একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ - একাদশী পারন মন্ত্র

প্রিয় পাঠক আজকে আমরা জানবো একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ - একাদশী পারন মন্ত্র সনাতন ধর্মাবলম্বী প্রায় সকলেই একাদশী শব্দটির সঙ্গে পরিচিত। তবে তাদের অধিকাংশই একাদশী ব্রত পালন করে না আর যারা করে, তাদের মধ্যেও রয়েছে নানারকম বিভ্রান্তি । কেউ খায় আটার রুটি, কেউ খায় ফল আবার কেউ খায় সাবুদানা, কেউ খায় জল আর কেউ কেউ নির্জলা উপবাস করে থাকে ।
একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ - একাদশী পারন মন্ত্র
হিন্দু শাস্ত্রে একাদশীর ব্রত পালন করাকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশতম চন্দ্র দিনে এই একাদশী তিথি পালন করা হয়। মূলত প্রতি মাসে দুটো করে একাদশী তিথি পালিত হয়। চাঁদের অবস্থান অনুসারে এই একাদশীর তিথি নির্ণয় করা হয়।ভগবান বিষ্ণুর ভক্তরা তার আশির্বাদ পাবার জন‍্য এই ব্রত পালন করেন।

ভূমিকা 

একাদশী তিথিকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি মাসে দুবার একাদশীর উপবাস পালন করা হয়। একটি কৃষ্ণপক্ষে অন্যটি শুক্লপক্ষে। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে একাদশী তিথিতে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো করলে ব্যক্তি শুভ ফল লাভ করে এবং সমস্ত ইচ্ছা পূরণ হয়।

একাদশী তালিকা ২০২৪ ইসকন, বাংলাদেশ 

সনাতন ধর্মালম্বীদের কাছে একাদশী ব্রতের গুরুত্ব অপরিসীম যা বলে শেষ করা যায় না। তাই, চলতি বছরের একাদশী তালিকা 2024 ইসকন বা গোস্বামী মতে সম্পর্কে সবার জানা উচিত। এই পোষ্টের মাধ্যমে আপনি ক্যালেন্ডার বা তালিকা ছাড়াও একাদশীর নিয়ম, পারণের সময়, পারণের মন্ত্রসহ অনেক কিছু জানতে পারবেন।
                     একাদশী তালিকা ২০২৪
তারিখবারএকাদশীপারণের সময়সূচী
৭ জানুয়ারিরবিবারসফলা একাদশী07:04 AM থেকে 08:51 AM
২১ জানুয়ারিরবিবারপৌষ পুত্রদা একাদশী06:42 AM থেকে 08:53 AM
৬ ফেব্রুয়ারিমঙ্গলবারষটতিলা একাদশী06:37 AM থেকে 08:51 AM
২০ ফেব্রুয়ারিমঙ্গলবারভৈমি একাদশী06:28 AM থেকে 08:45 AM
৬ মার্চবুধবারবিজয়া একাদশী06:28 AM থেকে 08:45 AM
২০ মার্চবুধবারআমলকী একাদশী01:18 AM থেকে 03:44 AM
৫ এপ্রিলবুধবারপাপমোচনী একাদশী05:45 AM থেকে 08:16 AM
১৯ এপ্রিলশুক্রবারকামদা একাদশী05:33 AM থেকে 08:07 AM
৪ মে শনিবারবরুথিনী একাদশী05:22 AM থেকে 07:59 AM
১৯ মেরবিবারমোহিনী একাদশী05:14 AM থেকে 07:55 AM
২ জুনরবিবারঅপরা একাদশী01:18 PM থেকে 04:00 PM
১৮ জুনমঙ্গলবারপান্ডবা নির্জলা একাদশী05:12 AM থেকে 07:55 AM
২ জুলাইমঙ্গলবারযোগিনী একাদশী05:16 AM থেকে 07:40 AM
১৭ জুলাই বুধবারশয়ন একাদশী05:22 AM থেকে 08:03 AM
৩১ জুলাইবুধবারকামিকা একাদশী05:28 AM থেকে 08:07 AM
১৬ আগস্ট শুক্রবারশ্রাবণ পুত্রদা একাদশী05:35 AM থেকে 08:10 AM
২৯ আগস্ট বৃহস্পতিবারঅজা একাদশী01:15 AM থেকে 03:46 AM
১৪ সেপ্টেম্বর শনিবারপার্শ্ব একাদশী05:45 AM থেকে 08:12 AM
২৮ সেপ্টেম্বরশনিবারইন্দিরা একাদশী05:49 AM থেকে 08:13 AM
১৩ অক্টোবররবিবারপাশাঙ্কুশা একাদশী12:54 AM থেকে 03:13 AM
২৮ অক্টোবর সোমবাররমা একাদশী06:03 AM থেকে 08:18 AM
১২ নভেম্বরমঙ্গলবারউত্থান একাদশী06:12 AM থেকে 08:24 AM
২৬ নভেম্বর মঙ্গলবারউৎপন্না একাদশী12:51 AM থেকে 03:01 AM
১১ ডিসেম্বর বুধবারমোক্ষদা একাদশী12:51 AM থেকে 03:01 AM
২৬ ডিসেম্বর বৃহস্পতিবারসফলা একাদশী07:39 AM থেকে 08:47 AM

