ফরেক্স ট্রেডিং কি-ফরেক্স ট্রেডিং কিভাবে করে
প্রিয় পাঠক বর্তমান সময়ে এসে আমরা অধিকাংশ মানুষেরাই চাই স্মার্ট পদ্ধতিতে ইনকাম করতে। তেমনি একটি স্মার্ট ইনকামের পদ্ধতি হচ্ছে মূলত ট্রেডিং। আর এই ট্রেডিং এর মাধ্যমে অর্থ উপার্জনের চাহিদা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমরা হয়তো অনেকেই জানি ট্রেডিং মানে ইন্টারনেট থেকে অর্থ উপার্জন জগতে একটি সুপরিচিত নাম। ট্রেডিং শব্দটার সাথে অপনারা কমবেশি সকলেই পরিচিত।
ভূমিকা
যেহেতু অনলাইন ফরেক্স ট্রেডিং এর কোন নিশ্চয়তা নেই, তাই সাধারণ জ্ঞান, ধৈর্যশীলতা এবং একটি ব্যবহারিক মানসিকতার সাথে ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। আপনার অর্ডারগুলি থেকে অনলাইনে অর্থ উপার্জন করার জন্য অনুশীলন, ধৈর্য এবং একটি নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন, যার মধ্যে স্পষ্ট-দৃষ্টিসম্পন্ন বাজার জ্ঞান রয়েছে যা আপনাকে লাভ-ক্ষতির ভারসাম্য অনুপাতকে আপনার অনুকূলে থাকতে সাহায্য করবে।
ফরেক্স কি
- Forex Treding কি এই বিষয়টি বুঝার আগে আপনাকে জানতে হবে ফরেক্স আসলে কি? ফরেক্স অর্থ হলো ফরেইন এক্সচেঞ্জ মার্কেট” যাকে আমরা “FX market” নামেও চিনি।
- ফরেক্স এমন একটি মার্কেট যেখানে বৈদেশিক মুদ্রার (ফরেইন কারেন্সি) লেনদেন বা এক্সচেঞ্জ করা হয়। এটি একটি গ্লোবাল মার্কেট বা বিশ্বজনীন বাজার, যেখানে বিভিন্ন দেশের আলাদা আলাদা মুদ্রাগুলোকে আদানপ্রদান করা হচ্ছে।
- বর্তমানে পৃথিবীর সব থেকে অধিক ট্রেড হওয়া মার্কেট এটাই। যেখানে প্রতিদিন প্রায় ৫.১ ট্রিলিয়ন ডলারের turnover রয়েছে। forex এর মধ্যে পুরো পৃথিবী জুড়ে সপ্তাহের ৫ দিন ২৪ ঘন্টা জুড়েই ট্রেডিং চলে। ফরেন এক্সচেঞ্জ হল এমন প্রক্রিয়া যেখানে একটি দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রাতে এক্সচেঞ্জ বা অদলবদল করা হয়।
- বিভিন্ন কারণে মুদ্রা অদলবদল করা হয়ে থাকে। যেমন – commerce, tourism, trading ইত্যাদি। আমি আশা করছি forex কি এ বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
যখন আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে টাকা ইনভেস্ট করার কথা ভাবি। তখন আমাদের সামনে মূলত ৩ ধরনের মার্কেটের অপশন থাকে। অপশনগুলো হলো-
১। Equity market
২। Commodity market
৩। Currency market / Foreign Exchange Market / Forex trading
১। “Equity market“
- পূর্বে থেকেই ব্যাপক জনপ্রিয় একটি ইনভেস্টমেন্ট অপশন যেখানে বর্তমানে অনেক মানুষ প্রচুর টাকা invest করেন। এই মার্কেটকে অনেক মানুষ stock market ও বলে থাকেন।
- যেখানে বিভিন্ন কোম্পানিগুলোর শেয়ারস গুলোকে স্টক করে সাধারণ জনগণের কাছে ক্রয়-বিক্রয়ের জন্য উপলব্ধ করানো হয়। আর একটু সোজা করে বললে, এধরণের মার্কেটগুলোতে আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করে সেগুলোর উপর টাকা খাটিয়ে মানে ইনভেস্ট করে লাভবান হতে পারবেন।
২। “Commodity market“
- মানে হল এমন সব মার্কেট যেখানে কৃষি খাত এবং কৃষির বাইরের সেই জিনিসগুলোর উপর ট্রেডিং করা হয় যেগুলো প্রাত্যহিক জীবনে অতিব প্রয়োজনীয় জিনিস।
- যেমন- barley, copper, aluminum, cotton, maize, coffe, milk products, wheat, zinc, rubber, brass, pork bellies, sugar, nickel, oil ইত্যাদি।
৩। “Currency market“
- সাধারণত যাকে আমরা “foreign exchange market” নামেও চিনি। এই মার্কেটে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের আলাদা আলাদা মুদ্রার উপর ট্রেডিং করা হয়।
- এখানে মূলত বর্তমান currency exchange rate এর উপর নির্ভর করে যেকোনো দেশের মুদ্রার উপর ইনভেস্ট করা হয়ে থাকে। আর ট্রেডিং করার এই ডিজিটাল প্রক্রিয়াকেই বলা হয়
ফরেক্স ট্রেডিং কি?
- উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পেরেছি forex মানে কি। এককথায় forex হল যেখানে বিদেশি মুদ্রার (foreign currency) আদানপ্রদান করা হয়। আর ট্রেড শব্দের অর্থ হল ক্রয় বিক্রয় করা।
- তাই আপনি যখন forex exchange মার্কেট থেকে বিদেশি মুদ্রা কমদামে ক্রয় করে বেশি দামে বিক্রি (trade) করবেন, তখন সেই পদ্ধতিকেই বলা হবে forex trading. এই forex market দ্বারা যেকোনো দেশের বর্তমানের money exchange rate নির্ধারিত হয়।
- মুদ্রা ক্রয়-বিক্রয়ে বা trade করার সময় আপনাকে সেই মুদ্রার বর্তমান exchange rate জেনে নিতে হবে। কারণ global foreign exchange market এর মধ্যে প্রত্যেক দেশের মুদ্রার exchange রেট কম বেশি হতেই থাকে।
- আর যখন কোন দেশের মুদ্রার মূল্য (rate) কম থাকবে তখন সেই দেশের মুদ্রাতে বিনিয়োগ (invest) করে মুদ্রা (currency) কিনে রাখতে হবে। কারেন্সি কেনার সময় আপনি বর্তমানের ফরেক্স এক্সচেঞ্জ মূল্য হিসেবে আপনার দেশের বর্তমান মুদ্রা ব্যবহার করেই কিনতে পারবেন।
- এরপর যখন আপনার কাছে থাকা বিদেশি মুদ্রার মূল্য forex মার্কেটে বৃদ্ধি পাবে, তখন আপনি সেই মুদ্রাগুলোকে অধিক মূল্যের বিনিময়ে বিক্রয় বা exchange বা Trade করতে পারবেন। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই মানুষ ফরেক্স ট্রেডিং দ্বারা আয় করেন।
একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি
- ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন ফরেক্স ট্রেডিং করে টাকা উপার্জন করবেন। এজন্য আপনি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ২০০ ডলার ($200) কিনে নিলেন বা exchange করলেন।
- এখন আপনি যখন ডলার কিনেছেন তখন প্রত্যেক ডলারের exchange rate (মূল্য) বাংলাদেশি টাকায় ছিল = ৳১০০ টাকা করে। তাহলে $200 কেনার বা exchange করার সময় আপনার ব্যয় হয়েছিল ২০০×১০০ = ৳২০,০০০ টাকা।
- বাংলাদেশি মুদ্রা ২০,০০০ টাকা দিয়ে আপনি বিদেশি ১০০ ডলার কিনে রেখে দিলেন, তাহলে এখন লাভ কিভাবে হবে?
- ধরুন ডলার কেনার পর ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে ১ ডলারের মূল্য বাংলাদেশের ক্ষেত্রে ১০০ টাকা হয়ে দাঁড়ালো। এরপর আপনি ১০০ টাকা দিয়ে ক্রয় করা প্রতি ডলার আবার ১০৫ টাকায় বিক্রয় করতে বা exchange করতে পারবেন।
- এতে আপনার ডলার প্রতি ৫ টাকা করে লাভ হচ্ছে। এখানে আপনার ৫×২০০= ১,০০০ টাকা লাভ হচ্ছে। আর এভাবেই আপনি বিভিন্ন দেশের মুদ্রার উপর invest বা Trading করে ফরেক্স মার্কেট থেকে উপার্জন করতে পারবেন।
- কোন দেশের মুদ্রার future value rate বা ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আপনাকে আগেই অনুমান করে ট্রেডিং বা invest করতে হবে। আশা করছি এতক্ষণ forex market থেকে কিভাবে আয় করা যায় এই বিষয়টি বুঝতে পেরেছেন।
ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে ?
