কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া
প্রিয় পাঠক কোরবানি ইসলামের অন্যতম ইবাদত যাদের সামর্থ্য আছে তাদের ওপর কোরবানি ওয়াজিব। সামর্থ্য বলতে জাকাতের নিসাবের সমপরিমাণ নিসাব। কেউ যদি ১২ তারিখ সূর্যাস্তের আগেও নিসাব পরিমাণ অর্থের মালিক হয়, তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব।কোরবানিতে নির্দিষ্ট পশু জবাই করতে হয়। পশুগুলোর কিছু বৈশিষ্ট্য ও গুণাগুন থাকতে হয়।
কোরবানি একটি গুরুত্বপূর্ণ তাকওয়া সমৃদ্ধ ইবাদত। এটি আল্লাহ তাআলার নামে পশু জবেহ করার মাধ্যমে আদায় করতে হয়। অনেকেই কোরবানির পশু জবেহ করার নিয়ম ও দোয়া জানেন না
ভূমিকা
কোরবানির পশু জবাইয়ের জন্য প্রস্তুত করে কিবলার দিকে ফিরালে, জবাই করার সময় ও জবাই শেষে বিভিন্ন দোয়া পড়তে হয়। তাহলে দোয়া পড়ার সুন্নত আদায়ের পাশাপাশি সওয়াবও লাভ হয় নিজের কুরবানির পশু নিজেই জবাই করা মুস্তাহাব। যদি নিজের দ্বারা জবাই সম্ভব না হয় তবে অন্যের দ্বারা জবাই করানো যাবে।
আরো পড়ুনঃ পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত
গরু জবাই করার নিয়ম ও দোয়া
পশু জবাইয়ের ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্মে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সে নিয়মগুলো অনুসরন করে সবাইকে গরু জবাই করতে হবে। তবে আমাদের সমাজে এরম বহু মানুষ রয়েছেন যারা গরু জবাইয়ের ক্ষেত্রে নিয়মের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয় না। কিন্তু প্রকৃতপক্ষে এ নিয়মগুলো মানা আমাদের রাসুল (সা.) দেওয়া দিকনির্দেশনা।
- তাহলে চলুন জেনে নিন গরু জবাই করার নিয়ম ও দোয়ার সম্পর্কে।
গরু জবাইয়ের নিয়ম
- গরু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলে ছুড়ি চালানোর প্রস্তুতি নেওয়া।
- গরু কিংবা যেকোনো পশু জবাইয়ের পূর্বে পশুর প্রতি দয়া প্রদর্শন করতে হবে। যাতে পশুটি জবাই করার সময় অধিক কষ্ট না পায়। আর এজন্য গরু জবাইয়ের সময় ছুরি দিয়ে যাতে ভালোভাবে কাটা যায় সেজন্য ছুরিতে ধার দিয়ে নেওয়া। এতে করে পশুর কষ্ট কম হয়। হাদিস থেকে বর্নিত- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, পশু জবেহ করার আগে ছুরিতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া’। (মুসলিম)
- একাধিক পশু জবাইয়ের ক্ষেত্রে, এক পশু জবাই অন্য পশুর সামনে করা উচিত নয়। এটি আমাদের প্রিয় নবী (সা.) অপচ্ছন্দ করতেন।
- গরু জবাইয়ের পূর্বে, গরুর সামনে অস্ত্র ধারালো না করা।
- জবাই করার সময় একটি বিষয়ের দিকে নজর রাখতে হবে আর সেটি হলো- গরুর কন্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাসের দুটি রগ যেন কাটে। এগুলো কাটা হয়ে গেলেই গরু জবাই বিশুদ্ধ হয়ে যাবে। তবে মনে রাখবেন এগুলো কাটাই যথেষ্ট, খেয়াল রাখবেন যাতে গরুর শরীর থেকে মাথা বিছিন্ন না হয়।
- গরু জবাই করার সময়, গরুর বাম কাতে শোয়াতে হবে এবং সে সময় গরুর পাগুলো পশ্চিম দিকে থাকবে।
আরো পড়ুনঃ শবে বরাতের নামাজ পড়ার নিয়ম
পশু জবেহ করার সময় এই দোয়া পড়বে
اللهم مِنكَ وَلَكَ
আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।
অর্থ : হে আল্লাহ, (এই কোরবানির পশু) তোমার পক্ষ থেকে প্রাপ্ত এবং তোমারই জন্য উৎসর্গকৃত।
