পুরাতন ভিটমেট ডাউনলোড করব কিভাবে

প্রিয় পাঠক পুরাতন ভিটমেট ডাউনলোড করব কিভাবেপুরাতন ভিটমেট সফটওয়্যারে খুব অল্প সময়ে বড় মেগাবাইটের ভিডিও ডাউনলোড করার প্রধান সুবিধা। সফটওয়্যার ব্যবহারকারীরা পুরাতন ভিটমেট সফটওয়্যার উপর আস্থা রাখে। তবে বেশিরভাগ ব্যবহারকারী ভুলবশত নতুন সফটওয়্যার ডাউনলোড করে এবং কাঙ্খিত ফলাফলটি পায় না।
পুরাতন ভিটমেট ডাউনলোড করব কিভাবে

ভূমিকা 

বাড়ানোর জন্য অনেক প্রতারক নতুন নতুন ভিটমেট অ্যাপ প্লে স্টোরে দিয়েছে। এখান থেকে আসল ভিটমেট অ্যাপ বুদ্ধিমতার সাথে যাচাই করতে হবে। কোনভাবেই আসল ভিটমেট সফটওয়্যার এর ছবির মত দেখে পা বাড়াবেন না। তাহলে আসল ভিটমেট সফটওয়্যারটি পাওয়া যাবে না। বেশিরভাগ মানুষ জানে গুগল প্লে স্টোরে সকল সফটওয়্যার থাকে কিন্তু ভিটমেট সফটওয়্যারটি গুগল প্লে স্টোরে একদমই নেই। গুগল তাদের পলিসি ভ্যালেশনের জন্য এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে না।

ভিটমেট কি

ভিটমেট নিয়ে এত কথা, আসলে ভিটমেট টা কি? আগে আমাদের জানতে হবে vidmate টা আসলেই কি? Vidmate হলো ভিডিও, মিউজিক ডাউনলোডার জগতে সবথেকে জনপ্রিয় একটি সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজেই অনেক বড় বড় ভিডিও অল্প সময়ের ভিতরে ডাউনলোড করতে পারবেন। এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, নিজে ব্যবহার না করলে ।

আসলে বুঝতে পারবেন না কি কি করা সম্ভব।আসল ভিটমেট চেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে কোন ওয়েবসাইট থেকে আপনি ভিটমেট ডাউনলোড দিচ্ছেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে vidmate ডাউনলোড নামে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে বেশিরভাগই আসল না, আর প্লে স্টোরে যেগুলো পাবেন ওগুলো আসলে সব ফেইক vidmate আসল ভিটমেট ।

কখনোই প্লে স্টোরে পাওয়া যাবে না, কারণ প্লে স্টোরে ভিটমেট নিয়ম অনুযায়ী vidmate এর নিয়ম মেনে না। তাই ভিটমেট কোম্পানি প্লে স্টোরে তাদের অ্যাপ পাবলিশ করতে পারেনা।তাই আমরা আসল ভিটমেট ডাউনলোড করার জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিটমেট ডাউনলোড করব, কারণ অন্য সাইটে পুরোপুরি আসল ভিটমেট পাবেন কিনা তা নিশ্চিত নয়।

ভিটমেট ডাউনলোড করব কিভাবে

এখন আসা যাক আসল ভিটমেট ডাউনলোড করব কিভাবে ? আসল ভিটমেট ডাউনলোড করার জন্য আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ধাপগুলো কি কি?
  1. প্রথম ধাপ: প্রথমে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ বারে টাইপ করতে হবে vidmate app download, এরপর প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন।https://www.vidmateapp.com/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. দ্বিতীয় ধাপ: এরপর এই ওয়েবসাইটে ভিজিট করার পর দেখতে পাবেন FREE DOWNLOAD NOW বলে একটা বাটন আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই ডাউনলোড শুরু হয়ে যাবে।
  3. তৃতীয় ধাপ: এই ধাপে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, এরপর ডাউনলোড হওয়ার সফটওয়্যারটি খুঁজে বের করে নিয়ম মত ইন্সটল দিয়ে নিবেন কাজ শেষ। এরপর vitmate দিয়ে ইচ্ছা মত ডাউনলোড দিতে পারবেন কোন সমস্যা হবে না।

