ওয়ালটন এসি-প্রাইস ইন বাংলাদেশ

প্রিয় পাঠক ওয়ালটন আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড যারা বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স পণ্য তৈরি করে থাকে। ওয়ালটন মোবাইল, ফ্রিজ, ফ্যান ইত্যাদির পাশাপাশি এসি তৈরি করে থাকে। ওয়ালটন এসিগুলো অনেক ভালো মানের হয়ে থাকে এবং দামের দিক থেকেও অনেক সাশ্রয়ী।ওয়ালটন মানুষের বাজেটের কথা ভেবে এসি তৈরি করে থাকে।
ওয়ালটন এসি-প্রাইস ইন বাংলাদেশ
প্রযুক্তিগত দিক থেকে ওয়ালটন এর এসি দুই ধরনের হয়ে থাকে। এগুলো হচ্ছে ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসি। ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির মাঝে দামের এবং কিছু সুবিধা অসুবিধার পার্থক্য রয়েছে।

ভূমিকা

ওয়ালটন বাংলাদেশের একটি অগ্রণী ইলেকট্রনিক্স কোম্পানি যা দেশের ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে উচ্চমানের এয়ার কন্ডিশনার সরবরাহ করে আসছে বিগত কয়েক বছর যাবত। ওয়ালটন এসি তাদের বিদ্যুৎ সাশ্রয়ী, অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন, সাশ্রয়ী মূল্য, দীর্ঘস্থায়ী এবং তাদের ওয়ারেন্টি সিস্টেম এর জন্য অনেক জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে।

আরো পড়ুনঃ ওয়ালটন ওভেন প্রাইস ইন বাংলাদেশ

বাংলাদেশে ওয়ালটন এসির দাম কত?

বাংলাদেশে ওয়ালটন এসির দাম ৩০,০০০ টাকা থেকে শুরু হয় যা এসির টন ক্যাপাসিটি, টেকনোলজি, ইনভার্টার বা নন-ইনভার্টার ইত্যাদির উপর নির্ভর করে। তবে, ওয়ালটন ব্র্যান্ডের টার্বো কুলিং টেকনোলোজি, এয়ার পিউরিফিকেশন, ডিহিউমিডিফিকেশন সিস্টেম ইত্যাদি প্রযুক্তি যুক্ত এসির দাম ৫০,০০০ টাকা থেকে শুরু।

নন–ইনভার্টার এসি
সাধারণত নন-ইনভার্টার এসিগুলো নিজে থেকে কমপ্রেসর এর স্পিড কমাতে পারেনা বা তাপমাত্রা কমাতে পারেনা। এতে করে, রুমের তাপমাত্রা কমে গেলে এসি বন্ধ করতে হয়। আবারও, তাপমাত্রা বেড়ে গেলে এসি অন করতে হয়। বন্ধ করা এবং আবারও চালু করার জন্য বিদ্যুৎ খরচ হয়। এজন্য, নন-ইনভার্টার এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেশি হয়।

ওয়ালটন কত টন এসি কত টাকা দাম?

