Happy Birthday, Mom! মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
প্রিয় পাঠক 'মা' শব্দটি যে একটা আবেগ, একটা অনুভূতি শব্দে বোঝানো যায় না। আর তাই আমাদের অনেকের মা কে বলাই হয় না সে কত স্পেশাল মায়ের জন্মদিনে সেই কথা বলা যায় গুছিয়ে। কী বলবেন ভাবছেন, শব্দ হারিয়েছেন? চিন্তা নেই মায়ের জন্মদিনের আগের রাতে কিংবা সকালে পাঠিয়ে দিন বাছাউ করা এই সব শুভেচ্ছা বার্তাগুলির মধ্যে থেকে কোনও একটা।
ভূমিকা
জীবনে যতই বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন, ভালবাসার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা থাকুক না কেন। জীবনের সব থেকে কষ্টের মুহূর্তে তা শরীর খারাপই হোক কিংবা মনে খারাপ। একজন মানুষই আছে যাকে কষ্টের কথা মুখ ফুটে বলতে হয় না। সে যেন কোন জাদুবলে ঠিক জানতে পারে। জীবনে যত প্রতিকূল পরিস্থিতি তৈরি হোক না এই একটা মানুষে পাশে থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব। শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়ে, তোমার ভালো থাকা নিয়ে ভাববে,সেই ব্যক্তি হলেন মা।
মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- মায়ের জীবনে কতো না কষ্ট আর ত্যাগ লুকিয়ে থাকে, কিন্তু সন্তানরা সবসময় তা বুঝতে পারে না। মায়ের ভালোবাসা এমন এক ভালোবাসা যা কোনো স্বার্থ ও শর্ত ছাড়াই থাকে। সেই শর্ত ছাড়া নিঃস্বার্থ মানুষ আমাদের মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আমরা সন্তান হিসাবে তো দিতেই পারি। এখানে কিছু উইনিক মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করা হল।
- মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য, কয়েক’শো ছবি আমার মায়ের সাথে নাই। তাতে করে কি মায়ের প্রতি আমার ভালোবাসা কমে যাবে? একটুকু ও না। তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। তোমার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
- যেই ভাবে পৃথিবীর সমূস্ত সুখ মা আমার পায়ের কাছে এনে দিয়েছেন। আল্লাহ যেনো আমার মাকে প্রতিদান হিসাবে সব সুখ পৃথিবীতে দেখে যাওয়ার সুযোগ দেন। শুভ জন্মদিন আম্মু।
- শুভ জন্মদিন মা আমার। মা গো তোমার জন্মদিনের তোমার নেক হায়াত ও তোমার সুস্থ জীবন কামনা করি আল্লাহর কাছে।
- যেই কথাটা সরাসরি তোমাকে বলা হয় নি কখন মা, আজ তোমার জন্মদিনে বলি। তোমাকে অনেক ভালোবাসে তোমার এই সন্তান। শুভ জন্মদিন মা।
- আমার জীবনের সমূস্ত ভালোলাগা, ভালোবাসা, আমার মা। আম্মা জন্মদিনের শুভেচ্ছা নিও তোমার সন্তানের পক্ষ থেকে।
- শুভ জন্মদিন আমার পৃথিবী, তোমায় নিয়ে যাই বলি না কেনো কম পড়ে যাবে, তোমায় ছাড়া আমি কিছুই ভাবতেই পারি না, ইশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সব সময় সুস্থ থেকো ভালো থেকো। অনেক ভালোবাসি মা তোমায়
- মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
মায়ের জন্মদিনে ছেলের স্ট্যাটাস
- মা ছেলে/মেয়ে সন্তানদের জন্য আত্মবিশ্বাসের মূল ভিত্তি, জীবনের প্রতিটি পর্যায়ে ছেলে/ মেয়েদের পাশে থাকা একজন অমূল্য রত্ন। এখানে মায়ের জন্মদিনের ছেলের স্ট্যাটাস হিসাবে কিছু অন্যতম সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখে দেওয়া হলো। যা আপনারা ফেসবুক, হোয়াটস্যাপে, ইন্সটাগ্রামে, পোস্ট অথবা মেসেজ বার্তা হিসাবে পাঠাতে পারেন। এই লেখাতে আরো পাবেন দারুন সব মায়ের জন্মদিনে মেয়ের স্ট্যাটাস।
- যেই মানুষটার জন্য আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি, আজ সেই মানুষ, আমার গর্বধারিনী মায়ের জন্মদিন। শুভ জন্মদিন মা।
- তোমার ছেলেকে এই পৃথিবীতে তুমি শেষ্ঠ সন্তান হিসাবে দেখতে চাও, আর তুমি আমার কাছে শ্রেষ্ট মা হয়ে আছো। আজ আমার শ্রেষ্ঠ মায়ের জন্মদিন। শুভ জন্মদিন আম্মু।
- আজকের এই দিনে যেই মানুষটার জন্ম না হলে, আজকের এই আমি থাকতাম না। আজ সেই মহা মানবীর জন্মদিন। ছেলে হিসাবে আমি গর্বিত এই মহামানবীর ছেলে হয়ে। জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা নিও মা।
- যেই মানুষ ছাড়া আজকের এই আমিটার অস্বিস্ত
- শুরুতে সেই ঈশ্বরের কৃজ্ঞতা জানাই, যিনি তোমার মতো মায়ের গর্বে আমাকে রেখেছিলেন। জন্মদিনের শুভেচ্ছা নিও আম্মু।
- শুভ জন্মদিন মা। মা তোমার ছেলে হিসাবে আমি নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করি নিজেকে। সারাজীবন আমি তোমার ছাঁয়ায় চাই আমার মাথার উপর।
