বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করবেন যে ভাবে

প্রিয় পাঠক আজকে জানবো বিশেষ করে ঈদের সময় ট্রেনের টিকেট কাটতে অনেক ধরনের সমস্যা পেয়ে থাকে যেমন সরকারি ওয়েবসাইটে ট্রেনের টিকেট কাটতে গেলে সার্ভার ডাউন ও ওয়েব সাইটে ঢুকা যায় না আরো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তবে বিকাশ অ্যাপ এর মাধ্যমে যদি ট্রেনের টিকেট কাটেন তাহলে এই সমস্যা গুলো পাবেন না আর আপনাদের সময় বেঁচে যাবে।
বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করবেন যে ভাবে
অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হলে সবার আগে আপনাদের ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। আর আপনি যদি বিকাশ দিয়ে রেলের টিকেট ক্রয় করতে চান তাহলে আপনাকে বিকাশ একাউন্ট করতে হবে। নতুবা আপনি বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন না

ভূমিকা

বর্তমানে সবকিছুই অনলাইনের মাধ্যমে করা হয়। অফিস-আদালতের সকল কার্যক্রম এবং যাতায়াতের ক্ষেত্রে সকল কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। তাই ট্রেনে ভ্রমণ করার জন্য আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে টিকিট কেটে রাখতে পারবেন। কিন্তু কীভাবে এই টিকিট কিনতে হয় তা অনেকেই জানেন না তাই এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন জানতে পারবেন ।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

নিবন্ধন সম্পন্ন হওয়ার পর এবার ট্রেনের টিকিট কাটার পালা। অনলাইনে ট্রেনের টিকিট কাটতে আপনাকে নিম্মের ধাপগুলো অনুসরণ করতে হবে । যথা-
ধাপ-১: পূণরায় ওয়েবসাইটে প্রবেশ।
  1. নিবন্ধনের পর ট্রেনের টিকিট কাটার জন্য আবার প্রবেশ করতে হবে https://eticket.railway.gov.bd/এই ঠিকানায়। এই ঠিকানার হোম পেইজে প্রাথমিক কিছু তথ্য আছে সেগুলো পূরন করতে হবে। যথা-From, যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেটা ঊল্লেখ করুন। ধরুন কমলাপুর থেকে যাত্রা শুরু করবেন।
  2. To, যে স্টেশন পর্যন্ত যাবেন সেটা লিখুন। যেমন, লাকসাম পর্যন্ত যাবেন।
  3. Date of Journey বা যাত্রার তারিখ।
  4. Choose class বা কোন শ্রেনিতে যেতে চান সেটা সিলেক্ট করুন। যেমন AC-B, AC-S ইত্যাদি।
  5. সব শেষে শেয়াড়ছ SEARCH TRAIN অপশনে ক্লিক করুন।
ধাপ-২: ট্রেন নির্বাচন করুন।
  • উপরের পেইজের নিচে SEARCH TRAIN অপশনে ক্লিক করলেই আপনার সামনে যে পেইজ ওপেন হবে সেখানে দেখতে পাবেন কোন কোন ট্রেন আপনার প্রদত্ত তারিখে কমলাপুর থেকে ছেড়ে যাবে। ট্রেনের তালিকা থেকে যে কোন একটি ট্রেন সিলেক্ট করুন।
ধাপ-৩: ট্রেনের কোচ বা বগি নির্বাচন।
  • আপনার প্রদত্ত তারিখে ট্রেন সিলেক্ট করলেই সিট পাবেন কিনা তাহা দেখা যাবে। অর্থাৎ সিট খালি থাকলে Available সংখা দেখা যাবে। ট্রেনের যে কোচ বা বগির সিট খালি থাকবে সেখানে সবুজ চিহ্নিত BOKING NOW লেখা দেখা যাবে।
  • অনেক সময় আপনি যে তারিখ যাত্রা করতে চান সে তারিখে কোন ট্রেনের কোন সিট খালি নাও থাকতে পারে। সেক্ষেত্রে পেইজের উপরে PRIVIOUS Day/NEX Day এর যে কোন একটি ক্লিক করতে হবে।
  • অর্থাৎ আপনি যে তারিখ নির্বাচন করেছেন সে তারিখে কোন সিট না পেলে NEX Day বাটোনে ক্লিক করে পরের তারিখে দেখতে হবে ।
  • BOKING NOW এ ক্লিক করলেই নিচে দেখা যাবে Select Coach অপশন চলে আসছে। এখান থেকে যেমন KA,KHA,TA ইত্যাদি সিলেক্ট করে দেখুন সিট খালি আছে কিনা। খালি থাকলে সাদা দেখা যাবে।
  • এরপর খালি সাদা সিটের উপর ক্লিক করুন। সাথে সাথে ডানপাশে Seat Details দেখা যাবে। অর্থাৎ সিট সংখ্যা এবং মোট ভাড়া দেখা যাবে।
ধাপ-৪: টিকিট ক্রয়।
  1. আপনি নির্ধারিত ট্রেনের কোচ বা বগি নির্বাচন এবং সিট সিলেক্ট করলেন এবার টিকিট কেনার পালা।
  2. সিটের উপর ক্লিক করলেই আপনার সামনে যখন Seat Details চলে এসেছে তখন কোন বগির কত নম্বর সিট বুকিং হচ্ছে তা দেখা যাবে।আর ভাড়া কত তাহাও দেখা যাবে। সব কিছু ঠিক ঠাক থাকলে Seat Details এর নিচে continue Purchase বাটনে ক্লিক করতে হবে।
  3. নিচে continue Purchase বাটনে ক্লিক করলেই আপনার সামনে Purchase Ticket অপশন চলে আসবে।
  4. এই পেইজে Passenger Details এ Passenger Type সিলেক্ট করতে হবে।
ধাপ-৫: টিকিটের ফি পরিশোধ।
  • সবশেষে ফি পরিশোধের পালা। টিকিটের টাকা দুই ভাবে পরিশোধ করা যায়। যথামোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
  • ডেবিট অথবা ক্রেডিট কার্ড এর মাধ্যমে।
  • আপনি যে কোন একটি মাধ্যমে টাকা পরিশোধ করে আপনি আপনার টিকিট কনফার্ম করতে পারবেন।
ধাপ-৬: টিকিট প্রিন্ট।
  1. টাকা পরিশোধের পর আপনাকে টিকিট ক্রয় সাকসেস হয়েছে এরুপ একটি ম্যাসেজ দেখাবে। এই ম্যাসেজের নিচে সবুজ চিহ্নিত আকারে লেখা থাকবে Pront Your Ticket Now লেখায় ক্লিক করলেই আপনার টিকিট প্রদর্শিত হবে। এবার আপনি টিকিট প্রিন্ট না ডাউনলোড করতে পারেন।