  • ওয়ালটন এসি ১ টন এর দাম ৫০,০০০ টাকা থেকে ৬৫,০০০টাকা পর্যন্ত হয়ে থাকে। ১.৫ টন এসির দাম ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৭৮,০০০ টাকা অব্দি হয়ে থাকে। ২ টন এসির দাম ৭৫,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • তবে, ওয়ালটন ২.৫ টন এসির দাম একটু বেশি। বাংলাদেশে ওয়ালটন ২.৫ টন এসির দাম ১ লাখ টাকা হয়ে থাকে। ওয়ালটন এসি কিনতে চাইলে এই দামের মাঝে কিনতে পারবেন। নিচে ওয়ালটন এর বিভিন্ন এয়ার কন্ডিশনার এর দাম আরও বিস্তারিত উল্লেখ করে দেয়া হল।
১ টন ইনভার্টার ওয়ালটন এসির দাম
  1. ওয়ালটন ১ টন ইনভার্টার এসির দাম নন-ইনভার্টার এসির তুলনায় একটু বেশি হয়ে থাকে। ১ টন ওয়ালটন ইনভার্টার এসির দাম ৪৬,০০০টাকা থেকে শুরু করে ৬৬,০০০ টাকা অব্দি হয়ে থাকে। ওয়ালটন এর ইনভার্টার এসির মাঝে আবার কয়েক ধরনের ইনভার্টার টেকনোলজি আছে।
  2. এসব টেকনোলজির উপর ভিত্তি করে দাম কমবেশি হয়ে থাকে। সর্বোনিম্ন ৪৬,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৬,০০০ টাকা দামের পর্যন্ত ওয়ালটন ইনভার্টার এসি পাওয়া যায়। এই দামের মাঝে যেকোনো শো-রুম থেকে একটি ওয়ালটন ১ টন এসি কিনতে পারবেন।
ওয়ালটন ১ টন নন–ইনভার্টার এসির দাম
১ টন নন-ইনভার্টার ওয়ালটন ব্রান্ডের এসির দাম ৩০,০০০ টাকা থেকে শুরু করে ৪০,০০০ টাকা হয়ে থাকে। নন-ইনভার্টার এসি ইনভার্টার এসির তুলনায় বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে থাকে। আপনি চাইলে Walton Non Inverter AC এই দামের মাঝেই কিনতে পারবেন।

ওয়ালটন ১.৫ টন ইনভার্টার এসির দাম
১.৫ টন ইনভার্টার ওয়ালটন এসির দাম ৬৬,০০০টাকা থেকে শুরু করে ৮০,০০০টাকা হয়ে থাকে। ওয়ালটন এর ১.৫ টন ইনভার্টার এসি এমন দামের মাঝে কিনতে পারবেন। ১.৫ টন কিন্তু দামের মাঝে পার্থক্য হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন টেকনোলজির ইনভার্টার এসি।

ওয়ালটন ১.৫ টন নন–ইনভার্টার এসির দাম
১.৫ টন নন-ইনভার্টার ওয়ালটন এসির দাম ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হয়ে থাকে। আপনি যদি একটি নন-ইনভার্টার এসি কিনতে চান, তাহলে ওয়ালটন ব্রান্ডের নন-ইনভার্টার এসি কিনতে পারেন উপরে উল্লেখ করে দেয়া দামে।

ওয়ালটন ২ টন ইনভার্টার এসির দাম
২ টন ইনভার্টার ওয়ালটন এসির দাম ৭০,০০০ টাকা থেকে শুরু করে ৯৪,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ইনভার্টার টেকনোলজির পার্থক্য হওয়ার কারণে ২ টন এর ওয়ালটন এসির দামের মাঝে একটু তফাৎ হয়ে থাকে। আপনি যদি ওয়ালটন ব্রান্ডের একটি ২ টন এসি কিনতে চান, তাহলে এই দামের মাঝেই কিনতে পারবেন।

ওয়ালটন ২ টন নন–ইনভার্টার এসির দাম
২ টন নন-ইনভার্টার ওয়ালটন এসির দাম ৫৫,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা হয়ে থাকে। নন-ইনভার্টার এসিগুলো বেশি বিদ্যুৎ খরচ করে থাকে। একারণে এগুলোর দাম একটু কম হয়। ওয়ালটন ব্রান্ডের নন-ইনভার্টার এসি ৫৫-৬৫ হাজার টাকার মাঝে কিনতে পারবেন।

ওয়ালটন ২.৫ টন ইনভার্টার এসির দাম
২.৫ টন ইনভার্টার ওয়ালটন এসির দাম ১ লাখ টাকা। ওয়ালটন ব্রান্ডের একটি ২.৫ টন ইনভার্টার এসি কিনতে চাইলে ১ লাখ টাকার মাঝে কিনতে পারবেন। শো-রুম থেকে কেনার সময় ফ্রি-সেটআপ বা যেকোনো ডিস্কাউন্ট পেতে পারেন।

