ভিপিএন ব্যবহারের নিয়ম-কোন ভিপিএন সবচেয়ে ভালো

প্রিয় পাঠক বর্তমানে আনুমানিক ৫০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ভিপিএনের বাজার পরিসংখ্যানও চমকে দেওয়ার মতো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অন্তত ১২০ কোটি ব্যবহারকারী ভিপিএন-এর মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার করছেন।অনেক দেশ সম্পূর্ণভাবেই ভিপিএন ব্যবহার নিষিদ্ধ করেছে, অনেকে আবার ব্যবহার সীমিত করেছে।
ভিপিএন ব্যবহারের নিয়ম-কোন ভিপিএন সবচেয়ে ভালো

ভূমিকা

মূলত নিরাপত্তার স্বার্থেই ভিপিএন ব্যবহার করা হলেও স্ট্রিমিং, গোপনীয়তা, গেমিং, ভ্রমণ, এবং নিষিদ্ধ সাইট ও কন্টেন্টে অ্যাক্সেস পেতেও ভিপিএন ব্যবহার করা হয়। শুরুতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার করা হলেও বর্তমানে ব্যক্তি পর্যায়েই বেশি ব্যবহার করা হয় ভিপিএন ব্যবহারের নিয়ম সকল তথ্য নিচে আলোচনা করা হয়েছে।

ভিপিএন কী?

ভিপিএন এর পূর্ণ রূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল মানে কাল্পনিক, ভিপিএন ইন্টারনেটের একটি ভার্চুয়াল 'টানেল' যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান-প্রদান করতে পারে। অর্থাৎ ভিপিএন হচ্ছে এমন এক কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা হয়।ব্যবসা-বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে।

নিরাপদে সংযুক্ত করার জন্য ভিপিএনের বিকল্প নেই। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 'করপোরেট আমেরিকা দীর্ঘকাল ধরে তাদের গোপনীয়তা রক্ষায় ভিপিএন ব্যবহার করে এসেছে। তখন ব্যক্তি পর্যায়ে ব্যবহারের জন্যে ভিপিএন প্রযুক্তি এত সহজ ছিল না'। বর্তমানে ইন্টারনেটের বৈপ্লবিক উত্থানে ভিপিএনের প্রয়োজন এবং ব্যবহার বেড়েছে।

ভিপিএন কিভাবে ব্যবহার করবেন?

ভিপিএন ব্যবহার করতে গেলে প্রথমেই আপনাকে ভিপিন সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করতে হবে কিংবা আপনি এটি ব্রাউজার এক্সটেনশন করতে পারেন ব্যবহার করার পরে ভিপিএন টি আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে একটি সিকিউরড কানেকশন তৈরি করে আপনি আপনার পছন্দমত আইপি এড্রেস এবং সার্ভার লোকেশন ।

ব্যবহার করে আপনি ভিপিএন এর ব্যবহার শুরু করতে পারেন।ভিপিএন ব্যাবহারের বিষয়টি নিচে আরো সহজে বলা হলো 
সঠিক ভিপিএন নির্বাচন:
  • ভিপিএন ব্যাবহারের সময় সঠিক :ভিপিএন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবসময় একটি বিশস্ত ভিপিএন নির্বাচন: করুন যেমন NordVPN, ExpressVPN, Surfshark, ইত্যাদি। কারণ বাজারে বর্তমানে অনেক ফ্রি ভিপিএন আছে তবে সেগুলিও সবসময় সুরক্ষা আর ব্যাবহারের দিক থেকে নিরাপদ নয়।
  • এবার ভিপিএন অ্যাপ বা সফটওয়্যারটি ডাউনলোড ও ইন্সটল করুন। ইন্সটলেশনের সময়ে প্রয়োজনীয় সেটিংস ও কনফিগারেশন শেষ করুন।
  • সংযোগ স্থাপন:ভিপিএন চালু করে আপনার পছন্দের সার্ভার লোকেশন নির্বাচন করুন। সংযোগ সফল হলে আপনার আইপি ঠিকানা এবং অবস্থান পরিবর্তিত হবে, যা আপনাকে গোপনীয়তা নিশ্চিত করতে সাহায্য করবে।

