পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

প্রিয় পাঠক অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করার মাত্র ৩০ দিনের মধ্যে আপনার বাড়িতে পল্লী বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবেন।আপনারা যারা নতুন বিদুৎ সংযোগ নেওয়ার জন্য মিটার আবেদন করেছেন তারা অনলাইনে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এজন্য আপনাকে আবেদনের Tracking Number ও Pin Number দিয়ে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান

ভূমিকা

পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার জন্য ভিজিট করুন www.pebpbs.com এই ওয়েবসাইট। এরপর আবেদন মেন্যু থেকে আবেদনের সর্বশেষ অবস্থা জানুন অপশনে ক্লিক করুন। এবার আবেদনের ট্রাকিং নম্বর ও পিন নম্বর দিয়ে সাবমিট করুন অপশনে ক্লিক করলে পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন এই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়ুন তাহলে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান সম্পর্কে জানতে পারবেন ।

পল্লী বিদ্যুৎ মিটার আবেদনের সর্বশেষ অবস্থা অনুসন্ধান

  1. অনেকেই নতুন বাসা বাড়ি করার কারণে নতুন মিটারের আবেদন করেছেন। আর আবেদন করার পরে তাদের মিটার পেতে অনেক দেরি হচ্ছে। অবশ্য এর কিছু কারণও রয়েছে।
  2. তবে আবেদন করার ক্ষেত্রে আপনার পক্ষ থেকে যদি কোন ভুল থেকে না থাকে তাহলে আপনি মিটারের জন্য দুশ্চিন্তা করবেন না। মিটার অফিস থেকে সমস্ত তথ্য গুলো চেক করা হয়ে গেলে আপনার বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হবে।
  3. তবে এর জন্য আপনি আপনার মিটার আবেদন অনুসন্ধান করতে পারেন অর্থাৎ এটি আপনি চেক করতে পারেন যে আপনার মিটারের আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বা এটি এখন কোন পর্যায়ে আছে, কবে আপনি মিটার সংযোগ পাবেন ইত্যাদি তথ্যগুলো।
  4. চলুন আজকের এই উপস্থাপনা থেকে আমরা জানবো নতুন মিটার আবেদনের অনুসন্ধান কিভাবে করতে হবে।

নতুন মিটার আবেদন অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় বিষয়

  • আপনি যদি নতুন মিটার আবেদনের অনুসন্ধান করতে চান তাহলে এক্ষেত্রে আপনার দুইটি জিনিস প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে- আপনার মিটার ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার। কিন্তু এটা আপনি কোথায় পাবেন?মিটার ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার আপনি সেখানেই পাবেন যেখান থেকে আপনি আপনার মিটারের আবেদন করেছেন। আপনি যখন আবেদন করেছেন তখন আবেদন শেষে আপনাকে একটি ট্রাকিং নাম্বার এবং একটি পিন নাম্বার প্রদান করা হয়েছে।
  • এই ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দুটি প্রদান করার মাধ্যমে আপনি আপনার মিটার সংক্রান্ত তথ্য জানতে পারবেন।তবে এই দুটি তথ্য যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই লিংকে গিয়ে ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার অনুসন্ধান করতে পারেন।এখন চলুন ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে কিভাবে নতুন মিটারের আবেদন অনুসন্ধান করতে হয় সেটি আমরা ধাপে ধাপে জেনে নিই।

অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান করার নিয়ম

অনলাইনের নতুন মিটার আবেদনের অনুসন্ধান করার জন্য আপনার একটি স্মার্টফোন অথবা এরকম কোন ডিভাইস প্রয়োজন হবে।প্রথমেই ভিজিট করুন নতুন মিটার আবেদন অনুসন্ধান ওয়েবসাইটে।
  1. এখানে ক্লিক করলে সাথে সাথে একটি ফর্ম চলে আসবে।
  2. এখানে মিটার আবেদনের ‘ট্রাকিং নাম্বার’ এবং ‘পিন নাম্বার’ প্রদান করতে হবে।
  3. ট্রাকিং নাম্বার এবং পিন নাম্বারটি প্রদান করে এখানে ‘অনুসন্ধান’ বাটনে প্রেস করুন।
  4. অনুসন্ধান বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গেই আপনার পেজটা রিলোড হবে এবং আপনার মিটার সংক্রান্ত সমস্ত তথ্যগুলো শো করবে।
  5. এখান থেকেই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার অনলাইনে মিটার আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, আপনার মিটার কবে আসবে বা কোন পর্যায়ে রয়েছে ইত্যাদি।
  6. তবে এখানে যদি আপনি কোন তথ্য দেখতে না পান তাহলে বোঝা যাবে যে আপনার ট্রাকিং নাম্বারটি দিতে ভুল হয়েছে।
ট্রাকিং নাম্বারটি সঠিক দিয়েও যদি আপনার মিটার সংক্রান্ত কোনো তথ্য না পান তাহলে বুঝতে পারবেন যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে।
অপেক্ষার পালা শেষ হলেও যদি আপনার মিটারের কোন তথ্য না আসে তাহলে সে ক্ষেত্রে আপনাকে আবারও নতুন ভাবে আবেদন করতে হবে।

