বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা - নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

প্রিয় পাঠক নিজের বিয়ের ফিরে আসা দিনটি নিয়ে কে না ফেসবুকে পোস্ট করতে চায় বলুন । আপনাদের সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি আপনার প্রিয় মানুষটির সাথে বিহাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস । দুজনের আগ্রহ থাকায় সসামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে পরিবারের সমতিতে আপনাদের বিবাহ হয়েছে ।সেই বিয়ের দিনকে আপনি স্বরনিয় করে রাখার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিবেন ।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা - নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

ভূমিকা 

নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস বাংলা ইসলামিক শুভেচ্ছা কিংবা আজ আমাদের শুভ বিবাহ বার্ষিকী এই উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে লেখা পোস্ট করতে চান কিন্তু আপনার হাতে একদম সময় না থাকার জন্য কিছু লিখতে পারছেন না । আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন । এখানে আপনি আপনার মনের মত স্ট্যাটাস গুলো পেয়ে যাবে যে গুলো আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন ।

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

  1. তোমার চোখের দিকে তাকালে, আজও মনে হয় প্রথম দেখার মতো। তোমার প্রেমে আমি চিরবিদ্ধ। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়তমা!
  2. তুমি আমার স্বপ্নের রাজকন্যা। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত এক রূপকথার মতো। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়!
  3. তুমি আমার হৃদয়ের রাণী। তোমার ভালোবাসায় আমি ভেসে যাই। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার জানপাখি।
  4. শুরুতেই তোমাকে জানাই আমাদের বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার জীবনের আলো, তোমাকে ছাড়া আমার জীবন অন্ধকার। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়জন।
  5. আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিও প্রিয়। তুমি আমার প্রেমের গান। তোমার সাথে থাকার প্রতিটি মুহূর্ত মধুর। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়!
  6. আমরা একসাথে হেসেছি, কেঁদেছি, আনন্দ করেছি, দুঃখ পেয়েছি। সাফল্যের শীর্ষে উঠেছি, ব্যর্থতার তলানিতেও গিয়েছি। কিন্তু সবকিছুর মাঝেও, আমরা একে অপরের পাশে ছিলাম, একে অপরকে ধরে রেখেছিলাম। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়।
  7. চিনিনা জানিনা অচেনা একজনকে বিয়ে করে,,,
  8. আজকের এই দিনেই, আমার জীবনের মূল্যবান উপহার হিসেবে পেয়েছিলাম।
  9. তাই আজকের এই দিনটি আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে।
  10. এতো বছর একসাথে কাটানোর পরও, আমরা এখনও একে অপরের স্নায়ুতে খেলতে পারি। তুমি আমার সেরা বন্ধু, এমনকি যখন আমরা একে অপরের সাথে ঝগড়া করি। আজীবন এভাবে থাকতে চাই। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়।
  11. বিবাহের এতো বছর পরও, আমরা এখনও একে অপরের রসিকতা বুঝতে পারি না। তবুও, আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়!
  12. শুরুতেই আমাদের বিবাহ বার্ষিক শুভেচ্ছা নিও প্রিয়। বিবাহের এতো বছর পরও, আমরা এখনও ডেটিং করতে যাই। কারণ, আমরা জানি যে রোমান্স কখনই বন্ধ হওয়া উচিত নয়। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়!
  13. তুমি আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। তোমার সাথে থাকার প্রতিটি মুহূর্ত এক রোমাঞ্চকর যাত্রা। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার সঙ্গী!
  14. আমি কখনই তোমাকে সম্পূর্ণরূপে বুঝতে পারব না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় রহস্য। তবুও আমি তোমাকে ভালোবাসি। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়তম।
  15. আমরা দুইজন একে অপরের সবচেয়ে বড় বন্ধু। তোমার সাথে থাকার প্রতিটি মুহূর্ত আমার জন্য সেরা মূহুর্ত। আমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, আমার প্রিয়।

নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস

  • জীবনের অনেকগুলো বসন্ত আমি একা একা পার করে এসেছি। আজকে আমার এই বিবাহবার্ষিকীতে আমার প্রতিটি মুহূর্তই যেন বসন্ত।
  • যেদিন থেকে আমার জীবনসঙ্গিনী আমার হাতে হাত রেখেছে‌। আজকে বিবাহ বার্ষিকীর দিন পর্যন্ত সে আমার সমস্ত সুখের কারণ হয়ে উঠেছে।
  •  আমরা কতটুকু আদর্শ দম্পতি হতে পেরেছি সেটা জানি না। তবে আমার বিবাহ বার্ষিকীতে আমি এটুকু বলতে পারি যে, আমরা সর্বোচ্চ সুখী হওয়ার চেষ্টা করবো।
  • আমাদের বিবাহের সেই দিনের প্রতিটি মুহূর্ত আজও আমার স্মৃতিতে ভাসে। তোমার সাথে কাটানো প্রতিটি দিনই যেন এক একটি অমূল্য রত্ন। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়তমা।
  • বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচি তোমার হাত ছাড়বো না। আমাদের ভালোবাসার সম্পর্কটি চিরন্তন হয়ে থাকুক।
  • তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আনন্দময়। বিবাহ বার্ষিকীতে আমাদের ভালোবাসার গভীরতা ও বন্ধন আরও শক্তিশালী হোক। শুভ বিবাহ বার্ষিকী!
  • আমাদের বিবাহ বার্ষিকীতে মনে পড়ছে, সেই প্রথম দিনটি যখন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম একসাথে থাকার। সেই প্রতিজ্ঞা আজও মনের গভীরে বেঁচে আছে।
  • বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে জানাতে চাই, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তোমার সাথে কাটানো প্রতিটি দিনই আমার জন্য সুখের।
  • আজকের দিনটি শুধু আমাদের। বিবাহ বার্ষিকীতে আমাদের প্রতিটি মুহূর্তই যেন সুখের হয়ে থাকে। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়!
  • জীবনের প্রতিটি বিবাহ বার্ষিকীতেই আমি তোমাকে প্রথম দিনের মতোই ভালোবাসা উপহার দিতে চাই। এই বিবাহ বার্ষিকী শুধু আমার একার নয় তোমারও।

