জনতা ব্যাংক লোন পদ্ধতি ২০২৪

প্রিয় পাঠক জনতা ব্যাংক বাংলাদেশের একটি প্রথম সারির ব্যাংক যেটি জনতা ব্যাংক লিমিটেড নামে পরিচিত। এই ব্যাংকটি যুগের সাথে তাল মিলিয়ে সকল স্তরের গ্রাহকদের ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে। এক্ষেত্রে জনতা ব্যাংকের লোন কার্যক্রম বিশেষ ভাবে আলোচ্য৷ বর্তমানে ব্যবসা বাণিজ্যের প্রভাব ও করোনা ভাইরাসের প্রকোপে ব্যবসায়ীক ক্ষতির কারণে অনেকেই লোন নিচ্ছেন।
জনতা ব্যাংক লোন পদ্ধতি ২০২৪

ভূমিকা

আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে বা যে কোন পরিস্থিতিতেই গ্রহণের প্রয়োজন হতে পারে। এই জন্য আমরা জনতা ব্যাংক লোন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। যাদের পার্সোনাল লোন এর প্রয়োজন হবে, তারা জনতা ব্যাংক পার্সোনাল লোন নিয়ে যেকোনো পরিস্থিতিতেই সবকিছুই সামাল দিতে পারবেন।

জনতা ব্যাংক লোন

জনতা ব্যাংকের লোন পেতে হলে সবার আগে জনতা ব্যাংকের একটি নিকটস্থ ব্রাঞ্চে যেতে হবে। এবং সে ব্রাঞ্চে যাওয়ার পরে আপনাকে আজকের আর্টিকেলের সকল নিয়ম গুলো পড়তে হবে এবং তাহলে খুব সহজেই আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তবে জনাব ব্যাংক থেকে লোন নেওয়া একদম সোজা তা কিন্তু না তাছাড়াও জনতা ব্যাংকের লোনের যেসব ।

ইন্টারেস্ট রয়েছে সেই পরিমাণ এবং সম্পূর্ণ ধরনের নিয়মকানুন আজকের আর্টিকেলটিতে জানতে পারবেন।তার জন্য তো ব্যাংক লোন দেওয়া হয় ছোট বড় সবাইকে। স্টুডেন্টদের জন্য রয়েছে জনতা ব্যাংক স্টুডেন্ট লোন এবং ব্যবসায়ীদের জন্য রয়েছে জন্য যা ব্যাংক ব্যবসায়িক লোন। এছাড়াও যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিংবা একটি অফিস দিতে চাচ্ছেন ।

তাদের জন্য ফ্রিল্যান্সিং লোন গ্রহণের ব্যবস্থা রয়েছে। এই লুনারাও তো একজন ফ্রিল্যান্সারকে লোন দেওয়া হবে একটি অফিস তৈরির জন্য এবং তারপরে যখন সে পারবে তখন একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট এর সঙ্গে তাকে লোন শোধ করে দিতে হবে।তাছাড়া রয়েছে জনতা ব্যাংকের পার্সোনাল লোন হোম লোন কৃষি লোন স্যালারি লোন শিক্ষক লোন বাড়ি বানানোর লোন।

এমনকি গাভী পালনের জন্য আপনি চাইলে জনতা ব্যাংক থেকে গাভী লোন নিতে পারেন। অর্থাৎ আপনি একটি গাভী কিনতে পারেন এবং গাভি কেনার পরে লাভ হলে তার ওপর ইন্টারেস্ট দিতে পারেন।

জনতা ব্যাংক লোন পদ্ধতি

জনতা ব্যাংকের লোন পদ্ধতি একদমই সোজা শুধুমাত্র ব্যাংকে যেতে হবে এরপরে কোন ধরনের লোন নিতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে এরপর আপনাকে ফর্ম পূরণ করতে হবে এবং সকল কার্যক্রম শেষ করলে সহজে আপনি জনতা ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আর এই পদ্ধতি অনুসরণ করে এখন পর্যন্ত জনতা ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে ।