- এই ট্রেডিং মানেই হল একটি মুদ্রার বিপরীতে অন্য আর একটি মুদ্রা বিক্রয় করা। এক্ষেত্রে Trading করার জন্য বিভিন্ন আলাদা আলাদা প্রতিষ্ঠান বা এজেন্ট রয়েছে।
- আর এই এজেন্ট বা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই আপনারা forex trading করতে পারবেন। foreign exchange market এর মধ্যে প্রত্যেক মুদ্রার মূল্য বা exchange rate কম বেশি হয়েই থাকে।
- তাই বর্তমান সময়ে মূল্য কম থাকা মুদ্রাগুলোকে ক্রয় করে ফিউচারে সেই মুদ্রার মূল্য বাড়ার পর সেই মুদ্রাগুলোকে exchange বা বিক্রয় করা হয়। আর এই পদ্ধতিতেই ফরেক্স ট্রেডিং থেকে উপার্জন করা হয়।
- যখন আপনি ফরেক্স ট্রেডিং করবেন তখন আপনাকে দুটি আলাদা আলাদা মুদ্রার (currency) লেনদেন করতে হবে। আর এই মুদ্রার লেনদেন foreign exchange market এর নির্ধারিত মুদ্রার মূল্যর উপর নির্ভর করে করা হয়ে থাকে।
- forex trading এর সাথে জড়িত transaction গুলো ৪টি ভিন্ন ভিন্ন মূখ্য forex trading center গুলোতে (London, Sydney, new York, এবং Tokyo) ছড়িয়ে দেওয়া হয়। আপনি forex trading এর ক্ষেত্রে দিনের ২৪ ঘন্টার যেকোনো সময় trade করতে পারবেন।
আপনি ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করবেন ?
- আপনি যখন ট্রেডিং করবেন তখন আপনাকে forex market এর বর্তমানের মূল্য হিসেবে অন্যান্য মুদ্রা ক্রয় করতে হবে।
- তাই trading এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল currency exchange rate. আপনি চাইলে যেকোনো দেশের মুদ্রা ক্রয় করতে পারবেন। যেমন- USD, Pound, Euro, Yen, Peso ইত্যাদি।
- উপরে যেভাবে দেখানো হয়েছে, গুগলে আপনি search করলেই দেখতে পারবেন যেকোনো দেশের মুদ্রা বা currency ক্রয় করতে আপনাকে আপনার দেশের কতটা অর্থ খরচ করতে হবে।
- আপনাকে সবসময় নিজের লাভ এবং লোকসান দুটো দেখেই এই পথে এগিয়ে যেতে হবে। আর এভাবেই কম এক্সচেঞ্জ রেটের সঙ্গে কারেন্সি ক্রয় করে, পরবর্তীতে যখন সেই মুদ্রার কারেন্সি এক্সচেঞ্জ রেট বৃদ্ধি হবে, তখন সেই কারেন্সি বা মুদ্রা বিক্রয় করে আপনি লাভবান হতে পারবেন।
আপনি কি ফরেক্স ট্রেডিং করতে পারবেন ?
- হ্যাঁ অবশ্যই পারবেন। বর্তমানে চাইলে আপনি অনেক সহজেই forex trading করতে পারবেন। এক্ষেত্রে আপনার কাছে একটি স্মার্টফোন বা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
- বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়াই ট্রেডিং করতে পারবেন। তবে currency মার্কেটে ট্রেডিং করতে হলে আপনার একজন forex ব্রোকারের সাথে একটি trading account এর প্রয়োজন হবে। যা আপনি খুব সহজেই করতে পারবেন।
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
- forex market কিন্তু equity market বা শেয়ার মার্কেটের মতোই কাজ করে। কারণ, এখানেও মূল্য কম বা বেশি হবার ওপরেই আপনার লাভ বা লোকসান নির্ভর করবে।
- শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রত্যেক শেয়ারের মূল্য, অন্যদিকে forex trading এর ক্ষেত্রে মুদ্রার exchange rate এর মূল্যের ওপরেই সবটা নির্ভর করে। তাই এধরণের Trading এর ক্ষেত্রে লাভ হবার সম্ভাবনা যত বেশি অপরদিকে লোকসান হবার ভয়ও ততটাই।
- কেউ এমনটা বলতে পারবেনা যে আগামীকাল মুদ্রার exchange rate বাড়বে নাকি কমবে। আপনি যদি ফরেক্স ট্রেডিং করতে চান তবে ইনভেস্ট করার আগে আপনার এবিষয়ে বিশদ জ্ঞান নিতে হবে।
- একটা ভাল এবং রেজিস্টার্ড forex ব্রোকারের সাথে Trading account তৈরি করুন, scam থেকে দূরে থাকুন। প্রথম অবস্থায় অল্প সংখ্যক কারেন্সি ট্রেড করুন। কখনো ভুলেও আপনার লিমিটেশনের বাইরে ইনভেস্ট করবেন না।
- কখনো টাকা ঋণ নিয়ে বা প্রয়োজনীয় টাকা এধরণের Trading এর ক্ষেত্রে ব্যবহার করতে যাবেন না। লোকসান হলে আপনাকে ভারী সমস্যা পোহাতে হবে। সবসময় লাভ হবে এধরণের কোন গ্যারান্টি এধরণের Trading এর ক্ষেত্রে নেই। কেননা সবটাই অনুমানের উপরে করা হয়ে থাকে।
উপসংহার
আশা করছি ফরেক্স ট্রেডিং কি-ফরেক্স ট্রেডিং কিভাবে করে ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url