গ্রামীন এমবি অফার ৩০ দিনের-জিপি ইন্টারনেট অফার কোড

প্রিয় পাঠক সকল মোবাইল ফোন অপারেটর ইন্টারনেট প্যাকেজে পরিবর্তন নিয়ে এসেছে তার ধারাবাহিকতা গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজে বিভিন্ন মূল পরিবর্তন করেছে। এই পোস্টে জানাবো জিপি ইন্টারনেট অফার সম্পর্কিত বিস্তারিত এবং জিপি ইন্টারনেট অফার কোড যা থেকে আপনি গ্রামীন এমবি অফার কিনতে পারবেন।
গ্রামীন এমবি অফার ৩০ দিনের-জিপি ইন্টারনেট অফার কোড

ভূমিকা

স্বাভাবিক দুনিয়ার বাইরেও আরেকটি দুনিয়া আছে যার নাম হচ্ছে ইন্টারনেটের দুনিয়া। এই ইন্টারনেটের দুনিয়ার এক্সেস পাওয়ার জন্য প্রয়োজন একটি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারের এবং সেই সঙ্গে ইন্টারনেট সংযোগের।এখন শহরে ঘরে ঘরে ওয়াইফাই WiFi চলে আসলেও গ্রামাঞ্চলে সেভাবে ওয়াইফাই পাওয়া যায় না। তাছাড়া ওয়াইফাই শুধু ঘড়েই চালাতে হয় আর এমবি কিনলে আপনি তা যেখানে খুশি সেখানেই ব্যবহার করতে পারবেন।

জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম কি

  • জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম হলো *121*1*3# বা জানুন জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম।

গ্রামীন সিমের ৩০ দিনের সব ইন্টারনেটের অফার গুলো এক নজরে দেখে নিন 

Data (MB/GB)Price (Taka)USSD/Activation CodeValidity (Days)
200 MB88 Taka*121*3408#30 Days
450 MB108 Taka*121*3412#30 Days
512 MB126 Taka*121*3397#30 Days
1 GB143 Taka*121*3358#30 Days
2 GB209 Taka*121*3422#30 Days
1.5 GB211 Taka*121*3418#30 Days
3.5 GB249 Taka*121*3426#30 Days
4 GB299 Taka*121*3426#30 Days
4.5 GB319 Taka*121*3458#30 Days
8 GB349 Taka*121*3474#30 Days
200 GB1999 Taka*121*3438#30 Days
  • 10 GB(8GB+2GB 4G399 Taka*121*3392#30 Days
  • 18 GB 448 Taka *121*3442# 30 Days
  • 20 GB 499 Taka *121*3435# 30 Days
  • 25 GB 649 Taka *121*3393# 30 Days
  • 45 GB 599 Taka *121*3439# 30 Days
  • 50 GB 998 Taka *121*3394# 30 Days
  • 80 GB 999 Taka *121*3249# 30 Days
  • 100 GB 1499 Taka *121*3437# 30 Days
  • 200 GB 1999 Taka *121*3438# 30 Days
গ্রামীন সিমে ডাটা ব্যবহারের সবচেয়ে সুবিধা হল গ্রামীনফোনে নেটওয়ার্ক শক্তিশালী এবং সারা দেশব্যাপী বিস্তৃত । অনেক প্রত্যন্ত অঞ্চলে ও গ্রামীণফোনের 4G নেটওয়ার্ক এখন সহজেই পাওয়া যায়
তাই ইন্টারনেট ব্যবহারের জন্য সকলে গ্রামীণফোন সিম ব্যবহার করতে পছন্দ করেন । এছাড়াও গ্রামীণফোনে কথা বলাও অনেক সুবিধা ।

গ্রামীণফোনের নেটওয়ার্ক শক্তিশালী এবং দেশব্যাপী বিস্তৃত ।তাই অনেকক্ষণ কথা বলার জন্য মিনিট কিনে নিতে পারেন । এজন্য এই পোস্টটি পড়তে পারেন ।গ্রামীনফোনের ইন্টারনেটের দাম অন্যান্য অপারেটর গুলোর মতই ।গ্রামীণফোনের প্রতিটি সিমের অফার আলাদা আলাদা করে নিজস্ব কিছু অফার থাকে । যা আপনি ওই সিমে মেসেজের মাধ্যমে পেতে পারেন ।

এছাড়া My GP অ্যাপের মাধ্যমে ওই সিমের জন্য স্পেশাল অফার গুলো দেখতে পারেন ।এখানের ছকে দেওয়া অফার গুলো সকল সিমের জন্য প্রযোজ্য ।এগুলো আপনি আপনার যে কোন গ্রামীণ সিমে ব্যবহার করতে পারেন ।এছাড়াও গ্রামীণফোনের নতুন সিমের জন্য আলাদা অফার । কিংবা GPstar সিম গুলোর জন্য আলাদা আলাদা রয়েছে ।আসুন কয়েকটি অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেই ।