স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা

  1. এক স্মরণীয় দিনে স্বামী হিসেবে এবং তোমাকে সহযোগী হিসেবে পেয়েছিলাম। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয় মানুষ।
  2. তোমাকে পেয়ে আমিও একইভাবে ধন্য হয়েছিলাম। এভাবেই সারা জীবন চুপটি করে আমার পাশে থেকো, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
  3. একজন স্ত্রী হিসেবে তোমার মত স্বামী পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। তোমাকে নিয়ে আমি আরও বেশি সুখী হওয়ার চেষ্টা করব, শুভ বিবাহ বার্ষিকী।
  4. প্রিয় হাবি, তোমার ঔ ছুটে চলা ফাগুনের মাতাল হওয়ার মতই দুরন্ত। আমাকে আরো প্রাণবন্ত করে দিও, তুমি বিবাহ বার্ষিকীতে এই কামনা রইল।
  5. আমার হৃদয়ের আঙিনায় আশার প্রদীপ বিছিয়ে তোমাকে গ্রহণ করে নিয়েছিলাম। তুমিও ভালোবাসায় জড়িয়ে নিও আমাকে, আজ আমাদের বিবাহ বার্ষিকী প্রিয়তম।
  6. ভালোবাসার মুকুট পড়ে তুমি আমার হৃদয়ের অধিরাজ হয়ে বসে আছো প্রিয় হাবি। প্রতি টা মুহূর্তে আমাকে অধিকার করে নিও, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  7. নিজেকে কখনো একা ভেবোনা আমার প্রিয় হাজবেন্ড। ‌ আমি ছায়ার মতো তোমার পাশে আছি আর থাকতে চাই, বিবাহ বার্ষিকীর অভিনন্দন জানাই তোমায়।
  8. কতশত হাজার মানুষের ভীড়ে আমি তোমাকে পেয়েছিলাম। সেই মুহূর্তটা আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকুক, আমাদের প্রতিটি সময় যেন হোক এই বিবাহ বার্ষিকীর মতই প্রাণবন্ত।
  9. প্রিয় স্বামী, আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। শুভ বিবাহ বার্ষিকী!
  10. আমাদের ভালোবাসার যাত্রা আজকের দিনে শুরু হয়েছিল। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয় স্বামী!
  11. শুভ বিবাহ বার্ষিকী! তোমার ভালোবাসায় আমার জীবন পূর্ণ হয়েছে। সবসময় এমনই পাশে থেকো।
  12. আজকের এই বিশেষ দিনে তোমাকে জানাই অনেক ভালোবাসা। শুভ বিবাহ বার্ষিকী, প্রিয়
  13. স্বামী-স্ত্রী হিসেবে এই পৃথিবীতে যত প্রকার ভাবে সুখী হওয়া যায়, ঠিক তত প্রকার ভাবেই আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই। বিবাহ বার্ষিকীর অভিনন্দন রইল।
  14. পায়ে পায়ে কত পথ দুজনের। আমি তোমার হাত ধরে এভাবেই সারা জীবন একসাথে হাঁটতে চাই, শুভ বিবাহ বার্ষিকী।
  15. অপার ভালবাসার বিনিময়ে আমি তোমার কাছ থেকে হাজার মুহূর্ত ছিনিয়ে নিতে চাই। এভাবেই ভালোবাসায় জড়িয়ে দিও আমাকে, বিবাহ বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা প্রিয় হাবি।
  16. আমাদের এই প্রথম বিবাহ বার্ষিকীতে তোমার আমার প্রেম এবং বিয়ে একসাথে এগোচ্ছে। এভাবেই চলতে থাকুক এটাই আমার পক্ষ থেকে তোমার জন্য আশীর্বাদ।
  17. তুমি বিহীন আমার এ জীবন আমি কল্পনাও করতে পারি না। তাই আমাকে পাশে নিয়েই বাকিটা সময় তুমি এগিয়ে যেও প্রিয় মানুষ আমার।
  18. সার্বজনীনভাবে আমি তোমাকে ভালোবাসায় সিক্ত করতে চাই। একটু সুযোগ দিও আর একটু অপেক্ষা করো, শুভ বিবাহ বার্ষিকী।

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা 

  • বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে। আজকের এই দিনটিতে তুমি আমার স্ত্রী রূপে আমার জীবনে প্রবেশ করেছিলে।
  • তুমি কি জানো এই কয়েক বছরে তুমি আমার জীবনের কতটুকু অংশ দখল করে নিয়েছো? শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা।
  • তোমার সাথে সারাটা জীবন কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সারাটা জীবন চলতে চাই। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
  • আজকে আমাদের বিবাহ বার্ষিকী। শুধু একজন স্ত্রী হিসেবে নয় বরং আমি তোমাকে আমার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পেয়েছি।
  • তোমার যত্ন কেয়ারিং আর ভালোবাসা দিয়ে এতদিন আমাকে আগলে রেখেছো। এভাবেই সারা জীবন আগলে রেখো, শুভ বিবাহ বার্ষিকী।
  • তোমাকে আমি কতটা চাই তা বলার ভাষা নেই আমার। আমার এই অব্যক্ত ভালবাসা কিন্তু গ্রহণ করো প্রিয়তমা, শুভ বিবাহ বার্ষিকী।
  • এই বিবাহ বার্ষিকীতে তোমার সবটুকু অভিযোগ আমার কাছে অনুযোগ হিসেবে পেশ করো। আমি তোমার সব অভিযোগ মাথা পেতে নেব প্রিয়তমা।
  • তুমি রাগ আর অভিমান যাই করো না কেন, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা স্ত্রী।
  • আমার সমস্ত দায়বদ্ধতা ঘিরে ভালোবাসা বিচরণ করে। আর সেটা তোমাকে ঘিরেই করে, শুভ বিবাহ বার্ষিকী।
  •  তারপর তুমি একদিন দখিনা হাওয়া হয়ে আমার জীবনে এলে, সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। তাই আমার সেরা মানুষটিকে আমি জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • তুমি হয়তো জানো না তুমি কতবার আমার এ হৃদয়ে ছুঁয়ে গেছো। ও আমার প্রিয়তমা স্ত্রী আজ আমাদের বিবাহ বার্ষিকী।
  • তোমার ঔ চোখে চোখ রেখেই না হয় আরো এক পলক, আরো এক যুগ কাটিয়ে দিবো। দীর্ঘ বিবাহিত জীবনের কামনায় বিবাহ বার্ষিকীর অভিবাদন রইলো তোমার জন্য।

