Nesco প্রিপেইড বিল চেক করবেন যেভাবে

প্রিয় পাঠক অনলাইনে NESCO বিদ্যুৎ বিল চেক ও পরিশোধ করা এখন একদম সহজ। হাতে থাকা স্মার্টফোন, কম্পিউটার অথবা ডেক্সটপের সাহায্য খুব সহজে NESCO প্রিপেইড বিলের বিস্তারিত তথ্য চেক করতে পারবেন। একই সাথে কিভাবে অনলাইনে NESCO প্রিপেইড বিল পরিশোধ করবেন সেটিও তুলে ধরার চেষ্টা করব আজকের পোস্টে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
Nesco প্রিপেইড বিল চেক করবেন যেভাবে

ভূমিকা

  • NESCO এর পূর্ণরূপ হচ্ছে – Northern Electricity Supply Company (NESCO) Ltd. এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে, নেস্কো বাংলাদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ প্রবাহের জন্য নেস্কো কাজ করে থাকে।
  • আমরা যারা উত্তরাঞ্চলে বসবাস করি অর্থাৎ রাজশাহী, রংপুর, নীলফামারী এবং দিনাজপুর ইত্যাদি জেলায়। আমাদের এইসব জেলায় নেস্কো বিদ্যুৎ প্রবাহ করে থাকে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনলাইনে NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম সম্পর্কে।

নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

  1. Nesco থেকে ভোক্তাদের দেওয়া কনজ্যুমার নম্বর বা মিটার নম্বর দিয়ে প্রি-পেইড কাস্টমার পোর্টাল থেকে নেসকো বিদ্যুৎ বিল দেখা যায়। এছাড়া বিকাশ, নগদ, রকেট এবং এসএমএসের মাধ্যমেও NESCO বিদ্যুৎ বিল চেক করা যায়।
  2. আরও দেখুন: অনলাইনে বিদ্যুৎ বিল চেক করার নিয়ম
  3. নেসকো প্রিপেইড মিটার বিল চেক বলতে ব্যালেন্স চেক করাকে বোঝানো হয়। প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ করা ব্যালেন্স শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। তাই পূর্ব-পরিশোধকৃত বিল/ ব্যালেন্সের পরিমাণ জানা গুরুত্বপূর্ণ।
  4. আপনি শুধুমাত্র Nesco প্রিপেইড মিটার ব্যবহারকারী হয়ে থাকলে, তবেই Nesco প্রিপেইড মিটার বিল চেক করতে পারবেন। তাছাড়া কনজ্যুমার লগইন করতে পারবেন না।
  5. অনলাইনে ওয়েবসাইট ছাড়াও Nesco প্রিপেইড মিটার বিল চেক করা যায় নিম্নোক্ত উপায়ে:
  6. বিকাশ অ্যাপ ব্যবহার করে;
  7. নগদ অ্যাপ ব্যবহার করে;
  8. রকেট অ্যাপ ব্যবহার করে;
  9. মোবাইল SMS এর মাধ্যমে;
  10. USSD কোড ডায়াল করে;
  11. Nesco মোবাইল অ্যাপ ব্যবহার করে
  12. মিটারে Nesco বিল চেক কোড ডায়াল করে।
  13. এছাড়াও আপনি নেসকো প্রিপেইড মিটার ব্যবহারকারী হয়ে থাকলে এবং মিটার নম্বর জানা থাকলে, অন্যান্য উপায়েও পূর্ব-পরিশোধকৃত বিল/ Nesco প্রিপেইড বিল চেক বা ব্যালেন্স চেক করতে পারবেন।

নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক

  • প্রিপেইড মিটারের জন্য বিদ্যুৎ সরবরাহ পাওয়ার পূর্বেই মিটার রিচার্জ করতে হয়। সেই রিচার্জকৃত ব্যালেন্স শেষ হওয়ার আগেই আবার রিচার্জ করতে হয়। তাই নিয়মিত বিভিন্ন পদ্ধতিতে নেসকো প্রিপেইড মিটার ব্যালেন্স চেক করতে হবে।
  • এজন্য Nesco প্রিপেইড মিটারে শর্ট কোড ডায়াল করে বিল চেক করুন। প্রিপেইড মিটারের বোতামে 037 অথবা 37 ডায়াল করুন। তারপর বিলের পরিমাণ দেখার জন্য এন্টার বোতাম চাপুন। আপনার মিটারের বর্তমান ব্যালেন্স/ বিল দেখতে পাবেন।
  • অথবা, নেসকো প্রি-পেইড কাস্টমার পোর্টাল, বিকাশ, নগদ, রকেট অ্যাপের মাধ্যমেও প্রিপেইড মিটারের ব্যালেন্স চেক করতে পারেন।
  • @Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম
  • অনলাইনে NESCO প্রিপেইড মিটার বিল চেক করার জন্য, আপনার কাছে অবশ্যই Nesco প্রিপেইড Consumer Number অথবা Meter Number থাকতে হবে।প্রথমে https://prepaid.nesco.gov.bd/ লিংকে ভিজিট করুন;
  • আপনার কনজ্যুমার নম্বর বা মিটার নম্বর লিখুন;
  • নিচের ক্যাপচা অপশনে হিউম্যান ভেরিফিকেশন করে ‘লগইন’ ক্লিক করুন;
  • লগইন করার পর আপনি মিটারের বর্তমান ব্যালেন্স, পেমেন্ট হিস্টোরি ও অন্যান্য তথ্য জানতে পারবেন।
  • এবার, nesco প্রিপেইড বিল চেক করার অন্যান্য উপায়গুলো জেনে নিন।

বিকাশ অ্যাপের মাধ্যমে নেসকো বিল চেক করুন

  • বিকাশ অ্যাপ ব্যবহার করে বা Bkash এর USSD কোড ডায়াল করে নেসকো বিল/ ব্যালেন্স চেক করা যায়।
  • বিকাশ অ্যাপ এর মাধ্যমে নেসকো বিল চেক করতে, আপনার বিকাশ অ্যাপে লগইন করুন;
  • এবার ‘পে বিল’ অপশনে যান;
  • এবার ‘বিদ্যুৎ’ অপশন এ ক্লিক করে ‘Nesco Prepaid’ সিলেক্ট করুন;
  • আপনার কাস্টমার নম্বর/ মিটার আইডি দিন। নিচের ঘরে কাস্টমার কন্টাক্ট নম্বর দিয়ে পরবর্তী ধাপে যান;
  • আপনার রিচার্জের পরিমাণ লিখুন;
  • তারপর ধারাবাহিকভাবে বিকাশ পিন কোড দিয়ে ও ট্যাপ করে রেখে পেমেন্ট সম্পন্ন করুন।
  • পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন মেসেজ আসবে। তারপর বিকাশের পে বিল রিসিট/ টোকেন ডাউনলোড করে nesco প্রিপেইড বিল চেক করতে পারবেন।
  • অথবা, বিকাশের ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে ধারাবাহিকভাবে আপনার প্রিপেইড মিটারে রিচার্জ করুন। কনফার্মেশন মেসেজ আসলে nesco প্রিপেইড মিটার বিল দেখতে পাবেন।

Nagad অ্যাপের মাধ্যমে Nesco বিল চেক করুন

  1. নগদ অ্যাপ এর মাধ্যমে প্রিপেইড মিটারের বিল চেক করতে, আপনার নগদ অ্যাপে লগইন করুন। তারপর-নগদ অ্যাপ থেকে ‘পে বিল’ অপশনে যান;
  2. এবার ‘বিদ্যুৎ’ অপশনে ক্লিক করুন;
  3. ‘Nesco Prepaid’ সিলেক্ট করুন;
  4. আপনার মিটার নম্বর লিখুন;
  5. রিচার্জের পরিমাণ লিখে বিল পেমেন্ট করুন।
  6. এবার ‘ব্যালেন্স চেক করুন’ অপশন দেখতে পাবেন। সেখান থেকে nesco প্রিপেইড বিল চেক করতে পারবেন।
  7. এছাড়াও নগদ অ্যাপ থেকে সরাসরি ইউএসএসডি কোড ডায়াল করে Nesco Bill Check করাও সহজ। তার জন্য-আপনার নগদ একাউন্টের সিম থেকে *১৬৭# ডায়াল করুন।
  8. এবার, মেন্যু থেকে ‘Pay Bill’ অপশনে যান।
  9. তারপর ‘Electricity’ সিলেক্ট করুন।
  10. ‘NESCO Prepaid’ সিলেক্ট করুন।
  11. আপনার মিটার নম্বর লিখে সঠিকভাবে পেমেন্ট করুন।
  12. পেমেন্ট করার পর একটি Successful মেসেজ আসবে। সেখানে বিল চেক করতে ‘1’ লিখে Send বাটনে ক্লিক করুন। ব্যাস, এভাবে আপনার nesco প্রিপেইড বিল চেক করতে পারবেন।

