প্রপোজ লেটার - প্রপোজ করার রোমান্টিক চিঠি ও কবিতা

প্রিয় পাঠক বর্তমানে আধুনিক সময়ে প্রেম ভালোবাসা এবং প্রিয় মানুষের সাথে যোগাযোগ মাধ্যমও আধুনিক হয়ে গেছে। তাই এখন আর আগের মত প্রেমের চিঠি বা লাভ লেটার আদান প্রদান করা হয় না। তবে অনেকেই শখ করে নিজের প্রিয় মানুষটিকে ভালোবাসার চিঠি লিখে থাকেন। প্রিয় মানুষকে ভালোবাসার চিঠি লেখার বিষয় নিয়ে নিচে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন আশা করি উপকৃত হবেন।
প্রপোজ লেটার - প্রপোজ করার রোমান্টিক চিঠি ও কবিতা
মনের মানুষের রাঘ ভাঙাতে কবিতার কোন বিকল্প নেই। তাই আমাদের এই প্রেমের চিঠি ও কবিতা আর্টিকেলটিআমরা ভালোবাসার চিঠি ও ভালোবাসার কবিতা দিয়ে সাজিয়েছি।

ভূমিকা

মনের মানুষেরর সাথে মনের কথা সেয়ার করার কতো পদ্বতি ই তো রেয়েছে। তার মধ্যে সবচেয়ে পুরোন পদ্বতি হলো চিঠি। প্রাচিন কাল থেকেই মানুষ এই পদ্বতি ব্যবহার করছে। কিন্তু প্রযুক্তির এই যুগে এখন আর মানুষ এই পদ্বতি ব্যবহার করেন না। কিন্তু কিছু মিষ্টি প্রেমে এখনও এই দুষ্টু চিঠি ব্যবহৃত হচ্ছেই। কারন প্রেমকে আরো মধুর করতে হলে চিঠির কোন বিকল্প নেই। কারন একমাত্র চিঠি মাধ্যমেই আপনি আপনার মনের যত কথা প্রেমিকার সাথে সেয়ার করতে পারেন

প্রপোজ লেটার

প্রিয়তমা,

কেনো জানি খুব কান্না পাচ্ছে। শুন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য, জানি না। শুধু অনুভব করতে পারছি বুকের ভিতর কোথায় জেনো একদল লোকিয়ে থাকা অভিমান পচন্ড কান্না হয়ে দুচোখ ফেটে বেরুতে চাচ্ছে। তুমি কাছে নেই বলে শুন্যতা তার নিষ্টুরতার খেলা ইচ্ছেমতো দেখাচ্ছে। আমিতো তোমার হ্রদয়ে মুখ লোকালেই বাচি এখন। কিন্তু তুমি যে কতো দুরে!!! বলোতো??

আজ শেষ বিকেলের পাহাড় ছুয়ে ছুটে আসা দমকা হাওয়ার জড়িয়ে দেওয়া মেঘের মতো ছোট্ট একটি ঘটনা আমার সকল দ্বিধাকে উড়িয়ে নিয়ে গেলো। বুঝলাম, মহাকাল যে হাস্যকর ক্ষুদ্র সময়কে “জীবন” বলে আমাকে দান করেছে। সেই জীবনে তুমিই আমার একমাত্র মানুষটি, যার ৫ টি আঙ্গুলের শরনার্থী আমার ৫টি আঙ্গুল। যার বুকের পাঁজরে লেগে থাকা গামের গন্ধ আমার গ্রানশক্তির একমাত্র গন্তব্য। যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাবো। আর আমি হারিয়ে যাবো ভালোবাসতে বাসতে।।।।

ইতি
তোমার মন পাওয়ার জন্য সেই মানুষটি।

ভালোবাসার রোমান্টিক চিঠি

প্রিয়তমা,

শুরুতেই জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা। ভালোবাসা কাকে বলে হয়ত আমি বুঝি না। তবুও তোমায় আমি ভালোবেসে ফেলেছি। কেন তোমাকে এত ভালোবাসি সেটা বুঝতে পারি না। হয়তো কষ্টের ঝর্ণাটাকে পুর্ণ করতে তোমাকে আমি ভালোবেসেছি ।

তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগে। হয়তো তখনিই তোমার প্রেমে পড়ে গেছিলাম। এখন তোমার কথা না ভেবে থাকতে পারি না। এই চোখে সাগর দেখেছি নীল রাঙা ঢেউ , জানি শুধু জানবে না কেউ । তোমার মিষ্টি হাসি আমার অনেক ভাল লাগে। তোমার জানালার পাশে লুকোচুরি আমার অনেক ভাল লাগে ।

আমি ভুলে যাই নিজেকে তবুও ভুলতে পারি না তোমাকে । আমার অস্তিত্বে কেন যে মিশে ‍ গেছ তুমি। প্রশ্ন করে ও পাই না কোন উত্তর আমার অন্তর আ্ত্তার কাছে। ঠিক যেমনটা তুমিও কখনো জানতে পারবে তোমার অন্তর আত্তার কাছে এর উত্তর ।

তবুও ক্ষমা করে দিও এই অদৃশ্যকে যদি কোন অপরাধ করে থাকি । আর পারবো না কোনদিন তোমাকে ভুলতে ‘তোমাকে ভালবাসি ’ এই কথাটি বলতে তোমাকে ।

ইতি,
তোমার পাগল।

মজার প্রেমের চিঠি

প্রিয়া,

শুরুতেই আমার পক্ষ থেকে এক রাশ রজনী গন্ধা ফুলের শুভেচ্ছা নিও। আশা করি ভালোই আছ,আর আমি চাই তুমি সব সময় ভালো থাকো। যাক সে কথা যে কারনে আজ তোমার কাছে আমার এই চিঠি লেখা। শুনেছি আগামী ১৫ তারিখ তোমার শুভবিবাহ সম্পর্ন হতে যাচ্ছে। তুমিও নাকি এই বিয়েতে রাজি হয়ে গেছ। ভালো খুব ভালো।শুনে আমি খুব খুশি হয়েছি। 

কারন আমি ভাবতেও পারিনি এত সহজে তুমি আমাকে ভুলে গিয়ে নতুন করে আরেকটি প্রেম করার সুযোগ দিবে। তুমিই ভাবো, এ যাবত কত টাকা নিয়েছি তোমার কাছে তার কোন হিসাব নেই। কিন্তু গত দুই মাস থেকে তুমি আমাকে কোন টাকা না দেওয়ায় আমি ভাবছিলাম তোমার সাথে রিলেসনটা নষ্ট করবো। কিন্তু এখন তো দেখছি তুমিই আমাকে ভুলে যাবে । মনে হচ্ছে মেঘ না চাইতেই বৃষ্টি । যাক সে কথা যেটা বলতে চাচ্ছি, বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর পাকেট থেকে টাকা চুরি করে আমাকে দিও কেমন।
ইতি, 
তোমার তোমার পাগল 

দুঃখজনক প্রেমের চিঠি

প্রিয়……

কেমন আছো।।ভালো থাকো সব সময় এই কামনা করি।চিঠি লেখতেছি আজ একটা বিশেষ দিন তোমার জন্মদিন।।শুভেচ্ছা নিও আমার। আজ হৃদয়ের ভিতর থেকে দীর্ঘ শ্বাস আমাকে দাক্কা দিচ্ছে কেনো জানো এমন দিনে তোমার পাশে আমি থাকতে পারিনি বলে।।নিশিথের জ্যোৎস্না আমাকে অনেক কাছে ডেকেছে আমি যাই নি আমি যে মনে মনে ভেবে রেখেছি তোমার হাত দরেই ঐ জ্যোৎস্না দুই জনের 

খায়ে মাখবো।তুমি নেই আমি কি করে ঐ জ্যোৎস্নার নিমন্ত্রণ গ্রহণ করি বল।।তুমি যে দিন আমার কাছে আসবে আমি সেদিনি নিমন্ত্রণ ছাড়াই জ্যোৎস্নার বাড়ি যাবো।।ঐ মেঘ বালিকা আমায় কত বার কত রকুম করে তার বারি তে ভিজতে বলেছে।।আমি যে তোমাকে নিয়ে ঐ মেঘ বালিকার আনন্দ অশ্রুতে 
ভিজবো।এখন শুধু একাকীত্ব কে আপন করে ওদের দেখি বাতায়ন খুলে।সারা দিবা নিশি কাটিয়ে দি 

