দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম

প্রিয় পাঠক দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার করার জন্য আপনার প্রথমেই একটি Android smartphone, computer/ laptop থাকতে হবে। যেহেতু কাজটি Online এ করতে হবে তাই আপনার দ্রুত গতির internet connection থাকতে হবে।আপনাকে অবশ্যই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে। ইন্টারনেটের ব্যবহার সমন্ধে না জানলে আপনি কাজ গুলো সঠিকভাবে করতে পারবেন না।
দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম

ভূমিকা

তবে বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়াই আপনি চাইলে ভালো একটি স্কিল অর্জন করে অনলাইন থেকেও হাজার হাজার টাকা আয় করতে পারবেন। যাহোক, আজকের এই আর্টিকেলে আপনি কিভাবে দৈনিক অত্যন্ত ৪০০ ৫০০ টাকা আয় করবেন এই বিষয়ে আলোচনা করব। তাই নিচের অংশটুকু ভালোভাবে পড়ুন।

দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার উপায় গুলো কি কি?

১.ব্লগিং (Blogging)

  1. আপনার যদি আকর্ষণীয় content লিখার প্রতিভা থাকে তাহলে আপনি খুব সহজে দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
  2. ব্লগিং করার জন্য আপনাকে প্রথমে একটি Online blog তৈরি করতে হবে।
  3. Online blog এ আপনি কি বিষয়ে লিখতে চান সেটা আপনাকে ঠিক করে নিতে হবে অর্থাৎ একটি tropic select করতে হবে। topic গুলো হতে পারে -খেলাধুলা,খাবার রেছিপি,প্রযুক্তি, marketing,health,lifestyle ইত্যাদি বিষয়ক।
  4. এগুলো ছাড়াও আরও অনেক টপিক (topic)রয়েছে। আপনি চাইলে আপনার পছন্দের টপিক নিয়ে লিখতে পারেন।
  5. এরপর wordpress বা blogger যেকোনো একটি Online platform এ ব্লগ তৈরি করতে হবে।
  6. তারপর আপনার ব্লগে প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ টি ভালো মানের আর্টিকেল প্রকাশ করতে হবে।
  7. আপনার আর্টিকেল গুলো ভালো মানের হলে আপনার blogging website এ traffic আসবে।তখন আপনাকে google adsense এর জন্য apply করতে হবে।
  8. যদি google আপনার adsense approve করে তাহলে আপনার ব্লগে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন(ads)দেখাবে।এই বিজ্ঞাপনে যখন visitors click করবে তখন আপনার adsense account এ টাকা জমা হবে।
  9. এভাবে আপনি ব্লগ লিখার মাধ্যমে খুব সহজে দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

২.কন্টেন্ট রাইটিং

  • আপনার যদি ভালো মানের কন্টেন্ট অর্থাৎ high quality content লিখার দক্ষতা থাকে তাহলে আপনি সহজে দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
  • ঘরে বসে ইনকাম করার উপায় হিসেবে কন্টেন্ট রাইটিং কার্যকর উপায় হিসেবে প্রমাণিত।
  • বর্তমানে বিভিন্ন website এর মালিকরা তাদের website এ কন্টেন্ট লিখার জন্য লেখক বা রাইটার নিয়ক দিয়ে থাকেন।
  • তাছাড়াও,আপনি যদি ভালো মানের কন্টেন্ট লিখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে content লিখে service দেয়ার মাধ্যমে খুব সহজে দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
  • নিচে উল্লেখিত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে আপনি service দিতে পারেন।
  • 1.fiverr
  • 2.freelance
  • 3.upwork
  • আপনার content গুলো high quality content হলে আপনি প্রতিটি content এর বিনিময়ে ৫ থেকে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

৩.অনলাইনে কোর্স বিক্রি

  1. অনলাইনে কোর্স বিক্রি করার মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে নিদিষ্ট একটি বিষয়ে ভালো ভাবে জানতে হবে অর্থাৎ ঐ বিষয়টিতে আপনাকে দক্ষ হতে হবে।তাহলে আপনি কোর্স বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
  2. আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টির উপর ভিডিও তৈরি করে কোর্স বিক্রি করতে পারেন।আপনার যদি এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজে এ কাজটিতে সফলতা অর্জন করতে পারবেন।
  3. মানুষ যে বিষয় গুলোর উপর বেশি interested সেই বিষয় গুলোর উপর ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ যে বিষয় গুলো Internet বেশি সার্চ হয় । তাহলে আপনার কোর্সগুলো সহজে বিক্রি ইনকাম করতে পারবেন।
  4. আপনি যদি ভালো মানের কোর্স তৈরি করতে পারেন তাহলে আপনি সেই কোর্সগুলো বারবার বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।
  5. এজন্য আপনাকে সঠিক প্লাটফর্মের মাধ্যমে প্রচারণা চালাতে হবে।যার মাধ্যমে আপনার কোর্সের বিষয়ে মানুষ যানতে পারবে।
  6. তাই দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে চাইলে অনলাইনে কোর্স বিক্রি একটি সেরা উপায়।