রকেট অ্যাপের মাধ্যমে নেসকো বিল চেক করুন

  • বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে নেসকো প্রিপেইড বিল চেক করার পদ্ধতি প্রায় একই। রকেট অ্যাপের মাধ্যমে চেক করতে প্রথমে অ্যাপটিতে আপনার একাউন্ট লগইন করুন। তারপর নিচের ধাপগুলো অনুসরন করুন-ড্যাশ বোর্ড থেকে ‘বিল পে’ অপশনে যান;
  • বিভাগ অপশন থেকে ইউটিলিটি সিলেক্ট করুন;
  • তারপর NESCO অপশনে ক্লিক করুন;
  • আপনার ‘NESCO Consumer Account Number’ লিখুন;
  • বিলিং মাস ও বছর সিলেক্ট করুন;
  • মোবাইল নাম্বার প্রদান করুন;
  • তথ্য দিয়ে এগিয়ে যান- “বৈধিত করুন” বোতামে ক্লিক করুন।
  • এভাবে Nesco Bill Check করে দেখতে পাবেন।
  • @Nesco অ্যাপ দ্বারা Nesco প্রিপেইড বিল চেক
  • নেসকোর প্রাতিষ্ঠানিক কোনো মোবাইল অ্যাপ্লিকেশন এতদিন ছিলনা। তবে বর্তমানে গুগল প্লে স্টোরে Nesco নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন।
  • এই অ্যাপ্লিকেশনটিতে নেসকো কনজ্যুমার পোর্টাল এর ওয়েবসাইটের ফিচার সমূহ পাবেন। যেমন-নেসকো বিল চেকিং;
  • নেসকো বিল পেমেন্ট;
  • রিচার্জ হিস্টোরি;
  • ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ।
  • এছাড়াও কনজ্যুমার লগইন করে আরো নতুন ফিচার পেতে পারেন।

মোবাইল এসএমএস এর মাধ্যমে nesco প্রিপেইড বিল চেক

এসএমএস এর মাধ্যমে nesco প্রিপেইড বিল চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, টাইপ করুন- NESCO <space> বিল <space> প্রিপেইড মিটার নম্বর/ কনজ্যুমার একাউন্ট নম্বর। তারপর পাঠিয়ে দিন- 9555 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই মেসেজে প্রিপেইড মিটারের বিল ইনফরমেশন দেখতে পাবেন।

Nesco প্রিপেইড মিটার বিল চেক কোড তালিকা

Nesco প্রিপেইড মিটার বিল চেক করা সহ অন্যান্য প্রয়োজনীয় কোডের তালিকা দেওয়া হলো:
  • 7 চুক্তিবদ্ধ লোড
  • 18 ট্যারিফ ক্যাটাগরি
  • 19 বর্তমান বিদ্যুতের রেট
  • 32 ইমারজেন্সি ব্যালেন্স
  • 37 বর্তমান ব্যালেন্স
  • 39 ইমারজেন্সি ব্যালেন্স খরচের পরিমাণ
  • 45 সাপ্তাহিক ছুটির দিন
  • 46 ফ্রেন্ডলি আওয়ার
  • 52 ভোল্টেজ
  • 55 কারেন্ট
  • 60 এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (KWH)
  • 200 সর্বশেষ বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ
  • 400 চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (KWH)
  • 401 গত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (KWH)
  • 413 চলতি মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (Taka)
  • 414 গত মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ (Taka)
  • 470 বর্তমান মাসে সর্বোচ্চ ব্যবহৃত লোড (Maximum Demand)
  • 99999 ইমারজেন্সি ব্যালেন্স (Emergency Balance) গ্রহণ

নেসকো প্রিপেইড মিটার যোগাযোগ নম্বর

  1. নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি,
  2. বিদ্যুৎ ভবন, হেতেম খাঁ, রাজশাহী – ৬০০০।
  3. প্রয়োজনীয় তথ্যের জন্য ইমেইল করুনঃ info@nesco.gov.bd
  4. অভিযোগের জন্য ইমেইল করুনঃ complain@nesco.gov.bd
  5. বিদ্যুৎ বিভাগ হটলাইন নম্বর -16999, নেসকো হটলাইন- 16603

উপসংহার

আশা করছি Nesco প্রিপেইড বিল চেক করবেন যেভাবে ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url