ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায়
প্রিয় পাঠক অনলাইন মার্কেটিং এর অন্যতম মাধ্যম হছে ইনস্টাগ্রাম এটির সারা বিশ্বে ১০০ মিলিয়ন এর বেশি ব্যবহারকারীর রয়েছে। বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি তাদের বাবসা প্রচার ও উন্নত করতে ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। তারা ইনস্টাগ্রাম মার্কেটিং এ তাদের সামাজিক মিডিয়া বিপণনের বাজেটের একটি উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় করেন ইনকাম করার উপায় গুলো নিচে আলোচনা করা হয়েছে।
ভূমিকা
ইনস্টাগ্রাম হল ইউটিউব ফেসবুকের মতো একটি অনলাইন প্লাটফর্ম। ইনস্টাগ্রামে আপনি ফটো আপলোড লেখালেখি এবং ভিডিও দেখতে পারবেন।এমনকি আপনি নিজেও ভিডিও আপলোড করতে পারবেন লেখালেখি করতে পারবেনা ফটো আপলোড করতে পারবেন ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রাম থেকে আপনি ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ টুইটার থেকে টাকা ইনকাম করার উপায়
কিভাবে ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন?
ইনস্টাগ্রাম থেকে আয়: যখন আপনার ইনস্টাগ্রামে ভালো ফলোয়ার হবে তখন আপনি ইনস্টাগ্রামে আয় করতে পারবেন। আমি আবার বলছি ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য আপনার অনেক ফলোয়ার থাকতে হবে। তাহলেই কেবল আপনি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারবেন।
১.ইনফ্লুয়েন্সার হিসেবে আয়
আপনার ইনস্টাগ্রাম আইডিটা যদি খুব জনপ্রিয় হয়। তাহলে, আপনি আপনার আইডি কাজে লাগিয়ে সব ধরনের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। সব ধরনের ব্র্যান্ডের বিজ্ঞাপন দিতে পারবেন। এছাড়া, আপনি যদি বেশি জনপ্রিয় নাও হন, তবুও আপনি এই ধরনের কাজ করতে পারবেন।এটি সম্ভব হবে যদি আপনি ইনস্টাগ্রামে খুব বেশি সময় দেন, নিজের সব ধরনের কাজ শেয়ার করেন।
তাহলে, আপনার ফলোয়াররা আপনাকে বিশ্বাস করবে এবং ভরসা করবে। আপনাকে এমন একটি জায়গা তৈরি করতে হবে ফলোয়ারসদের মনে, যাতে তারা আপনাকে দেখেই পণ্যের প্রতি আকৃষ্ট হয়।
অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেয়ার জন্য এমন লোক খুজেঁ বেড়ায়। ইনফ্লুয়েন্সার হিসেবে এই কাজ করে, আপনি অনেক ভালো আয় করতে পারবেন।
তবে, কাজ শুরু করার আগে অবশ্যই আপনার ফলোয়ার সম্পর্কে আপনার ধারনা থাকতে হবে। ঠিক কি ধরনের পণ্য তারা পছন্দ করবে তা জানা থাকলে আপনি সেই সব পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন।
২.আফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি? affiliate মার্কেটিং কিভাবে করে টাকা আয় করতে হয়? যেকোনো কোম্পানির প্রডাক্ট আপনার মাধ্যমে সেল বা বিক্রি করলে, প্রতি সেল বা বিক্রির জন্য কিছু পরিমান অর্থ আপনাকে সেই কোম্পানি দিবে। আর এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ইন্সটাগ্রামের মাধ্যমে কোন কোম্পানির প্রডাক্ট সেল বা বিক্রি করে আপনি affiliate marketing করতে পারেন।
এতে পনি প্রচুর টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল বা পেজ অনেক ফলোয়ার থাকা দরকার হবে। এতে করে কোম্পানিরা তাদের প্রোডাক্ট পনাকে দিতে আগ্রহী হবে।
৩. অন্যের ইনস্টাগ্রাম account প্রমোট করে