এবং যে কেউ চাইলে সেই লোন গ্রহণ করে উপকৃত হতে পারছে। বাড়ি বানানোর জন্য জনতা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে বর্তমান সময় ৬০ লক্ষ টাকার অধিক।

জনতা ব্যাংক পার্সোনাল লোন

পার্সোনাল লোন অর্থ হলে বিভিন্ন পার্সোনাল কাজে লোন গ্রহণ করা। ঠিক একই ভাবে জনতা ব্যাংক দিয়ে থাকে তাদের জনতা ব্যাংক পার্সোনাল লোন। প্রত্যেকটি ব্যাংকের মতোই পার্সোনাল লোনের অবশ্যই ইন্টারেস্ট এর পরিমাণ সবচাইতে বেশি থাকে। জনতা ব্যাংকে পার্সোনাল লোন এর উপর ইন্টারেস্ট থাকে 8 থেকে 12%।ব্যাংকে কর্মরত চাকরিজীবীদের ।

জন্য লোনের ইন্টারেস্ট এর পরিমাণটা সামান্য কম রয়েছে। পার্সোনাল লোন নিতে চাইলে অবশ্যই আপনার একটি ভালো ব্যবস্থা কিংবা চাকরি থাকতে হবে। তাহলে খুব সহজে আপনি ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি আপনার কোন ধরনের চাকরি না থাকে কিংবা আপনার ইনকাম সোর্স না থাকে তাহলে আপনি কিন্তু জনতা ব্যাংক ।

থেকে লোন নিতে পারবেন না আর পার্সোনাল লোন এর হিসাব হয়ে থাকে তিন মাস পর পর্যন্ত ব্যাংকে। জনতা ব্যাংকের একজন বিশেষজ্ঞের কাছ থেকে জানতে পেরেছি তিন মাস পর পর যে পরিমাণ ইন্টারেস্ট হয় সে পরিমাণ ইন্টারেস্টটা আপনাকে আট থেকে ১২ পার্সেন্ট করে দিতে হয়।

জনতা ব্যাংক হোম লোন

জনতা ব্যাংক হোম লোন হচ্ছে এমন একটা লোন যারা বাড়ি বানাতে চাচ্ছেন তাদের জন্য এ লোনটি। 60 লক্ষ টাকা নিতে পারবেন সর্বনিম্ন আপনি। এবং আপনার সুন্দর একটি বাড়ি তৈরি করতে পারবেন জনতা ব্যাংকের লোনের মাধ্যমে। সবচাইতে কম ইন্টারেস্ট এর মাধ্যমে আপনাদেরকে লোন দিয়ে বাড়ি বানানোর সুযোগ করে দিচ্ছে।

জনতা ব্যাংকের হোম লোনের উপর বর্তমান ৬ থেকে ৭% করে ইন্টারেস্ট ধরা হচ্ছে। অর্থাৎ ১ লক্ষ টাকা আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে আপনাদেরকে দিতে হবে ১ লক্ষ ৭ হাজার টাকা তিন মাস পর পর। আগেও বলেছি জনতা ব্যাংক তিন মাস পর পর আপনার লোনের হিসাব করবে এবং যে টাকা হবে তার সেই পারসেন্টেন্সটি আপনার থেকে নিবে আর সিস্টেমটি ।

বর্তমানে আমার কাছে ভালো লেগেছে কেননা অন্যান্য ব্যাংকে এক মাস পর পরই লনের ইন্টারেস্ট নেওয়া হয়ে থাকে। সেই ক্ষেত্রে জনতা ব্যাংক কিন্তু আমাদেরকে একটি সহজ পদ্ধতিতে দিচ্ছে তাই বলতে পারেন জনতা ব্যাংক লোন সিস্টেমটি সত্যি অনেক অসাধারণ।

