বাংলালিংক টাকা দেখার কোড - বাংলালিংক নাম্বার টাকা চেক
প্রিয় পাঠক বাংলালিংক টাকা দেখার কোড - বাংলালিংক নাম্বার টাকা চেকবাংলালিংক সিমে টাকা রিচার্জ করার পর সেই সিমে কত টাকা রয়েছে সেটি জানতে বাংলালিংক ব্যালেন্স চেক করতে হয়।অনেকেই রয়েছেন যারা বাংলালিংক ব্যালেন্স চেক করার নিয়ম জানেনা। যদি আপনি বাংলালিংক সিমে টাকা দেখার নিয়ম না জানেন তাহলে এই পোস্ট পড়ুন।
বাংলাদেশের অনেক মোবাইল অপারেটর থাকলেও বর্তমানে জনপ্রিয় মোবাইল অপারেটর হচ্ছে বাংলালিংক।মোবাইলের অপারেটর যেমন ভিন্ন ঠিক তেমনি অপারেটরের কোড গুলো ভিন্ন। তাই বাংলালিংক গ্রাহকদের সুবিধার জন্য বাংলালিংকে অপারেটর কোড নিয়ে আলোচনা করব।
বাংলাদেশের অনেক মোবাইল অপারেটর থাকলেও বর্তমানে জনপ্রিয় মোবাইল অপারেটর হচ্ছে বাংলালিংক।মোবাইলের অপারেটর যেমন ভিন্ন ঠিক তেমনি অপারেটরের কোড গুলো ভিন্ন। তাই বাংলালিংক গ্রাহকদের সুবিধার জন্য বাংলালিংকে অপারেটর কোড নিয়ে আলোচনা করব।
ভূমিকা
বাংলালিংক সিম বাংলাদেশের মাঝে একটি জনপ্রিয় সিম। এই সিম ব্যবহার করে আমারা খুব কম খরচেই বিভিন্ন সুবিধা পাই অনেক সময় কোড জানা না থাকার কারণে উল্টাপাল্টা কোড ডায়াল হওয়ায় মিনিট কিনতে যেয়ে এমবি অথবা এমবি কিনতে যেয়ে মিনিট যথা এক সার্ভিস কিনতে যেয়ে অন্য সার্ভিস কিনে ফেলি। অনেক সময় উল্টাপাল্টা কোড ডায়াল হওয়ার জন্য সিম থেকে অযথা টাকা ও কেটে যায়।তাই নিচে বিভিন্ন কোডের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো।
বাংলালিংক টাকা দেখার কোড
ব্যালেন্স চেক করার জন্য বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড ডায়াল করতে হবে এখন যদি আপনি আগে বাংলালিং সিম ব্যবহার করে না থাকেন। বাংলালিংক সিমের নতুন ব্যবহারকারী হন। তাহলে আপনাকে বাংলালিংক টাকা দেখার কোড জানতে হবে।যদি আপনি ব্যালেন্স চেক করার কোড না জানেন। তাহলে, আপনার বাংলালিংক সিমে টাকা ।থাকলেও কত টাকা আছে সেটা জানতে পারবেন না। এইজন্য বাংলালিংক সিমে টাকা রিচার্জ করার পর বাংলালিংক সিমে কত টাকা রয়েছে সেটা চেক করে দেখতে হলে আপনাকে ব্যালেন্স চেক করার কোড জানতে হবে। তার জন্য ডায়াল বাংলালিংক ব্যালেন্স চেক করার কোড হলো *124#
বাংলালিংক নাম্বার টাকা চেক
বাংলালিংক নাম্বার টাকা চেক
বাংলালিংক ব্যালেন্স চেক করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনার বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারবেন। বাংলালিংক সিমের টাকা চেক করার জন্য দুইটি উপায় রয়েছে। আপনারা দুইটি নিয়মে খুব সহজেই বাংলালিংক টাকা চেক করতে পারবেন।বাংলালিংক ব্যালেন্স চেক করার
দুটি নিয়ম হচ্ছেঃ
1কোড ডায়াল করার মাধ্যমে
1কোড ডায়াল করার মাধ্যমে
2মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে
কোড ডায়াল করার মাধ্যমে
কোড ডায়াল করার মাধ্যমে
- আপনারা খুব সহজেই কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক টাকা চেক করতে পারবেন। বাংলালিংক টাকা দেখার কোড হচ্ছে *124#