পুরাতন ভিটমেট সফটওয়্যার ডাউনলোড

  • এবার আসা যাক পুরাতন ভিটমেট সফটওয়্যার ডাউনলোড করা যায় কিভাবে। আমাদের ভেতর অনেকের লো বাজেটের ফোন থেকে থাকে। সেখানে vidmate এর নতুন ভার্সন ভালোভাবে কাজ করে না সেজন্য আমাদের পুরাতন ভিটমেট ডাউনলোড করতে হয়। পুরাতন ভিটমেট ডাউনলোড করা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই করতে পারবে।
  • প্রথমে Vidmate ওয়েবসাইটে ভিজিট করুন
  • ডাউনলোড ট্যাবে ক্লিক করুন
  • এরপর ড্রপডাউন মেনু থেকে ভার্সন সিলেক্ট করুন
  • তারপর Download Now অপশনে ক্লিক করুন
  • এভাবে আপনি আপনার ডিভাইস অনুযায়ী ভার্সন সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবে না।

গান ডাউনলোড করা ভিটমেট

আমাদের ভিতরে অনেকেই আছেন অনেক রকম প্রশ্ন করেন, গান ডাউনলোড করা ভিটমেট বলে গুগলে সার্চ দেন। আসলে গান ডাউনলোড করা Vidmate বলে কিছু নেই।Vidmate সফটওয়্যার একই, এটার মাধ্যমে সব ধরনের কাজই করতে পারবেন। ভিডিও ডাউনলোড দেওয়া থেকে শুরু করে মিউজিক ডাউনলোড, ইমেজ ডাউনলোড, এরকম অসংখ্য কাজ করতে পারবেন ।

ভিটমেট এর মাধ্যমে। vidmate এর মাধ্যমে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন, Instagram এর রিলস দেখতে পারবেন, ফেসবুক, টুইটার, এছাড়াও যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব একসাথে পেয়ে যাবেন vidmate এর ভেতরে।

অরিজিনাল ভিটমেট

অরজিনাল ভিটমেট পেতে হলে অবশ্যই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আসল ভিটমেট apk download দিতে হবে। তা না হলে অরজিনাল ভিটমেট কোথাও পাবেন না। অরিজিনাল ভিটমেটে কাজ খুব দ্রুত হবে কোন ইস্যু আসবে না। এখন অনলাইনে অনেকগুলো ফেক vidmate সফটওয়্যার আবির্ভাব হয়েছে এই সফটওয়্যার ।

গুলো বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন এর মাধ্যমে মানুষকে প্রতারিত করছে। এগুলো থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে।

আসল ভিটমেট চেনার উপায়

প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপ টি সরিয়ে ফেলার পর থেকেই প্লে স্টোরে ভিটমেট এর মতই অনেক ডেমো সফটওয়্যার দেখা যায়। ভিডমেট এর মত লোগো হলেও আসলে এগুলো অরিজিনাল vidmate সফটওয়্যার না। আবার বিভিন্ন ওয়েবসাইটেও অনেক রকমের ভিডমেট এর নকল সফটওয়্যার দেখতে পাওয়া যায়।লোগো এবং কালার এক রকম হওয়ার ।

কারণে আপনারা অনেকেই আসল vidmate সফটওয়্যার চিনতে পারেন না। vidmate চেনার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি কোন ওয়েবসাইট থেকে vidmate সফটওয়্যার টি ডাউনলোড করছেন। যেহেতু অনেক ওয়েবসাইটে ই vidmate এর নকল সফটওয়্যার দেখতে পাওয়া যায়।তাই
আপনাকে আসল vidmate সফটওয়্যার চেনার ।