ওয়ালটন ২ টন এসির দাম বাংলাদেশ

ওয়ালটন ২ টন এসির দাম সাধারণত অন্যান্য ব্র্যান্ডের দুই টন এসির দামের তুলনায় অনেক কম । এখন আমরা বেশ কিছু ওয়ালটনের তৈরি দুই টন এসির মডেল নাম্বার এবং দাম সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে ঐ সকল এসির মডেল নাম্বার ও দাম নিচে ছক আকারে তুলে ধরা হলো ।

মডেল নাম্বার এসির দাম
  • WSN-RIVERINE-24BH Tk.82,000
  • WSI-COATEC (SUPERSAVER)-24H Tk.91,990
  • WSI-INVERNA (SUPERSAVER)-24H Tk.92,990
  • WSI-OCEANUS (VOICE CONTROL)-24H Tk.90,990
  • WSI-KRYSTALINE-24H [PLASMA] Tk.88,500
  • WSI-KRYSTALINE-24H Tk.90,500
  • WSN-DIAMOND-24H Tk.77,500
এখানে যতগুলো এসির মডেল নাম্বার এবং দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে এই মডেল গুলোর নাম্বার এবং দাম যে কোন সময় কম অথবা বেশি করতে পারে । উল্লেখিত মডেল গুলো থেকে আপনার যে মডেলটি পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।

ওয়ালটন ২.৫ টন এসির দাম কত টাকা ২০২৫

  1. মডেল নাম্বার ক্যাপাসিটি দাম
  2. WSI-RIVERINE-30C ২.৫ টন Tk.115,000
  3. WSN-KRYSTALINE-30H ২.৫ টন Tk.100,000
  4. WSN-KRYSTALINE(CS)-30H ২.৫ টন সীমিত
  5. নোট – উপরে যতগুলো এসির মডেল নাম্বার এবং দাম দেওয়া রয়েছে সেগুলো থেকে যেই পণ্যটি আপনার পছন্দ হয় সেটি কিনে ব্যবহার করতে পারেন ।

ওয়ালটন ১ টন এসির দাম বাংলাদেশ

বর্তমানে বেশ কিছু পরিমাপের ওয়ালটনের এসি পাওয়া যায় । যেমনঃ ওয়ালটন ১ টন এসি, ওয়ালটন ১.৫ টন এসি, ওয়ালটন ২ টন এসি, এবং ওয়ালটন ২.৫ টন এসি । এই এসিগুলোর মধ্য থেকে যার যার চাহিদা অনুযায়ী এসি কিনতে পারেন । আপনার বাজেট বেশি হলে আপনি ২.৫ টন এসি কিনতে পারেন এখন নিচে বেশ কিছু ১ টন এসির মডেল নাম্বার ও দাম সম্পর্কে তুলে ধরা হলো ।

মডেল নাম্বার এসির দাম
  • WSI-ACC -12C Tk.66,900
  • WSI-INVERNA -12C Tk.65,000
  • WSI-AVIAN -12F Tk.55,990
  • WSI-COATEC -12F Tk.56,990
  • WSI-INVERNA -12F Tk.55,990
  • WSI-INVERNA (SUPERSAVER)-12F Tk.57,990
  • WSI-OCEANUS -12F Tk.55,990
  • WSI-KRYSTALINE -12F Tk.57,990
  • WSI-RIVERINE-12F Tk.50,000
এখানে যতগুলো ওয়ালটনের তৈরি এক টন এসি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হয়েছে তা ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলে ধরা হয়েছে । এই এসিগুলোর মডেল নাম্বার ও দাম যে কোন সময় ওয়ালটন কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন করতে পারে । উল্লেখিত এসি গুলো থেকে আপনার যেই এসিটি পছন্দ হয়েছে কিনে ব্যবহার করতে পারেন ।