- মায়ের জন্মদিনে ছেলের স্ট্যাটাস
মায়ের জন্মদিনে মেয়ের স্ট্যাটাস
- মায়ের জন্মদিনে আদরের মেয়েরা ফেসবুক স্ট্যাটাস হিসাবে মায়ের জন্মদিনে মেয়ের স্ট্যাটাস দিতে চান, তাদের জন্যে নিচে মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করা হচ্ছে এই সেকশনে।
- শুভ জন্মদিন মা আমার! শুধু এই জন্ম না, আমি জনম জনম তোমার মেয়ে হয়ে জনমাতে চাই।
- মা হওয়ার আগে কোন মেয়েই মা হওয়ার কদর বুঝে না। আজ নিজেই মা হয়ে, আমার মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কাছে তোমার দীর্ঘায়ু কামনা করি।
- মা তুমি ছাড়া আমার জীবন যে এক শূন্য কৌটা, সেটা তুমি ছাড়া আর কে ভালো করে জানে।সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেনো তোমাকে সর্বদা ভালো রাখেন। শুভ জন্মদিন মা।
- তোমার মেয়ে হয়ে জন্ম নিয়ে আমি গর্বিত মা, তুমি না থাকলে আমার জীবন অন্ধকারে থমকে যেতো মা। তোমার জন্মদিনেতোমাকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই।
- শুভ জন্মদিন আমার লক্ষি মা। মায়েরা মেয়েদের প্রথম বন্ধু, আর তুমি শুধু আমার বন্ধু না, তুমি আমার শিক্ষক, আমাকে আলো দেখানোর প্রদীপ। আমি আমার প্রদীপকে আজীবন আমার সাথে চাই।
- মায়ের জন্মদিনে মেয়ের স্ট্যাটাস
মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
- মায়ের গুরুত্ব কেবল জীবনের শুরুতে নয়, পুরো জীবন ধরেই থেকে যায়। তিনি যেন একটি গাছের মতো, যার ছায়ায় আমরা বড় হই। মা আজীবন সন্তানদের জন্য নিঃস্বার্থ ভাবেই করে যান। কিন্তু আমরা সন্তান হিসাবে যত যাই করি মায়ের তুলনায় সে সব কম পড়ে যায়। আমরা বেশি কিছু করতে না পারলেও মায়ের জন্মদিনে মাকে শুভেচ্ছা বার্তা দিয়ে অন্তত মায়ের প্রতি ভালোবাসা দেখাতে পারি। এখানে কিছু আপডেটেড মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা তুলে ধরা হল।
- আমার লক্ষি সোনা মায়ের জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। তোমার নেক হায়াত ও সুস্থতা কামনা করি আজকের এই দিনে।
- এক জীবনে তুমি শুধু আমাদের দিয়েই গেলে মা, তোমার মতো মায়ের গর্বে আমাদের জন্ম। আমরা সৌভাগ্যবান। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ মা। শুভ জন্মদিন মা।
- সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মুল্যবান উপহার তুমি। তুমি আমাদের সেরা ও শ্রেষ্ঠ মা। তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা।
- আমার অনুপ্রেণা, আমার সাহস, আমার লক্ষি মায়ের জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
- মায়ের জন্মদিনের শুভেচ্ছা বার্তা
মায়ের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক
- এক সাহাবী রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহর রাসুল, আমার সর্বাধিক খেদমতের হকদার কে?” রাসুল (সা.) উত্তর দিলেন, “তোমার মা।” তিনি আবারও জিজ্ঞাসা করলেন, “এরপর কে?” তিনি আবার বললেন, “তোমার মা।” তৃতীয়বারও একই প্রশ্নে তিনি উত্তর দিলেন, “তোমার মা।” চতুর্থবারে তিনি বললেন, “তোমার বাবা।” (বুখারি ও মুসলিম)। হাদিসের আলোকে আজ আমরা এখানে কিছু সুন্দর মায়ের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক স্ট্যাটাস শেয়ার করলাম।
- ইয়া রব আজ আমার মায়ের জন্মদিনে আপনার কাছে একটাই চাওয়া, আপনি আমার মাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন।
- আমার জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষণে সব কিছুই আমার তোমার থেকে শেখা…তুমিই আমার স্বপ্ন পূরণের কারিগর। শুভ জন্মদিন মা।
- মায়ের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক
- তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য। এবং আমি চিরো কৃতজ্ঞ তোমার কাছে মা। আজ তোমার জন্মদিনে দোয়া করি মহান আল্লাহ তায়ালা তোমাকে সুস্থ এবং হাসি খুশি রাখুক নেক হায়াত দান করুক।
- তুমি আমার কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার মা। আল্লাহর কাছে শুকরিয়া আজকেই এই দিনের তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে গর্বে ধারন করার জন্য। শুভ জন্মদিন মা।
উপসংহার
আশা করছি Happy Birthday, Mom! মায়ের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url