এয়ারটেল মিনিট চেক করার নিয়ম
প্রিয় পাঠক এয়ারটেল মিনিট চেক করার কোড ডায়াল করার মাধ্যমে আপনার এয়ারটেল সিমে কত মিনিট আছে তা যাচাই করতে পারবেন। প্রতিটি সিমের মিনিট চেক করার জন্য আলাদা কোড রয়েছে। তেমনি, আপনি যদি এয়ারটেল সিমে মিনিট প্যাকেজ ক্রয় করেন, তাহলে আপনার সিমে কত মিনিট আছে এটা চেক করার প্রয়োজন হতে পারে।
আজকের এই পোস্টে আপনাদের সাথে এয়ারটেল মিনিট চেক করার কোড দিয়ে কীভাবে সিমের মিনিট চেক করবেন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ভূমিকা
বিশ্বের সবথেকে দ্রুততম সিমের মধ্যে অন্যতম একটি হলো এয়ারটেল। এই সিম দিয়ে প্রায় সব জায়গা থেকে খুব ভালোভাবে কথা বলা যায়। এখন আমরা এয়ারটেল সিম সম্পর্কে যত রকমের মিনিট অফার গুলো রয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করব। যাতে করে আপনারা আপনাদের কথা বলার জন্য যে সব মিনিট দরকার তা আপনারা আমাদের এই পোস্টটির মাধ্যমে পেয়ে যাবেন।
এয়ারটেল মিনিট চেক করার কোড ২০২৫
আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি তার মধ্যে অধিকাংশ জানি না যে কিভাবে এয়ারটেল মিনিট চেক করা হয় বা কোন কোড দিয়ে মিনিট ব্যালেন্স চেক করা হয়। আপনি যদি জানেক এয়ারটেল মিনিট চেক করার সকল কোডসমূহ তাহলে মুহুর্তেই জানতে পারবেন আপনার অবশিষ্ট মিনিট। যে সব গ্রাহক এয়ারটেল মিনিট কিনে কথা বলেন তারা মিনিট চেক করার ।
- সকল মাধ্যম সহ সকল কোড জানা জরুরি। আমরা আজ এই পোস্টটের মাধ্যমে জানিইয়ে দিবে এয়ারটেল অফার মিনিট চেক কোড এবং এয়ারটেল সিমের মিনিট অফার।
- মিনিট চেক কোড জানা না থাকলে আপনাকে সব সময় অন্য কে জিজ্ঞাসা করতে হবে এয়ারটেল মিনিট চেক করার কোড টি দেন। অথবা আমার মিনিট বালেন্স একটু দেখে দেন। এখানে এয়ারটেল সিমের সকল মিনিট চেক করার কোড দিয়ে দিব।
- তিনটি উপায়ে আমরা এয়ারটেল মিনিট চেক করতে পারি। একটি হচ্ছে মাই এয়ারটেল আপ্স ব্যবহার করে অপরটি কোড ডায়াল করে মিনিট বালেন্স চেক এবং সর্বশেষ উপায় টি হচ্ছে কথা বলা শেষ হলে তার নোটিফিকাশন দেখে।
এয়ারটেল মিনিট অফার
6.09 টাকায় 10 মিনিট (10 SMS)
- একে বলা হয় সেলফ কেয়ার বান্ডেল অফার। আপনি যদি কারো সাথে অল্প সময়ের জন্য কথা বলতে চান তবে এই অফারটি আপনার কাজে লাগতে পারে। ব্যবহারকারীরা মাত্র 6.9 টাকায় 10 মিনিট এবং 10 SMS উপভোগ করতে পারবেন। এই অফারের মেয়াদ 12 ঘন্টা। এই অফারটি সক্রিয় করতে, ডায়াল করুন *121*301# । *778*0# ডায়াল করে ব্যালেন্স চেক করা যাবে ।
10.96 টাকায় 19 মিনিট (19 SMS)
- আপনি যদি SMS সহ একটি মিনিট প্যাক কিনতে চান তবে আপনি এই অফারটির কিনতে পারেন। এটা সব গ্রাহকদের জন্য উপলব্ধ. আপনি *121*302# ডায়াল করে এই অফারটি উপভোগ করতে পারেন।
- অফারের মেয়াদ 24 ঘন্টা।
