ঢাকা টু রাজশাহী বাস সার্ভিস এর সময়সূচী ভাড়া নাম্বার
প্রিয় পাঠক আপনারা সকলে জানেন যে বাংলাদেশে পরিবহনের মধ্যে সবথেকে ভালো যান বহন হলো বাস। আর তাই লোকজন এদিক সেদিক যাতায়াতের জন্য বাস গাড়িটি ব্যবহার করে থাকে। কেননা এর মাধ্যমে খুব সহজে এবং বিলাসবহুলভাবেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায়। তাই আপনারা যারা ঢাকা থেকে রাজশাহী বাসে যেতে চান তাদের সময়সূচি ও ভাড়া নিয়ে আলোচনা করব।


ভূমিকা
আপনারা সকলে জানেন যে ঢাকা হল সমস্ত বিভাগের প্রাণকেন্দ্র। যেখানে সকল লোকেরা কাজ করতে দূর দূরান্ত থেকে চলে আসে। এবং তারা যাতায়াতের সময় এই বাস গাড়িটি ব্যবহার করে থাকে। কারণ বাস গাড়িটি যেকোনো জায়গায় যে কোন স্থান থেকেই চলা যায় এবং যাতায়াত করার সুবিধা। এর মধ্যেও আবার অনেক মানুষ আছে যারা অনলাইনে বুকিং করে। এবং তারা জানতে চায় সকল বাসের সময়সূচি ও ভাড়া তালিকা নিয়ে। তাই সম্পূর্ণ তথ্য পেতে আমাদের পোস্টটি করতে থাকুন।
আরো পড়ুনঃ গোল্ডেন লাইন পরিবহন অনলাইন টিকিট
ঢাকা টু রাজশাহী বাস সার্ভিস
ঢাকা থেকে রাজশাহী যেতে যাচ্ছেন? আপনি নিশ্চয় জানেন যে পুরো বাংলাদেশ জুড়ে যাতায়াতের সবচেয়ে ভালো মাধ্যম হলো বাস। বাসের সাহায্যে দূর দূরান্তে যাওয়া সম্ভব।বাসের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া সম্ভব।যার কারণে বাংলাদেশে বাস পরিবহন ব্যবস্থার এত বেশি জনপ্রিয়তা।আমরা প্রত্যেকেই বাস পরিবহন ব্যবস্থা পছন্দ করি।তাই আপনাদের সুবিধার্থে আমাদের আজকের এই পোস্টআমরা ঢাকা টু রাজশাহী বাস সার্ভিস সম্পর্কে আলোচনা করব। যে ঢাকা টু রাজশাহী বাস ভাড়া কত এবং ঢাকা টু রাজশাহী বাস কাউন্টার নাম্বার কি।
ঢাকা টু রাজশাহী গামী বাস লিস্ট
- ন্যাশনাল ট্রাভেলসদেশ ট্রাভেলসগ্রামীন ট্রাভেলসহানিফ এন্টাপ্রাইজতুহিন এলিটজাতীয় ভ্রমণশ্যামলী পরিবহনএকতা পরিবহনআকিব পরিবহনকেয়া পরিবহন
- ঢাকা টু রাজশাহী গামী বাস পরিবহনের সময়সূচী এক নজর দেখে নিন।
আরো পড়ুনঃ গ্রীন লাইন বাস টিকেট অনলাইন
ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী
আমরা আপনার সুবিধার্থে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার প্রত্যেকটি বাসের সময়সূচির লিস্ট তৈরি করেছি।ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী জানতে নিচে দেখুন।পরিবহন=সময়সূচী।
- ন্যাশনাল ট্রাভেলস
- ১০.৪৫ - ১২.৩০
- হানিফ এন্টাপ্রাইজ
- ৬.৩০- ১১.০০
- জাতীয় ভ্রমণ
- ১০.৪৫- ১২.৩০
- শ্যামলী পরিবহন
- ৬.০০- ১১.০০
- তুহিন এলিট
- ৭.৩০- ১১.০০
- গ্রামীন ট্রাভেলস
- ৮.৩০- ১২.৩০
- দেশ ট্রাভেলস
- ৭.৩০- ১২.৪৫
- একতা পরিবহন
- ৬.৪৫- ১১.৩০
- কেয়া পরিবহন
- ৬.৩০ - ১১.৪৫
- আকিব পরিবহন
- ৬.৩০ - ১১.০০
- ন্যাশনাল ট্রাভেলস প্রথম ট্রিপ রাত ১০.৪৫ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১২.৩০ পর্যন্ত
- দেশ ট্রাভেলস প্রথম ট্রিপ সকাল ৭.৩০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১২.৪৫ পর্যন্ত
- গ্রামীন ট্রাভেলস প্রথম ট্রিপ সকাল ৮.৩০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১২.৩০ পর্যন্ত
