আমি এখন কোথায় আছি গুগল ম্যাপে দেখুন
প্রিয় পাঠক আজকে আমরা জানবো আমি এখন কোথায় আছি গুগল ম্যাপে দেখুন হ্যালো গুগল আমি এখন কোথায় আছি মূলত এই প্রশ্ন টি আমরা গুগল এর কাছে তখনই জিজ্ঞেস করি। যখন আমরা নতুন কোন জায়গা তে ঘুরতে যাই। এবং বুঝে উঠতে পারি না, বর্তমান সময়ে আমরা যে জায়গাটা তে আছি সেটি আসলে কোন জায়গা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন জানতে পারবেন ।
আপনি যখন একটি নির্দিষ্ট এলাকা থেকে আপনার নিজের এলাকার দূরত্ব জানতে চাইবেন তখন আপনাকে গুগল ম্যাপস এ প্রবেশ করে দেখে নিতে পারবেন ।
আপনি যখন একটি নির্দিষ্ট এলাকা থেকে আপনার নিজের এলাকার দূরত্ব জানতে চাইবেন তখন আপনাকে গুগল ম্যাপস এ প্রবেশ করে দেখে নিতে পারবেন ।
ভূমিকা
দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে অথবা জীবিকা নির্ধারণের জন্য আমরা নিজেদের এলাকার ছেড়ে অন্য এলাকায় বসবাস করি। অথবা নিজের এলাকা ছেড়ে আপনারা যখন অন্য এলাকায় বসবাস করতে যাবেন তখন দেখতে চাইবেন যে আসলে আপনার বাড়ি থেকে সেই এলাকার অবস্থান কতদূর এবং এক্ষেত্রে আপনাকে কোন রুট ব্যবহার করে সেই লোকেশনে বা অবস্থানের প্রবেশ করতে হবে বা যেতে হবে। এক্ষেত্রে গুগল ম্যাপ ব্যবহার করলে দেখতে পারবেন।
আপনার হাতে থাকা মোবাইলের হোম স্ক্রিনে বা অ্যাপ ফাইলে Google Maps অ্যাপ্লিকেশানটি রয়েছে। আর যদি না থেকে থাকে তাহলে Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
তারপর নিন্মবর্ণীত ধাপ অনুসরণ করুনঃGoogle Maps-এ প্রবেশ করুন।
আমি এখন কোথায় আছি বা আমার লোকেশন কোথায়
- Google Map দ্বারা আমি এখন কোন জায়গায় আছি জানুন
- প্রথমে আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন বারটি নিচে টানুন মোবাইল ডেটা এবং তারপরে অবস্থান এবং এই দুটি চালু করুন।
- তারপর আপনার ফোন থেকে Google Maps অ্যাপ্লিকেশনটি খুলুন এবং নীচে ডানদিকে বৃত্তাকার নীল (Blue) আইকনে ক্লিক করুন।
- এখন একটি বৃত্তাকার নীল বৃত্ত এবং একটি ছোট নীল বিন্দু আপনার মোবাইল স্ক্রিনের মাঝখানে উপস্থিত হবে, এটি আপনার বর্তমান অবস্থান তাই এই গুগল ম্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আমি কোথায় আছি। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়।
গুগল ম্যাপ ব্যবহার করে আমার বর্তমান লোকেশন বের করবো কিভাবে?
