পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে নিন
প্রিয় পাঠক পাতলা পায়খানা হলে কি ঔষধ খেতে হবে? আপনার পাতলা পায়খানা হয়েছে তাহলে এখন কোন ট্যাবলেটটি সেবন করবেন? চিন্তা নেই না জানলে এখনই নিকটস্থ কোনো ডাক্তারের কাছে যান এবং জেনে নিন অথবা আমাদের সাজেস্টকৃত ঔষধ গুলো সেবন করতে পারেন পাতলা পায়খা দূর করার উপায় বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে।
ভূমিকা
আজকে আমরা পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জানানোর পাশাপাশি পাতলা পায়খানা কেন হয়, পাতলা পায়খানা হলে করণীয় কি এবং পাতলা পায়খানার ঔষধ অ্যান্টিবায়োটিক, বড়দের ও বাচ্চাদের পাতলা পায়খানার ওষুধের নাম, বাচ্চাদের পাতলা পায়খানার সিরাপ, পাতলা পায়খানা হওয়ার কারণ, কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করব
আরো পড়ুনঃ শরীরের ফাটা দাগ দূর করার উপায়
পাতলা পায়খানা কেন হয়
সাধারণত বাসি খাবার, রাস্তার পাশের খাবার যাতে অনেক জীবাণু থাকে, জীবাণুযুক্ত খাবার এবং অনেক বেশি পরিমাণে তেল-চর্বি যুক্ত ও অতিরিক্ত ভাঁজা-পোড়া খাবার খেলে পেট খারাপ করে। পেট খারাপ হওয়ার কারণেই আমাদের পাতলা পায়খানা হয়। এছাড়াও, ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণেও পাতলা পায়খানা হতে পারে। পাতলা পায়খানা হওয়ার কারণগুলো নিচে উল্লেখ করে দিয়েছি।
ভাইরাস সংক্রমণে পাতলা পায়খানা
- রোটাভাইরাস, নরোভাইরাস এবং অ্যাডেনোভাইরাস এর সংক্রমণে পাতলা পায়খানা হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এসব ভাইরাস পাতলা পায়খানা এবং ডায়রিয়ার মতো রোগ সৃষ্টি করে থাকে। এছাড়াও, জ্বর, কাশি এবং সর্দির কারণও হয়ে থাকে এসব ভাইরাস। ভাইরাস ছড়াতে পারে এমন কোনো অবস্থাতেই শিশুকে রাখা যাবে না।
অতিরিক্ত তেল-চর্বি এবং ভাঁজা খাবার
- মাত্রাতিরিক্ত পরিমাণে তেল-চর্বি যুক্ত খাবার এবং বেশি পরিমাণে ভাঁজা খাবার খেলে পেট খারাপ হয়ে থাকে। অধিক মশলাযুক্ত খাবার খেলেও অনেক সময় পেট খারাপ হয়ে থাকে। পেট খারাপ হওয়ার পর ডায়রিয়া এবং পাতলা পায়খানা হয়ে থাকে। পরিমাণমতো তেল এবং ভাঁজা খাবার খেতে হবে।
বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া
- এমন অনেক ঔষধ রয়েছে, যার পার্শ্বপ্রতিক্রিয়া স্বরূপ পাতলা পায়খানা হতে পারে। তাই, যেকোনো ঔষধ সেবন করার পর অবশ্যই সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিতে হবে।
দূষিত বা ময়লা পানি
- দূষিত বা ময়লা পানি পান করলে পেট খারাপ হয়ে পাতলা পায়খানা এবং ডায়রিয়া হয়ে থাকে। পরিষ্কার পানি পাওয়া না গেলে সেগুলো সিদ্ধ করে ছাকনি দিয়ে নিতে হবে। কিংবা, ফিল্টার দিয়ে পানি পরিশোধিত করে নিয়ে এরপর পান করতে হবে।
পঁচা-বাসি খাবার খেলে পাতলা পায়খানা
- পঁচা-বাসি খাবার খাওয়ার কারণেও পেট খারাপ হয়ে পাতলা পায়খানা হয়ে থাকে। খাবার খাওয়ার আগে অবশ্যই খাবার নষ্ট হয়েছে কী না যাচাই করে দেখতে হবে। প্যাকেটজাত কোনো খাবার খাওয়ার পূর্বে অবশ্যই খাবারের মেয়াদ আছে কী না যাচাই করে নিতে হবে।
