মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস
প্রিয় পাঠক আপনি কি ফোন নম্বরের মাধ্যমে কারও লোকেশন ট্র্যাক করতে চান? অনেকেই এই চেষ্টা করেন। কেউ কেউ আবার এই পদ্ধতি জানার জন্য গুগলেও সার্চ করেন। জানার জন্য তাই মোবাইল নাম্বার দিয়ে লোকেশন ট্রাক করার উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত পড়ুন জানতে পারবেন ।
ভূমিকা
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস বর্তমান সময়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির এমন কিছু শক্তিশালী প্রক্রিয়া আবিষ্কার হয়েছে যার মাধ্যমে এখন মানুষ অতি সহজেই যে কোন বন্ধ সিমের লোকেশন সহজে বের করতে পারছে। কেননা প্রযুক্তির আবিষ্কার প্রতিনিয়ত মানুষের জীবনকে পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই সাথে মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে।
মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস
নাম্বার দিয়ে লোকেশন বের করার অনেক এপস রয়েছে। কিন্তু সকল এপস ব্যবহার করা আপনার উচিত হবে না। কেননা এর মধ্যে কিছু এপস আছে যেগুলো ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে, সে এপসগুলো ব্যবহার করা আপনার জন্য বিপদজনক।তাই আজকে সবচেয়ে ভালো কয়েকটি লোকেশন ট্র্যাকিং এপস বা সফটওয়ার সম্পর্কে আপনাদের জানাবো।
Phone Tracker By Number Free and Premium
Phone Tracker By Number হচ্ছে একটি সিম লোকেশন ট্র্যাকার এপস যেটি খুব দ্রুত একটি নাম্বার লোকেশন নির্ভুলভাবে বের করতে সক্ষম। এই অ্যাপ্লিকেশানটি মা-বাবাদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা খুব সহজে তাদের বাচ্চাদের লোকেশন ট্র্যাকিং করতে পারে।আপনি এখানে আপনার বাচ্চাদের নাম্বার ইনপুট দিয়ে রাখবেন।
এখানে আনলিমিটেড নাম্বার ইনপুট দেওয়া যায়।যখন আপনার বাচ্চারা বন্ধুদের সাথে বাইরে বের হয়, খেলতে যায় কিংবা স্কুলে যায় তখন তাদের অবস্থান জানার জন্য অ্যাপটি আপনাকে অনেক হেল্প করবে। এটি GPS location tracking এর মাধ্যমে আপনার বাচ্চা এখন কোথায় আছে তা সরাসরি দেখাবে এবং কোথায় কোথায় গিয়েছিল এসব তথ্য সেভ করে রাখবে।
- তাছাড়াও Number Details, Current Location, Location via GPS, Location History ইত্যাদি তথ্য আপনারা মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এই এপস থেকে জানতে পারবেন।
- এটি আপনি ফ্রি এবং পেইড উভয় ভার্সন ব্যবহার করতে পারবেন।
CallerSmart: Caller ID + Block -Free
- আইফোন ব্যবহারকারীদের জন্য CallerSmart: Caller ID + Block দুর্দান্ত একটি লোকেশন ট্র্যাকিং অ্যাপ্লিকেশান।
- CallerSmart অ্যাপটি যদি আপনার আইফোন কিংবা আইপেডে ডাউনলোড করা থাকে তাহলে অপরিচিত নাম্বার থেকে কল আসলে আপনি মোবাইল নাম্বার দিয়ে পরিচয় এবং লোকেশন দেখতে পারবেন।
- তাছাড়া এই অ্যাপ ব্যবহারের আরেকটা সুবিধা হলো কেউ যদি আপনার মোবাইল নাম্বার এখানে সার্চ করে থাকে তাহলে তার সকল তথ্য আপনাকে provide করবে।
- এটি আপনি apple app store থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এর কিছু exclusive features ব্যবহার করার জন্য আপনাকে paid subscription কিনতে হবে।