একাদশী পারন মন্ত্র

”একাদশ্যাং নিরাহারো ব্রতেনানেন কেশব।
প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টিপ্রদো ভব।।”
এই মন্ত্র পাঠ করে নির্দিষট সময়ের মাঝে পারন করতে হয়।
গীতা মাহাত্ম্যে উল্লেখ আছে-
” যোহধীতে বিষ্ণুপর্বাহে গীতাং শ্রীহরিবাসরে।
স্বপন জাগ্রৎ চলন তিষ্ঠন শত্রুভির্ন স হীয়তে।।”
অর্থাৎ……শ্রী বিষ্ণুর পর্বদিনে, একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন , তিনি চলুন বা দাড়িয়ে থাকুন, ঘুমিয়ে বা জেগে থাকুন,(যে অবস্থায়ই থাকুন না কেন) শত্রু কখনো তার কোন ক্ষতি করতে পারেনা।

একাদশী বাংলা মাসের তালিকা ১৪৩১

বৈশাখ ১৪৩১
  • কামদা একাদশী – ৬ বৈশাখ শুক্রবার
  • একাদশী আরম্ভ – ৫ বৈশাখ, রাত্রি ঘ ৭|৫ হইতে।
  • একাদশী শেষ – ৬ বৈশাখ, রাত্রি ঘ ৮|৫৬ পর্যন্ত।
  • একাদশী পারণের সময় – ৭ বৈশাখ, দিবা ঘ ০৫|১২ থেকে দিবা ঘ ০৯|২৬ পর্যন্ত ।বরুথিনী একাদশী – ২১ বৈশাখ শনিবার
  • একাদশী আরম্ভ – ২০ বৈশাখ, রাত্রি ঘ ৮|১৮ হইতে
  • একাদশী শেষ – ২১ বৈশাখ, সন্ধ্যা ঘ ৫|৫১ পর্যন্ত।
  • একাদশী পারণের সময় – ২১ বৈশাখ, দিবা ঘ ০৫|০২ থেকে দিবা ঘ ০৯|২০ পর্যন্ত ।
জৈষ্ঠ ১৪৩১
  1. মোহিনী একাদশী – ৫ জৈষ্ঠ রবিবার
  2. একাদশী আরম্ভ – ৪ জ্যৈষ্ঠ, দিবা ঘ ১১|২৩ হইতে
  3. একাদশীর শেষ – ৫ জ্যৈষ্ঠ, দিবা ঘ ১|২৪ পর্যন্ত।
  4. একাদশী পারণের সময় – ৫ জ্যৈষ্ঠ, দিবা ঘ ০৪|৫৫ থেকে দিবা ঘ ০৯|১৭ পর্যন্ত ।আপরা একাদশী – ১৯ জৈষ্ঠ রবিবার
  5. একাদশী আরম্ভ – ১৮ জ্যৈষ্ঠ রাত্রি ঘ ৩|৪ হইতে
  6. একাদশীর শেষ – ১৯ জ্যৈষ্ঠ, রাত্রি ঘ ১|১৭ পর্যন্ত।
  7. একাদশী পারণের সময় – ২০ জ্যৈষ্ঠ, দিবা ঘ ০৪|৫২ থেকে দিবা ঘ ০৯|১৭ পর্যন্ত ।
আষাঢ় ১৪৩১
  • নির্জ্জলা/পান্ডব একাদশী – ২ আষাঢ় সোমবার
  • একাদশী আরম্ভ – ১ আষাঢ়, রাত্রি ঘ ৩|৫ হইতে
  • একাদশী শেষ – ২ আষাঢ়, শেষরাত্রি ঘ ৪|৪০ পর্যন্ত।