- তুহিন এলিট প্রথম ট্রিপ সকাল ৭.৩০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১১.০০ পর্যন্ত
- হানিফ এন্টাপ্রাইজ প্রথম ট্রিপ সকাল ৮.৩০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১২.৩০ পর্যন্ত
- জাতীয় ভ্রমণ প্রথম ট্রিপ সকাল ১০.৪৫ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১২.৩০ পর্যন্ত
- শ্যামলী পরিবহন প্রথম ট্রিপ সকাল ৬.০০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১১.০০ পর্যন্ত
- একতা পরিবহন প্রথম ট্রিপ সকাল ৬.৪৫ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১১.৩০ পর্যন্ত
- আকিব পরিবহন প্রথম ট্রিপ সকাল ৬.৩০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১১.০০ পর্যন্ত
- কেয়া পরিবহন প্রথম ট্রিপ সকাল ৬.৩০ থেকে শুরু এবং শেষ ট্রিপ রাত ১১.৪৫ পর্যন্ত
- আশা করছি আপনি ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী ২০২৪ সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা জেনে আসি ঢাকা টু রাজশাহী বাস ভাড়া সম্পর্কে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
আপনি যদি ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে আপনাকে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং পদ্মা এক্সপ্রেস ট্রেনে যেতে হবে। তাহলে চলুন এবার আমরা জেনে নিই ট্রেন ছাড়ার সময়সূচি সম্পর্কে। তারপর আমরা জানবো ঢাকা টু রাজশাহী ট্রেন ভাড়া কত।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী তালিকাঃ
ঢাকা টু রাজশাহী ট্রেন ভাড়া তালিকাঃ
কমলাপুর রেলওয়ে স্টেশনের যোগাযোগ নাম্বারঃ ০১৭১১৬৯১৬১২।
ঢাকা টু রাজশাহী বিমান ভাড়া
- আমরা অনেকেই ঢাকা টু রাজশাহী বিমান ভাড়া জানতে চাই। তাই আমরা আর্টিকেলের এই অংশে এখন জানবো ঢাকা টু রাজশাহী বিমান ভাড়া কত সে সম্পর্কে।
- ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউ এস বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। ঢাকা থেকে বিমানের মাধ্যমে রাজশাহী পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় ১ ঘন্টার মত।
ঢাকা থেকে রাজশাহী বিমান ভাড়া পড়বেঃ
তবে আপনাকে একটা কথা বলে রাখি সময়ের সঙ্গে সঙ্গে বা তারিখ অনুযায়ী বিমানের ভাড়া পরিবর্তন হয়ে থাকে। ভ্রমণ তারিখের ন্যূনতম মাঝখানেক আগে যদি আপনি বিমানের টিকিট কাটেন তাহলে কিছুটা ভাড়া কম হবে। আবার যদি ভ্রমণের তারিখের খুব কাছাকাছি আপনি টিকিট কাটেন তাহলে টিকিটের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ এবং হতে পারে।
আরো কিছু বিষয়ে আপনাদের জেনে রাখা উচিত সেটা হল প্রত্যেক ইকোনমি ক্লাসের যাত্রী সর্বোচ্চ ২০ কেজি পরিমাণ চেক কৃত এবং আপনি ৭ কেজি কেবিন লাগেজ হিসেবে মালামাল বহন করতে পারবেন বিমানে। আর বিজনেস ক্লাসের যাত্রীগণ ৩০ কেজি এবং ৭ কেজি মালামাল বহন করতে পারবে।
ঢাকা টু রাজশাহী বাস কাউন্টার নাম্বার