৪.অনলাইনে ছবি বিক্রি করুন

  • যদি আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারেন বা ছবি তোলা যদি আপনার শখ হয়ে থাকে তাহলে আপনি অনলাইনে ছবি বিক্রি করে সহজে দৈনিক ৫০০ ইনকাম করতে পারবেন।
  • অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে চাইলে আপনার ছবিগুলো অবশ্যই high quality ছবি হতে হবে।
  • ছবি তোলার জন্য আপনার একটি DSLR camera বা একটি smartphone থাকতে হবে। যেটার মাধ্যমে আপনি high quality ছবিগুলো তুলতে পারবেন।কারণ আপনার ছবিগুলো যদি high quality না হয় তাহলে আপনি সহজে ছবিগুলো বিক্রি করতে পারবেন না।
  • অনলাইনে এমন কতোগুলো স্টক ইমেজ ওয়েবসাইট আছে যেগুলোতে ফটোগ্রাফারদের তোলা ছবি বিক্রি করার সুযোগ দিয়ে থাকে। তবে আপনার ছবিগুলো অবশ্যই high quality হতে হবে।

৫.Translator

  1. বর্তমান তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে অনলাইনে অনেক ধরনের ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দিন দিন এগুলো আরও উন্নত হচ্ছে ফলে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।এসব প্রতিষ্ঠানের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর গ্রাহকের চাহিদা বৃদ্ধির জন্য অনলাইনে কন্টন্টের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
  2. আর এসব content manage করার জন্য translator এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
  3. কোন প্রতিষ্ঠান তাদের product বিক্রি করতে চাইলে তাকে বিভিন্ন দেশের ভাষা সমন্ধে জানতে হয়। তাই তাদের translator প্রয়োজন হয়।
  4. আপনার যদি বিভিন্ন দেশের ভাষা সমন্ধে জ্ঞান থাকে বা আপনি যদি সেই দেশগুলোর ভাষা translated করতে পারেন তাহলে আপনি একজন translator বা অনুবাদক হিসেবে কাজ করতে পারবেন।
  5. আপনি একজন ট্রান্সলেটর হিসেবে যে প্লাটফর্মগুলতে কাজ করতে পারবেন :
  6. 1. Fiverr
  7. 2.Upwork
  8. 3.TranslatorsCafe

৬. Affiliate marketing

  • এফিলিয়েট মার্কেটিং, একটি অনেক দারুন ও কার্যকর উপায় যদি আপনি অনলাইনে কাজ করে দৈনিক কমেও ৫০০ টাকা ইনকাম করার কথা ভাবছেন।
  • এক্ষেত্রে আপনি, একটি বা একাধিক অনলাইন কোম্পানি গুলির product বা services গুলিকে প্রচার করার মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করার সুযোগ পাবেন।
  • একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আপনাকে নিজের কোনো পণ্য বা পরিষেবা তৈরি করতে হবেনা।
  • পরিবর্তে, আপনাকে অন্যদের দ্বারা তৈরি করা পণ্য বা পরিষেবা গুলিকে প্রচার করতে হয় এবং প্রচারের বিনিময়ে আপনাকে কমিশন ইনকামের সুযোগ দেওয়া হয়।
  • এফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনাকে তেমন কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করতে হয়না। তাই, একেবারে সামান্য বিনিয়োগ করেই শুরু করতে পারবেন এই কাজ।
  • ইন্টারনেটে হাজার হাজার পণ্য এবং পরিষেবা গুলোর সাথে জড়িত নানান affiliate program গুলো আপনারা পাবেন।
  • তাই, নিজের পছন্দের একটি affiliate program-এর সাথে যুক্ত হয়ে তাদের পণ্য এবং পরিষেবা গুলি প্রচার করে নিজের জন্যে নিয়মিত ইনকামের সুযোগ তৈরি করুন।
  • অবশই পড়ুন: আমাজন এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় করবেন ?

