টেলিগ্রাম কিভাবে খুলবো-টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম
প্রিয় পাঠক টেলিগ্রাম সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। টেলিগ্রাম একটি অনলাইন মেসেজিংপ্ল্যাটফর্ম। যেদিকে মেসেজিং এর ক্ষেত্রে সবচেয়ে সিকিউর ও বলা হয়। তাই আমাদের মধ্যে অনেকেই টেলিগ্রামে মেসেজ আদান প্রদান করে থাকেন। টেলিগ্রাম শুধু এই মেসেজ আদান প্রদান করার মাধ্যমই নয়। এখন টেলিগ্রাম গ্রুপ মেসেজিং এমনকি চ্যানেল তৈরি করা যায়।
ভূমিকা
বর্তমানে শুধু ইউটিউব , ফেসবুক আর ইনস্টাগ্রাম নয় আপনি চাইলে টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। অসংখ্য কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন। আমরা অনেকেই টেলিগ্রামের সাথে পরিচিত। আমরা যদি টেলিগ্রাম থেকে ইনকামের ইচ্ছা হয় তাহলে টেলিগ্রাম সম্পর্কে জানতে হবে টেলিগ্রাম কিভাবে খুলবো বিষয় জানতে চান তাদের জন্য এই পোস্ট আশা করি অনেক কাজে লাগবে।
টেলিগ্রাম একাউন্ট কি
টেলিগ্রাম অ্যাকাউন্ট এর কাজ কি? টেলিগ্রাম একাউন্টের কাজ হচ্ছে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির মেসেজিং এর মাধ্যমে কানেক্টেড রাখার অন্যতম উপায়। আপনি যদি অন্যান্য সোশ্যালমিডিয়ার দিকে তাকান যেমন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সহ আরো কিছু মাধ্যম। এগুলোর প্রধান কাজের মধ্যে একটি কাজ হচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগ সহজ করে দেওয়া।ঠিক তেমনি টেলিগ্রাম উল্লেখিত কাজটি সম্পন্ন করে থাকে।আর এই কাজের জন্য মোবাইল ফোন অথবা কম্পিউটার সহ আরো অন্যান্য ডিভাইস থাকা প্রয়োজন। তার সাথে থাকতে হবে ইন্টারনেট কানেকশন। এই তথ্যগুলো কম বেশি আমাদের সকলেরই জানা রয়েছে। কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট কোথায় থেকে পাবেন তা কি জানেন।
টেলিগ্রাম গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে ইন্সটল করার পরবর্তী সময় টেলিগ্রাম একাউন্ট খুলে নিবেন। টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আর্টিকেলে জানতে পারবেন।
টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম
টেলিগ্রাম হচ্ছে আধুনিক যোগাযোগ প্রযুক্তির অন্যতম এক জনপ্রিয় মাধ্যম। দিন দিন এর ব্যবহারকারী সংখ্যা বেড়ে চলেছে। আপনি যদি টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করার সময় খেয়াল করেন তাহলে দেখা যাবে এর ডাউনলোড সংখ্যা ১ বিলিয়ন ক্রস করেছে এবং রিভিউ এর সংখ্যা ১৪.৬ মিলিয়ন। এখন আপনি যদি টেলিগ্রাম একাউন্ট খুলতে চান।তাহলে টেলিগ্রাম একাউন্ট খোলার নিয়ম গুলো ধাপে ধাপে জেনে নিন।সর্বপ্রথম মোবাইলের ডাটা কানেকশন অন করে দিবেন। এরপরে গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম অ্যাপ ইন্সটল করে নিন।
এর পরবর্তী সময় অ্যাপটি ওপেন করুন। তারপরে নিচে দেখানো ইন্টারফেস অনুযায়ী Start Messaging নামক অপশনে ক্লিক করুন এরপরে আপনার সামনে ।
এর পরবর্তী সময় অ্যাপটি ওপেন করুন। তারপরে নিচে দেখানো ইন্টারফেস অনুযায়ী Start Messaging নামক অপশনে ক্লিক করুন এরপরে আপনার সামনে ।