তোমার কথা ভেবে।তুমি আসবে তুমি আসবে কবে?আমার কাননের ফুল গুলো বৃষ্টির জলে স্নান করে রবির রৌদ্র অঙ্গে মেখে অভিমানে মাটিতে পড়ছে ঝরে।আমি ওদের আমার হাতে নেয়নি বলে। অভিমান করারি কথা সেই ছোট থেকে অনেক আদরে আমি তাদের বড় করেছি।।তুবো তারা কেনো আমার মনের কথা বুঝে না।একমাত্র তুমি আমার হৃদয়ের কথা বুঝ।আমার না পাওয়াকে খুঁজো তুমি 

ছাড়াযে আমার হাতে ফুল শোভা পায় না। ওরা ঝরে পড়ুক মাটিতে আমি ওদের সেদিনি আমার হাতে নিব যে দিন তুমি আমার পাশে রোইবে।তুমি আসবে কবে? আমি জানি তুমিও আমাকে ভাব কিন্তু দেখ দুই জনের মধ্যে খানে সামর্থ্য নামের দেয়াল দাড়িয়ে আছে।।আমি আশা করি তুমি এই দেয়ালটা ভাঙবে।সে দিন টা আর বেশি দূরে নয়।।

চিঠিটা লেখতে লেখতে আমার নয়নে লোনা জলের আগমন লোনা জল হয়তো জানে আজ আমার প্রিয়োর জন্মদিন।।।জান ভালো থেকো অনেক কথা বলার ছিল বললাম না।।। পরে বলব।।।জান তোমার জন্মদিনের না থাকতে পারার বিষাদ মাখা কণ্ঠ স্বর দিয়ে আবার বলি শুভ জন্মদিন জান।
ইতি—–
তোমার প্রাণ প্রিয়া

একতরফা ভালবাসার চিঠি

''আমার  প্রিয়তমা'' প্রিয়া কেমন আছো তুমি, আশা করি ভালো আছো। অনেকদিন ধরে আমার মনের কথাগুলো তোমাকে বলব বলব করে বলাই হয় না। তাই আজ আমি আমার মনের কথাগুলো বলতে চাই, এই চিঠিতে। ভালোবাসা কাকে বলে হয়ত আমি বুঝি না। তবুও তোমায় আমি ভালোবেসে ফেলেছি।কেন তোমাকে এত ভালোবাসি সেটা বুঝতে পারি না। প্রিয়তমা ভালোবাসা যদি পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়, তাহলে আমি এটাকে জয় করবো কারণ আমি তোমায় ভালোবাসি, তাই সারাক্ষণ আমি তোমাকে অনুভব করি। অন্য কারো জন্য

আমার এমন অনুভব কখনোই হয় না। প্রিয়তমা তুমি জানো না তোমার ওই প্রেমে পাগল হয়েছে আমার এই মন। প্রিয়তমা শুধু এক বার আমাকে সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দিবো না। অনেক আশা নিয়ে, মনের কথা গুলো লিখেছি তোমার কাছে। তুমি আমাকে নিরাশ করিও না।আমি তোমার হ্যাঁ বোধক উত্তরের অপেক্ষায় রইলাম... ইতি তোমার,,," 

প্রপোজ করার রোমান্টিক কবিতা

ভালোবাসার মানুষকে প্রপোজ করার জন্য ছোট কবিতা ব্যবহার করতে পারেন। অনেক মেয়ে আছে যারা কবিতা পছন্দ করে তাদের প্রতি ভালোবাসা নিবেদন করার জন্য আপনি ভালোবাসার কথা জানানোর জন্য একটি কবিতা উপস্থাপন করতে পারেন যেটি আপনার প্রিয়তমার মন কেড়ে নেবে। আপনার প্রতি তার ভালোবাসার ।