কেন ওয়ালটন এসি কিনব?
ওয়ালটন এসিতে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে তৈরি যা বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা করে তুলেছে।
  1. উদ্ভাবনী প্রযুক্তিঃ ওয়ালটন এসিতে রয়েছে টার্বো কুলিং, অটো-রিস্টার্ট, স্লিপ মোড, এয়ার পিউরিফিকেশন, এবং স্মার্ট কন্ট্রোলসহ উন্নত প্রযুক্তি।
  2. বাজেট ফ্রেন্ডলিঃ ওয়ালটন এসির দাম বাজারের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটা কম। ফলে সীমিত বাজেটের মধ্যে উন্নত প্রযুক্তি ও নতুন নতুন ফিচার যুক্ত সেরা এয়ার কন্ডিশনার হবে ওয়ালটন এসি।
  3. পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্টঃ ওয়ালটন এসিতে আর৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে যা পরিবেশ বান্ধব এবং অন্যান্য রেফ্রিজারেন্টের তুলনায় বেশ উন্নত।
  4. ইনভার্টার প্রযুক্তিঃ প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে রুমের পরিবেশ শীতল করতে যথেষ্ট কার্যকর ওয়ালটন এসি। কারণ এই ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারে রয়েছে ইনভার্টার প্রযুক্তি যা পরিবেশ শীতল রাখার পাশাপাশি কম্প্রেসারের গতি সামঞ্জস্য করে শক্তি সঞ্চয় করতে পারে।
  5. টার্বো কুলিংঃ ওয়ালটন এসিতে রয়েছে টার্বো কুলিং ফিচার ফলে গরম দিনে দ্রুত এবং কার্যকরী শীতল পরিবেশ প্রদান করতে সহায়তা করবে।
  6. এয়ার ফিল্টারঃ অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার, ডাস্ট ফিল্টার, এবং ডিহিউমিডিফাইং ফিল্টার রয়েছে ওয়ালটন এয়ার কন্ডিশনারে। ফলে এসি ব্যবহারে মাধ্যমে রুমের বাতাসকে বিশুদ্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ বাতাসের গুণগত মান উন্নত করতে সাহায্য করে।
  7. ওয়াই-ফাই কানেক্টিভিটিঃ ওয়ালটন ব্র্যান্ডের এসির বিভিন্ন মডেলের মধ্যে কিছু মডেলে ওয়াই-ফাই কানেক্টিভিটি যুক্ত রয়েছে। যা স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে দূর থেকে এসি নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে।

ওয়ালটন ১.৫ টন এসির দাম

  • বর্তমানে বাজারে ওয়ালটনের বেশকিছু ধরনের এসি রয়েছে । যেমন ওয়ালটন ১ টন এসি, ওয়ালটন ১.৫টন এসি, ওয়ালটন ২ টন এসি, এবং ওয়ালটন ২.৫ টন এসি ইত্যাদি । এই সকল এসি গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে ওয়ালটন দেড় টন এসি । এই এসিগুলোর বাজার মূল্য অনেক কম এবং ব্যবহার করাও খুবই সহজ ।
  • আমরা যদি বাজার থেকে ওয়ালটনের দেড় টন এসি কিনতে চাই তাহলে ওই এসির মডেল নাম্বার সম্পর্কে জানা উচিত । তাহলে আমরা অনলাইন অথবা অফলাইন থেকে ওয়ালটন এসি কিনতে পারবো এখন আপনাদের সুবিধার্থে বেশ কিছু ওয়ালটন দেড় টন এসি মডেল নাম্বার ও দাম তুলে ধরা হলো ।
মডেল নাম্বার এসির দাম
  1. WSI-RIVERINE-18CH Tk.73,500
  2. WSI-ACC (DIGITAL DISPLAY)-18H Tk.79,990
  3. WSI-AVIAN (SUPERSAVER)-18H Tk.74,990
  4. WSI-COATEC (SUPERSAVER)-18H [UV] Tk.75,500
  5. WSI-INVERNA (SUPERSAVER)-18H [PLASMA] Tk.74,990
  6. WSI-KRYSTALINE (PRETO)-18F [BLUETOOTH] Tk.76,990
  7. WSI-KRYSTALINE (PRETO)-18F [REMOTE FINDER] Tk.76,990

উপসংহার

আশা করছিওয়ালটন এসি-প্রাইস ইন বাংলাদেশ ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url