অ্যাকাউন্ট খোলার অন্যতম ধাপ উপস্থাপন হবে। সেটা হচ্ছে ইন্টারফেস এ দেখানো আপনার Country বা দেশ নির্ধারণ করুন এবং নিজের মোবাইল ফোন নাম্বার তার নিচে দেখানো অপশনে দিয়ে দিন। তারপরে নিচে অ্যারো বাটন ক্লিক করুন। এরপরে আপনাকে শিওর হয়ে নিতে হবে যে আপনার মোবাইল নাম্বার ঠিক রয়েছে কিনা।
যদি ঠিক থাকে তাহলে Yes বাটনে ক্লিক করুন আর যদি ঠিক না থাকে তাহলে Edit বাটনে চাপ দিয়ে ঠিক করে নিন।ধরে নিলাম Yes বাটনে চাপ দিলেন। এরপরে কিছু লেখা থাকবে সেগুলো পড়ে নিন। তারপরে Continue অপশনে ক্লিক করুন। এরপরে আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে উপস্থাপন করা হবে।
সেগুলোর সাথে যদি সহমত থাকেন তাহলে Allow বাটনে ক্লিক করুন অথবা যদি অসমত থাকেন তাহলে Deny বাটনে ক্লিক করুন। ধরে নিলাম আপনি সহমত।এরপরে আপনার ইমেইল এড্রেস ফাঁকা স্থানে দিন। দেওয়ার পরে অ্যারো অপশনে ক্লিক করুন। তারপরে আপনার ফোন নাম্বারে Code আসবে সেটি বসালেই টেলিগ্রাম একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে।
টেলিগ্রাম রেফার করে ইনকাম
অনেক অ্যাপ রয়েছে যেই অ্যাপগুলোর লিংক সরাসরি শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়। কিন্তু টেলিগ্রাম অ্যাপের লিংক পরিচিতদের মাঝে শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায় না। টেলিগ্রাম থেকে এর ভিতরের কিছু ইন্টারনাল রেফার লিংক শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়। তা কয়েকটি পদ্ধিতিতে করা যেতে পারে।চলুন জেনে নেই টেলিগ্রাম রেফার করে ইনকাম করার পদ্ধতি সম্পর্কে-বট রেফার লিংক: টেলিগ্রাম অ্যাপে কিছু রেফার বট তৈরী করা যায়, যেই বট গুলো নিজে নিজে লিংক তৈরী করতে পারে এবং এই লিংক শেয়ারের মাধ্যমে যে ইনকাম হয়ে থাকে তার কমিশন পেতে সাহায্য করে এই বট লিংকগুলো। এই বট লিংক গুলোর মধ্যে সবচেয়ে ।
প্রচলিত বট লিংক হলো Rewards Bot এবং ক্রিপটো বট। এগুলো শেয়ার করার মাধ্যমে ইনকাম করা যায়।চ্যানেল লিংক রেফার: অনেকেই রয়েছে যারা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলে তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর জন্য তাদের চ্যানেল লিংক শেয়ার করে যুক্ত হওয়ার মাধ্যমে নিদিষ্ট পরিমান অর্থ প্রদান করে থাকে।
এখানে যত ইচ্ছা তত ফলোয়ারদের যুক্ত করার মাধ্যমে ইনকাম করা যায়। আপনি যতজনকে যুক্ত করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন।অ্যাফিলিয়েট রেফার লিংক: অনেকেই রয়েছে তাদের চ্যানেলে অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে থাকে, যেখানে ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করতে তারা এই চ্যানেল লিংকের মাধ্যমে জয়েনকৃত ফলোয়ারদের অর্থপ্রদান করে থাকে।
এতে করে তার ফলোয়ার সংখ্যা বৃ্দ্ধি পাওয়ার পর তিনি তার অ্যাফিলিয়েট লিংক শেয়ার করে, যা ফলোয়াররা ক্রয় করে থাকে এবং আপনার যুক্ত করা ফলোয়ার যদি সেখান থেকে পন্য ক্রয় করে তাহলে আপনি সেখান থেকে কমিশন আকারে ইনকাম করতে পারবেন।
টেলিগ্রাম ডাউনলোড