প্রিয় পাঠক আপনাদের সুবিধার জন্য আজকের এই পোস্টে আমরা ঢাকা টু রাজশাহী বাস ভাড়া ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী ও ঢাকা টু রাজশাহী বাসের কাউন্টার নাম্বার এর সূচিপত্র তৈরি করেছি। যে সূচিপত্রের সাহায্যে আপনি সহজে প্রত্যেকটি বাসের ভাড়া ও কাউন্টার নাম্বার সংরক্ষণ করতে পারবেন ঢাকা টু রাজশাহী বাস কাউন্টার নাম্বার জানতে নিচে দেখুন।
কাউন্টার নাম্বার
- ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের কাউন্টার নাম্বার ০১৭২৭৫৪৫৪৬০
- গ্রামীন ট্রাভেলস পরিবহনের কাউন্টার নাম্বার ০১৭৩৪৭২১৫৭৪
- দেশ ট্রাভেলস পরিবহনের কাউন্টার নাম্বার ০১৭৬২৬৮৪৪৩১
- কেয়া পরিবহন পরিবহনের কাউন্টার নাম্বার ০১১৯৩২৫৫৯৪৪
- জাতীয় ভ্রমণ পরিবহনের কাউন্টার নাম্বার ০১৭২৭৫৪৫৪৬০
- আকিব পরিবহন পরিবহনের কাউন্টার নাম্বার ০১৭১৯৯৬২৯৩৬
- হানিফ এন্টাপ্রাইজ পরিবহনের কাউন্টার নাম্বার ০১৭১৩০৪৯৫৫৯
- আপনি যদি ঢাকা থেকে রাজশাহীর বাস কাউন্টার এর নাম্বার চান, তাহলে ওপরে প্রত্যেকটি বাসের কাউন্টার নাম্বার দেওয়া আছে দেখে নিন। আশা করছি আপনি ঢাকা টু রাজশাহী বাস কাউন্টার নাম্বার পেয়ে গেছেন এবার চলুন আমরা জেনে আসি ন্যাশনাল ট্রাভেলস ঢাকা টু রাজশাহী সম্পর্কে
দুপুরের বাস এর সময়সূচী
- আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন দুপুরের বাস এর সময়সূচী সম্পর্কে। তাহলে আমাদের আর্টিকেলের এই অংশটুকু পড়ুন। কারণ আমরা এখানে খুবই সুন্দর ভাবে আলোচনা করেছি দুপুরের বাস এর সময়সূচী নিয়ে। তবে চলুন আর দেরি না করে আমরা জেনে নিই দুপুরের বাস এর সময়সূচী সম্পর্কে।
- আপনারা অনেকেই ঢাকা থেকে রাজশাহী দুপুরের পাশে যাত্রা করতে চান তাদের উদ্দেশ্যে দেশ ট্রাভেলের অনেকগুলো বাস সার্ভিসের জন্য চালু রেখেছে। এই বাসটির কোচ নাম্বার হল ০০৩। এই বাসটি নন এসি বাস। বাসটি ঢাকা কল্যাণপুর কাউন্টার হতে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ে ঠিক দুপুর ১ঃ৪৫ মিনিটে। এবং সরাসরি রাজশাহী হেড কাউন্টারে গিয়ে পৌঁছায় ঠিক ৭ঃ৪৫ মিনিটে।আপনাদের জন্য দেশ ট্রাভেলস আরেকটি নন এসি বাস সার্ভিসের জন্য রেখেছে যে বাসটি ঢাকা কল্যাণপুর কাউন্টার হতে ঠিক দুপুর ২ঃ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এই বাঁশের যাত্রা শেষ হয় ঠিক রাত ৮ঃ১০ মিনিটে।দেশ ট্রাভেলসের একটি বাস যার কোচ নাম্বার হল ০০৫। এই বাসটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা কল্যাণপুর কাউন্টার হতে যাত্রা শুরু করে এবং এই বাঁশের যাত্রা শেষ হয় রাজশাহীর হিট কাউন্টারে ঠিক রাত ৮ঃ৪৫ মিনিটে।আরো একটি দেশ ট্রাভেলসের বাস সার্ভিসের জন্য রয়েছে যার কোচ নম্বর হল ০০০১।বাসটি ঢাকা কাউন্টার হতে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঠিক সন্ধ্যা ৬ঃ১০ মিনিটে এবং এ বাসটি দামপাড়া থেকে ঢাকা হয়ে তার যাত্রা শুরু করবে ও রাজশাহীতে বাসটির যাত্রা শেষ হবে ঠিক সকাল ৮ঃ১০ মিনিটে।
রাতের বাস এর সময়সূচী
- রাতের বাস এর সময়সূচী আমরা অনেকেই জানিনা তাই আজকে আর্টিকেলের এই অংশে জানবো রাতের বাস এর সময়সূচী সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আমরা বিস্তারিতভাবে জেনে নেয়ার চেষ্টা করি রাতের বাস এর সময়সূচী।