- ব্যবহারকারীদের এই বান্ডেলের জন্য 10.96 টাকা চার্জ করা হবে। ব্যবহারকারীরা যত খুশি ততবার উপভোগ করতে পারবেন। ব্যালেন্স চেক করতে আপনাকে *778*0# ডায়াল করতে হবে ।
28 মিনিট (বোনাস 100 এমবি) 21 টাকায়
- এয়ারটেল ব্যবহারকারীরা শুধুমাত্র 21 টাকায় 28 মিনিট এবং 100 এমবি উপভোগ করতে পারবেন। আপনি যদি কম দামে এমবি এবং মিনিট সহ একটি বান্ডেল অফার কিনতে চান তবে এটি আপনার জন্য উপযোগী হতে পারে। মিনিটের মেয়াদ 1 দিন এবং MB মেয়াদ 3 দিন।
- এই অফারটি সক্রিয় করতে ডায়াল করুন *121*0021# অথবা স
- ঠিক 21 টাকা রিচার্জ করুন।
- এয়ারটেল 18 টাকায় 30 মিনিট
- এয়ারটেল ব্যবহারকারীরা 18 টাকায় 30 মিনিট উপভোগ করতে পারবেন। অফারটি নিতে ডায়াল করুন *121*18# অথবা 18 টাকা রিচার্জ করুন। এই মিনিট অফারের মেয়াদ 24 ঘন্টা।
23 টাকায় 38 মিনিট
- আপনি হয়তো ভাবতে পারেন যে এটি খুব একটা ভালো অফার নয়, কিন্তু আপনি 23 টাকায় 2 দিনের বৈধতা পাবেন। যদি আপনার ব্যালেন্স 25 টাকার কম হয় এবং 2 দিনের জন্য মিনিট চান, তাহলে আপনি এই অফারটির সাথে সাথে কিনে নিতে পারেন। এটি সক্রিয় করতে, আপনাকে ডায়াল করতে হবে *123*23# অথবা 23 টাকা রিচার্জ করতে হবে।
28 টাকায় 46 মিনিট
- আপনি যদি এয়ারটেল দুই বা তিন দিনের মেয়াদ সহ কম দামের মিনিট প্যাক কিনতে চান। আপনার জন্য এই অফারটি Best হবে। এই 46 মিনিটের অফারটি নিতে পারবেন 28 টাকায়। এই প্যাকটি এক্টিভ করতে 28 টাকা রিচার্জ করতে হবে অথবা *121*18# ডায়াল করতে হবে। মেয়াদ 3 দিন। মিনিট চেক করতে ডায়াল করুন *778*0# ।
#এয়ারটেল সাপ্তাহিক মিনিট অফার
7 দিন 46 টাকায় 77 মিনিট
- এটি একটি সাপ্তাহিক মিনিট প্যাক। Aritel ব্যবহারকারীরা 46 টাকা রিচার্জ করে বা *123*46# USSD কোড ডায়াল করে এটি উপভোগ করতে পারেন। ডায়াল করার পরে, ব্যালেন্সে 77 মিনিট যোগ করা হবে। এই অফারের মেয়াদ ৭ দিন।
53 টাকায় 92 মিনিট
- এটি 50 টাকায় সাপ্তাহিক মিনিটের সেরা অফার। যদি সাপ্তাহিক অফার খুঁজছেন, তাহলে আপনি এটি নিতে পারেন। এই অফারটি সক্রিয় করতে, ব্যবহারকারীদের *121*53# ডায়াল করতে হবে অথবা 53 টাকা রিচার্জ করতে হবে। এটির মেয়াদ 7 দিন।
74 টাকায় 125 মিনিট
- এটি Airtel ব্যবহারকারীদের জন্য আরেকটি সাপ্তাহিক মিনিটের অফার। ব্যবহারকারীরা 74 টাকায় 126 মিনিট উপভোগ করতে পারবেন। আপনি যদি এই অফারটি নিতে চান তবে আপনাকে *121*074# ডায়াল করতে হবে । এটি রিচার্জ অফার নয়; তাই আপনাকে অবশ্যই ডায়াল করতে হবে। এই 74 টাকা অফারের মেয়াদ 7 দিন। মিনিট ব্যালেন্স চেক করার জন্য, কোড নম্বর হল *778*0# ।
160 মিনিট (400 এমবি বোনাস) 93 টাকায়
- এটি Airtel ব্যবহারকারীদের জন্য আরেকটি সাপ্তাহিক অফার। এটি 93 টাকায় 160 মিনিট এবং সাথে 400 এমবি দিয়ে থাকে। এটি একটি মাল্টি অফার; আপনি মিনিট এবং এমবি উপভোগ করতে পারেন। এই আকর্ষণীয় অফারের মেয়াদ 7 দিন।