এরপর بسم الله الله أكبر পড়বে।
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার
অর্থ : মহান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সবচেয়ে বড়।
জবেহ করার পর এই দোয়া পড়বে
اللهم تقبل منا كما تقبل من حبيقك محمد وخليلك إبراهيم عليه السلام
উচ্চারণ :
- আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইবরাহিমা আলাইহিমাস সালাম।’
অর্থ :
- হে আল্লাহ, এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করুন, যেভাবে আপনি তা কবুল করেছিলেন আপনার প্রিয় বন্ধুদ্বয় মুহাম্মদ (সা.) ও ইবরাহিম (আ.)-এর পক্ষ থেকে। (মেশকাত : ১/১২৮)
- গরু জবাইয়ের দোয়া: মহান আল্লাহ তায়ালার নাম মুখে উচ্চারন করে পশু-পাখি জবাই করা ওয়াজিব এবং করণীয় বিষয়। কোরবানি ব্যতিত অন্য সময়ে যদি আপনি গরু জবাই করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে শুধুমাত্র-বিসমিল্লাহি আল্লহু আকবার’ বলে গরু জবাই করলে জবাই কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে বিসমিল্লাহি ওয়াল্লহু আকবার’ বলার পর অতিরিক্ত হিসেবে বলতে পারেন,
- উচ্চারণ: আল্লহুম্মা তাকাব্বাল মিন্নী’।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার তরফ থেকে তা কবুল করুন।
ছাগল জবাই করার নিয়ম
- যেকোনো কাজ ইবাদতের সাথে এবং আমাদের প্রিয় নবী রাসুল (সা.) এর সুন্নাহ অনুসারে করা অপরিহার্য। রাসুল (সা.) যেভাবে সুন্নাহ মোতাবেক চলাফেরা করতেন সেইভাবে তিনি তার উম্মাহদেরও চলার আদেশ দিয়েছেন।
- তাহলেই আমরা সত্যের পথে এগোতে পারবো। তাই একজন মুমিন হিসেবে আমাদের সেভাবেই চলাফেরা করতে হবে। প্রত্যেক পশু-পাখি জবাইয়ের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ছাগল জবাইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাই চলুন জেনে নেওয়া যাক ছাগল জবাই করার নিয়ম সম্পর্কে।
- প্রিয় পাঠক, আর্টিকেলের শুরুতে গরু জবাইয়ের নিয়ম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আর সে নিয়মগুলো একইভাবে ছাগল জবাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। গরু বা ছাগল যেকোনো পশু জবাই করুন না কেন এটি কোনো কঠিন পদ্ধতি নয়।
- কয়েকেটি বিষয়ের ওপর নজর দিলেই জবাই কাজ ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে। বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রথমত বিসমিল্লাহ বলে ছুরি গলাই ধরতে হবে এবং এরপর আল্লহর নাম উচ্চারন করে জবেহ করতে হবে। আর খেয়াল রাখতে হবে পশু যাতে কোনোভাবেই কষ্ট না পায়। বিস্তারিত উপরের আলোচনা থেকে জেনে নিন।
আরো পড়ুনঃ কুরবানি করা কাদের ওপর ওয়াজীব
ছাগল জবাই করার দোয়া
- কুরবানির সময় ছাড়াও অনেকেই অনান্য সময়েও ছাগল জবাই করে থাকে। কোরবানির পশু জবাই যেমন নিয়ম ও দোয়া পড়ে করতে হয়। তেমনি ভাবে অনান্য সময়গুলোতে পশুপাখি জবায়ের কিছু নিয়ম ও দোয়া রয়েছে।
- দোয়া ছাড়া পশু-পাখি জবাই করে তা খাওয়া হালাল হবে না। তাই জেনে নিন ছাগল জবাই করার দোয়া সম্পর্কে।
- ছাগল জবাই করার সময় মহান আল্লাহর নাম উচ্চারণ করা জরুরি। সেক্ষেত্রে বিসমিল্লাহি আল্লহু আকবার’ বলে ছাগল জবেহ করলেই, জবাই কৃত কাজ বিশুদ্ধ হয়ে যায়।