সেরা ফাস্ট ফ্রি ভিপিএন

এবারে কিছু সেরা ভিপিএন এ কথা আলোচনা করব। নিচে যে ভিপিএন সার্ভিস এর কথা বলবো সেগুলো প্রত্যেকে বিশ্বমানের এবং সম্পূর্ণ ফ্রি নিখরচায় সহজেই বিশ্বমানের ভিপিএন ব্যবহার করতে পারবেন।
  • Proton VPN Free প্রোটন ফ্রি ভিপিএনফ্রী তালিকাতে প্রথম পৃথিবী নাম হলো প্রোটন ফ্রি ভিপিএন। প্রোটন ফ্রি ভিপিএন এটির মূল বিষয় গুলি হল আনলিমিটেড ডাটা ব্যান্ডউইথ, সুন্দর ডেস্কটপ অ্যাপ এবং পি ২ পি ব্যবস্থা। স্পিডে দিক থেকে দেখতে গেলে এটি সবচেয়ে ফাস্ট ভিপিএন গুলির মধ্যে অন্যতম এবং এটি আপনাকে প্রায় ৩৮০মেগাবাইট পার সেকেন্ড টেস্ট নেটওয়ার্ক স্পিড দিয়ে থাকেবিনামূল্যে প্রোটন ফ্রি ভিপিএন ভার্সনটিতে আপনি তিনটি লোকেশন এর সার্ভার যেটি হল মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং জাপান ফ্রী ব্যাবহার করতে পারেন। তবে আপনি এক সময় মাত্র একটি ডিভাইস ব্যাবহার করতে পারবেন।
  • Privado VPNএরপরে তালিকায় এল Privado VPN ভিপিএন। এটি মূলত নটি দেশের উপলব্ধ। বারোটি সার্ভার লোকেশন সাপোর্ট করে মাসিক ১০ জিবি ডেটার সুবিধা দেয়। যারা ফ্রি স্ট্রিমিং ভিপিএন খুঁজছেন তাদের জন্য ফ্রিতে নেটফ্লিক্স, ডিজনি প্লাস বিবিসি আই প্লেয়ার এই ভিপিএন এ ব্যাবহার করতে পারবেন।
  • Windscribe ভিপিএনএরপরের ভিপিএন টির নাম হল Windscribe ভিপিএন। এটি সার্ভার লোকেশন ১৪ টি দেশে আছে।এটি আপনি অগণিত ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এবং এটি ডাটা লিমিট ১০জিবি প্রতিমাসে। স্পিড এর দিক থেকে দেখতে গেলে এটি বেশ ভালো স্পিড দেয়। স্ট্রিমিং স্পিড এক্ষেত্রে ২৪৪ মেগাবাইট পার সেকেন্ড। সাপোর্ট সিস্টেম হিসেবে এদের ইমেইল বেশ কার্যকরী।
  • Atlas VPNএর পর আমাদের তালিকার শেষ নাম হলো এটলাস ভিপিএন। এটলাস ভিপিএন যারা ম্যাক ব্যবহার করেন তাদের জন্যই বিশেষ কার্যকরী। ডাটা লিমিট প্রতিমাসে ১০ জিবি আর ম্যাক এর জন্য ২ জিবি প্রতিদিন। সার্ভার লোকেশন আছে ৩ জায়গাতে।

জনপ্রিয় ৫টি ভিপিএন’র নাম

  1. Tunnel Bear VPNসবচেয়ে ভালো ভিপিএনের মধ্যে এটি একটি। টানেলবিইয়ারের ডিজাইন বেশ হালকা ও সিম্পল। ব্যবহারও সহজ। নিরাপত্তাও ভালো দেয়। এটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে সেক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে।
  2. hotspot shield VPNবিনামূল্যে ব্যবহারের জন্য সেরা ভিপিএনগুলোর মধ্যে এটি একটি। নিরাপত্তার দিক দিয়ে অনেক স্ট্রং ও খুব সহজে এটি ব্যবহার করা যায়। বর্তমানে এই ভিপিএন সার্ভিসের ৫০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
  3. ZenMate VPNসেরা ভিপিএনের মধ্যে অন্যতম একটি হলো যেনমেট। এটি মূলত লাইট ওয়েট ব্রাউজার। এর কোনো সাইন আপ নেই এবং শুধুমাত্র ইমেইল ব্যবহার করে সুরক্ষিত এবং ব্যক্তিগত ব্রাউজিং এর সেবা পাবেন।
  4. Avira Phantom VPNসবচেয়ে ভালো ভিপিএনের মধ্যে এটি একটি। বিনামূল্যে দেওয়া এই ভিপিএন আপনাকে প্রতি মাসে ৫০০ মেগাবাইট ব্রাউজিং ডেটা দেয়। যেটা পিসি ও স্মার্টফোন দুটোতেই ব্যবহার যোগ্য।
  5. Radmin VPNসবচেয়ে ভালো সেরা ৫ ভিপিএনের তালিকা করলে রাডমিন ভিপিএনকে সে তালিকায় রাখতেই হবে। এটি আইটি পেশাদারদের জন্য উপযুক্ত একটি ভিপিএন। এর উচ্চগতি ১০০ এম্বিপি/সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এটি আনলিমিটেড সার্ভিস দিয়ে থাকে। যার কারণে ব্যবসায়ীদের ব্যবহারে খুবই সুবিধাজনক। রেডমিন ভিপিএন ১০০% ফ্রি সেবা দেয়। এর প্রিমিয়াম সাবক্রিপশন নেই আর এর কোন বৈশিষ্ট্য পে অল এর জন্য লক করাও নেই।