- আমাদের মধ্যে অনেকে আছেন যারা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রাতের বাসে যাত্রা করে থাকেন। তাদের উদ্দেশ্যে দেশ ট্রাভেলসের একটি বাস সার্ভিসের জন্য রেখেছে। বাসটিতে আপনারা খুব আরামদায়ক ভাবেই যাত্রা স্থাপন করতে পারবেন, আর এই বাসটির কোচ নাম্বার হল ২৯। বাসটি ঢাকা কল্যাণপুর কাউন্টার হতে ঠিক রাত ১০ঃ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে এবং রাজশাহী হেড কাউন্টারে যাত্রা শেষ হবে ঠিক ভোর ৪ঃ৩০ মিনিটে।এছাড়াও দেশ ট্রাভেলসের আরেকটি বাস রয়েছে যে বাসটি নন এসি বাস। বাসটি ঢাকা কল্যাণপুর হেড কাউন্টার হতে ঠিক রাত ১১ঃ৩০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে এবং রাজশাহীর হেড কাউন্টারে ঠিক ভোর ৫ঃ৩০ মিনিটে এসে যাত্রা শেষ করবে।
ঢাকা টু রাজশাহী বাসের অনলাইন টিকিট বুকিং
আপনারা যারা অনলাইনে ঢাকা টু রাজশাহীর রুটে বাসের টিকিট কাটতে চাচ্ছেন, তারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে টিকিটটি কাটতে পারবেন বা বুকিং করতে পারবেন। সেজন্য আপনার মোবাইল থেকে নেটের মাধ্যমে ঢুকতে হবে এই shohoz.com ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে ঢোকার পর তিনটি ধাপ বা পদ্ধতি অতিক্রম করে আপনার বাসের টিকিট কেটে ফেলতে হবে ।
বা বুকিং করতে হবে।আপনি এই shohoz.com ওয়েবসাইটে ঢোকার পরে ঢাকা টু রাজশাহীর রুটে বহু চলাচলকারী বাস পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছামত বাস সিলেট করে আপনার যাত্রা উপভোগ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল আপনার যাত্রা যেন খুবই সুন্দর হয়। আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন ঢাকা টু রাজশাহী বাসের অনলাইন টিকিট বুকিং সম্পর্কে।
রাজশাহী টু ঢাকা সকালের বাসের সময়সূচী
আপনাদের মধ্যে যারা খুব সকালের রাজশাহী থেকে ঢাকা যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দেশ ট্রাভেলস বাসটি। আপনি যদি সকালে সকাল সকাল যেতে চান তাহলে আপনি দেশ ট্রাভেল করে যেতে পারবেন। তবে এ বাসের নাম্বার কোড হলো ০০২। এটি মূলত নন এসি বাস। তবে এই বাস প্রতিদিন ভোর ৪:৪৫ মিনিটে রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রাজশাহীর বাস কাউন্টারে আপনি এই বাসটি পেয়ে যাবেন। তবে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এই বাসে যদি আপনি যাত্রা শুরু করেন তাহলে একবার আপনি ঢাকা দেখে পৌঁছাবেন সকাল সকাল। এবং আপনি একটিভ আশা করে রাখার রাজশাহী থেকে বাসে উঠবেন একবারে ঢাকাতে গিয়ে নামবেন।
তবে আপনি যদি রজশাহী থেকে ঢাকাতে যেতে চান তাহলে ।
আপনি দেশ ট্রেভেলসের সকালই আর একটি বাস পেয়ে যাযবেন। এই বাস ভোর ৬:১৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে। এবং এই বাস ১২:১৫ মিনিটে ঢাকাতে গিয়ে পৌঁছায়। আর সেই কারণে আপনি যদি চান তাহলে আপনি রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে আপনি রসের হিট কাউন্টার থেকে আপনি আরামদ যাত্রার টিকিট সংগ্রহ করতে পারেন।