- আপনি *121*93# ডায়াল করে বা 93 টাকা রিচার্জ করে এটি উপভোগ করতে পারেন ।
118 টাকায় 205 মিনিট
- এটি সাম্প্রতি গ্রাহকদের সর্বাধিক ব্যবহৃত মিনিটের অফার। এটি মাত্র 118 টাকায় 206 মিনিট দিয়ে থাকে।এই অফারের মেয়াদ 10 দিন। এটি এক্টিভ করতে, আপনাকে ডায়াল করতে হবে *121*0118# অথবা ঠিক 118 টাকা রিচার্জ করতে হবে।
250 মিনিট + 250 SMS + 1GB সোশ্যাল 149 টাকায়
- এটি সোশ্যাল ইন্টারনেট, মিনিট এবং এসএমএস-এর একটি সমন্বিত অফার৷ এখন সবকিছু এক প্যাকেটে। আপনি 250 মিনিট, যেকোনো অপারেটরের জন্য 250 মিনিট 250 মেসেজ এবং 1 GB সোশ্যাল ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। এয়ারটেল 1GB সোশ্যাল ইন্টারনেট প্যাক আপনি ফেসবুক মেসেঞ্জার, আইএমও, হোয়াটসঅ্যাপ এবং ভাইবার মেসেঞ্জারের জন্য ব্যবহার করা যেতে পারে।
- এই অফারটি উপভোগ করতে, আপনাকে *123*149# ডায়াল করতে হবে অথবা ঠিক 149 টাকা রিচার্জ করতে হবে। এই অফারের মেয়াদ 30 দিন। MB চেক করতে ডায়াল করুন *3# এবং মিনিটের চেক করতে ডায়াল করুন *778*0#।
#এয়ারটেল মাসিক অফার
- 228 টাকায় 395 মিনিট + 800 SMS এবং 500 MB 4G
- এয়ারটেল ব্যবহারকারীদের জন্য এটি আরেকটি কম্বো অফার। এটি একটি মাসিক অফার। আপনি মাত্র 228 টাকায় 395 মিনিট, 500 MB (শুধুমাত্র 4G) এবং 800 SMS উপভোগ করতে পারবেন। এই কম্বো অফারটি সক্রিয় করতে, এয়ারটেল ব্যবহারকারীদের রিচার্জ করতে হবে 228 টাকা। এর জন্য কোনো অ্যাক্টিভেশন কোড নেই।
- ডাটা ব্যালেন্স চেক করতে করে ডায়াল করুন *8444*88# । *778*0# ডায়াল করে মিনিট চেক করা যাবে।
193 টাকায় 335 মিনিট (200 এসএমএস বোনাস)
- এখানে আরেকটি অফার রয়েছে যা আপনি উপভোগ করতে পারেন।এই অফারে 335 মিনিটের সাথে 200 এসএমএস বোনাস পাবেন। আপনি যদি মেসেজ বোনাস সহ একটি অফার খুঁজছেন তাহলে এই অফারটি আপনার জন্য পারফেক্ট হবে আশা করি।
- এই এয়ারটেল মাসিক অফারটিতে আপনি 193 টাকায় 335 মিনিট এবং 200 এসএমএস পাবেন। এই সুবিধা উপভোগ করতে ডায়াল করুন *123*193# অথবা রিচার্জ করুন 193 টাকা। যেহেতু এটি একটি মাসিক মিনিট অফার তাই এর মেয়াদ 30 দিন।
480 (1 GB বোনাস) মিনিট 278 টাকায়
- এটি আরেকটি মাসিক প্যাক যা 1 জিবি ইন্টারনেট সহ 480 মিনিট দিয়ে থাকে। ব্যবহারকারীরা সবাই 278 টাকায় এটি উপভোগ করতে পারবেন। অফারটি উপভোগ করতে, আপনাকে ঠিক 278 টাকা রিচার্জ করতে হবে। আপনার যদি ইতিমধ্যে 278 টাকার বেশি ব্যালেন্স থাকে। তাহলে এই কম্বো উপভোগ করতে করে ডায়াল করুন *123*278# । অফারটির মেয়াদ 30 দিন।
- 605 মিনিট + 500 এসএমএস + 349 টাকায় 1 জিবি ইন্টারনেট
- ব্যবহারকারীদের জন্য এয়ারটেল নিয়ে এসেছে নতুন কম্বো অফার। এখন ব্যবহারকারীরা মাত্র 349 টাকায় যেকোনো অপারেটরের জন্য 605 মিনিট, 1 জিবি ইন্টারনেট ডেটা এবং 500 মেসেজ পেতে পারবেন।