ভিপিএনের সুবিধা

চলতি বছর জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি। বিশ্বে এই সংখ্যাটা ৫০০ কোটির বেশি। অর্থাৎ, ইন্টারনেট নির্ভরশীলতার ফলে দৈনন্দিন সব কাজের সঙ্গে ইন্টারনেট জড়িয়ে গেছে। আর ইন্টারনেটের সঙ্গে জড়িত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)। যাদের কাছে ব্যবহারকারীর ব্রাউজিং বা সার্ফিং ।

তথ্যের সবকিছুতেই অ্যাক্সেস থাকে। গ্রাহক হবার ফলে এসব প্রতিষ্ঠান ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবেও চিহ্নিত করতে পারে। ভিপিএন ব্যবহারের ফলে নিজের পরিচয় ও ব্রাউজিং তথ্য গোপন রাখা যায়।ফোর্বসের মতে, অনেক আইএসপি, অধিকাংশ অ্যাপস এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেসরকারি ।

সংস্থা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারের কাছে বিক্রি করে না বলে দাবি করলেও বাস্তবতা ভিন্ন। মুনাফার জন্যে তারা তথ্য বিক্রি করে। সরকারের কাছে আইএসপি প্রোভাইডার তথ্য প্রদানে করতে তারা অনেক সময় বাধ্য। তাই সরকারি-বেসরকারি পর্যায়ে নিজেদের ডাটা সুরক্ষায় ভিপিএন ব্যবহৃত হয়।ইন্টারনেট সংযোগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে পাবলিক ওয়াইফাই ব্যবহার।

বিভিন্ন কফি-শপ, শপিং-মল, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, যানবাহনসহ বিভিন্ন স্থানে পাবলিক ওয়াইফাই সুবিধা থাকে। বিনামূল্যে এবং অনেক ক্ষেত্রে বিকল্প না থাকায় ব্যবহারকারীরা পাবলিক ওয়াইফাই ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত হয়। যেখানে ব্যবহারকারীর পাসওয়ার্ড, লগ-ইন ক্রেডেনশিয়ালস, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ, ক্রেডিট কার্ডের তথ্য এবং ।

ব্যক্তিগত সংবেদনশীল তথ্যে হ্যাকারদের কাছে খুব সহজ অ্যাক্সেস প্রদান করে। ভিপিএনের মাধ্যমে এসব থেকে সুরক্ষিত থাকা সম্ভব।চীন, রাশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে অবাধ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধি-নিষেধ আছে। এসব দেশের কড়া অনলাইন সেন্সরশিপের ফলে ভিপিএন ব্যবহারের হারও সবচেয়ে বেশি। পর্নোগ্রাফিসহ অনেক ওয়েবসাইট, অ্যাপ, কিংবা ।

কন্টেন্টে সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে এসব দেশের নাগরিকরা ভিপিএনের মাধ্যমে নিজেদের আইপি অ্যাড্রেস পরিবর্তন ও তথ্য এনক্রিপ্ট করে এসব নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বাইপাস করে।

ভিপিএনের অসুবিধা

মানুষের স্বাধীনচেতা প্রবণতা অবাধ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও প্রভাবক হিসেবে কাজ করে। ইন্টারনেটের দুনিয়ার সব নিষেধাজ্ঞাও ভেঙে ফেলে অগাধ স্বাধীনতা নিশ্চিত করতে চায়। ইন্টারনেটের ক্ষেত্রে ভিপিএন এই সুবিধাটা নিশ্চিত করে। তবে, অবাধ স্বাধীনতার সঙ্গে যে অপরাধের ঝুঁকিও জড়িত। অপরাধীরা এই স্বাধীনতার সুযোগ নিয়ে নানাবিধ অপরাধে জড়িয়ে পরেছে।

বিশ্বব্যাপী ভিপিএন ব্যবহার করে এমন বহু অপরাধের ঘটনা ঘটে চলেছে। যেখানে অপরাধীদের শনাক্ত করা খুবই কঠিন। ভিপিএনের মাধ্যমে যে সুবিধা ব্যবহারকারী নিচ্ছে, একই সুবিধা গ্রহণ করে অপরাধীরাও তাদের কাজ করে যাচ্ছে। ভিপিএনের মূল উদ্দেশ্য যেহেতু তথ্য গোপন করা তাই সরকারি সংস্থাগুলো চাইলেও অনেক ক্ষেত্রে এসব তথ্য উদ্ঘাটন করতে পারে না।

উপসংহার

আশা করছি ভিপিএন ব্যবহারের নিয়ম-কোন ভিপিএন সবচেয়ে ভালো ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url