১ম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা

  1. ১ম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভকামনা রইল। তুমি আমার জীবনের সেরা জীবন সঙ্গী। তোমার সাথে একটি বছর সুন্দর ভাবে পার করতে পেরে আমি অনেক আনন্দিত।
  2. আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমাকে বলতে চাই, তুমি আমার জীবনের সবচেয়ে সেরা একজন মানুষ। তোমার সাথে সারা জীবন এভাবেই কাটাতে চাই আমি। শুভ বিবাহ বার্ষিকী।
  3. আমাদের প্রথম বিবাহ বার্ষিকী শুভ হোক। আমরা একত্রিতভাবে একটি চমৎকার বছর পার করেছি। আগামী বছরগুলো এভাবে পার করার অপেক্ষায় আছি।
  4. প্রথম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বছরটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা বছর।
  5. শুভ প্রথম বার্ষিকী প্রিয়তমা। তোমার সাথে আমি আরো সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করতে এবং বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার অপেক্ষায় থাকবো চিরদিন।
  6. শুভ প্রথম বিবাহ বার্ষিকী লাভ বার্ডস। তোমাদের জীবনে একসাথে হাসি, ভালোবাসা, এবং প্রচুর আনন্দে ভরে উঠুক।
  7. তোমার বিবাহিত প্রথম বছরের অনেক অনেক অভিনন্দন। তোমাদের প্রেমের গল্প রূপকথার গল্পের মত প্রেম এবং সুখে ভরা। সুখে থাকো সারা জীবন
  8. তোমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে অনেক অভিনন্দন। গত একটি বছর তোমাদের ভালবাসা দেখে অনেক আনন্দিত আমি। এভাবে ভালোবাসা দিয়ে ভরে থাক তোমাদের সারাটা জীবন।
  9. তোমার সাথে একটি বছর প্রেম ও আনন্দে ভরা জীবন কাটিয়েছি। আশা করি প্রতিটি দম্পতি এভাবে তাদের দাম্পত্য জীবন কাটাতে পারবে।
  10. আমার প্রিয় মানুষটিকে যেন শুভ প্রথম বিবাহ বার্ষিকী। তোমার সাথে আমার কাটানো একটি বছর সত্যিই খুব আনন্দের ছিল। শুভ বিবাহ বার্ষিক