- অফারটির মেয়াদ 30দিন। এই কম্বো অফারটি করতে, আপনাকে *123*349# ডায়াল করতে হবে বা ঠিক 349 টাকা রিচার্জ করতে হবে। ডাটা ব্যালেন্স করতে ডায়াল করুন *8444*88# এবং SMS টন জন্য *778ধ*6666#।
378 টাকায় 655 মিনিট (2GB বোনাস)
- এটি এয়ারটেল বাংলাদেশের একটি মাল্টি অফারও। ব্যবহারকারীরা 655 মিনিট এবং 2 জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। আপনার যদি উভয়েরই প্রয়োজন হয়, তাহলে আপনি এই অফারটি দেখতে পারেন। এটি উপভোগ করার জন্য, আপনাকে *123*378# ডায়াল করতে হবে।
- অথবা 378 টাকা রিচার্জ করতে হবে। এই প্যাকেজের মেয়াদ 30 দিন।
865 মিনিট (3GB বোনাস) 499 টাকায়
- এটি আরেকটি অফার যা আপনি এয়ারটেলের সাথে উপভোগ করতে পারেন। ব্যবহারকারীরা মাত্র 499 টাকায় 865 মিনিট এবং 3 জিবি ইন্টারনেট ডেটা পাবেন। আপনি যদি একজন এয়ারটেল হেবি ইউজার হন তবে এটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।
- এই অফারটি এখনই নিতে ডায়াল করুন *123*499# অথবা ঠিক 499 টাকা রিচার্জ করুন।এই অফারটি মেয়াদ 45 দিন।
574 টাকায় 1000 মিনিট (800 SMS এবং 2 GB ইন্টারনেট)
- আপনি যদি ইন্টারনেট এবং এসএমএস সহ একটি কম্বো অফার খুঁজছেন, তাহলে আপনি এই চমৎকারটি নিতে পারেন। এটি ব্যবহারকারীদের 574 টাকায় 100 মিনিট, 800 এসএমএস এবং 2 জিবি ইন্টারনেট দেয়।
- আপনি যদি অফারটি নিতে চান তাহলে করে ডায়াল করুন *123*574# অথবা সঠিক 574 টাকা রিচার্জ করুন। অফারটির মেয়াদ 30 দিন।ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *8444*88# , MB এবং SMS চেকিং কোড হল *778*6666#
একক ইউএসএসডি কোড সার্ভিস সমূহ:
- *১#
- ব্যলান্স চেক/বকেয়া বিল
- *২#
- নিজ মোবাইল নাম্বার দেখা
- *৩#
- ডাটা এমবি চেক
- *৪#
- ইন্টারনেট প্যাক কেনা
- *৫#
- জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু
- *৬#
- নিজ প্যাকেজ ও কল ট্যারিফ
- *৭#
- প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু
- *৮#
- প্রিপেইড এয়ার ক্রেডিট
- *৯#
- সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট
- *০#
- মিনিট বান্ডেল
- ডায়াল *৬৬৬#
এয়ারটেল মিনিট চেক
- আপনি যদি আপনার এয়ারটেল সিমে যেকোনো মিনিট প্যাকেজ ক্রয় করে থাকেন অথবা যেকোনো মিনিট প্যাকেজ ফ্রি পেয়ে থাকেন তাহলে সেটি কোডের মাধ্যমে ডায়াল করে জানতে পারবেন। এয়ারটেল মিনিট চেক কোড টি হচ্ছে *৭৭৮*০#। আপনার মোবাইলের ডায়ালিং অপশন থেকে এই কোডটি ডায়াল করার সাথে সাথেই বর্তমানে আপনার এয়ারটেল সিমে মিনিটের কোন ব্যক্তি একটিভ রয়েছে তা দেখতে পারবেন।
- বর্তমান সময়ে কোড ডায়াল করা ছাড়াও আপনি আরো একটি উপায়ে এয়ারটেল মিনিট চেক করতে পারবেন। সেটি হচ্ছে এয়ারটেল আন্ড্রইড এপ্স থেকে।