জনতা ব্যাংক স্যালারি লোন

বেতনের উপর ভিত্তি করে বর্তমানে জনতা ব্যাংক স্যালারি লোন দেওয়া হচ্ছে। আপনার বেতন যদি ২০ হাজার হয় তাহলে আপনি চাইলে এক লক্ষ টাকার অধিক লোন নিতে পারবেন। তবে আপনি যদি বাড়ি বানাতে চান সে ক্ষেত্রে কিন্তু আপনি আরো বেশি লোন নিতে পারবেন আমাদের এই বাংলাদেশের অন্যতম যে ব্যাংকটির কথা আমরা বলছি জনতা ব্যাংক হতে সাধারণত ।

আমরা ব্যাংক স্যালারি লোন নিলে আপনার অ্যাকাউন্ট একটিভ থাকতে হবে। অর্থাৎ আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন সেই কোম্পানির বেতনটি জনতা ব্যাংকে আসতে হবে। এরপরে জনতা ব্যাংকে সেটি আসলে সেই অর্থের মধ্য থেকে ইন্টারেস্ট সহকারে টাকা মাসে মাসে কেটে নেওয়া হবে।

এবং আপনি যে পরিমাণ কাটতে বলবেন সেই পরিমাণই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে দিবে আপনার লোন।

জনতা ব্যাংক কৃষি লোন

জনতা ব্যাংক কৃষি লোন হচ্ছে তাদের জন্য যারা মূলত কৃষক এবং ধান চাষ করতে চাচ্ছেন। ধান নয় সবজি নয় আপনি চাইলে যেকোনো ধরনের কৃষি ক্ষেত্রে যে কোন বিষয়কের জন্য লোন নিতে পারবেন। ধরুন আপনি একটি ঘুমের বাগান করতে চাচ্ছেন কিম্বা আমের বাগান করতে চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে জনতা ব্যাংক থেকে কৃষি লোন নিতে পারবেন।

কৃষকদের জন্য অনেক কম এবং অনেক ভালো প্রাইজের মধ্যে এই লোনটি আমাদের বাংলাদেশের অন্যতম জনতা ব্যাংক প্রদান করছে।

গরু পালন লোন

কৃষক হিসেবে নির্বাচিত যে কোন ব্যক্তি গাভী বা গরু পালন লোন নিতে পারে৷ এ ক্ষেত্রে গ্রাহককে কৃষি কাজের সাথে সরাসরি জড়িত থাকতে হবে। তাহলে কেউ গাভী পালন লোন নিতে পারবেন।
এক্ষেত্রে যা যা মানতে হবে
  • একটি গাভীর জনে ৯০,০০০ বরাদ্দ করতে হয়, সর্বোচ্চ ৪টি গাভী ক্র‍য় করা যাবে।
  • এই লোনের কোন জামানত পূরণ করতে হয় না।
  • এই লোনের কিস্তির ধরণ পাক্ষিক।
  • এই লোনের জন্যে সুদের হার ৯%।
উক্ত লোন নিতে যে সকল কাগজপত্র দেখাতে হবে
  1. এন আইডি কার্ড।
  2. যে খাতে নিয়োজিত তার প্রমাণ।
  3. ছবি।

পেনশন ভোগীদের জন্যে বিশেষ লোন

অবসর প্রাপ্ত পেনশন ভোগী ব্যক্তিদের জন্যে এই লোন চালু করেছে জনতা ব্যাংক। আপনি যদি কোন প্রতিষ্ঠান হতে অবসর প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী হয়ে থাকেন এবং পেনশন নিয়ে থাকেন তাহলে এই লোন গ্রহণ করতে পারবেন।
এই লোন নেওয়ার শর্ত সমূহ
  • আপনি যে প্রতিষ্ঠান হতে অবসর নিয়েছেন তা সরকারি বেসরকারি যাই হোক না কেন সেখানকার অবসর প্রাপ্ত হওয়ার প্রমাণ।
  • এই লোনের উপর ৯% সুদের হার পূরণ করতে হয়৷
  • সর্বোচ্চ ১০ লক্ষ টাকা এই লোন নেওয়া যাবে।
  • এই লোনের মেয়ার ৫ বছর। এবং ৬০ কিস্তিতে এটি দিতে হয়।
  • মাসিক হিসেবে পরিশোধ করতে হয়।
যা যা প্রয়োজন হবে
  1. এই লোন নিতে হলে সন্তান,স্বামী/স্ত্রী যে কোন ৩য় পক্ষকে গ্যারান্টার করতে হবে৷
  2. ব্যাংক হিসেব স্টেটমেন্ট দেখাতে হবে।
  3. এই লোন আপনি জনতা ব্যাংক এর যে কোন শাখা হতে নিতে পারবেন।
  4. নিজের এন আইডি, অবসর এর প্রমাণ।
  5. আয়ের হিসেব বিবরণী।