  • একাদশী পারণের সময় – ৩ আষাঢ়, দিবা ঘ ০৪|৫৩ থেকে দিবা ঘ ০৭|৩০ পর্যন্ত ।যোগিনী একাদশী – ১৭ আষাঢ় মঙ্গলবার
  • একাদশী আরম্ভ – ১৬ আষাঢ়, দিবা ঘ ১০|৩৪ হইতে
  • একাদশীর শেষ – ১৭ আষাঢ়, দিবা ঘ ৮|৫০ পর্যন্ত।
  • একাদশী পারণের সময় – ১৭ আষাঢ়, দিবা ঘ ০৪|৫৭ থেকে দিবা ঘ ০৭|১২ পর্যন্ত ।
শ্রাবণ ১৪৩১
  1. শয়নৈকাদশী একাদশী – ১ শ্রাবণ বুধবার
  2. একাদশী আরম্ভ – ৩১ আষাঢ়, অপরাহ্ন ঘ ৫|২৫ হইতে
  3. একাদশীর শেষ – ১ শ্রাবণ, সন্ধ্যা ঘ ৬|১২ পর্যন্ত।কামিকা একাদশী – ১৫ শ্রাবণ বুধবার
  4. একাদশী আরম্ভ – ১৪ শ্রাবণ, সন্ধ্যা ঘ ৬|৪৭ হইতে
  5. একাদশীর শেষ – ১৫ শ্রাবণ, অপরাহ্ন ঘ ৫|২২ পর্যন্ত।পুত্রদা/পবিত্রা একাদশী – ৩১ শ্রাবণ, শুক্রবার
  6. একাদশী আরম্ভ – ৩০ শ্রাবণ, দিবা ঘ ৬|১৩ হইতে
  7. একাদশী শেষ – ৩১ শ্রাবণ, প্রাতঃ ঘ ৬|৫ পর্যন্ত।
ভাদ্র ১৪৩১
  • অজা একাদশী – ১২ ভাদ্র, বৃহস্পতিবার
  • একাদশী আরম্ভ – ১১ ভাদ্র, শেষরাত্রি ঘ ৪|২০ হইতে
  • একাদশী শেষ – ১২ ভাদ্র, রাত্রি ঘ ৪|৪৬পদ্মা/পার্শ্বপরিবর্তনী একাদশী – ২৮ ভাদ্র শনিবার
  • একাদশী আরম্ভ – ২৭ ভাদ্র, সন্ধ্যা ঘ ৫|৩৯ হইতে
  • একাদশীর শেষ – ২৮ ভাদ্র, অপরাহ্ন ঘ ৪|৩৩ পর্যন্ত।
আশ্বিন ১৪৩১
  1. ইন্দিরা একাদশী – ১১ আশ্বিন শনিবার
  2. একাদশী আরম্ভ – ১০ আশ্বিন, অপরাহ্নভ ঘ ৪|২৬ হইতে
  3. একাদশীর শেষ – ১১ আশ্বিন, অপরাহ্ন ঘ ৪|৫৫ পর্যন্ত।পাশাঙ্কুশা একাদশী – ২৬ আশ্বিন রবিবার
  4. একাদশী আরম্ভ – ২৫ আশ্বিন, শেষরাত্রি ঘ ৪|১৪ হইতে
  5. একাদশী শেষ – ২৬ আশ্বিন, রাত্রি ঘ ২|২৬ পর্যন্ত।
কার্তিক ১৪৩১
  • রমা একাদশী – ১১ কার্তিক সোমবার
  • একাদশী আরম্ভ – ১০ কার্তিক, দিবা ঘ ৭|৪০ হইতে
  • একাদশী শেষ – ১১ কার্তিক, দিবা ঘ ৯|৮ পর্যন্ত।উত্থান একাদশী – ২৬ কার্তিক মঙ্গলবার
  • একাদশী আরম্ভ – ২৫ কার্তিক, দিবা ঘ ২|৩২ হইতে
  • একাদশী শেষ – ২৬ কার্তিক, দিবা ঘ ১২|১৮ পর্যন্ত।