- হ্যাঁ আপনি যদি প্লে স্টোর থেকে এয়ারটেল এর এই অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করেন এবং আপনার ব্যবহৃত airtel নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন তাহলে আপনার সিমের যাবতীয় সকল তথ্য খুব সহজেই পেয়ে যাবেন।
এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড
- আমার ধারণা কিভাবে এয়ারটেল মিনিট চেক করতে হয় সে সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ তথ্য জানেন না। তাই আজকে এই পোস্টটি আপনার সামনে হাজির হয়েছে। আশা করি এই গ্যাপটা আপনার থাকবে না এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন এয়ারটেল মিনিট চেক করা কত সহজ। অর্থাৎ কোন কাজ না জানা থাকলে সে কাজটি অনেক কঠিন মনে হয়।
- কিন্তু সেই কাজটি যদি একবার জানা হয়ে যায় সেই কাজ আর কঠিন থাকে না। আমরা এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড করা সম্পর্কে দুটি পদ্ধতি আলোচনা করব। একটি হচ্ছে মাই এয়ারটেল অ্যাপস ব্যবহার করে অপরটি হচ্ছে কোড ডায়াল করে।
এয়ারটেল টাকা চেক কোড
আপনি কি এয়ারটেল টাকা চেক কোড জানা নেই। কিভাবে টাকা চেক করতে হয় সে সমপর্কে জ্ঞান নেই। চলুন তাহলে জেনে নেই এয়ারটেল ব্যালেন্স চেক সমপর্কে এয়ারটেল টাকা চেক কোড হচ্ছে *৭৭৮# এটি ডায়াল করার মাধ্যমে সহজে আপনার টাকার পরিমান ও মেয়াদ জানতে পারবেন।
মাই এয়ারটেল অ্যাপস ব্যবহার করে
- মাই airtel আপস ব্যবহার করে আপনি খুব সহজেই airtel সিমের মিনিট চেক করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে মাই এয়ারটেল এপ্সটী ইন্সটল করে নিন এবং সেখানে সকল তথ্য দিয়ে রিজিষ্টেশন করে নিন। এবার আপনার এপ্সের হোম পেইজে প্রবেশ করুন। সেখানে অনেক অপশন পাবেন সেখান থেকে আপনার কাঙ্খিত অপশনটি বেছে নিন অর্থাৎ মিনিট চেক করার অপশনটিতে প্রেস করুন।
- মুহূর্তের মধ্যে দেখতে পারবেন আপনার সর্বশেষ মিনিট ব্যালেন্স কত রয়েছে। আর এভাবেই অ্যাপসের সাহায্যে এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করতে পারবেন।
কোড ডায়াল করে এয়ারটেল মিনিট চেক করার নিয়ম
- ইউ এস এস ডি কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল এ মিনিট চেক করা খুব সহজ। আপনি যদি শুধু কোডটি মনে রাখতে পারেন তাহলে এয়ারটেলে মিনিট চেক করার আর কোন ঝামেলা আপনার থাকবে না। এয়ারটেল মিনিট চেক কোডটি *৭৭৮*০#।প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন সিলেক্ট করুন
- এরপর লিখে ফেলুন *৭৭৮*০# কোডটি
- এখন সেন্ড করে দিন
- এখন আপনার সামনে দেখতে পাবেন একটি ফিডব্যাক মেসেজ। উক্ত মেসেজ এ আপনার মিনিটের পরিমাণ । অবশিষ্ট মিনিট এর মেয়াদ সহ সকল ইনফরমেশন জানতে পারবেন।
এয়ারটেল বোনাস মিনিট চেক