আমার বর্তমান লোকেশন কোথায় তা বের করতে হলে গুগল ম্যাপ আগে খুঁজে বের করতে হবে।আপনার হাতে থাকা মোবাইলের হোম স্ক্রিনে বা অ্যাপ ফাইলে Google Maps অ্যাপ্লিকেশানটি রয়েছে। আর যদি না থেকে থাকে তাহলে Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
তারপর নিন্মবর্ণীত ধাপ অনুসরণ করুনঃGoogle Maps-এ প্রবেশ করুন।
- গুগল একাউন্ট দিয়ে সাইট ইন করুন
- তারপর ম্যাপ এর ডানপাশে নিচে গোলাকৃতি চিহ্নের My Location Icon-এ ক্লিক করুন
- যদি আপনার মোবাইলের Location বন্ধ থাকে তাহলে তা চালু করতে বলা হবে।
- Mobile Location চালু করার জন্য OK চাপ দিন।
- এরপর, আপনার সামনে আপনার বর্তমান লোকেশন প্রদর্শিত হবে।
- উপরে বর্ণিত উপায়ে গুগল ম্যাপ এর ব্যবহার আমি এখন কোন গ্রামে আছি বা আমার বর্তমান লোকেশন কোথায় তা বের করে ফেলতে পারবে।
আমি এখন কোথায় আছি গুগল সার্চ করে কিভাবে জানব - Amar Location bolo
- গুগলে অনুসন্ধান করেও আমি এখন কোন জায়গায় আছি তা বের করা যেতে পারে। এমন অনেকগুলো Keywords আছে যেগুলো লিখে Google Search করলে সরাসরি বর্তমান Location চলে আসে।
- যেমনঃ my location , my location right now , আমার লোকেশন কোথায় , আমি এখন কোথায় আছি, ইত্যাদি।
এদের মধ্যে যেকোনো কি-ওয়ার্ড লিখে সার্চ করলে গুগল আপনার বর্তমান ঠিকানা প্রদর্শন করবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার ব্রাউজারে Maps-কে আপনার লোকেশন দেখার অনুমতি দিতে হবে।
হ্যালো গুগল আমি এখন কোথায় আছি সার্চ করলে আপনার সামনে রেজাল্ট চলে আসবে। সে রেজাল্টের প্রথমেই থাকবে একটি ম্যাপ যেখানে আপনার বর্তমান লোকেশন দেখাবে।
হ্যালো গুগল আমি এখন কোথায় আছি সার্চ করলে আপনার সামনে রেজাল্ট চলে আসবে। সে রেজাল্টের প্রথমেই থাকবে একটি ম্যাপ যেখানে আপনার বর্তমান লোকেশন দেখাবে।
এসইও এর কারনে এমনটি ঘটে।এখন যদি আরো স্পষ্টভাবে আপনার লোকেশন কোথায় দেখতে চান তাহলে সেই ম্যাপে ক্লিক করে দিতে হবে। এর ফলে সরাসরি আপনি গুগল ম্যাপ অ্যাপ বা কম্পিউটার হলে ওয়েবসাইটে চলে যাবেন।সেখানে আরো বিস্তারিত দেখতে পাবেন। আপনার আশপাশটায় কি রয়েছে; এখান থেকে আমার বাড়ি কতদূর ।
- এখান থেকে আমার বাড়ি যেতে কতক্ষন লাগবে; কিভাবে যেতে হবে বিস্তারিত সব জানতে পারবেন গুগল ম্যাপে।
WhatsApp দিয়ে নিজের লোকেশন দেখা
আপনি যদি কোনো কারণে গুগল ম্যাপ থেকে আপনার লোকেশন দেখতে না পান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপস ব্যবহার করেও আপনি আপনার লোকেশন টি দেখতে পারবেন। নিচে ধাপগুলো অনুসরণ করেন তাহলে সহজেই আপনি আপনার লোকেশন টি দেখতে পাবেন।
- প্রথম ধাপ আপনার প্রথম কাজ হল আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপস ওপেন করুন। অ্যাপস ওপেন করার পর আপনার যে কোন এক বন্ধুর চ্যাট প্রোফাইলটি ওপেন করুন। এবার Attachment Button এর মধ্যে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিছু অপশন ভেসে উঠবে সেখান থেকে Location বাটনে ক্লিক করুন।
- দ্বিতীয় ধাপ আপনি Location বাটনে ক্লিক করলে আপনাকে Allow Location access চাইবে। আপনি যেহেতু আপনার লোকেশন দেখতে চাচ্ছেন তাই নিচ Continue বাটনে ক্লিক করুন।