আমরা ইতিমধ্যে মোবাইলে কিভাবে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে তা জানতে পেরেছি এবার জানবো কিভাবে পিসি বা ল্যাপটপে টেলিগ্রাম ডাউনলোড করবেন। তার জন্য আমার নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন। সহজেই একটি টেলিগ্রাম অ্যাপ আপনার পিসি বা ল্যাপটপে ডাউনলোড করতে পারবেন এবং টেলিগ্রাম থেকে আয় ২০২৪ সালে করতে পারবেন।- প্রথমে আপনাকে যেকোন একটি ব্রাউজারে যেতে হবে, আমি ক্রম ব্রাউজার ব্যবহার করছি। এবার গুগল সার্চবাবে download telegram for pc লিখে ইন্টার বাটনে চাপ দিতে হবে। তারপর প্রথমে যে সাইটটি পাবেন Telegram Desktop সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। এবার Get Telegram for Windows x64 ক্লিক করার সাথে সাথে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড হওয়া শুরু হবে।
- এবার ডাউনলোড ফোল্ডার থেকে টেলিগ্রাম অ্যাপলিকেশনটি বের করে, তাতে ডাবল ক্লিক করুন। সেখানে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে, আপনি ইংলিশ রেখেই ওকে করে দিন। তারপর তিন বার নেষ্ট বাটনে ক্লিক করুন। এবার আসবে ইনস্টলের পালা, ইনস্টল বাটনে ক্লিক করুন দেখবেন আপনার টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবং ফিনিস লেখাতে ক্লিক করে শেষ করুন।
এবার আপনার ল্যাপটপ বা পিসির ডেক্সটপে দেখবেন একটি টেলিগ্রাম অ্যাপ। সেটি ডাবল ক্লিক করে ওপেন করুন।ওপেন হয়ে গেলে সেখানে Start Messaging লেখা দেখতে পারবেন সেখানে চাপ দিন। যদি আপনার পূর্বে কোন অ্যাকাউন্ট লগইন করতে চান তাহলে কেবল মাত্র একটি স্ক্যান করলেই লগইন হয়ে যাবে আর যদি নতুন করে ।
খুলতে চান তাহলে Using your phone number লেখাতে চাপ দিন।তারপর এখান থেকে আপনার দেশ এবং ফোন নাম্বার দিয়ে নেষ্ট বাটনে চাপ দিন। তারপর আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে তা এখানে বসাতে হবে এবং নেষ্ট বাটনে চাপ দিতে হবে। এবার আপনার নাম এবং ছবি যুক্ত করুন। হয়ো গেলো আপনার টেলিগ্রাম ডাউনলোড করা এবং ইনস্টল করা।
টেলিগ্রাম থেকে কিভাবে আয় করবেন
এডভারটাইজিং সেলস
- বিভিন্ন সেলস ওয়েভসাইট এর লিংক, বা আপনার পন্য বিক্রয় করার জন্য এড পাব্লিশ করে টেলিগ্রাম থেকে সহজেই আপনি আয় করতে পারেন। এক্ষেত্রে, আপনার চ্যানেলের পণ্য, ও বিভিন্ন মার্কেটপ্লেস লিংক, ও প্রোডাক্ট এর এডভারটাইজমেন্ট বিক্র্য় করার মাধ্যমে আপনি টেলিগ্রাম থেকে আয় করতে পারেন৷
পেইড সাবস্ক্রিপশন
- বর্তমান সময়ে পেইড সাবস্ক্রিপশন চালু করে টেলিগ্রাম থেকে আয় করার বিষয়টি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।
- ধরে নিন আপনি একজন ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডেভলপার। আপনার কাছে ওয়েবসাইটের অনেকগুলো টুলস এবং অনেকগুলো সফটওয়্যার রয়েছে যা আর কারো কাছে নেই। আপনি যদি পেইড সাবস্ক্রিপশন চালু করে সেগুলো অন্যের কাছে
- বিতরণ করতে চান তাহলেও কিন্তু সেখান থেকে আয় করতে পারবেন। অর্থাৎ মনে করুন আপনার কাছে একটি জনপ্রিয় ওয়াডপ্রেস থিমস রয়েছে যা আপনিও ফ্রিতে কাউকে দিতেচাচ্ছেননা।তাহলে আপনার করনীয় কি হবে?