- এয়ারটেল গ্রাহকদের অনেক সময় মিনিট বোনাস দিয়ে থাকে। সেই মিনিট চেক করার জন্য রয়েছে আলাদা কোড। সেই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনি জানতে পারবেন এয়ারটেল বোনাস মিনিট চেক সিস্টেম। আপনি যদি না জেনে থাকেন সেই কোডটি তাহলে আপনি বোনাস মিনিট চেক করতে পারবেন না।
- এয়ারটেল চেক কোড
- এয়ারটেল মিনিট চেক কোড *৭৭৮*০#
- এয়ারটেল বোনাস মিনিট চেক কোড *৭৭৮*২৯#
- এয়ারটেল বোনাস মিনিট চেক করার জন্য আপনাকে প্রথমে ডায়াল অপশনে ক্লিক করতে হবে। সেখানে লিখতে হবে *৭৭৮*২৯# এরপর কলিং বাটনে প্রেশ করতে হবে। সাথে সাথেই আপনি জানতে পারবেন আপনার অব্যহিত বোনাস মিনিট এর পরিমান।
- এয়ারটেল বোনাস মিনিট চেক কোড *৭৭৮*২৯#
এয়ারটেল মিনিট চেক কোড ২০২৫
এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন মিনিট বান্ডেল অফার প্রোভাইড করে। কোন গ্রাহক যদি এইসব অফার থেকে কোন বান্ডেল প্যাকেজ কিনে ফেলে। তাহলে সেই প্যাকেজের অবশিষ্ট মিনিট দেখার প্রয়োজন হয়ে পড়ে। আর সেই মিনিট গুলো দুটি উপায়ে দেখা যায়। যার একটি হছে মাই এয়ারটেল আপ্স দিয়ে অপরটি হচ্ছে এয়ারটেল মিনিট চেক কোড ডায়াল করে।
- এই কোড ডায়াল করার মাধ্যমে আপনি শুধু মিনিট দেখতে পারবনে না বরং মিনিট সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। যেমন, মিনিটের পরিমান, মেয়াদের সময়সীমা, সাথে আরো মিনিট অফার দেখাবে সেখান থেকে আপনার পছন্দের মিনিট প্যাকেজ সিলেক্ট করে কিনতে পারবেন।
- এয়ারটেল মিনিট চেক কোড হচ্ছে *৭৭৮*০# ইহা ডায়াল করার মাধ্যমে আপনার অবশিষ্ট মিনিটের পরিমান জানতে পারবেন।
এয়ারটেল মিনিট অফার তথ্য
- এয়ারটেল মিনিট অফারটি নেয়ার আগে কিছু তথ্য জানা থাকা জরুরী।তথ্য গুলো একজন এয়ারটেল গ্রাহকের মিনিট ক্রয় এবং ব্যবহার করা সম্পর্কে আরো আত্মবিশ্বাসে করে তুললে।এয়ারটেল মিনিট অফার কেনার পূর্বে অবশ্যই আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে
- তাছাড়া সরাসরি রিসার্চ করার মাধ্যমেও airtel মিনিট ক্রয় করা যাবে।
- এয়ারটেল মিনিট অফার গ্রাহক কিনলে তা কোন অপারেটরে কথা বলতে পারবে।
- সকল এয়ারটেল মিনিট অফারে ভ্যাট প্রযোজ্য।
- আপনি চাইলে এক্টিভেশন কোড দিয়ে বা রিচার্জ করে প্যাক গুলো কিনতে পারবেন।
- অফারের মেয়াদ শেষ হবার আগে পুনরায় একই অফার ক্রয় করলে আগের মিনিট নতুন মিনিট এর সাথে যুক্ত হবে।
- এয়ারটেল মিনিট চেক কোড *৭৭৮*০#।
- এয়ারটেল বোনাস মিনিট চেক করার জন্য *৭৭৮*২৯# ডায়াল করতে হবে।
- আপনাদের প্রিয় সিম অপারেটর এয়ারটেল নিয়ে এসেছে দারুন কিছু মিনিট অফার। তাই দেরি না করে এখনই অফার গুলো ক্রয় করে উপভোগ করুন এবং এয়ারটেল মিনিট চেক কোড দিয়ে মিনিট চেক করুন।
উপসংহার
আশা করছিএয়ারটেল মিনিট চেক করার নিয়ম ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url