২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস

  • দ্বিতীয় বিবাহ বার্ষিকীর হাজারো ফুলেল ও শুভেচ্ছা রইল তোমার জন্য। কারণ তুমি আমার জীবনকে হাজারো ফুলের সমারোহে এক বাগান তৈরি করে দিয়েছো।
  • তোমার আমার দ্বিতীয় বিবাহ বার্ষিকী তে এই কামনা থাকবে। তোমার আমার সম্পর্কটা যেন অটুট বিশ্বাস আর অঢেল ভালোবাসায় পরিপূর্ণ হয়।
  • দেখো কিভাবে যেন আমাদের বিয়ের দুইটি বছর পার হয়ে গেল। আজকের এই দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে আমি যেন তোমাকে একেক মুহূর্তে এক এক রূপে আবিস্কার করছি।
  • তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি আমার জীবনে এসেছো। শুভ দ্বিতীয় বিবাহ বার্ষিকী আমার হাবি, তোমার হাত ছুঁয়ে আমি তোমার হৃদয় স্পর্শ করতে চাই।
  • সৃষ্টিকর্তার পক্ষ হতে তুমি যেন আমার জন্য এক আশ্চর্য প্রদীপ। বিয়ের দুই বছর পর্যন্ত তুমি আমার জীবনকে আলোকিত করছ, এভাবেই তুমি সারা জীবন আমার হৃদয়ের প্রদীপ হয়ে থেকো।
  • আমিও মাঝে মাঝে তোমার ভালোবাসার কাছে বিলীন হয়ে যাই। যদি খুঁজে পাও তাহলে আরো কাছে টেনে নিও, দ্বিতীয় বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভকামনা।
  • দুইটি বছর ঘুরে আমরা দুটি মানুষ ডাবল হয়ে গেছি। আমরা যেন পৃথিবীর অন্যতম সুখী পরিবারের একজন হই, দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  • সম্পর্ক যখন ভালোবাসার, তখন দ্বিতীয় বিবাহ বার্ষিকীও যেন প্রথম মুহুর্তের মতোই সুন্দর। দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে বছর হোক না কেন আমি তোমারি হয়ে থাকবো।
  • শুভ দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আমার প্রিয় মিত্র। তোমার সরলতা এবং স্নিগ্ধতার আবেশে এভাবে জড়িয়ে রেখো আমাকে।
  • সম্পূর্ণ অচেনা এক তোমাকে নিয়ে জীবন শুরু করেছিলাম। অথচ আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, আজ তুমি আমার কাছে সবচেয়ে চিরচেনা আর প্রিয়জন।

৩য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস

  1. আমাদের এই তৃতীয় বিবাহ বার্ষিকীতে আমি শুধু তোমাকে তিনটি কথা বলতে চাই। ভালোবাসি তোমাকে, ভালো থাকো তুমি, ভালো রেখো আমাকে।
  2. আমাদের বিবাহের তৃতীয় বর্ষ অনুযায়ী তুমিও আমাকে ত্রিমাত্রিক ভাবে ভালবাসবে। এবং শেষ পর্যন্ত যে ভালবাসায় সব মাত্রা ছাড়িয়ে যাবে।
  3. শুভ হোক তোমার আমার প্রতিটি আগামী মুহূর্ত, শুভ হোক সবটা। তৃতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা থাকলো তোমাকে।
  4. আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তোলার চেষ্টা করবো। ৩য় বিবাহ বার্ষিকীতে এই কামনা থাকবে।
  5. চায়ের সাথে চিনির মতো ই তুমি আমার শক্তি হয়ে থাকো সারাজীবন। বিবাহ বার্ষিকীর ৩য় বছরের শুভেচ্ছা।
  6. শুভ তৃতীয় বিবাহ বার্ষিকী আমার জান। আমাকে অধিকার করে নিও, আর অনুযোগে বেঁধে রেখ। ‌
  7. তুমি আমার জীবন ঠিক সেই মুহূর্তে এসেছিল, যখন আমার জীবনে বিরহ নীলে নীলে বাসা বেঁধেছিল। ৩য় বিবাহ বার্ষিকীতে তোমার কাছে এটুকুই চাইবো যে, আমার এই ছোট্ট নীড়ে সাজিয়ে গুছিয়ে থেকো তুমি।
  8. তোমার ভালোবাসার প্রদীপ হাতে আমি হাজারো অন্ধকার দূর করে পাড়ি দেবো এক সুখের গন্তব্যে। তুমি শুধু আমার হাতটা ধরে থেকো, শুভ তৃতীয় বিবাহ বার্ষিকী আমার অর্ধাঙ্গিনী।
  9. আমাদের বিয়ের এই তিন বছরে আমি তোমার কাছে নিজেকে এক ছোট্ট প্রজাপতির মতোই ডানা মেলে ধরেছিলাম। তুমি শুধু আমাকে একটু আলতো করে ধরে রেখো, তৃতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
  10. আজ আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী তুমি শুধু সন্ধ্যায় একটু সময় আমাকে দিও। আর এটুকুই হবে আমার জন্য শ্রেষ্ঠ উপহার।