- এক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশন চালু করবেন, যাদের এই ওয়াডপ্রেস থিমস প্রয়োজন রয়েছে তারা সেই সাবস্ক্রিপশন নিয়ে থিমটি ডাউনলোড করতে পারবেন।
- ঠিক একই ভাবে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে প্রিমিয়াম কনটেন্টগুলো কাউকে ফিরিয়ে না দিয়ে টেলিগ্রামে পেইড সাবস্ক্রিপশন চালু করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন।
ডোনেশন
- যখন আপনার টেলিগ্রাম এ হাজার হাজার মেম্বার থাকবে কিংবা হাজার হাজার ফলোয়ার তৈরি হবে তাহলে আপনি তাদের ডোনেশনের জন্য রিকোয়েস্ট করতে পারেন।
- এক্ষেত্রে আপনি এমন ছোট-ছোট এমাউন্ট তাদের কাছে চাইবেন যেন প্রত্যেকটা মেম্বার তা দিতে সক্ষম হয়।যখন একজন করে ছোট ছোট অংকে ডোনেশন করবে সেই অংকটি সবাই মিলে অনেক বড় হয়ে যাবে।
- আশা করছি কিভাবে ডোনেশন নিয়ে টেলিগ্রাম থেকে আয় করবেন এ বিষয়ে আপনাকে আর বুঝিয়ে বলতে হবে না। তবে চেষ্টা করবেন ডোনেশন না নিয়ে অন্য কিছু করে টেলিগ্রাম থেকে আয় করার। কেননা বর্তমান সময়ে ডোনেশন নিয়ে টেলিগ্রাম থেকে মানুষ আয় করার কথা বললেও সেই টাকাগুলো অযথা এবং বৃথা নষ্ট করে।এবং এতে অনেক সময় নষ্ট হয়।
সেলস অফ গুডস এন্ড সার্ভিস
- আপনাদের সকলের হয়তো জানা আছে যে অনলাইনে এখন অনেক প্রোডাক্ট রিসেলিং অ্যাপ্লিকেশন এবং ওয়েব সাইট আছে যেগুলো ব্যবহার করে টেলিগ্রাম থেকে ইনকাম করা সম্ভব।আপনাকে প্রথমেই সেই প্রডাক্ট সেলিং ওয়েবসাইটস অথবা অ্যাপ্লিকেশনগুলোতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- এরপর আপনি যে রেসেলিং ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করেছেন সেখান থেকে বাছাই করে পছন্দনীয় কিছু প্রোডাক্ট রিসেলিং করার জন্য সিলেক্ট করতে পারেন।
- এরপর রিসেলিং করার জন্য যে প্রোডাক্ট গুলো চয়েজ করেছেন তা আপনার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করতে পারেন।যখন কোন মেম্বার সেই প্রোডাক্টগুলো ক্রয় করবে সেখান থেকে আপনি হিউজ পরিমান অর্থ উপার্জন করতে পারবেন।
পেইড পাবলিকেশন
যদি আপনার কোন বাংলা টেলিগ্রাম চ্যানেল এর মধ্যে হাজার হাজার ফলোয়ার অথবা মেম্বারস থাকে তাহলে আপনি পেইড প্রমোশন করে আপনার সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আয় করতে পারেন৷ এখনকার সময়ে যেকোন ব্যবসা-প্রতিষ্ঠান প্রোডাক্ট সার্ভিস ভিডি ও অথবা ব্লগ প্রত্যেকেরই নিজস্ব একটি মার্কেটিং চিন্তাভাবনা তৈরি হয়ে গিয়েছে।তাই সবাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সার্ভিসগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া-প্ল্যাটফর্ম এবং গুগোল এই প্রমোশনগুলো করার জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে।
আপনি অবশ্যই জানেন বর্তমান সময়ে ।
এফিলিয়েট মাকের্টিং
অনলাইন জগতে ইন্টারনেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস হাজার হাজার ই-কমার্স ওয়েবসাইট বিক্রয় হয়।আপনি চাইলে সে সকল ওয়েবসাইটগুলোর এফিলিয়েট লিংক আপনার এই টেলিগ্রাম চ্যানেল এ শেয়ার করার মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে টেলিগ্রাম থেকে আয়করতে পারবেন।আপনি অবশ্যই জানেন বর্তমান সময়ে ।
অনেক ওয়েবসাইট তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করেছে। আপনি চাইলে সেই আফিলিয়েট লিংকগুলো আপনার এই টেলিগ্রাম গ্রুপ কিংবা চ্যানেলে পাবলিশ করতে পারেন।যখন কোন মেম্বার সেই আফিলিয়েট লিংক এ ক্লিক করে উক্ত প্রোডাক্ট পার্সেস করবে তখন আপনি সেই ক্রয়কৃত প্রোডাক্ট থেকেপার্সেন্টেজ হারে কমিশন পাবেন।
- এভাবেই আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলকে একটি অ্যাফিলিয়েট স্টোর হিসেবে ব্যবহার করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেল থেকে উপার্জন করতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url