জনতা ব্যাংক শিক্ষক লোন

জনতা ব্যাংক শিক্ষক গ্রহণ হচ্ছে এমন একটা লোন যে লোন আসলে শিক্ষকদের জন্য ব্যাংক সঠিকভাবে প্রণয়ন করছেন। শিক্ষক লোন আমাদের জন্য সঠিকভাবে প্রদানের ক্ষেত্রে সবচাইতে ভূমিকা পালন করছে জনতা ব্যাংক লোন।কেননা জনতা ব্যাংক লোন আমাদের দিয়ে দিচ্ছে শিক্ষক লোন এবং যেই শিক্ষক গ্রহণে খুব সহজে আমরা ।

ইন্টারেস্ট দিতে পারব এবং খুব সহজে সে লোন শোধ করতে পারব মাসে মাসে বেতনের উপর ভিত্তি করে। এবং এর জন্য অবশ্যই আপনার বেতন হতে হবে এবং বেতন যদি আপনার জনতা ব্যাংকে আপনি পার করে নেন তাহলে প্রতি মাসে কিংবা প্রতি তিন মাস অন্তর অন্তর আপনার একাউন্ট থেকে সেটি অটোমেটিক কেটে নেবে।

জনতা ব্যাংক পল্লি উন্নায়ণ লোন

পল্লি উন্নায়ণের জন্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক জনতা ব্যাংক পল্লির নারী-পুরুষের আর্থিক সহযোগীতা কল্পে পল্লি উন্নায়ণে এই লোন প্রদান করে থাকে। এই লোন গ্রহণের মাধ্যমে স্বাবলম্বিতা অর্জন সম্ভব। গ্রামঅঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নতির জন্যে এই লোন পদ্ধতি চালু করা হয়েছে।

যার মাধ্যমে খামার,চাষাবাদ,ক্ষুদ্রশিল্প, কুটির শিল্পে বিনিয়োগের মাধ্যমে পল্লি সমাজের মানুষ উন্নায়ণ করছে।

এই লোন নিয়ে আরো কিছু বিশেষ তথ্য
  1. যে প্রকল্পের জন্যে নেওয়া হবে তার উপর আপনি কত লোন পাবেন তা নির্ভর করবে।
  2. এই লোন সর্বোচ্চ ৫ লাখ টাকা অব্দি নেয়া যাবে৷
  3. সুদের হার ৯ শতাংশ।
  4. এই লোনের জন্যে কিস্তি নির্ভর করবে আপনার মাসিক আয়ের উপর।
  5. গ্যারান্টার করতে হবে এমন ব্যক্তিকে যে ৫০,০০০ টাকা অব্দি দিতে সক্ষম।
এই লোন নিতে আপনার যে সকল কাগজপত্রের দরকার হবে
  • এন আইডি কার্ডের ফটো কপি।
  • প্রকল্পের প্রমাণ।
  • গ্যারান্টারের কাগজ পত্র।
  • চাষকৃত জমির জন্যে নিতে চাইলে তার দলিল।
  • জামানত হিসেবে যা দিতে চান তার দলিল।
  • এবং ব্যাংক কর্তৃক অন্য কোন ডকুমেন্টস চাইলে তা।

উপসংহার

আশা করছি জনতা ব্যাংক লোন পদ্ধতি ২০২৪ ধারনা পেয়েছেনএই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url