আগে আপনাকে অরিজিনাল vidmate এর ওয়েবসাইটটি চিনতে হবে। কেননা vidmate এর সফটওয়্যারটি vidmate এর ওয়েবসাইট চারা ছাড়া আর অন্য কোথাও অর্থাৎ প্লে স্টোর বা অন্য কোন ওয়েবসাইটে পাবেন না।আর সে কারণে vidmate সফটওয়্যারটি চেনার কোন প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ভিডমেটের অরিজিনাল ওয়েবসাইট চেনার ।

এবং এ ওয়েবসাইট থেকেই ভিটমেট সফটওয়্যারটি ডাউনলোড করার মাধ্যমে আপনি আসল vidmate সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন

সময়ের সাথে সাথে টেকনোলজি অনেক উন্নত হচ্ছে। আর সে কারণে আমরা যে সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করছি। সেই স্মার্টফোন গুলোর ভার্সন প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। আর এই ভার্সন জড়িত সমস্যা ছাড়াও যে সকল কারণে আপনার মোবাইলের vidmate ইনস্টল হয় না। সেই কারণ গুলো নিচে উল্লেখ করা হলো। যেমন,
  • ডাটা কানেকশন চেক করুন প্রথমত যখন আপনি লক্ষ্য করতে পারবেন যে, আপনার মোবাইলে ভিডমেট ডাউনলোড হচ্ছেনা। তখন আপনি আপনার নেট কানেকশন চেক করে নিবেন। কেননা, আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন অন না থাকে। তাহলে আপনি কোনো কিছুই ডাউনলোড করতে পারবেন না।
  •  স্টোরেজ স্পেস চেক করুন অনেক সময় দেখা যায় যে, আমাদের হাতে থাকা মোবাইল এর যে স্টোরেজ স্পেস থাকে। সেটি একবারে ফুল হয়ে যায়। তো এমন হলে আপনি সেই মোবাইলে কোন অ্যাপস ডাউনলোড করতে পারবেন না। তাই ভিটমেট ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ফোন এর স্টোরেজ স্পেস ফাঁকা রাখুন।
  • আসল ভিটমেট ডাউনলোড করুন আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ভিটমেট ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যায়। কিন্তুু গুগল প্লে স্টোরে যেসব ভিটমেট পাওয়া যায়। তার সবগুলোই নকল ভিটমেট। তাই আপনি যদি আসল ভিটমেট ডাউনলোড করতে চান। তাহলে আপনাকে ভিটমেট এর আসল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
  • মোবাইল এর সেটিংস ঠিক করুন বর্তমান সময়ে বিভিন্ন ব্রান্ডের মোবাইল পাওয়া যায়। তো কিছু কিছু মোবাইলের সেটিংস এর মধ্যে অনেক কিছুর পারমিশন দেওয়া থাকেনা। যার কারণে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অ্যাপস ডাউনলোড করতে সমস্যা হয়। তাই আপনাকে অবশ্যই এই পারমিশন গুলো অ্যালাউ করে দিতে হবে।তো আপনার মোবাইলে ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন, তার যেসব কারণ আছে। সেই কারণ গুলো উপরে উল্লেখ করা হলো। তবে আপনি যদি আমার দেখানো পদ্ধতি ফলো করেন। তাহলে আশা করা যায়, আপনার ভিটমেট ডাউলোড করতে কোনো ধরনের সমস্যা হবেনা।

অরিজিনাল ভিটমেট এর সুবিধা

  1. হাই কোয়ালিটি ভিডিও ডাউনলোড করা যায়।
  2. অডিও ডাউনলোড করা যায়।
  3. সফটওয়্যার ডাউনলোড করা যায়।
  4. ভিডিও টু অডিও কনভার্ট করা যায়।
  5. সহজেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল ট্রান্সফার করা যায়।

উপসংহার

আশা করছি পুরাতন ভিটমেট ডাউনলোড করব কিভাবে ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url