- এখানে অন্য কোনো দোয়া পড়ার প্রয়োজন নেয়। তবে কেউ চাইলে পড়ে পারেন- বিসমিল্লাহি ওয়াল্লহু আকবার, আল্লহুম্মা তাকাব্বাল মিন্নী’।
কোরবানির পশু জবাই করার নিয়ম
- কোরবানি ইসলাম ধর্মে খুবই গুরত্বপূর্ন একটি ইবাদত। এ ইবাদত মহান আল্লহর নিকট খুবই প্রিয়। রাসুল (সা.) নিজে কুরবানি করতেন এবং তিনি তার সকল উম্মাহকে যাদের সামার্থ্য রয়েছে তাদের এটি করার আদেশ দিয়েছেন। তাদের প্রতি রাসুল (সা.) হুঁশিয়ার উচ্চারন করেছেন যারা সামার্থ্য থাকার পরেও কোরবানি দেয় না।
- সকল ইবাদত আমাদের সুন্নাহ মোতাবেক করা আবশ্যক। তাই কোরবানি আমাদের সে নিয়ম অনুসারে করতে হবে, যেভাবে আমাদের প্রিয় রাসুল (সা.) করে গেছেন। তো চলুন নি¤েœর আলোচনা থেকে জেনে নেওয়া যাক কোরবানির পশু জবাই করার নিয়ম সম্পর্কে।
- হাদিস থেকে প্রমাণিত, নিজের কোরবানি নিজ হাতে করা মুস্তাহাব। রাসুল (সা.) নিজ কোরবানির পশু নিজ হাতে জবেহ করতেন। চেষ্টা করতে হবে নিজে দেওয়ার। তবে যদি নিজে না পারে তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করলেও কোরবানি হয়ে যাবে। সেক্ষেত্রে নিজে দাড়িয়ে থেকে জবাই করে নেওয়া উত্তম হবে।
- বিসমিল্লাহ’ বলে পশু জবেহ করা। অর্থ্যাৎ ছুরি চালানোর সময় বিসমিল্লাহ বলা।
- কোরবানি পশু জবাই করার সময় ভালোভাবে খেয়াল করতে হবে যাতে জবেহ করার সময় পশুর শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে থাকা দুটি নালী কাটা হয়। পশু জবেহ করা বিশুদ্ধ করতে এ নালীগুলো কাটা প্রয়োজন।
- কোরবানি করার সময় খেয়াল রাখতে হবে জবেহকৃত পশুটি যাতে কোনোভাবে কষ্ট না পায়। আর এজন্য ছুরিতে ভালোভাবে ধার দিয়ে নিতে হবে। এছারাও আরও অনান্য বিষয়গুলোতে পশু কষ্ট পায় যেমন-পশুর সামনে ছুরিতে ধার দেওয়া, একটি পশুর সামনে অপরপশু জবেহ করা ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে হবে।
- কোরবানির পশু জবাই করার সময় পশুকে কেবলার দিকে মুখ করে শোয়াতে হবে। এভাবে শোয়ানো ভালো, তবে অন্য মুখে শোয়ালেও কোরবানি হয়ে যাবে।
- কোরবানির পশু জবাইয়ের জন্য যখন পশুটিকে শোয়ানো হবে তখন দোয়া পড়া। দোয়াটি হলো-
উচ্চারণ:
- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লহু আকবার, আল্লহুম্মা মিনকা ও লাকা।
- নিজের পশু নিজে কোরবানি করলে, পশু জবেহ শেষে এ দোয়া পড়া- উচ্চারণ: আল্লহুম্মা তাকব্বাললাহু মিন্নি কামা তাকব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খলিলিকা ইবরহিম।
- অন্য কারও পশু কোরবানি করলে সেক্ষেত্রে পড়বে- আল্লহুমা তাকব্বাললাহু মিনকা-মিনকুম কামা তাকব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খলিলিকা ইবরহিম। ( দোয়াগুলো আরবি দেখে মুখস্থ করবেন)এ দোয়াগুলো পড়ে কোরবানি করা উত্তম। তবে যদি কেউ শুধুমাত্র বিসমিল্লাহি আল্লহু আকবার’ বলে কোরবানির পশু জবেহ করে তাহলেও তার কোরবানি আদায় হয়ে যাবে। এ সবকিছুর মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহি আল্লহু আকবার’ বলা ওয়াজিব। হাদিসে এটি বলে জবাই করার কথা উল্লেখ রয়েছে। আর বাকি সব দোয়াগুলো পড়া মোস্তাহাব, জরুরি নয়।
উপসংহার
আশা করছি কোরবানির পশু জবাই করার নিয়ম ও দোয়া ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url