দারাজ থেকে পণ্য কেনার নিয়ম-দারাজ অনলাইন শপিং বাংলাদেশ
প্রিয় পাঠক দারাজ থেকে পণ্য কেনার নিয়ম-দারাজ অনলাইন শপিং বাংলাদেশআমাদের জানা উচিত যেহেতু আমরা অনেকেই দারাজের পণ্য অর্ডার করে কিনতে চাই। বাংলাদেশের এখন সবচেয়ে বড় একটা ই-কমার্স প্রতিষ্ঠান।দেশের সবচেয়ে বড় ই কমারস প্ল্যাটফর্ম দারাজে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র ছাড়াও পাবেন ইলেকট্রিক এক্সেসরিজ গিফট বক্স সব রকমের প্রোডাক্ট।
দারাজে বিভিন্ন উৎসব উপলক্ষ্যেই বেশিরভাগ পণ্যেই আপনি কিছু পরিমাণ discount পেতে পারবেন। যা আপনার জন্য বেশ লাভজনক এই আর্টিকেলটি পুড়োটা পড়ুন তাহলে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।।
আপনি যখন daraz online shopping bd থেকে ।
দারাজে বিভিন্ন উৎসব উপলক্ষ্যেই বেশিরভাগ পণ্যেই আপনি কিছু পরিমাণ discount পেতে পারবেন। যা আপনার জন্য বেশ লাভজনক এই আর্টিকেলটি পুড়োটা পড়ুন তাহলে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।।
ভূমিকা
দারাজ থেকে ভালো মানের পণ্য আপনি পেতে পারবেন। আমরা সবাই ঈদ, পুজো কিংবা কোন উৎসব ছাড়াও পোশাক ও সাজসজ্জা কিনে থাকি।দারাজে আপনার পছন্দমত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।এবং আপনাকে সাথে সাথেই কিন্তু পেমেন্ট করতে হবে না। আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি বা নগদ মূল্য পরিশোধ করতে পারবেন। আর যদি টাকা দিয়েই অর্ডার করতে চান তাহলে আপনি চাইলে বাংলাদেশী পেমেন্ট গেটওয়ে গুলো ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। যেমন বিকাশ, নগদ রকেট, উপায় ইত্যাদির মাধ্যম।
দারাজ থেকে দু’টি পদ্ধতিতে আপনি পণ্য কেনা যায়।
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম
দারাজ অ্যাপ থেকে সবসময় অথেন্টিক ব্রান্ডের পণ্য কেনার চেষ্টা করুন। আপনার পছন্দের পণ্যটি ওপেন করে সেটার কাস্টমার রিভিউ এবং রেটিং দেখুন । কোন পণ্যের ক্রয় কৃত কাস্টমার রেটিং ভালো হলে অর্ডার কনফার্ম করুন। এতে করে আপনি অরিজিনাল অথেন্টিক পণ্য পাবেন।দারাজ থেকে দু’টি পদ্ধতিতে আপনি পণ্য কেনা যায়।
প্রথমত হল দারাজ অ্যাপ এবং দ্বিতীয়ত হল দারাজ ওয়েবসাইট ব্যবহার করে। আর দারাজ থেকে পণ্য কেনার পূর্বে আপনাকে একটি দারাজ একাউন্ট করে নিতে হবে। আপনি গুগল প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে পারেন অথবা www.daraz.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
দারাজ অ্যাপ ব্যবহার করে পণ্য কেনার নিয়ম
১,দারাজে অর্ডার করার নিয়ম
- প্রথমে দারাজ অ্যাপ টি ওপেন করে অ্যাকাউন্ট সেকশনে যান। এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন।
২,পন্য বাছাই করুন