Truecaller -Free & Premium
ফোন নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস হিসেবে আপনি Truecaller mobile app ব্যবহার করতে পারেন। এই এন্ড্রয়েড এবং আইফোন উভর ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার মোবাইলে কল কিংবা এসএমএস এলে ঐ কল দাতা বা এসএমএস দাতার নাম স্ক্রিনে দেখা যাবে।
যদি অচেনা(unknown) নাম্বার থেকে কল আসে তাহলে কোন লোকেশন থেকে কল এসেছে এবং কল দাতার নাম কি অর্থাৎ আপনি caller ID দেখে নিতে পারবেন। এটি ম্যাজিকের মতো কাজ করে।
তাছাড়া এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার মোবাইলে আসা স্পাম মেসেজ এবং গুরুত্বপূর্ন ম্যাসেজ আলাদাভাবে দেখতে পারবেন। এটিও খুব অসাধারন একটি সুবিধা।
- নিরাপত্তার ক্ষেত্রে আপনি চাইলে এক ক্লিকে Truecaller অ্যাপ এর সকল call history এবং logs ডিলিট করে ফেলতে পারবেন।
- এই অ্যাপটি ফ্রি ব্যবহার করা যায়। কিন্তু এর premium version ব্যবহার করে আপনি আরো বাড়তি সুবিধা নিতে পারেন।
Spyic -Premium
- mobile number দিয়ে location বের করার জন্য আপনি ব্যবহার করতে পারেন Spyic নামক অ্যাপটি। কিন্তু, প্রথমেই বলে রাখি এটি ব্যবহার করতে গেলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন কিনতে হবে। এটি লোকেশন বের করার জন্য এক কথায় একটি অসাধারন অ্যাপ।
- Spyic নাম্বার লোকেশন app এর মাধ্যমে শুধুমাত্র লোকেশন ট্র্যাকিং নয়, ফোনের Call list, contacts, messages, browsing history ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ দেখে নেওয়া যাবে খুব সহজেই।।
- এই অ্যাপ ব্যবহারে আপনার ফোনের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না, এটি ব্যবহার করা ১০০% নিরাপদ। কিন্তু এটি ব্যবহার করতে গেলে আপনাকে প্রতিমাসে ৪০ ডলার খরচ করতে হবে।
- এটি ফ্রি ব্যবহার করতে পারবেন না।
আরো পড়ুনঃ আমি এখন কোথায় আছি গুগল ম্যাপে দেখুন
ফোন বন্ধ থাকলেও লোকেশন জানা যাবে
অ্যানড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম আসতে চলেছে বাজারে। সেখানেই থাকবে এই দুর্দান্ত ফিচার। কোন কোন স্মার্টফোনে মিলবে এই সুবিধা জেনে নিন।ফোন সুইচ অফ থাকলেও খুঁজে পাওয়া যাবে অ্যানড্রয়েড পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি নতুন এপিআই থাকবে এই সিস্টেম। যা সুইচ অফ হওয়া স্মার্টফোন খুঁজে বের করে আনবে।
মূলত, অ্যানড্রয়েড ডিভাইস যখন বন্ধ থাকে তখন ব্লুটুথ কন্ট্রোলারও নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে লোকেশন ট্র্যাক করা অসম্ভব হয়ে ওঠে। তাই ‘পাওয়ার্ড অফ ফাইন্ডিং’ ফিচারের উপর কাজ করছে গুগল। সুইচ অফ হওয়া স্মার্টফোন কীভাবে খুঁজে পাবেন? এই ফিচারের মাধ্যমে ফোনে প্রি-কম্পিউটেড ব্লুটুথ স্টোর হবে। এটি ব্লুটুথ কন্ট্রোলারের মেমরিতে সেভ থাকবে।
যদি ফোন সুইচ অফও হয়ে যায়, তাহলেও ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমে নিকটবর্তী অ্যান্ড্রয়েড বা ইলেক্ট্রনিক ডিভাইস থেকে সেটির লোকেশন ট্র্যাক করা যাবে। তবে এটি বাটন টিপলেই যে হয়ে যাবে তেমনটা নয়। এর জন্য প্রত্যেক স্মার্টফোনে আলাদা করে একটি ব্লুটুথ কন্ট্রোলার হার্ডওয়্যার চিপ বসাতে হবে। কারণ ফোনের সব পার্টস শাটডাউন হয়ে।
