বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম

প্রিয় পাঠক বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম এবং খাওয়ার নিয়ম, প্রিয় ভিজিটরগণ আপনারা যদি বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম এবং খাওয়ার নিয়ম জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমার এই পোস্টটি পড়ুন। আমার এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাচ্চাদের সর্দি-কাশির ওষুধের নাম, সর্দি কাশি ওষুধের দাম, সর্দি-কাশি ওষুধ খাওয়ার নিয়ম।
বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম

ভূমিকা

বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক দুর্বল তাই খুব সহজেই সংক্রমিত হয়। যেহেতু বাচ্চাদের স্বাস্থ্য কোমল এবং সংবেদনশীল তাই বাচ্চাদের যেকোনো রোগ নিরাময়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা প্রয়োজন। নিম্নে বাচ্চাদের সর্দি কাশি ঔষধের নাম উল্লেখ করা হলো।

বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম

বাচ্চাদের জ্বর ও সর্দি-কাশি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। বিভিন্ন কারণে বাচ্চাদের সর্দি কাশি হয়ে থাকে। সর্দি ও কাশি হওয়ার অন্যতম কিছু কারণ হচ্ছে- আবহাওয়া পরিবর্তন, ভাইরাসের আক্রমণ ও মায়ের ঠাণ্ডা লাগা।বাচ্চাদের স্বাস্থ্য কোমল প্রকৃতির হয়ে থাকে। বাচ্চারা অসুস্থ হলে অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। 
  • আমরা আজকে চিকিৎসকের পরামর্শকৃত কিছু ঔষধ নিয়ে আলোচনা করবো। 
সর্দি ও কাশির ঔষধগুলোর নাম হচ্ছে:
  1. এডোভাস (Adovas)
  2. মধুভাস (Madhuvas)
  3. এমব্রক্স (Ambrox)
  4. এবেক্স (Abex)
  5. তুসকা প্লাস (Tusca plus)
  6. ই-কফ (E-cof)
  7. এডোলেফ (Adolef)
  8. রেমোকফ (Remocof)
  • Remocof (রিমোকফ) ১০০ মিলি Remocof সিরাপের মূল্য ৬৫ টাকা।
  • Adolef (এডোলেফ) ১০০ মিলি Adolef সিরাপের মূল্য ৬৫ টাকা।
  • Adovas (এডোভাস) ২০০ মিলি Adovas সিরাপের মূল্য ১১০ টাকা।
  • E-cof plus (ই-কফ প্লাস) ১০০ মিলি ই-কফ প্লাস সিরাপের মূল্য ৮০ টাকা।
  • Abex (এবেক্স) এবেক্স সিরাপ ১০০ মিলি সিরাপের মূল্য ৩৫ টাকা।
  • Madhuvas (মধুভাস) ১০০ মিলি মধুভাস সিরাপের মূল্য ১০০ টাকা।
  • Nectar Syrup (নেকটার) ১০০ মিলি Nectar সিরাপের মূল্য ৪০ টাকা।
  • Ambrox (এমব্রক্স) ১০০ মিলি Ambrox সিরাপের মূল্য ৫০ টাকা।
  • O-cof (ও-কফ) ১০০ মিলি O-cof সিরাপের মূল্য ১১০ টাকা

বাচ্চাদের সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম

আপনারা যারা ইন্টারনেটের সর্দি-কাশির এন্টিবায়োটিক ওষুধের নাম কোর্স করিতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কখনোই আপনারা ইন্টারনেট বা অন্য কোন মাধ্যমে বাচ্চাদের সর্দি কাশির এন্টিবায়োটিক ওষুধের নাম জেনে নিজের ইচ্ছাতে বাচ্চাদের খাওয়াবেন না।
অবশ্যই যে কোন এন্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ওষুধ খাওয়াতে হবে। তাই আপনারা যারা বাচ্চাদের সর্দি কাশির এন্টিবায়োটিক এর ওষুধ নাম জানতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেলের মাধ্যমে এন্টিবায়োটিক ওষুধের নাম জানিয়ে দেয়া হবে।Cef-3 (সেফ-৩ সিরাপ)

১. এডোভাস (Adovas)

  • বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম গুলোর মধ্যে জনপ্রিয় একটি নাম হচ্ছে এডোভাস। জনপ্রিয় এই ঔষধটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি’টি তৈরি করে। বাচ্চাদের সর্দি ও কাশির জন্য ঔষধটি অনেক কার্যকারি। সর্দি কাশির পাশাপাশি বুকের ভীতর জমে থাকা কফ ও গলার স্বরভঙ্গ ঠিক হতেও কাজ করে এডোভাস ঔষধটি।
  • এডোভাস সিরাপের দু’ধরনের বোতল পাওয়া যায় এক ধরনের বোতলে ১০০ মিলি ঔষধ থাকে যার মূল্য ৭০ টাকা। অন্য সিরাপে ২০০ মিলি ঔষধ থাকে যার মূল্য ১১০ টাকা।