মাত্রাতিরিক্ত পরিমাণে খাবার খেলে
- মাত্রাতিরিক্ত পরিমাণে যেকোনো খাবার খেলে, পেট সইছে না, তবু জোড় করে খেলে পেট খারাপ করে এবং পাতলা পায়খানা ও ডায়রিয়া হয়ে থাকে। এছাড়াও, পেটে সহ্য হবে না এমন খাবার খেলেও পাতলা পায়খানা হয়ে থাকে।
অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে
- অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে, খাবার খেলে এবং পায়খানা করলেও পাতলা পায়খানা হতে পারে। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডায়রিয়া হয়ে থাকে। এমন পরিবেশে বসবাস করা যাবে না যেখানে অতিরিক্ত পরিমাণে ময়লা আবর্জনা আছে বা মশা-মাছি উড়ে বেড়ায়। বাড়ির আশে পাশে সর্বদা পরিষ্কার রাখতে হবে।
- মূলত এসব কারণে পেট খারাপ হয়ে পাতলা পায়খানা হয় এবং ডায়রিয়া হয়ে থাকে। উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে দৈনন্দিন জীবনে বসবাস করতে পারলে পেট খারাপ হওয়া এবং পাতলা পায়খানা হওয়া রোধ করতে পারবেন। তবু যদি অনাকাঙ্খিতভাবে পাতলা পায়খানা হয়ে থাকে তবে নিচে থেকে পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে নিয়ে সেগুলো সেবন করতে পারেন।
পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম
পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে রাখলে আপনার যদি পাতলা পায়খানা হয় বা আপনার পরিবারের কারও যদি পাতলা পায়খানা হয়, তখন এই ঔষধগুলো সেবন করে সহজেই পাতলা পায়খানার পীড়া থেকে রক্ষা পেতে পারেন। সাধারণত ডাক্তাররা যেসব ঔষধ দিয়ে থাকে পাতলা পায়খানা হলে, সেসব ঔষধের নাম নিচে উল্লেখ করে দিয়েছি।
ঔষধগুলো আপনার নিকটস্থ যেকোনো ফার্মেসীতে খুঁজলেই পেয়ে যাবেন।
পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম গুলো হচ্ছে
- Metro 400 – Ziska Pharma Company
- Flagyl 400 – Sanofi Company
- Zox Tablet – Square Company
- Metryl – Opsonin Pharma Company
- Amodis – Square Company
- Aprocin 500 – Aristophsrma
- Flontin 500 – Renata Company
পেট খারাপ হওয়ার পর পাতলা পায়খানা হলে উপরোক্ত পাতলা পায়খানার ট্যাবলেটগুলো খেতে পারেন। এই ঔষধগুলো অভার দ্যা কাউন্টার হিসেবে যেকোনো ফার্মেসীতে পেয়ে যাবেন।
বাচ্চাদের পাতলা পায়খানার সিরাপ নাম
- Zox
- Ciprocin
- Filmet
- Amodis
- Nitanid
বাচ্চাদের পাতলা পায়খানার সিরাপ হিসেবে উপোরক্ত সিরাপ গুলো খাওয়াতে পারেন। বাচ্চাদের পাতলা পায়খানা হলে শুধুমাত্র ওষুধ খাওয়ালেই চলবে না পাশাপাশি ওষুধের সঙ্গে পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে।
বড়দের পাতলা পায়খানার অ্যান্টিবায়টিক ওষুধের নাম
পাতলা পায়খানা হলে খুবই ঝামেলায় পড়ে যেতে হয় আর এটা যখন খুব মারাত্মক পর্যায়ে চলে যায় তখন অনেকেই পাতলা পায়খানার অ্যান্টিবায়োটিক ওষুধের নাম জানতে চান সেবন করার উদ্দেশ্যে। আর তাই এই পর্যায়ে আমরা পাতলা পায়খানার এন্টিবায়োটিক ওষুধের নাম সাজেস্ট করব।তবে ভুলেও এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না।