আপনাদের মত অনেকে আছেন যারা এসি পথে যাত্রা করতে চান। অনেকে নন এসি বাসে যাত্রা করতে মনে করেন। আর তাই তাদের জন্য দরকার হলো যাত্রা শুরু করতে পারবেন। আপনারা যারা এসি বাসে করে যাত্রা করতে চান তারা সেটিতে করে যেতে পারবেন। এই বসের কোচ বা নাম্বার হলো ২৯ রাজ-ঢাকা। তবে এই বাচ্চা আপনাদের জন্য সকাল ৮:০০ টার সময় কাউন্টার ।
থেকে যাত্রা শুরু করে এবং এটি ১:৩০ মিনিটে ঢাকা কাউন্টারে গিয়ে পৌঁছায়।একতা ট্রান্সপোর্ট একটা বাস রয়েছে যেটা রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সে কারণে যাত্রা শুরু করে ৬ টা ৩০ মিনিটে। এবার ঢাকা থেকে পৌঁছে দুপুর ১২:০০ টার সময়। তবে সে ক্ষেত্রে বলা যায় যে এটি একটি নন এসি বাস। আপনি মহাখালী পর্যন্ত যাত্রা শুরু করতে পারবেন।
একতা ট্রান্সপোর্ট আচে সেই বাসও রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। তবে সে ক্ষেত্রে এ বা যাত্রা শুরু করে সকাল ৮:৩০ মিনিটে। এবং এই বাস ঢাকাতে গিয়ে পৌঁছায় দুপুর ২:২০ মিনিটে।
দেশটা ট্রাভেলস এর আরেকটা এসি বাস রয়েছে তবে এই বাস দুপুর ১:৪৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করে তবে বলে রাখা ভালো এটি একটি নন এসি বাস।
তবে এই বাস রাজশাহী হেড কাউন্টার থেকে যাত্রা শুরু করে এবং ঢাকা থেকে যখন পৌছাবে তখন হবে সন্ধ্যায় ৭:৪৫ মিনিট।দেশ ট্রাভেলস এর আরো একটি বাস রয়েছে। তবে সে জন্য যে বার্থডে রওনা দেবে সে বাসার নাম্বার হলে ৩১। এই বাসটি রাজশাহী বাস কাউন্টার থেকে বিকাল ৩:৩০ মিনিট এ যাত্রা করার উদ্দেশ্য রওয়ানা দেয় আর এই বাসটি ঢাকা কাউন্টারে ৮:৪৫ মিনিটে পৌঁছায়।
রাজশাহী টু ঢাকা দুপুরের বাসের সময়সূচী
- রাজশাহী টু ঢাকা দুপুরে যেসব বাস চলাচল করে তার মধ্যে অন্য একটি উননত মানের বাস হলো একতা ট্রান্সপোর্ট এটি সকলের দিক বিবেচনা করে দুপুরে ছাড়া হয়। এটি দুপুর ২:৩০ মিনিটে রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্য ছাড়া হয়। তবে এটি ঢাকাতে গিয়ে পৌঁছায় রাত ৮:০০ মিনিটে। এটি নন এসি একটি বাসের মধ্যে অন্যত মানের একটি বাস। তাই আপনি যদি এটিতে যেতে চান তাহলে তাড়াতাড়ি টিকেট কেটে ফেলুন।
- একতা ট্রান্সপোর্ট এর আপর একটি বাস রয়েছে যেটি সেটি বিকেল ৫:৩০ মিনিটে যাত্রা শুরু করে থাকে। এবং এটি ঢাকাতর গিয়ে পৌঁছায় ১১:০০ টায় পৌঁছাবে। এটি হলো নন এসি বাস।
রাজশাহী টু ঢাকা রাতের বাসের সময়সূচী
- রাজশাহী টু ঢাকা রাতের বাসে যদি রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে আপনি দেশ ট্রাভেলসের দুইটি ভালো মানের বাস পাবেন। একটি রাত ১০:০০ টার সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দিবে। এবং সেটি ঢাকাতে গিয়ে পৌঁছাবে সকাল ৬:০০ টার সময়।
- অপরটি একটি বাস রয়েছে যেটি হল এসি বাস আর এই বাস রাত ১১ঃ১৫ মিনিটে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে গিয়ে পৌঁছাবে ভোর ৫:৩০ মিনিটে।
উপসংহার
আশা করছি ঢাকা টু রাজশাহী বাস সার্ভিস এর সময়সূচী ভাড়া নাম্বার ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url