অগ্রহায়ণ ১৪৩১
  1. উৎপন্না একাদশী – ১০ অগ্রহায়ণ মঙ্গলবার
  2. একাদশী আরম্ভ – ৯ অগ্রহায়ণ, রাত্রি ঘ ১|৫০ হইতে
  3. একাদশী শেষ – ১০ অগ্রহায়ণ, রাত্রি ঘ ৩|৫৬ পর্যন্ত।মোক্ষদা একাদশী – ২৫ অগ্রহায়ণ বুধবার
  4. একাদশী আরম্ভ – ২৪ অগ্রহায়ণ, রাত্রি ঘ ১২|৫৮ হইতে
  5. একাদশীর শেষ – ২৬ অগ্রহায়ণ, রাত্রি ঘ ১০|৩৭ পর্যন্ত।
পৌষ ১৪৩১
  • সফলা একাদশী – ১০ পৌষ বৃহস্পতিবার
  • একাদশী আরম্ভ – ৯ পৌষ, রাত্রি ঘ ৯|৪৭ হইতে
  • একাদশী শেষ – ১০ পৌষ, রাত্রি ঘ ১১|৪৯ পর্যন্তপুত্রদা একাদশী – ২৫ পৌষ শুক্রবার
  • একাদশী আরম্ভ – ২৪ পৌষ, দিবা ঘ ১১|৪৬ হইতে
  • একাদশী শেষ – ২৫ পৌষ, দিবা ঘ ৯|৩৮ পর্যন্ত।
মাঘ ১৪৩১
  1. ষট্তিলা একাদশী – ১১ মাঘ শনিবার
  2. একাদশী আরম্ভ – ১০ মাঘ, সন্ধ্যা ঘ ৫|১৭ হইতে
  3. একাদশী শেষ – ১১ মাঘ, রাত্রি ঘ ৬|৩৫ পর্যন্ত।ভৈমী বা জয়া একাদশী – ২৫ মাঘ শনিবার
  4. একাদশী আরম্ভ – ২৪ মাঘ, রাত্রি ঘ ১০|৫৭ হইতে
  5. একাদশী শেষ – ২৫ মাঘ, রাত্রি ঘ ৯|২০ পর্যন্ত।
ফাল্গুন ১৪৩১
  • বিজয়া একাদশী – ১১ ফাল্গুন সোমবার
  • একাদশী আরম্ভ – ১০ ফাল্গুন দিবা ঘ ১০|২৯ হইতে
  • একাদশীর শেষ – ১১ ফাল্গুন, দিবা ঘ ১০|৪৩ পর্যন্ত।আমলকি একাদশী – ২৫ ফাল্গুন সোমবার
  • একাদশী আরম্ভ – ২৪ ফাল্গুন, দিবা ঘ ১০|৩৯ হইতে
  • একাদশী শেষ – ২৫ ফাল্গুন, দিবা ঘ ৯|৫০ পর্যন্ত।
চৈত্র ১৪৩১
  1. পাপমোচনী একাদশী – ১১ চৈত্র মঙ্গলবার
  2. একাদশী আরম্ভ – ১০ চৈত্র, রাত্রি ঘ ১২|৩৬ হইতে
  3. একাদশী শেষ – ১১ চৈত্র, রাত্রি ঘ ১১|৪৭ পর্যন্ত।কামদা একাদশী – ২৫ চৈত্র মঙ্গলবার
  4. একাদশী আরম্ভ – ২৪ চৈত্র, রাত্রি ঘ ১১|১১ হইতে
  5. একাদশী শেষ – ২৫ চৈত্র, রাত্রি ঘ ১১|২০ পর্যন্ত।

লেখকের শেষ কথা

আশা করছি একাদশী তালিকা ২০২৪ বাংলাদেশ - একাদশী পারন মন্ত্র সকল প্রকারের ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url