একটি গুণ ফুটে উঠবে যা আপনার প্রতি আকৃষ্ট করবে। তাহলে দেখে নিন কিছু সেরা প্রপোজ করার রোমান্টিক কবিতা।
  • তোমার চোখে আমি স্বপ্ন বুনি
  • মনের মত করে,
  • তোমার সাথে থাকতে চাই
  • সারা জীবন ভরে।
  • তোমার সুন্দর হাসি,
  • তোমার মিষ্টি কথা,
  • আমাকে ভুলিয়ে দেয়,
  • সমস্ত কষ্টের ব্যথা।
  1. এ মনের গহীনে শুধু তোমারই বাস
  2. তুমি যদি চাও তোমার জন্য আকাশ হয়ে যাব।
  3. তোমার ভালোবাসার জন্য সবটুকু বাজি রাখতেও রাজি।
  4. হিমালয় চূড়া থেকে নয়,
  5. সমুদ্রের গভীরতা থেকে নয়,
  6. কোন বাগানের ফুল থেকে নয়,
  7. আমার মনের একান্ত গভীর থেকে বলছি,
  8. আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি।

অসমাপ্ত প্রেমের চিঠি

আমার প্রিয়া প্রিয়তমা, অনেকদিন ধরেই মন চাইছে তোমাকে কিছু বলতে কিন্তু এই পাগল মনটা থেমে গিয়েছিল কিন্তু এখন অনেক হয়েছে, এখন আর থেমে থাকতে পারছে না। আমার মনে হয়, আমার মনের কথা বলার এখন সময় হয়েছে। আমি তোমাকে আমার মনের কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করছি, কিন্তু তোমার সামনে গিয়ে বলতে পারিনা, কারণ যখনি ।

তোমায় কিছু বলতে চাই কেন জানি বুকের ভিতর ধুকবুক ধুকবুক করে। আমি জানি ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে আমি হয়তো আমার মনের কথা বোলতে পারব না। তাই এই চিঠি লিখেছি। আমার ভালোবাসার বর্ণনা করার জন্য শব্দগুলি কম হতে পারে। তবুয় আমি বোলতে চাই, তুমি সূর্যের প্রথম রশ্মি, আমিই আকাশ, আমি সেই রশ্মি থেকে আলোকিত হই.। 

তুমি হাসলে আমার মন হাসে। প্রিয়তমা আর যদি কখনো তোমার মন খারাপ হয় কখনো এটা ভেবনা না যে আমি মুখ ফিরিয়ে নেব। বরং তোমার ছায়া হয়ে অন্ধকারে তোমার পাশে থাকব। আর যদি কখনো হাঁটতে হাঁটতে ক্লান্ত হও, কোলে তুলে নেব। আমাদের ভালবাসা জন্য.. পৃথিবীর সাথে লড়তে হলেও
আমি লড়ব..। কারন আমি তোমাকে অনেক ভালবাসি। 

আমি আমার বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই..। তোমার সাথে হাটতে চাই, যেতে চাই বহুদূর মনের কথা গুলো বলতে চাই.. প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই..।আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝানো খুব কঠিন। অনেক আশা নিয়ে আজ এই লাভ লেটারে আমার মনের কথা লিখে দিলাম। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব।

প্রপোজ করার রোমান্টিক ছন্দ

তোমার চোখে স্বপ্ন বুনি,
নিঝুম রাতের তারা।
তাইতো তোমায় ভালোবাসি,
আমার জীবনের চেয়েও বেশি।
জানো না তুমি আমার জন্য কত স্পেশাল,
তোমায় পেলে হয়ে যাব আমি আত্মহারা।
সাজাবো আমি সুখের সংসার,
তোমায় নিয়ে পাড়ি দেবো সুখ-দুঃখের বন্যা।
সবাই শুধু ভালোবাসা দেহকে
কিন্তু আমি শুধু ভালবাসি তোমাকে।
তোমাকে পেলেই আমার জীবন সার্থক
এক জীবনে না পায় বহু জীবনে তোমাকে চাই।

উপসংহার

আশা করছি প্রপোজ লেটার - প্রপোজ করার রোমান্টিক চিঠি ও কবিতা ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url