অনলাইনে ট্রেনের টিকিট চেক করার নিয়ম ২০২৪

  1. অনলাইনে ট্রেনের টিকেট চেক করার জন্য ভিজিট করুন https://eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে। এবার উপরে ডানপাশে মেন্যু অপশনে থাকা Verify Ticket অপশনে ক্লিক করুন।
  2. ট্রেনের টিকেটে ব্যবহার করা মোবাইল নম্বর এবং টিকেটের উপরের অংশে থাকা PNR Number লিখুন। এবার নিচের থাকা Verify Ticket অপশনে ক্লিক করলে Ticket Verified দেখতে পাবেন এবং আপনার ভ্রমণ রুট দেখাবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট চেক করার নিয়ম ২০২৪

  • আপনি চাইলে মোবাইলে BD Railway Ticket অ্যাপ ব্যবহার করে খুব সহজে ট্রেনের টিকেট চেক করতে পারবেন। অ্যাপে প্রবেশ করে টিকিট যাচাই অপশনে ক্লিক করুন।
  • এখান থেকে আপনি ট্রেনের অনলাইন টিকিট এবং কাউন্টার টিকিট দুইটাই চেক করতে পারবেন।
  • অনলাইন টিকিট চেক করার জন্য Online Ticket এই অপশনে ক্লিক করে টিকিট নম্বর এবং টিকেটে ব্যবহার করা মোবাইল নম্বর লিখুন। এরপর ক্যাপচা পূরণ করে Verify Ticket অপশনে ক্লিক করলে টিকিট চেক করতে পারবেন।
  • আপনি যদি স্টেশন কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকেট চেক করতে চান তাহলে Counter Ticket অপশনে ক্লিক করুন। এরপর আপনার টিকিট নম্বর বা PNR নম্বর লিখুন।
  • ক্যাপচা পূরণ করে Verify Ticket অপশনে ক্লিক করলে আপনার ট্রেনের টিকেট চেক করে দেখতে পারবেন।

