পিএইচডি কি-পিএইচডি করার যোগ্যতা কি

প্রিয় পাঠক পিএইচডি করার বড় ধরনের একটি সুবিধা হচ্ছে, পিএইচডি শেষ করার পর মর্যাদাপূর্ন এবং ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পর্যায়ে চাকরির সুযোগ পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স এর ক্ষেত্রে লিডারশিপ, ইংরেজি সাহিত্য অথবা আর্টসের যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা যায়। এছারাও যারা পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করে থাকে তারা রিসার্চার পোস্টে ভালো মানের চাকরির সুযোগ পেয়ে থাকে।
পিএইচডি কি-পিএইচডি করার যোগ্যতা কি

ভূমিকা

পিএইচডি এর পূর্নরূপ হলো ডক্টর অফ ফিলোসফি (Doctorate of Philosophy)। শিক্ষা জগতের খুবই উচ্চপদস্থ ডিগ্রি হলো পিএইচডি। মাস্টার ডিগ্রি কোনো একটি বিষয়ের ওপর সম্পন্ন করার পর, পিএইচডি ওই বিষয়ের ওপর করা হয়ে থাকে। নির্দিষ্ট বিষয়ের ওপর গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার পর পিএইচডি করতে হয়। পিএইচডি করার মাধ্যমে সম্মানিত হওয়া যায়। যে ব্যক্তি পিএইচডি সম্পূর্ন করবে তার নামের আগে উৎ. উপাধি দেওয়া হয়। পিএইচডি যাদের করার ইচ্ছা আছে তারা জানতে চেয়ে থাকেন পিএইচডি করার যোগ্যতা সম্পর্কে জেনে নিন পিএইচডি করার যোগ্যতাগুলো কি কি।

পিএইচডি কি

  • পিএইচডি হলো একাডেমিক স্তরের সর্বোচ্চ সাধারণ একটি ডিগ্রি যা অধ্যায়নের কোর্সের পরে করা হয়ে থাকে। একটু সহজ ভাবে বুঝানো যাক।
  • ধরুন আপনি নির্দিষ্ট একটি সাবজেক্টে অনার্স করলেন। ওই সাবজেক্ট এর কোন একটি অংশ নিয়ে যদি আপনি রিসার্চ করতে চান তাহলে আপনাকে পিএইচডি করতে হবে।অর্থাৎ কোন সাবজেক্টের অধীনে নির্দিষ্ট একটি অংশে যদি আপনি পিএইচডি করেন তাহলে ধারণা করা হবে ওই অংশে আপনার গভীর জ্ঞান রয়েছে।

পিএইচডি করার যোগ্যতা কি

পিএইচডি প্রোগ্রাম এ ভর্তির জন্য যে কোন প্রার্থীকে পাবলিক বিশ্ববিদ্যালয় বা এমফিল হতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান এবং এক বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ পিএইচডি করার জন্য আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে।

পিএইচডি করার একাডেমিক যোগ্যতা
  • প্রার্থীকে অবশ্যই প্রতিটি দ্বিতীয় বিভাগ বা শ্রেণি সহ ন্যূনতম ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • সিজিপিএ-৫ এর ক্ষেত্রে 3.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সিজিপিএ-4 এর ক্ষেত্রে 3.00 থাকতে হবে।

পিএইচডি করতে কত বছর লাগে

  1. সাধারণত পিএইচডি করতে ন্যূনতম তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।তবে অনেক সময় আরো এক বছর বেশি সময়ও প্রয়োজন হতে পারে।

পিএইচডি করার খরচ

  1. পিএইচডি করতে চাইলে আমাদের সবার প্রথমে যেটি মাথায় আসে সেটা হচ্ছে পিএইচডি করতে কত টাকা লাগে?
  2. পিএইচডি করতে কত টাকা লাগে তার কোন ফিক্সড এমাউন্ট নেই।এটি নির্ভর করবে আপনি পিএইচডি দেশে করতে চান নাকি দেশের বাইরে করতে চান।