জিপি ইন্টারনেট ৭ দিন মেয়াদ

জিপি সিমে ৭ দিন মেয়াদের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ রয়েছে। আপনার পছন্দ মত ৭ দিন মেয়াদের ইন্টারনেট কিনতে পারবেন। গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ ও একটিভেশন কোড সমূহ নিম্নে দেখুনঃ২২ জিবি প্যাক (১৫ জিবি+ ৭ জিবি বোনাস) দাম ২৪৯ টাকা।
 কেনার জন্য ডায়াল করুন *121*3425#
  • ২ জিবি প্যাক (১ জিবি+১ জিবি বোনাস) দাম ৬৯ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3069#
  • ৩ জিবি প্যাক (২ জিবি+ ১ জিবি বোনাস) দাম ৯৮ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3098#
  • ১ জিবি প্যাক (২০০ এমবি + ৮২৪ এমবি বোনাস) দাম ৪৮ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3048#
  • ৫ জিবি প্যাক (৩ জিবি+২ জিবি বোনাস) দাম ১৪৮ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3148#
  • ৭ জিবি প্যাক (৫ জিবি+ ২ জিবি বোনাস) দাম ১৬৯ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3057#
  • ৩০০ এমবি প্যাক (১০০ এমবি + ২০০ এমবি বোনাস) মূল্য ২৯ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3029#
  • ১২ জিবি প্যাক (১০ জিবি+২ জিবি বোনাস) দাম ১৯৮ টাকা। কেনার জন্য ডায়াল করুন *121*3286#
  • একজন গ্রাহক যতবার খুশি এই প্যাক গুলো কিনতে পারবে। জিপি ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *121*1*4#

১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন

গ্রামীনফোনে সব থেকে জনপ্রিয় অফার হচ্ছে ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন, শুরুতেই বলে রাখি এই অফারটি সবার জন্য প্রযোজ্য নয়। আপনার সিম ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন এই অফারটি প্রযোজ্য নয় কি এটা চেক করে নিন।
  1. ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন এটি চেক করার জন্য আপনাকে *121*5453# ডায়াল করতে হবে।১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন এই অফারটি যদি আপনার জন্য প্রযোজ্য হয়, তাহলে আপনি সরাসরি এই কোডটি ডায়াল করে কিনতে পারবেন।
  2. 10GB 100 BDT 30 Day *121*5453#
গ্রামীণফোন/জিপি সিমে ২.৭৪ টাকায় ৫ এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ২.৭৪ টাকায় ৫ এমবি কেনার কোড হচ্ছে *121*3002#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৮ টাকায় ৫১২ এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ২৮ টাকায় ৫১২ এমবি কেনার কোড হচ্ছে *121*3256#। এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৭ টাকায় ৫০০ এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৩৭ টাকায় ৫০০ এমবি কেনার কোড হচ্ছে *121*3083#। এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ১৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3234# । এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৮ ঘণ্টা।
গ্রামীণফোন/জিপি সিমে ২১ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ২১ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5097# । এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৭ টাকায় ১ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ২৭ টাকায় ১ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5037# বা *121*5299#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ৭৫০ এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ৭৫০ এমবি কেনার কোড হচ্ছে *121*3366#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড [৫১২ + ৫১২ এমবি 4G] ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৩৮ টাকায় ১ জিবি এমবি কেনার কোড [৫১২ + ৫১২ এমবি 4G] হচ্ছে *121*3366#। এবং এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৮৪ টাকায় ৫ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৮৪ টাকায় ৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*3100#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৫১ টাকায় ৩ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৫১ টাকায় ৩ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5071#। এই অফারটির হচ্ছে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১১৫ টাকায় ৮ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ১১৫ টাকায় ৮ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5072#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৩০০ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৩০০ টাকায় ২৫ জিবি এমবি কেনার কোড হচ্ছে *121*5145#। এই অফারটির মেয়াদ হচ্ছে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৯৮ টাকায় ৩ জিবি এমবি কেনার নিয়ম ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৯৮ টাকায় ৩ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ১৯৮ টাকায় ১৫ জিবি এমবি কেনার নিয়ম ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ১৯৮ টাকায় ১৫ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ২৮৯ টাকায় ৪০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ২৮৯ টাকায় ৪০ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৭ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৪৯৯ টাকায় ২০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৪৯৯ টাকায় ২০ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৬৯৯ টাকায় ৫০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৬৯৯ টাকায় ৫০ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।
গ্রামীণফোন/জিপি সিমে ৮৯৯ টাকায় ৮০ জিবি এমবি কেনার নিয়ম ২০২৪
  • গ্রামীণফোন/জিপি সিমে ৮৯৯ টাকায় ৮০ জিবি এমবি কেনার জন্য আপনাকে মাই জিপি এপ অথাবা গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘ইন্টারনেট প্যাকেজ’ অপশন থেকে কিনতে হবে। এই অফারটির মেয়াদ থাকবে ৩০ দিন।

উপসংহার

আশা করছি গ্রামীন এমবি অফার ৩০ দিনের-জিপি ইন্টারনেট অফার কোড ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url