বিকাশে ট্রেনের টিকেট কাটার নিয়ম

আপনি বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট কিনতে চাইলে কিছু নিয়ম ফলো করতে হবে, আপনি এই নিয়মগুলো ফলো করেই আপনি আপনার কাঙ্ক্ষিত টিকিট পেয়ে যাবেন। আপনি যেভাবে টিকেট ক্রয় করবেন তার ধাপগুলো নিচে দেয়া হলঃ
  1. প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করে নিতে হবে।
  2. লগইন করার পর মেইন মেনু থেকে টিকেট অপশনটি সিলেক্ট করতে হবে ।
  3. সেখানে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন যেমন বাস-লঞ্চ মুভি বিমান ও ট্রেনের টিকেট।
  4.  তারপর আপনি ট্রেন সিলেক্ট করে বাংলাদেশ রেলওয়ে অপশনে ক্লিক করুন ।
  5. এরপর আপনাকে বাংলাদেশ রেলওয় এর ওয়েবসাইটে লগইন করতে হবে। লগ ইন করার জন্য লাগবে আপনার ইমেইল ও পাসওয়ার্ড ।
  6. স্কিনে যাত্রার স্থান গন্তব্য তারিখ টিকিটের সংখ্যা প্রভৃতি দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে।
  7. যদি সিট এভেইলেবেল থাকে তাহলে পারচেজ অপশনে যেতে হবে ।
  8. সেখানে রেলওয়েল নিবন্ধিত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে এবং সেখানে বিকাশের গেটওয়ে আসবে। গেটওয়েতে বিকাশ নম্বর দিলে একটি ভেরিফিকেশন কোড পাওয়া যাবে তারপর বিকাশ পিন নাম্বার দিয়ে টিকেট কেনা কাজ সম্পন্ন করতে হবে।

ট্রেনের টিকিট হারিয়ে গেলে করণীয়

আপনারা যদি ট্রেনের টিকিট হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এবার আপনারা ট্রেনের টিকিট ফিরিয়ে নিতে করনীয় কি সে সম্পর্কে জেনে নিবেন। যাত্রা সময় যদি যাত্রী টিকিট হারিয়ে যায় এবং তার মোবাইল থেকে টিকিট দেখানো সুবিধা না থাকে।তাহলে তিনি টিকিট চেকারের কাছ থেকে তার নতুন ডুব্লিকেট টিকিটটি পেতে পারেন। 

এর জন্য তাকে ৫০ থেকে ১০০ টাকা জরিমানা দিতে হবে তবে মনে রাখবেন যে টিকিট হারানোর পর সঙ্গে সঙ্গেই টিকিট চেকারের সঙ্গে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ তথ্যের পর টিকিট পরীক্ষক যাত্রির জন্য তৈরি একটি নতুন টিকিট দিতে পারেন।যাত্রা সময় যদি টিকিট হারিয়ে যায় এবং তার মোবাইল থেকে টিকিট দেখানোর সুযোগ না থাকে সেই সময়ই চেকারের কাছ ।

থেকে নতুন ডুপ্লিকেট টিকিটটি খুব সহজে আপনারা পেতে পারেন। রেলওয়ে তথ্য অনুযায়ী কোন জাতির দুটি উপায়ে টিকিট কিনতে পারে প্রথমটি হলো কাউন্টার টিকিট যেখানে যাত্রী টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারবেন।আর দ্বিতীয়টি হল অনলাইন টিকিট। যা যাত্রী পেয়ে যেতে পারেন মেইল আইডিতে কোন জাতরি যদি অনলাইনে টিকিট ।

  • নেওয়ার পরে ভ্রমণ না করেন বা টিকিট বাতিল করেন তাহলে টিকিট কনফার্ম না হয় তাহলে সহজে একাউন্টে টাকা চলে আসবে তবে অফলাইনে তেমন সুবিধা পাবেন না।

কাউন্টারে ট্রেনের টিকিট কাটার নিয়ম

আপনি যদি কাউন্টারের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনার অগ্রিম ট্রেনের টিকিট কাউন্টারে গিয়ে কাটতে পারেন। বর্তমান সময়ে ঈদকে সামনে রেখে কিন্তু অনেকেই কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিট অগ্রিম কাটতে চাইছে।তবে আপনি যদি প্রথমবার ট্রেনের টিকিট কাউন্টারে কাটতে চান তাহলে কিন্তু ট্রেনের টিকিট কাউন্টারে কাটার উপায় সম্পর্কে জেনে যাবেন।