গেলেও এই চিপের মাধ্যমে চার্জ থাকবে ব্লুটুথ কন্ট্রোলার এবং ফোনের লোকেশন দিতে থাকবে। কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে? : অ্যানড্রয়েড ১৫ চালিত স্মার্টফোনগুলোতে এই দরকারি ফিচারটি পাওয়া যাবে। তবে প্রাথমিক পর্যায়ে অ্যানড্রয়েড ১৫ গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো স্মার্টফোনেই পাওয়া যাবে। তারপর ধীরে ধীরে অন্যান্য স্মার্টফোনে হবে রোল আউট হবে এই অপারেটিং সিস্টেম।
বন্ধ সিমের লোকেশন জানার উপায়
- প্রকৃতপক্ষে, বন্ধ সিমের লোকেশন জানার কোন উপায় নেই। অর্থাৎ, কোন সিমকার্ড যদি বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায় তাহলে সেই সিমের লোকেশন ট্র্যাক করা সম্ভব না।
- তবে সিম কার্ডটি যদি সচল বা এক্টিভ থাকে সেক্ষেত্রে প্রশাসনের সহায়তা নিয়ে লোকেশন ট্র্যাক করা সম্ভব হবে।তাই যে বন্ধ সিম কার্ডের লোকেশন জানতে চাচ্ছেন সেই সিমকার্ড কখন সচল বা এক্টিভ হবে তার জন্য অপেক্ষা করুন। কেননা সিম কার্ড সচল হলেই তার লোকেশন ট্র্যাক করার সম্ভব।
- কিন্তু প্রযুক্তির এই যুগে, বন্ধ সিমের লোকেশন জানা না গেলেও মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা যায়।
বন্ধ সিমের নাম্বার জানার উপায়
- যেকোনো বন্ধ সিমের নাম্বার জানার জন্য প্রথমে সেই সিম মোবাইলে তুলতে হবে। তারপর সেই কোম্পানির নাম্বার দেখার কোড ডায়াল করে বন্ধ সিমের নাম্বার জানতে পারবেন।
- এখন আপনার সিমটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সরাসরি সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। এজন্য যে ব্যক্তির নামে সিম রেজিস্ট্রেশন করা আছে সেই ব্যক্তির ভোটার আইডি কার্ড এবং তাকে সঙ্গে করে নিয়ে যাবেন।
- বন্ধ সিম দিয়ে নাম ঠিকানা বের করা যাবে কি
- জ্বি না, আপনি নিজে নিজে বন্ধ সিম দিয়ে নাম ঠিকানা বের করতে পারবেন না। এই কাজটি শুধুমাত্র প্রশাসনের লোকজন করতে পারবে।
বন্ধ সিমের মালিকানা হারাবেন কত দিনে?
বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী কোন সিম যদি ৪৫০ দিন বা ১৫ মাস বন্ধ থাকে তাহলে অটোমেটিক সেই সিমের মালিকানা হারিয়ে যাবে।
আই এম ই আই (IMEI) নাম্বারের মাধ্যমে ট্র্যাকিং
আপনি চাইলে তৃতীয় উপায় হিসেবে ব্যবহার করতে পারেন আই এম ই আই (IMEI) নাম্বারের মাধ্যমে ট্রাকিং করে বর্তমান অবস্থান জানতে পারেন। সিম কার্ডের সাথে জড়িত ডিভাইসের আই এম ই আই নাম্বার ব্যবহার করে ডিভাইসটি বন্ধ থাকলেও তার অবস্থান শনাক্তক করা যেতে পারে।এই নাম্বারটির মাধ্যমে যদি আপনার ফোন ট্র্যাক করা যায় তাহলে ।
আপনার সিমের বর্তমান অবস্থান জানা যেতে পারে। এই পদ্ধতিটি দেখতে গেলে বিভিন্ন পুলিশ এই পদ্ধতিটি প্রায়শই আইন প্রয়োগকারী সংস্থাগুলি ব্যবহার করে থাকে।
গুগল একাউন্ট এর মাধ্যমে সিম লোকেশন ট্রাকিং
গুগল একাউন্ট এর মাধ্যমে সিম লোকেশন ট্র্যাকিং করা খুবই সহজ। আপনার বন্ধু সিমের সাথে সংযুক্ত ডিভাইসের google একাউন্ট লগইন করা থাকে এবং ফোনের লোকেশন সার্ভিসটি চালু থাকে তাহলে আপনি google একাউন্ট গুগল ফিন্ড মাই একাউন্ট এর মাধ্যমে আপনার ফোনে সর্বশেষ অবস্থান জানতে পারবেন।