২. মধুভাস (Madhuvas)

  • এই সিরাপটি একাধারে জ্বর, সর্দি, কাশি, ফুসফুসের ক্রনিক ইনফেকশন ও মাথা ব্যথার ঔষধ হিসেবে কাজ করে। জনপ্রিয় এই ঔষধটি মধুভাস ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানিটি তৈরি করে।
  • মধুভাস ঔষধের ১০০ মিলি বোতলের দাম হচ্ছে ১০০ টাকা।

৩. এমব্রক্স (Ambrox)

  • সর্দি, কাশি ও কফের মতো সমস্যায় অন্যতম একটি ঔষধ হচ্ছে এমব্রক্স। এটি সর্দি-কাশি ও জমে থাকা কফ অপসারণ করতে খুবই কার্যকরি। এমব্রক্স ঔষধটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি তৈরি করে।
  • এমব্রক্স ১০০ মিলি এর মূল্য হচ্ছে ৫০ টাকা।

৪. বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম এবেক্স (Abex)

  • সর্দি কাশির জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধ হচ্ছে এবেক্স। জনপ্রিয় এই সিরাপটি ইবনে সিনহা ফার্মাসিউটিক্যালস তৈরি করে। এই সিরাপটি স্বল্প সময়ের মধ্যে বাচ্চাদের সর্দি, কাশি, ব্রংকাইটিস ও বুকে জমে থাকা কফ সরিয়ে দেয়।
  • এবেক্স সিরাপটিতে ১০০ মিলি ঔষধ রয়েছে। যার মূল্য ৩৫ টাকা।

৫. তুসকা প্লাস (Tusca plus)

  • সর্দি কাশির জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর অন্যতম একটি সিরাপ হচ্ছে তুসকা প্লাস। বাচ্চাদের সর্দি ও কাশির মতো সমস্যায় তুসকা প্লাস ব্যবহার করা হয়। এই সিরাপটি সর্দি ও কাশির সমস্যায় ভালো কাজ করে।
  • তুসকা প্লাসে সিরাপে ১০০ মিলি ঔষধ থাকে। যার মূল্য ৮৫ টাকা।

৬. ই-কফ (E-cof)

  • বাচ্চাদের সর্দি কাশি দূর করতে ও জমাট বাঁধা কফ সরিয়ে আরামদায়ক ঘুমের জন্য ই-কফ অনেক জনপ্রিয়। দ্রুত সময়ে এই সিরাপটি কাজ করা শুরু করে। এডরুক লিমিটেড কোম্পানি’টি ই-কফ ঔষধটি তৈরি করে।
  • ই-কফ এর ১০০ মিলি ঔষধের মূল্য হচ্ছে ৮০ টাকা।

৭. এডোলেফ (Adolef)

  • কফ অপসারণ ও সর্দি-কাশির জন্য অন্যতম একটি সিরাপ হচ্ছে এডোলেফ। বাচ্চার বুকে জমে থাকা কফ ও সর্দি কাশি এর সমস্যা হতে দ্রুততম সময়ে মুক্তি দেয় এই সিরাপ। সেই সাথে স্বরভঙ্গ ও ফুসফুসের দুর্বলতায়ও এই সিরাপ ভালো কাজে দেয়। এডোলেফ, অপসনিন হারবাল ফার্মাসিউটিক্যালস এর তৈরি একটি ঔষধ।
  • এডোলেফ দু’ধরনের বোতলে পাওয়া যায়। এডোলেফ এর ১০০ মিলি ঔষধ এর মূল্য হচ্ছে ৬৫ টাকা, ২০০ মিলি এর মূল্য হচ্ছে ১০৫ টাকা।

৮. বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম রেমোকফ (Remocof)

  • ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর তৈরি ঔষধ হচ্ছে রেমোকফ। বাচ্চাদের সর্দি ও কাশির সমস্যায় এই ঔষধটি দারুণ কাজ করে। এই সিরাপটি অতি স্বল্প সময়ে বাচ্চাদের সর্দি, কাশি ও বুকে জমাটবাঁধা কফ অপসারণ করে। বাচ্চাদের সর্দি কাশির ঔষধের জন্য এই ঔষধটির নাম বেশ পরিচিত।
  • রেমোকফ সিরাপটি দুটো বোতলে পাওয়া যায়। একটি বোতলে ১০০ মিলি ঔষধ থাকে, যার মূল্য ৬৫ টাকা। অন্য একটি বোতলে ২০০ মিলি ঔষধ থাকে, যার মূল্য ১০০ টাকা। ঔষধ একই শুধু পরিমাণগত পার্থক্য।

উপসংহার

আশা করছি বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url