স্টেশনে কাউন্টারে ট্রেনের অগ্রিম টিকিট কাটা খুবই সহজ এই জন্য আপনাকে অনলাইনে এত ঝামেলা পোহাতে হবে না খুব সহজে আপনি স্টেশনে উপস্থিত হয়ে ট্রেনের টিকিট কাটতে পারেন।তবে এ ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে রেলওয়ে স্টেশন কাউন্টারে টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই বিকেল চারটার সময় উপস্থিত হতে হবে কারণ ।

স্টেশনে টিকিট কাটা শুরু হয় বিকেল চারটার পরে। স্ট্রেশন থেকে টিকিট ক্রয় করার সময় আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হতে পারে।এক্ষেত্রে আপনি আপনার আইডি কার্ডের সঙ্গে নিয়ে যাবেন। দায়িত্বরত কর্মকর্তা আপনার কাছে আপনার নাম, ঠিকানা এবং কোথা থেকে কোথায় ভ্রমণ করতে চান সেই সম্পর্কে জানতে চাইবে। 

  1. এরপর আপনি কয়টা ট্রেনে ভ্রমণ করবেন সেটা আপনাকে জিজ্ঞেস করবে। এভাবে আপনি প্রয়োজনে সব কাজ শেষ করে আপনি খুব সহজে স্টেশন থেকে অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন।

ট্রেনের অগ্রিম টিকেট কাটার নিয়ম

ট্রেনের অগ্রিম টিকিট, হ্যাঁ বন্ধুরা আপনারা যেটা ভাবছেন এটা সত্যি যে রেলওয়েতে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হয়। ট্রেনের অগ্রিম টিকিট এর সুব্যবস্থা রয়েছে যাত্রীদের জন্য আর এই ব্যবস্থার সময়সীমা হচ্ছে আজকে থেকে আগামী ১০ দিনের টিকিট আপনি সংরক্ষণ করতে পারবেন। এই সুব্যবস্থা টি রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদেরকে দিচ্ছেন। 

ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়ট্রেনের অগ্রিম টিকিট কতদিন আগে পাওয়া যায়
১০ দিনের টিকিট আপনি সংরক্ষণ করতে পারবেন। আপনাদের যাত্রা যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আপনি অগ্রিম টিকিট নিতে পারবেন। আর এই অগ্রিম টিকিট নেওয়ার জন্য আপনার অনলাইন এর মাদ্ধমে অথবা টিকেট কাউন্টারে গিয়া টিকেট সংরক্ষণ করতে হবে।

নতুন নিয়মে ট্রেনের টিকিট যেভাবে ফেরত দিবেন

  1. আপনি যদি যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগে টিকেট ফের দেন তাহলে এসি টিকেটের জন্য ৪০ পার্সেন্ট এবং অন্যান্য ক্লাসের জন্য ২৫ পার্সেন্ট টাকা কেটে নেওয়া হবে।
  2. ৪৮ ঘণ্টার কম এবং একদিনের বেশি এমন সময়ের মধ্যে যদি আপনি টিকেট ফেরত দিতে চান তাহলে আপনার ভাড়ার ২৫ পার্সেন্ট টাকা কেটে নেওয়া হবে।
  3. ১ দিন এর কম ও ১২ ঘণ্টার বেশি সময়ের মধ্যে যদি আপনি টিকেট ফেরত দিতে চান তবে আপনার ৫০% টাকা কেটে নেওয়া হবে।
  4. ১২ ঘন্টার কম আর ছয় ঘন্টার বেশি সময়ের মধ্যে টিকেট ফেরত দিতে চাইলে ৭৫% টাকা কেটে নেওয়া হবে।
  5. এবং এর থেকে কম সময় থাকলে আপনি আর টাকা ফেরত পাবেন না।

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম

মোবাইলে ট্রেনের টিকিট কাটার জন্য। আপনাকে সর্বপ্রথম আপনার ফোনটি আপনার ফোনটি থেকে প্লে স্টোরে গিয়ে রেল সেবা অ্যাপটি ডাউনলোড করুন। এবং আপনি ইন্সটল করতে না চাইলে এটি গুগল ক্রোম ব্যবহারের মাধ্যমে টিকিট কাটা যায়। আপনাকে এটি করার জন্য গুগল ক্রোমে গিয়ে https://eticket.railway.gov.bd টাইপ করুন।

এরপরের ওয়েবসাইটে প্রবেশ করার পর ট্রেনের টিকিট কাটতে পারবেন।করুন।এই অ্যাপটির মাধ্যমে আপনি ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন।

লেখকের শেষ কথা

আশা করছি বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করবেন যে ভাবে ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url