এভাবে আপনি অনুমান করতে পারেন আপনার বন্ধু বা হারিয়ে যাওয়ার সিমের অবস্থান কোথাই। তবে এই পদ্ধতিটি সবাই ব্যবহার করতে পারেন এই পদ্ধতিটি ব্যবহার করার জন্য
নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমে Google Find My Device এ যান।
- আপনার google একাউন্টে লগইন করুন।
- মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান দেখতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে জেনে নিন আপনার বন্ধু কোথায় আছে
মোবাইল নাম্বার দিয়ে জেনে নিন আপনার বন্ধু কোথায় আছে এক মুহূর্তে আমরা বিভিন্ন কারণে বন্ধুর লোকেশন জানতে চাই। ধরুন আপনি কোন একদিন একটি কাজে বন্ধুর সাথে বের হবেন। কিন্তু কোন ভাবেই আপনার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারছেন না। তাহলে আপনি এখন কিভাবে জানতে পারবেন আপনার বন্ধু কোথায় আছে।
এইজন্য আপনাকে আপনার বন্ধুর লোকেশন খুজে বের করতে হবে।
আপনাকে আগেই বলেছি মোবাইল নাম্বার দিয়ে যদি আপনার বন্ধুর লোকেশন খুজে বের করতে চান।
বন্ধু লোকেশন খুঁজে বের করতে যা যা লাগবে
- স্মার্টফোন
- ইন্টারনেট কানেকশন
তাহলে অবশ্যই আপনার একটি স্মার্টফোন থাকতে হবে। স্মার্ট ফোন ছাড়া আপনার বন্ধুর লোকেশন খুজে বের করতে পারবেন না।
ইন্টারনেট কানেকশন
- তারপর আপনার লাগবে ইন্টারনেট কানেকশন। এ দুটি জিনিস হলে আপনি খুব সহজে আপনার বন্ধুর লোকেশন খুজে বের করতে পারবেন।
- আপনার বন্ধু কোথায় আছে তা জানতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। অর্থাৎ আপনাকে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে।
- চলুন মোবাইল নাম্বার দিয়ে ফোন ট্র্যাক করার নিয়ম গুলো জেনে নেই।
- মোবাইল নাম্বার দিয়ে বন্ধুর অবস্থা জানার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। এজন্য গুগল প্লে স্টোর থেকে Truecaller অ্যাপ ইন্সটল করুন।
- এপ্লিকেশনটি ইনস্টল করার পর এখন ওপেন বাটনে ক্লিক করুন। তারপর আপনি সামনে নতুন একটি পেজ চলে আসবে।
- আপনি যেহেতু Truecaller অ্যাপে প্রথমবার প্রবেশ করেছেন। এজন্য আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করুন।
- সাইন ইন করার জন্য আপনার একটি জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। সাইন আপ করার পর এখন আপনাকে জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- Truecaller অ্যাপে প্রবেশ করার সময় আপনার কাছে যদি কিছু পারমিশন চায়। তাহলে আপনাকে enable বা yes বাটনে ক্লিক করে পারমিশন দিতে হবে। গুরুত্বপূর্ণ কথা হল,পারমিশন enable বা yes দেওয়া ছাড়া,আপনি আপনার বন্ধুর লোকেশান বের করতে পারবেন না।
- Truecaller উপরে দেখবেন সার্চ নামে একটি অপশন রয়েছে। এখন আপনার বন্ধুর নাম্বার সেই সার্চ বক্সে তুলতে হবে। নাম্বার সঠিক ভাবে তোলার পর, সার্চ বাটনে ক্লিক করুন।
- সার্চ বাটনে ক্লিক করার পর,উক্ত নাম্বারটি ব্যবহার করা ব্যক্তি কোথায় বা কোন দেশে আছেন তা দেখতে পারবেন।
- এছাড়াও truecaller অ্যাপ দিয়ে গুগল ম্যাপের সাহায্যে আপনার বন্ধুর অবস্থান আপনার লোকেশান থেকে কত দূরে তা বের করতে পারবেন।
লেখকের শেষ কথা
আশা করছি মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার এপস ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url