৪র্থ বিবাহ বার্ষিকী স্ট্যাটাস 

  • আমাদের বিবাহের চতুর্থ বার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আরেকটা অনুগ্রহ চেয়ে নিতে চাই। আমি যেন এভাবেই সারা জীবন ভোর সকালে তোমার কপালে চুমু এঁকে দিতে পারি।
  • চতুর্থ বিবাহ বার্ষিকী প্রাণঢালা শুভেচ্ছা আমার প্রিয়তমা। তুমি এখনো আমার প্রিয় মুখ, প্রিয় ভালোবাসা।
  • চার বছর আগে কোন এক মুহূর্তে তোমার আমার দুর্দান্ত বিবাহিত জীবনের সূচনা ঘটেছিল। এভাবে আরও দুর্বার ছন্দে রচিত হোক তোমার আমার সুখী জীবনের গল্প।
  • চতুর্থ বিবাহ বার্ষিকীতেও আমাকে যদি জীবনসঙ্গী বাছাই করতে বলা হয়, তাহলে আমি তোমাকেই বেছে নেবো। আমি তোমাকেই আবার চেয়ে নেব নতুন কোন আয়োজনে।
  • আমাদের বিবাহের চতুর্থ বার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আরেকটা অনুগ্রহ চেয়ে নিতে চাই। আমি যেন এভাবেই সারা জীবন ভোর সকালে তোমার কপালে চুমু এঁকে দিতে পারি।
  • চতুর্থ বিবাহ বার্ষিকী প্রাণঢালা শুভেচ্ছা আমার প্রিয়তমা। তুমি এখনো আমার প্রিয় মুখ, প্রিয় ভালোবাসা।
  • চার বছর আগে কোন এক মুহূর্তে তোমার আমার দুর্দান্ত বিবাহিত জীবনের সূচনা ঘটেছিল। এভাবে আরও দুর্বার ছন্দে রচিত হোক তোমার আমার সুখী জীবনের গল্প।
  • এইতো সেদিন তুমি ধীর পায়ে হেটে আমার হৃদয়ের গভীরে এলে। আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীতেও তুমি সেই নতুন গৃহবধুর মতই প্রানোচ্ছল আর প্রাণবন্ত।
  • প্রিয়তমা শুভ বিবাহ বার্ষিকীর চতুর্থ বছরের শুভেচ্ছা। আমার সাধ তোমাকে আগলে রাখা, আমার সাধ্য তোমাকে ভালোবাসায় জড়িয়ে রাখা।
  • চতুর্থ বিবাহ বার্ষিকীতেও, ঠিক প্রথম দিনের মতই আমি আবারও তোমার প্রেমে পড়েছি। তোমাকে ভালোবেসেছি, তোমার কাছে এসেছি।

৫ম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস 

  1. প্রিয়তমা শুভ বিবাহ বার্ষিকীর চতুর্থ বছরের শুভেচ্ছা। আমার সাধ তোমাকে আগলে রাখা, আমার সাধ্য তোমাকে ভালোবাসায় জড়িয়ে রাখা।
  2. চতুর্থ বিবাহ বার্ষিকীতেও, ঠিক প্রথম দিনের মতই আমি আবারও তোমার প্রেমে পড়েছি। তোমাকে ভালোবেসেছি, তোমার কাছে এসেছি।
  3. এই ৪র্থ বিবাহ বার্ষিকীতে আমি আমাদের দাম্পত্য জীবনের দীর্ঘায়ু কামনা করি। কারণ তুমি আমার শুধুমাত্র জীবনসঙ্গী নও বরং আমার আশ্রয়স্থল।
  4. তোমাকে পেয়ে আমার এই তিয়াসী মনের বাসনা মিটে গিয়েছিল। আমাদের বিয়ের এই চতুর্থ বছরে আমি যেন ধন্য হয়েছি।
  5. আমাদের বিয়ের এই চার বছরে আমি তোমাকে বোঝার চেষ্টা করেছি, অনেক কিছু জেনেছি। জীবনের বাকি সময়গুলোতেও আমি তোমাকে এভাবেই ভালবেসে যেতে চাই, শুভ ৪র্থ বিবাহ বার্ষিকী।
  6. তুমি যেন এসেছ, দেখেছো আর জয় করে নিয়েছো আমাকে। সারা জীবন এভাবেই বিজয়ী হয়ে থাকো আমাদের দাম্পত্য জীবনে, ৫ম বার্ষিকীর অভিনন্দন।
  7. ফুলের কলির কাছে যেভাবে ভ্রমর ছুটে আসে। আমিও সেভাবেই বারবার তোমার ভালবাসায় ছুটে আসি, ৫ম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা আমার প্রিয়তমা।
  8. আমরা সেরা জুটি হতে পারব কিনা জানিনা। কিন্তু নিজেদের জন্য অবশ্যই ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করব, শুভ পঞ্চম বিবাহ বার্ষিকী।
  9. জীবনের আহ্বানে এই পাঁচ বছরে একসাথে কত পথ হেঁটে চলেছি আমরা দুজন। কখনো তুমি নিঃসঙ্গ হয়ে যেও না, শুভ পঞ্চম বিবাহ বার্ষিকী আমার অর্ধাঙ্গ।
  10. আমি ঠিক ওই সময় পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই, যখন আমাদের চোখ ঝাপসা হয়ে আসবে। তবুও শেষ পর্যন্ত পাশেই যেনো একে অপরের পাশে থাকতে পারি, শুভ পঞ্চম বিবাহ বার্ষিকী।

বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ইসলামিক

  1. আজ আবারো এক বছর পেরিয়ে গেল। আল্লাহ তোমাকে আমার জন্য রেখেছেন, এ জন্য শুকরিয়া।
  2. আল্লাহ আমাদেরকে দীর্ঘ জীবন দান করুন এবং আমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে চলুন।
  3. আজ আমাদের বিবাহের দিন। আল্লাহ আমাদেরকে সুখী ও সমৃদ্ধি দান করুন।
  4. আল্লাহ আমাদেরকে জান্নাতের সঙ্গী করে দিন।
  5. তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন বাড়ছে। আল্লাহ আমাদেরকে সুখী রাখুন।
  6. আজ আমাদের বিবাহের দিন, আল্লাহ তোমাকে আমার জন্য রেখেছেন, এ জন্য শুকরিয়া।
  7. আল্লাহ তোমাকে আমার জন্য রেখেছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
  8. তোমার সাথে জীবনটা স্বর্গের মতো। আল্লাহ আমাদেরকে সুখী রাখুন।
  9. তোমার হাসি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।
  10. আজ আমাদের বিবাহ বার্ষিকী। আল্লাহর অশেষ কৃতজ্ঞতা জানাই।
  11. আল্লাহ তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন, এ জন্য তোমার প্রতি কৃতজ্ঞ।
  12. আল্লাহ আমাদেরকে সুখী ও সমৃদ্ধি দান করুন।
  13. “আমি তোমাকে আমার জন্য একজন সৎ সঙ্গী করে দিয়েছি।” আল্কুরআন
  14. “তোমাদের মধ্যে সেরা সেই ব্যক্তি যিনি তার পরিবারের প্রতি সবচেয়ে ভালো।” হাদিস
  15. “আল্লাহ তোমাদেরকে ভালোবাসা ও করুণা দান করুন।” আমিন
  16. তোমার চোখে আমি সারা জগৎ দেখতে পাই। তোমার হাসি আমার দিনকে উজ্জ্বল করে তোলে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তুমি আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী।
  17. আজ আমাদের বিবাহ বার্ষিকী, আজ আমি তোমাকে আরো ভালোবাসি। তোমার সাথে জীবনটা অনেক সহজ। তোমার সঙ্গে আমি সব কিছু ভুলে যেতে পারি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি।
  18. তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে সুখী ও সমৃদ্ধি দান করুন।
  19. আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন। আগামী দিনগুলো আরো সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে সুখী ও সমৃদ্ধি দান করুন।
  20. আমরা সবসময় একসাথে থাকব। আমাদের ভালোবাসা চিরন্তন। আল্লাহ আমাদেরকে সুখী রাখুন।

উপসংহার

আশা করছি বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা - নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url