দারাজ থেকে পণ্য কেনার জন্য দারাজ অ্যাপ সার্চ বক্স থেকে প্রয়োজনীয় পণ্য সার্চ করুন। নির্দিষ্ট পণ্যের উপর টাচ করে Buy Now ক্লিক করুন। আপনি চাইলে পরবর্তীতে একাধিক পণ্য একসাথে অর্ডার করার জন্য অথবা পরবর্তীতে পণ্যটি ক্রয় করার জন্য Add To Cart ক্লিক করে রাখতে পারেন।আপনি যখন daraz online shopping bd থেকে ।
কোন পণ্য Buy Now ক্লিক করবেন তখন আপনাকে পণ্যের রং এবং সাইজ তারপর ঠিক কতটি পণ্য কিনতে চাচ্ছেন সেই তথ্য প্রদান করতে হবে। সবশেষে Buy Now ক্লিক করলে নিচের ছবির মত একটি ইন্টারফেস আপনাকে দেখানো হবে।
৩,চেকআউট করুন
প্রথমে আপনার নামের পাশে আপনার পন্য কোন জায়গায় পেতে চান সেই লোকেশন দিতে হবে। এজন্য লোকেশন আইকন এর পাশে Edit অপশনে ক্লিক করতে হবে.। এরপরে Add Address ক্লিক করতে হবে।নতুন পেজে আপনার ব্যক্তিগত সব তথ্য যেমন আপনার নাম মোবাইল নাম্বার রিজিওন বা বিভাগ আপনার উপজেলা এবং উপজেলা ।পর্যায়ে দারাজ কুরিয়ার পয়েন্ট সিলেক্ট করে দিবেন।অ্যাড্রেস বক্সে আপনি ঠিক কোন জায়গায় বসে পণ্যটি হাতে পেতে চান অর্থাৎ কুরিয়ার এর লোকজন আপনাকে আপনার ফোনের ঠিক কোন জায়গায় পৌঁছে দেবে সেই জায়গার নাম দিতে হবে জায়গার নামটা অবশ্যই ইংরেজিতে লিখে দেবেন।
অ্যাড্রেস গুলোকে Home সিলেক্ট করার পরে নেক্সট ক্লিক করবেন
এরপরে আপনার মোবাইল নাম্বার এবং নিচে ইমেইল বক্সে আপনার একটি ইমেইল এড্রেস দিবেন যেটাতে আপনার অর্ডার সংক্রান্ত বিভিন্ন মেসেজ পাবেন
৪,প্রোমো কোড ব্যবহার করুন
আপনি যদি দারাজ অ্যাপ থেকে একদম নতুন একজন কাস্টোমার হয়ে থাকেন তাহলে ডিফল্ট ভাবে আপনার জন্য যেকোনো পণ্যের উপর 25% ডিসকাউন্ট ধরা হবে অথবা আপনার হাতে কোন প্রোমো কোড থাকলে আপনি সেটি প্রোমো কোড বক্সে পেস্ট করে Apply করতে পারেন । এতে করে আপনার পণ্যের উপর নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবেন। daraz online shopping bd বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পেইনের বিভিন্ন প্রোমো কোড দেয়া হয় সে প্রোমো কোড গুলো আপনার দারাজের থেকেই পেয়ে যাবেন অথবা তাদের অফিসিয়াল মিডিয়াগুলো থেকেই পেয়ে যাবেন সেখান থেকে কালেক্ট করে আপনারা দারাজের বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন কমিশন পেতে পারেন।
৫,দারাজে অর্ডার নিশ্চিতকরণ
দারাজ থেকে প্রয়োজনীয় পণ্য বাছাই করে চেক-আউট পেইজে বিলিং এড্রেস এবং ইমেইল ইনফর্মেশন দেওয়ার পরে পণ্যটি কেনার জন্য Proceed To Pay ক্লিক করতে হবে। নিশ্চিত করার জন্য আপনি আপনার বিকাশ একাউন্ট ব্যবহার করে পণ্যের অগ্রিম টাকা পরিশোধ করতে পারেন। অথবা আপনি চাইলে পণ্য হাতে পাওয়ার পর টাকা প্রদান করতে পারেন ।এই জন্য পেমেন্ট পেইজের Cash On Delivery লেখার উপর ক্লিক করুন এবং কনফার্ম করে আপনার অর্ডারটি কমপ্লিট করুন।দারাজ থেকে পণ্য ডেলিভারি তারিখ আপনাকে অর্ডার কনফার্ম হওয়ার পর তারা জানিয়ে দেবে। সাধারণ অভ্যন্তরীণ রুটে যেকোনো পণ্য ডেলিভারি হতে পাঁচ থেকে সাত দিন সময় লেগে থাকে।শহরের কুরিয়ার সার্ভিস গুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 দিন সময় লাগে ।