- আপনি অন্যের Instagram account প্রোমোট করে টাকা উপার্জন করতে পারবেন। অনেকেই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিজের ফলোয়ার বাড়ানোর জন্য জনপ্রিয় সকল ইনস্টাগ্রামারকে টাকা দিয়ে তাদের একাউন্ট প্রমোশন করায়।
- সেক্ষেত্রে আপনার যদি ইন্সটাগ্রামের একাউন্ট বা পেজে অনেক পরিমাণ (৫ হাজার থেকে আনলিমিটেড) ফলোয়ার থেকে তবে আপনি অন্যদের একাউন্ট প্রোমোট করতে পারেন। এজন্য আপনাকে লক্ষ রাখতে হবে যে কারা নিজের একাউন্টের ফলোয়ার টাকার বিনিময়ে বাড়াতেও রাজি। তাদের সাথে কথা বলে টাকার পরিমাণ ফিক্সড করে আপনি তার একাউন্ট প্রমোট করে টাকা আয় করতে পারেন। এভাবে আপনার অনেক টাকা ইনকাম হবে।
৪. ইনস্টাগ্রাম ক্যাপশন বিক্রি করে
- ইনস্টাগ্রামে কিছু পোস্ট করার জন্য সুন্দর ক্যাপশন দিতে হয়। ক্যাপশন ভালো হলে সেটা রিচ হয় বেশি। এখানে অনেকেই আছে যারা তাদের ব্যবসার প্রচারের জন্য সুন্দর কোন ক্যাপশন পান না। তাদের কাছে আপনি এই ক্যাপশন বিক্রি করবেন।
- এই কাজ পাওয়ার জন্য, অবশ্যই আপনার পারসোনাল আইডিতে কিছু ভালো ভালো ক্যাপশন রাখতে হবে। এছাড়া, আপনার ক্যাপশন সম্বলিত যেসব পোস্ট খুব বেশি রিচ হয়েছে তার লিংক ও আইডিতে রাখতে হবে। কারণ, নিয়োগকর্তা কাজ দেখে তারপর কাজে নিয়োগ দিবেন। তাই, এ সব বিষয় খেয়াল রাখতে হবে।
৫.ব্র্যান্ড প্রচার:
আপনার Instagram পেজের মাধ্যমে আপনি আপনার নিজের ব্রান্ড তৈরি করতে পারেন এবং আপনার পরিকল্পনা প্রচার করতে পারেন। আপনি আপনার ব্যক্তিগত পর্ণ বা পরিষেবা প্রচার করতে পারেন এবং আপনার আগ্রহী অনুসারীদেরকে আপনার প্রতিষ্ঠানের মূল্য বা আইডিয়াগুলি শেয়ার করতে পারেন।
৬. ড্রপশিপিং এর মাধ্যমে আয়
- ড্রপশিপিং এর মাধ্যমে আয় একটি চমৎকার আইডিয়া। ড্রপশিপিং এ পণ্য স্টোর করার কোন ঝামেলাই থাকে না। যে পণ্যটি বিক্রি হয়েছে সেটি সম্পর্কে সাপ্লায়ারদের জানানো হলে তারাই সেটি কাস্টমার এর কাছে পৌঁছে দিবে।
- এখানে নিজের আর কোন চিন্তা করতে হয় না। ড্রপশিপিং ব্যবসায় কোন পণ্য নিজেকে স্টোর করতে হয়না, এখানে নেই কোন প্যাকেজিং এর ঝামেলা। বাড়তি ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে বিক্রি করা যায়। তবে এই কাজের জন্য একটা ড্রপশিপিং স্টোর সেট করতে হবে।
৭.নিজের প্রোডাক্ট sell করে
যদি আপনি ইনস্টাগ্রামে বেশ পপুলার বা জনপ্রিয় হন, তাহলে আপনি খুব সহজেই নিজের প্রোডাক্ট আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে সেল বা বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন। প্রোডাক্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেমনঃ- ঘড়ি, জুতো ইত্যাদি।
৮.রিসেলিং বিজনেস (reselling business)
রিসেলিং বিজনেস কি ? আপনারা অনেকেই হয়তো জানেন না reselling business কি? যেকোনো রিসেলিং এপস বা ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তারপর তাদের প্রডাক্ট বা জিনিসগুকো গুলো আপনি আপনার ইনস্টাগ্রাম পেইজের বা একাউন্টের মাধ্যমে নিজের ইচ্ছামত রেখে দিতে পারেন। রিসেলিং অ্যাপস প্রচুর পরিমাণে রয়েছে।
যেমনঃ-Meesho, Shop 101 ইত্যাদি। আপনারা এখান থেকে যে কোন প্রডাক্টের ছবি ও লিংক কপি করে নিজের ইনস্টাগ্রাম পেজ বা একাউন্টে প্রতিদিন আপলোড করতে পারেন এবং আপনারা ইচ্ছামত মার্জিন রেখে সেল করতে পারবেন।
৯.নিজের তোলা ফটো বিক্রি করে আয়