মিটার পেতে দেরি হওয়ার কারণসমূহ

অনেকেই মিটারের আবেদন করার পর অনেকদিন অতিবাহিত হওয়ার পরেও তাদের মিটার সংক্রান্ত কোনো তথ্য তারা পান না। মিটার অফিস থেকেও তাদেরকে কোন তথ্য প্রদান করা হয় না।এক্ষেত্রে মিটার পেতে দেরি হওয়ার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো এখানে উল্লেখ করছি-প্রথম কারণ হিসেবে উল্লেখ করব আপনার আবেদনটি প্রথমে চেক করে ।

  • দেখুন যে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। আর আবেদন করার পর আপনি আবেদনের ফি হিসেবে ১১৫ টাকা পরিশোধ করেছেন কিনা সেটিও দেখার বিষয়।আপনি যদি ফি পরিশোধ না করেন তাহলে আপনার আবেদনটি শুধুমাত্র আবেদনই থেকে যাবে। সুতরাং এই সকল তথ্যগুলো পূর্বেই চেক করে নিন।
  • মিটার পেতে দেরি হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে মিটার অফিসের বিড়ম্বনা। মিটার অফিসে সাধারণত ভিড় লেগেই থাকে। এখানে প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে বিভিন্ন সেবা নেওয়ার জন্য। এক্ষেত্রে এই সকল সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের কিছুটা দেরি হতে পারে।এজন্য আপনার আবেদনটি তাদের নজরে এড়িয়ে থাকতে পারে।

এক্ষেত্রে আপনি সরাসরি মিটার অফিসে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন। তবে এর পূর্বে অবশ্যই আপনার আবেদনের কপিটি প্রিন্ট করে নিয়ে যেতে হবে।মিটার পেতে দেরি হওয়ার জন্য আরেকটি কারণ হচ্ছে আপনার আবেদনে যদি কোন ভুল থাকে। আবেদন করার ক্ষেত্রে আপনার যদি কোন তথ্য ভুল দেওয়া থাকে ।

সেক্ষেত্রে এই তথ্যগুলো তাদের কাছে গ্রহণযোগ্য হবে না যেকোনো তথ্য ভুল দিলে সেই আবেদনটি বিদ্যুৎ অফিস কর্তৃক বাতিল করে দেওয়া হয়।

পল্লী বিদ্যুৎ মিটারের নাম পরিবর্তন করার নিয়ম কি?

পল্লী বিদ্যুৎ মিটারের নাম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার নিদিষ্ট পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের জোনাল ম্যানেজার বরাবর আবেদন করতে হবে। এবং আবেদনের সাথে কিছু কাগজ পত্র সংযুক্ত করতে হবে যেমন- পুরাতন এবং নতুন মালিকের এন আই ডি কার্ডের ফটোকপি, সর্বশেষ পরিশোধিত বিদ্যুৎ বিলের কপি।

  • এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে জমির দলিলের বা খতিয়ানের ফটোকপি এবং সর্বশেষ নিদিষ্ট ফি পরিশোধ এর রশিদ।

বিদ্যুৎ বিলের নাম সংশোধন কিভাবে করবেন?

বিদ্যুৎ বিলের নাম সংশোধন করার জন্য আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসে বিদ্যুৎ বিলের নাম সংশোধন করার জন্য আবেদন করতে হবে । আবেদনের সাথে প্রয়োজনীয় ফি সহ সকল কাগজ পত্র যেমন আপনার এন আই ডি কার্ডের ফটোকপি এবং সর্বশেষ বিদ্যুৎ বিলের কাগজ এর ফটোকপি জমা দিতে হবে।

বিদ্যুৎ মিটার নষ্ট হলে করণীয়

আপনার বাসা বাড়ি বা অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যুৎ মিটার যদি নষ্ট হয়ে যায় তাহলে চিন্তা কারণ নেই। আপনি বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট আপনার নষ্ট মিটার পরিবর্তন করার আবেদন করে আবার নতুন মিটার গ্রহণ করতে পারবেন।আপনি হাতে লিখে আবেদন করতে পারবেন আবার www.rebpbs.com পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে আবেদন সাবমিট করতে পারবেন। উপরে আবেদন করার দুইটা উপায় দেখানো হয়েছে।

মিটার অনুমোদন হওয়ার শর্ত

মিটারের আবেদন অনুসন্ধান করার পর যদি দেখেন আবেদনের সিএমও ইসু হচ্ছে না, অফিসে মিটার নাই সেজন্য। আপনি অফিসের এম এস, অথবা কম স্যারের সাথে যোগাযোগ করতে পারেন।তাছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না হলে এবং মিটার পাওয়ার শর্ত ঠিকভাবে পালন না হলেও আপনার মিটার আবেদনটি অনুমোদন না হতে পারে।

মিটার পাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিম্মোক্ত শর্ত ও বিষয়গুলো পালন করতে হবে।প্রয়োজনীয় কাগজপত্র: আবাসিক সংযোগের ক্ষেত্রে আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয় পত্র ও সংযোগস্থলের খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।সার্ভিস ড্রপের দুরত্ব: সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দুরত্ব ১৩০ ফুটের মধ্যে হতে হবে।

  1. সঠিক ভাবে মেপে সার্ভিস ড্রপের দুরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দুরত্ব সঠিক না হলে তারের দৈর্ঘ্য কম/বেশি পারে। এসব ক্ষেত্রে তথ্য ভুল হলে জটিলতা বাড়বে এবং মিটার পেতে অনেক দেরি হবে।

উপসংহার

আশা করছি পল্লী বিদ্যুৎ মিটার আবেদন অনুসন্ধান ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url