm ৫ গ্রাম দাম ১৮২৫ টাকা
- ChapStick Total Hydration দাম ১৭০০ টাকা
ছেলেদের ঠোঁট গোলাপি করার উপায়গুলি কি কি
আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করবো ছেলেদের ঠোঁট গোলাপি করার উপায় সম্পর্কে: লিপবাম ব্যবহার করার সময় ২/৩ টি স্তর দিন। এতে করে দ্রুত সময়ে ঠোঁট গোলাপি হবে। যতটা সম্ভব পিংক লিপবাম ব্যবহার করুন। কারণ অন্যান্য লিপবামের চাইতে এটি খুব দ্রুত ঠোঁটকে গোলাপি করে। স্ট্রবেরির শুকনো গুড়ার সাথে পানি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন।
লিপবাম কেনার আগে এর উপাদানগুলি প্রাকৃতিক কিনা তা পরীক্ষা করে দেখুন। অতিরিক্ত ঠোঁট চাটবেন না। কারণ লালাতে অনেক এনজাইম থাকে। তাই এটি সময়ের সাথে সাথে ঠোঁটকে শুষ্ক এবং নিস্তেজ করে দেয়।ক্যাফিন এবং অ্যালকোহল উভয়ই আপনার ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনবে।
উপসংহার
আশা করছি প্রাকৃতিকভাবে ঠোঁট গোলাপি করার উপায় ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url