- আপনি নিজের তোলা high quality ফটো ইনস্টাগ্রামে আপলোড করে টাকা উপার্জন করতে পারবেন। আপনি প্রতিদিন সুন্দর সুন্দর ও ভালো ফটো আপনার ইনস্টাগ্রাম পেজ এ আপলোড করবেন, চাইলে সেখান থেকে যে কেউ কিনে নিতে পারবে।
- আর আপনারা শুধু ইন্সটাগ্রামে না চাইলে বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সোশাল মিডিয়াতেও সেগুলো শেয়ার করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর চাইলে আপনারা আপনাদের ইন্সটাগ্রাম পেজ এ ভালো ফলোয়ার থাকলে সেটা বিক্রি করেও ইনকাম করতে পারবেন।
১০.IGTV Video Monetization
আপনারা হয়তো বা ইনস্টাগ্রামে IGTV এর নাম শুনেছেন। ফেসবুক বা ইউটিউব এর মতো এখানে ও আপনি আপনার ভিডিও আপলোড করে অর্থ উপার্জন করতে পারেন।যেহেতু এই মনিটাইজেশন সিস্টেমটি এখনো চালু হয়নি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। তাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত এখনো তেমন কোন আপডেট দেওয়া হয়নি।
তবে শেষ আপডেট অনুযায়ী যতোদূর জানা যায়, এই মনিটাইজেশন In Stream Ads হিসাবে এবং লাইভ ভিডিও গুলোতে কার্যকর হবে।In Stream Ads সম্পর্কে আমি আগের আর্টিকেল গুলোতেই আলোচনা করেছি। যদিও এই বিষয়ে বিস্তারিত তেমন কিছু বলার নেই, তবুও সংক্ষিপ্ত ভাবে বলা যেতে পারে –আপনারা হয়তবা দেখে থাকবেন ফেসবুকে ভিডিও প্লে করার ।
- সময় ৬ থেকে ১২ সেকেন্ডর বিজ্ঞাপন প্রচার হয়ে থাকে। সেটাই মূলত In-stream ads নামে পরিচিত। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও বিষয়টি একই।এর পর রয়েছে লাইভ স্ট্রিম চ্যাট। আপনি যখন ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিম বা ভিডিও করবেন তখন আপনার ফলোয়াররা আপনাকে উক্ত ভিডিওতে কমেন্টের জন্য অর্থ প্রদান করবে।এখন প্রশ্ন আসতে পারে, ভিডিওতে কমেন্ট করার জন্য কি কেউ টাকা দেয়।
- উত্তরটি খুবই সহজ, জ্বী হ্যা, দেয়। আপনারা ফেসবুকের বিভিন্ন লাইভ ভিডিওতে দেখবেন সেখানে প্রতিনিয়ত প্রচুর কমেন্ট আসতে থাকে। এবং কোন কমেন্টই আপনি ঠিক ভাবে পড়ার আগেই তা দ্রুত স্ক্রল হয়ে উপরে চলে যায়।তবে এর মাঝে কিছু কিছু কমেন্ট দেখবেন সেগুলো পিন করা থাকে। ইউটিউবে যেটা সুপার চ্যাট নামে পরিচিত।
- এই কমেন্ট গুলো কখনো স্ক্রল হয় না বরং তা লাইভ ভিডিও চলাকালিন পর্যন্ত পিন অবস্থায় শো করা থাকে।কমেন্ট গুলো পিন করে রাখার জন্য কমেন্ট দাতারা ফেসবুক বা ইউটিউবকে পেমেন্ট করে থাকে। এবং পরবর্তীতে চ্যানেল বা পেজের মালিককে উক্ত অর্থ হতে তার প্রাপ্য প্রদান করা হয়ে থাকে।তবে এই মনিটাইজেশন প্রক্রিয়া খুব তাড়াতাড়ি চালু হবার কোন সম্ভাবনা নেই।
কেননা, প্রথম অবস্থায় এই মনিটাইজেশন প্রক্রিয়া পরীক্ষা মূলক ভাবে অল্প কিছু ইনস্টাগ্রাম ব্যবহারকারীর উপর চালানো হবে তাও আবার অল্প কিছু দেশে, যেমন – USA, Mexico, Brazil, Canada, Spain।ইনস্টাগ্রামের এই পরীক্ষা মূলক মনিটাইজেশন প্রক্রিয়া ২০২০ সাল ধরে চলতে থাকবে এবং পরীক্ষা কার্যক্রম শেষে ।
- এটি শুধু মাত্র USA তেই চালু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য দেশে।ইনস্টাগ্রামের এই মনিটাইজেশন এর জন্যেও আপনার একাউন্টে যথেষ্ট পরিমানে ফলোয়ার থাকতে হবে।
উপসংহার
আশা করছি ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার উপায় ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url