দারাজে পণ্য রিটার্ন করার নিয়ম
- প্রথমে দারাজ অ্যাপে চলে যান। হোমপেজ থেকে নিচের দিকে মাই একাউন্ট অপশনটিকে ট্যাপ করুন।
- এবার My Order থেকে View all অপশনে ট্যাপ করলে এ পর্যন্ত যতগুলো প্রডাক্টের অর্ডার করেছেন সেগুলোর সবগুলোকেই আপনি দেখতে পাবেন।
- এখান থেকে যে প্রডাক্টটি রির্টান করতে চান সেটার উপর ট্যাপ করুন। এখানে রিভিউ এবং রির্টান দুটি আলাদা অপশন পাবেন।
- দারাজের রির্টান পলিসি হলো ৭ দিনের মধ্যে আপনাকে পণ্য রির্টান করতে হবে । ৭ দিন পর যদি এখানে যান তাহলে দেখবেন যে এই রির্টান বাটনটি আর পাবেন না। রির্টানে ট্যাপ করুন।
- রির্টানে ট্যাপ করার পর দেখবেন যে কারণ দেখানোর জন্য অনেকগুলো অপশন চলে এসেছে। লিস্ট থেকে একটি উপযুক্ত অপশন সিলেক্ট করুন। এবার এডিশনাল কমেন্টে প্রডাক্টটি সম্পর্কে সেলার কে কোনো অভিযোগ থাকলে এখানে জানাতে পারবেন।
- এবার আপনাকে ড্রপ অফ পয়েন্ট থাকবে। এখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোথায় আপনি পণ্যটি ড্রপ করবেন।
- তারপর সবার নিচে সাবমিট বাটনে ট্যাপ করে রিটার্ন অর্ডারটি সাবমিট করে দিন।
- এবার রিটার্ন মেথট চলে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে রির্টান টাকাটি আপনি কিভাবে নিতে চান। এখানে দুটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে ব্যাংক টান্সফার আরেকটি হচ্ছে ভাউচার। আপনি যদি পণ্যটি বিকাশ, ক্রেডিট কার্ড ইত্যাদি দিয়ে কিনে থাকেন তাহলে Bank Transfer অপশনটি সিলেক্ট করুন। ব্যাংক ট্রান্সফারে রির্টানের টাকা পেতে ৭ দিনের মতো সময় লাগতে পারে । ভাউচার সিলেক্ট করলে ৩ কার্য দিবসের মধ্যে আপনার দারাজ অ্যাপে পেয়ে যাবেন।
দারাজে ডেলিভারি চার্জ কত
দরজা এর পণ্য ডেলিভারি চার্জ নিয়ে আমরা অনেকটা কনফিউশনে থাকি।মূলত আপনার পণ্য ক্রয় করার উপর ডেলিভারি চার্জ চার্জ নির্ভর করে।দারাজের কিছু আলাদা আলাদা সেলস ম্যান আছে। মানে ভিন্ন ভিন্ন দোকান যেমন হয় ঠিক তেমনি দারাজের কিছু আলাদা আলাদা সেলার পয়েন্ট ও গাড়ি রয়েছে।দারাজের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ডেলিভারি ।চার্জ মূলত ঢাকার ভিতরে ৭০ টাকা ।আর ঢাকার বাইরে যে কোন জেলায় ১৫০ টাকা করে ডেলিভারি চার্জ দিতে হয়।আর আন্তর্জাতিক প্রোডাক্ট এর ক্ষেত্রে চার্জ অনেকটা বেশি পরে এটা দারাজ এর উপর নির্ভর করে।
FAQ:
আশা করছি দারাজ থেকে পণ্য কেনার নিয়ম-দারাজ অনলাইন শপিং বাংলাদেশ ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url