কেননা প্রত্যেকটি ওষুধের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে আর ওই মাত্রা অনুযায়ী আপনাকে খেতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক পাতলা পায়খানার ঔষধ অ্যান্টিবায়োটিক হিসেবে কোনগুলো খাওয়া হয়ে থাকে সেগুলোর নাম।
যথা
- সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin)
- মেট্রোনিডাজল (Metronidazole)
- অ্যাজিথ্রোমাইসিন (Azithromycin)
কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয়
কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয় তা অনেকেই জানেন না। এমন কিছু খাবার আছে, যা খেলে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। এমন কিছু ঔষধ এর নাম নিচে উল্লেখ করে দিয়েছি। নিচে কোন খাবার খেলে পাতলা পায়খানা বন্ধ হয় তা জানতে পারবেন।
মধু
- মধু যেকোনো রোগের জন্য সবথেকে কার্যকরী ঔষধ হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুবছর যাবত। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে এক চামচ বা দুই চামচ মধু খান। অনেক দ্রুত পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। তবে, দ্রুত পাতলা পায়খানা বন্ধ করার জন্য পাতলা পায়খানার ট্যাবলেট খেতে পারেন।
খাবার স্যালাইন খাওয়া
- খাবার স্যালাইন যদিওবা ঔষধ এর পর্যায়ে পড়ে যায়, তবু আমি এটিকে এই লিস্টে রেখেছি। কারণ, খাবার স্যালাইন খেলে পাতলা পায়খানা এবং ডায়রিয়া উভয় বন্ধ হয়ে যায় অনেক দ্রুত। পাতলা পায়খানার লক্ষণ দেখা দিলে খাবার স্যালাইন খাবেন, তাহলে প্রাথমিক অবস্থাতেই পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে।
বেশি পরিমাণে পানি পান করা
- পাতলা পায়খানা হলে অনেক পরিমাণে পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তাই, পাতলা পায়খানা হলে অবশ্যই বেশি পরিমাণে পানি পান করতে হবে। পাতলা পায়খানা থেকে প্রতিকার পেতে পানি খাওয়ার কোনো বিকল্প নেই।
লেবু পানি পান করা
- লেবু চিপে পানিতে মিশিয়ে সঙ্গে অল্প একটু লবণ এবং চিনি দিয়ে পান করতে হবে। এটি পাতলা পায়খানা হওয়ার পর খেলে অনেক উপকার পাওয়া যায়। পাতলা পায়খানা বন্ধ করার জন্য লেবু পানি অনেকেই পান করে থাকেন। ডাক্তাররাও পাতলা পায়খানার ঔষধ খাওয়ার পাশাপাশি লেবু পানি খেতে বলেন। এতে করে শরীরে পানির ঘাটতি এবং ভিটামিন সি এর অভাব পূরণ হয়ে যাবে।
সরষে বিজ খাওয়া
- সরষে বিজ পাতলা পায়খানা এবং ডায়রিয়ার জন্য অনেক উপকারী ভুমিকা পালন করে থাকে। পাতলা পায়খানা হলে সরষে বিজ যেকোনো ভাবে খাবেন, পাতলা পায়খানা অনেক দ্রুত বন্ধ হয়ে যাবে। তবে, অতিরিক্ত পরিমাণে সরষে বিজ খাওয়া যাবে না।
উপসংহার
আশা করছি পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে নিন ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url