- তৃতীয় ধাপ Continue বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনার কাছ থেকে whatsapp আপনার ডিভাইসের Location access করার অনুমতি চাইবে। এখানে লেখা দেখবেন While using the app , Only this time , Don‘t allow লেখা দেখবেন। এখান থেকে ওপরের যে কোন একটিতে ক্লিক করুন। বিশেষ কর “ While using the ap ’’ক্লিক করলে ভালো হয়।
- চতুর্থ ধাপ While using the app সাথে সাথে আমরা সামনে একটি পেজ ওপেন হবে। সেখানে ম্যাপ এর মধ্যে নীল ডট দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার কারেন্ট লোকেশন।এখন আপনি আপনার স্ক্রিন টি জুম করে আপনার কার্ড লোকেশন টির নাম জানতে পারবেন। এছাড়াও আপনি আরো বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করতে পারবেন এখান থেকে।
আমি এখন কোন গ্রামে আছি
এখন আরেকটি প্রশ্ন হলঃ আমি এখন কোন গ্রামে আছি? মনে করেন আপনি নতুন একটি জায়গায় যাবেন, এখন আপনার অবস্থান থেকে সে জায়গায় কিভাবে পৌঁছাবেন। এই কাজটি আপনি গুগল ম্যাপ Google Map ব্যবহার করে খুব সহজেই বের করতে পারবেন।গুগল ম্যাপের মাধ্যমে নতুন জায়গা খুঁজে পেতে সার্চ বারে ইউর লোকেশন । Your Loacation অপশনে আপনার লোকেশন লেখার পরে choose destination বারে যে জায়গাটি খুঁজছেন তার নাম লিখুন।আপনার কাঙ্খিত জায়গাটির নাম লেখার পরে গুগল ম্যাপে রেড আইকন এর মাধ্যমে জায়গাটি চিহ্নিত দেখা যাবে। আপনার অবস্থান থেকে আপনার কাঙ্খিত জায়গাটিতে কিভাবে পৌঁছাবেন সেই রাস্তা গুগল ম্যাপে দেখা যাবে।আপনার সার্চ কৃত।
- লোকেশনে কত সময় আপনি পৌঁছাতে পারবেন কোন রাস্তা দিয়ে পৌঁছাবেন সব গুগল ম্যাপে মাধ্যমে জানতে পারবেন।
হ্যালো গুগল আমি এখন কোথায় আছি
আপনি চাইলে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই জানতে পারবেন যে গুগল আমি এখন কোথায় আছি। চলুন এবার তাহলে সেই ধাপ গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
- Step-1: প্রথমত আপনার স্মার্টফোনের নোটিফিকেশন অপশনে যেতে হবে। এবং যখন আপনি নোটিফিকেশন অপশনে যাবেন। তখন আপনি লোকেশন নামের একটি অপশন দেখতে পারবেন। মূলত আপনাকে এই লোকেশন টি চালু করে দিতে হবে।
- Step-2: এরপরে আপনি আপনার স্মার্টফোনের ডাটা কানেকশন চালু করে দিবেন। মূলত আপনি যদি জানতে চান যে, গুগল আমি এখন কোথায় আছি। তাহলে অবশ্যই আপনার সেই স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
- Step-3: যখন আপনি আপনার স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন চালু করবেন। তখন আপনাকে পরবর্তী ধাপে সরাসরি গুগল ম্যাপ নামক Google Map অ্যাপসটির মধ্যে প্রবেশ করতে হবে।
- Step-4: যখন আপনি আপনার স্মার্ট ফোন থেকে গুগল ম্যাপ এর মধ্যে প্রবেশ করবেন। তখন আপনাকে নিচের পিকচারে দেখানো অপশন এর মধ্যে ক্লিক করতে হবে।
- Step-5: যখন আপনি উপরের নিয়ম গুলো মেনে কাজ করবেন। তখন নিচের পিকচার দেখানো অপশন এর মত আপনার ম্যাপ এর মধ্যে একটি নীল বৃত্ত দেখা যাবে। মূলত আপনি বর্তমানে যেখানে আছেন। সেটি হল আপনার বর্তমান অবস্থান। যেটা মূলত আপনার ম্যাপ এর মধ্যে থাকা নীল বৃত্ত টি আপনার লোকেশন কে নির্দেশ করছে।তো যারা আসলে জানতে চায় যে,হ্যালো গুগল আমি এখন কোথায় আছি তারা উপরের এই পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই মাত্র কয়েক মুহূর্তে তাদের লোকেশন সম্পর্কে জানতে পারবে।
লেখকের শেষ কথা
আশা করছি আমি এখন কোথায় আছি গুগল ম্যাপে দেখুন ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url