৭. Stock Photography

  1. আপনি কি জানেন, অনলাইনে ছবি বিক্রি করেও দৈনিক ৫০০ টাকা বা তার থেকেও অধিক ইনকাম করা যাবে?
  2. হ্যা, স্টক ফোটোগ্রাফিও অনলাইনে দৈনিক ভিত্তিতে অর্থ উপার্জনের একটি অনেক কার্যকর উপায়। ছবি বিক্রি করে টাকা আয় করার উপায়টিতেও আপনাকে কোনো টাকা বিনিয়োগ করতে হয়না।
  3. তবে, এই উপায়টি মূলত সেই ব্যক্তি বা ফটোগ্রাফার দের জন্যে উত্তম যাদের কাছে প্রচুর হাই কোয়ালিটি ছবির সংগ্রহ রয়েছে।
  4. বা, যদি আপনি high quality images গুলো তুলতে জানেন, তাহলে আপনার জন্যেও দিনে ৫০০ টাকা ইনকাম করার এই উপায়টি সেরা প্রমাণিত হতে পারে।
  5. এখানে, আপনাকে নিজের হাই কোয়ালিটি ছবি গুলোকে stock photography websites গুলিতে upload করতে হয়। আপনার আপলোড করা ছবি গুলো এবার অন্যান্য ইউসার দ্বারা কিনে নেওয়ার জন্যে উপলব্ধ করানো হয়।
  6. এতে, আপনার জন্যে তৈরি হয়, প্যাসিভ আয়ের একটি সম্ভাব্য উৎসের।
  7. কারণ, প্রতিবার যখনি কেও আপনার একটি বা একাধিক ছবি গুলো কেনেন বা লাইসেন্স করে থাকেন, তখন আপনাকে সেই বিক্রির জন্যে কিছু টাকা কমিশন হিসেবে দিয়ে দেওয়া হয়।
  8. আপনি চাইলে একাধিক stock image website গুলোতে account তৈরি করার মাধ্যমে একই ছবি প্রতিটি ওয়েবসাইটে আপলোড করতে পারবেন।
  9. এতে, একই ছবি একাধিক ওয়েবসাইট গুলোর দ্বারা বিক্রি করিয়ে অনলাইনে প্রচুর টাকা ইনকাম করা যাবে।
  10. তাহলে দেরি না করে সেরা স্টক ইমেজ ওয়েবসাইট গুলিতে গিয়ে নিজের একটি একাউন্ট তৈরি করুন এবং নিজের তোলা ছবি গুলো বিক্রি করে ইনকাম করুন।

৮. Social media page

  • যদি আপনার এমন কোনো social media page বা profile আছে যেখানে প্রচুর follower সংখ্যা আছে, তাহলে সেই পেজ থেকেও বিভিন্ন মাধ্যমে ইনকামের সুযোগ আপনি পাবেন।
  • যেমন ধরুন, বিজ্ঞাপন দেখিয়ে, এফিলিয়েট মার্কেটিং করে, পণ্যের বা ব্র্যান্ড এর প্রচার করা ইত্যাদি নানান মাধ্যমে একটি জনপ্রিয় সোশ্যাল মেয়ে পেজ থেকে অনলাইনে ইনকাম করা যাবে।
  • দেখুন,সোশ্যাল মিডিয়া পেজ বা প্রোফাইল গুলোর মাধ্যমে অর্থ উপার্জন করাটা সম্ভব, তবে এক্ষেত্রে সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হবে।
  • এক্ষেত্রে আপনাকে Instagram, YouTube, TikTok ইত্যাদির মতো social media platform গুলিতে নিজের একটি following base তৈরি করতে হবে।
  • একবার আপনার পেজ/প্রোফাইলে একটি শক্তিশালী ফলোয়ার বেস তৈরি হয়ে গেলে, এবার নানান ব্রান্ডের সাথে যোগাযোগ করে তাদের পণ্য বা পরিষেবা গুলো প্রচার করার মাধ্যমে ইনকামের দারুন সুযোগ পেতে পারবেন।
  • ব্র্যান্ড গুলো, তাদের পণ্যের বা পরিষেবার সাথে জড়িত sponsored posts বা video গুলো পোস্ট করার জন্যে আপনাকে টাকা দিয়ে থাকেন।
  • দৈনিক ৫০০ টাকা ইনকাম করার জন্য, আপনি নিজের সোশ্যাল মিডিয়া পেজের মধ্যে প্রতিদিন আলাদা আলাদা ব্র্যান্ড, ব্লগ, ওয়েবসাইট, চ্যানেল ইত্যাদির স্পন্সরড পোস্ট গুলো পাবলিশ করতে পারবেন।
  • তবে, এমন নানান ব্র্যান্ড গুলো রয়েছে যারা একটি sponsored post-এর জন্যে হাজার হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে।

উপসংহার

আশা করছি দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url