বাংলাদেশে পিএইচডি করার খরচ

  • বাংলাদেশে পিএইচডি করতে চাইলে আপনার সর্বনিম্ন ২০০০০ টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে PhD করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটিবেদে আলাদা খরচ হয়ে থাকে। ভর্তি হওয়ার পূর্বে অবশ্যই ওই ভার্সিটির পিএইচডি নোটিশ দেখে তারপর ভর্তি হবেন।
  • প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি খরচ পাবলিক বিশ্ববিদ্যালয় তুলনায় বেশি হয়ে থাকে।

বাংলাদেশ থেকে বিদেশে পিএইচডি খরচ

  • সত্যি কথা বলতে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে বলতে পারব না।তবে বিদেশে পিএইচডি করার ক্ষেত্রে আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন এবং আপনার আইইএলটিএস(IELTS) স্কোর যদি ভাল হয়, আশা করা যায় আপনি খুব অল্প টাকার মধ্যেই পিএইচডি করতে পারবেন।

পিএইচডি করার জন্য কি মাস্টার্স মাস্টার্স প্রয়োজন?

আপনার অনেকেই আমাদের প্রশ্ন করেছেন মাস্টার্স করার পর পিএইচডি করতে হয় নাকি মাস্টার্স করার আগেই পিএইচডি করা যায়।চলুন এ ব্যাপারে বিস্তারিত তথ্য গুলো তুলে ধরছি মাস্টার্স করা ছাড়াই আপনি পিএইচডি করতে পারবেন, কিন্তু সেটা নির্ভর করে আপনি ঠিক কোন দেশে পিএইচডি করতে চাচ্ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ।

এমন অসংখ্য স্টুডেন্ট রয়েছেন যারা অনার্স শেষ করে যুক্তরাষ্ট্রের পিএইচডি করতে চলে গিয়েছেন।অনেকেই পিএইচডির জন্য অনার্স চতুর্থ বসে থাকাকালীনই এপ্লাই করে ফেলে।এক্ষেত্রে পিএইচডি করতে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল অনেকের দরকার হয় না।

পিএইচডি গবেষক কে প্রাধান্য দেওয়া দেশসমূহ
  1. প্রথমেই বলে নিই, নর্থ আমেরিকাতে পিএইচডি গবেষকদের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডির জন্য স্কলারশিপও দেওয়া হয়।
  2. কানাডিয়ান যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে মাস্টার্স কমপ্লিট করলে আপনি পিএইচডি ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
  3. তবে ইউরোপের ক্ষেত্রে পিএইচডি করতে অধিকাংশ বিশ্ববিদ্যালয় মাস্টার্স আবশ্যক।
  4. আশা করি আপনি বুঝতে পেরেছেন, পিএইচডির জন্য আপনি মাস্টার্স করবেন কি করবেন না সেটা ডিপেন্ড করবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের এডমিশন নিতে চাচ্ছেন।যদি আপনি স্কলারশিপ এ এডমিশন নিতে চান তাহলে আপনাকে ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের পিএইচডি বিষয়ক বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স করার পর পিএইচডি করা যায়?

  • হ্যাঁ।জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার জন্য আপনাকে কিছু বিশেষ বিষয়ে অধিকতর মনোযোগ দিতে হবে।
  • ব্যাচেলর এবং মাস্টার্স উভয় ইস্তরেই মানসম্মত গবেষণা পত্র রাখার চেষ্টা করবেন।মানসম্মত গবেষণাপত্র বলতে থিসিস পেপারের কথা বুঝাচ্ছি।
  • আন্তর্জাতিক জার্নালে আপনার একটি প্রকাশিত গবেষণা পত্র থাকতে হবে।
  • আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আইএলটিএস স্কোর। চেষ্টা করবেন আপনার আইএলটিএস স্কোরটি ৬ এর আসেপাশে তোলার।আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে চান,তাহলে আপনাকে এই এক্সট্রা এই এফোর্ট গুলো দিতেই হবে।
phd in Bangladesh
  1. বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পিএইচডি করার জন্য বিশ্ববিদ্যালয়ভেদে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে
  2. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পিএইচডি করার জন্য মাস্টার্স কমপ্লিট করেই এপ্লাই করা যায়।
  3. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পিএইচডি করার আগে ঐখানে এমপিএল করতে হবে।তবে ভবিষ্যতে কারিকুলামে চেঞ্জও আসতে পারে।

উপসংহার

আশা করছি পিএইচডি কি-পিএইচডি করার যোগ্যতা কি ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url