- উপরে আপনাদেরকে কিভাবে কোড ডায়াল করে বাংলালিংক ব্যালেন্স চেক করতে হয়। সে নিয়ম দেখিয়েছি। এখন আপনাদেরকে মাই বাংলালিংক অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই বাংলালিংক ব্যালেন্স চেক করার উপায় জানাবো।
- যদি মাই বাংলালিংক অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন। মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করার জন্য আপনাকে আপনার বাংলালিংক নাম্বার দিয়ে অ্যাপ লগইন করতে হবে।
- যদি আপনার মাই বাংলালিংক অ্যাপ ইন্সটল করে থাকেন। তাহলে খুব সহজেই মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করে আপনার বাংলালিংক ব্যালেন্স চেক দেখতে পারবেন।
কিভাবে বাংলালিংক সিমের নাম্বার চেক করব
বাংলালিংক সিমের নাম্বার বের করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে যেখানে কাউকে কল করার জন্য ফোন নাম্বার টাইপ করতে হয় সেখানে। ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে কোড: *511# উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইল ফোনে আপনার বাংলালিংক সিমের ।যে নাম্বারটি আপনি দেখতে চাচ্ছিলেন সেটি দেখাবে। তবে অনেক সময় হয় কি নেটওয়ার্কের সমস্যার কারণে একটু দেরিতে আসতে পারে।
কোড: *121*5# / *1010*1# উপরোক্ত কোড টি টাইপ করে ডায়াল করার পরে, আপনার বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স যুক্ত হয়ে যাবে।
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেব
বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে ডায়াল অপশনে যেতে হবে। এবং নিচের শর্ট কোডটি লিখতে হবে। শর্টকাটটি হলো;কোড: *121*5# / *1010*1# উপরোক্ত কোড টি টাইপ করে ডায়াল করার পরে, আপনার বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স যুক্ত হয়ে যাবে।
এবং আপনার যখন পরবর্তীতে রিচার্জ করবেন তখন সেই রিচার্জ থেকে, টাকা কেটে নিবে ইমারজেন্সি ব্যালেন্স যত টাকা ধার নিয়েছেন ।
তাই তাদের জন্য আমরা এখানে বাংলালিংক মিনিট দেখার নিয়ম উপস্থাপন করছি। এছাড়াও আপনাদের একটি কোড শেয়ার করব যেখানে আপনারা প্রতিনিয়ত ব্যালেন্স চেক করতে পারবেন।
তাহলে, বাংলালিংক মিনিট দেখার নিয়ম কি?
বাংলালিংক মিনিট দেখার নিয়ম কি
বাংলালিংক গ্রাহকদের মধ্যে এমন অনেক গ্রাহক আছেন যারা মিনিট দেখার নিয়মই জানেন না।তাই তাদের জন্য আমরা এখানে বাংলালিংক মিনিট দেখার নিয়ম উপস্থাপন করছি। এছাড়াও আপনাদের একটি কোড শেয়ার করব যেখানে আপনারা প্রতিনিয়ত ব্যালেন্স চেক করতে পারবেন।
তাহলে, বাংলালিংক মিনিট দেখার নিয়ম কি?
বাংলালিংক মিনিট চেক করার জন্য *১২১*১০০# ডায়াল করতে হবে। এরপর আপনার মোবাইল ফোনে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মিনিট সম্পর্কে।
সরাসরি বাংলালিংক এমবি চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#এছাড়া বাংলালিংকের অ্যাপ থেকে বাংলালিংক এমবি চেক করতে প্রথমে প্লে স্টোর থেকে।
বাংলালিংক সিমে এমবি কিভাবে দেখব
প্রথমে আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাডে এই *১২১*১# কোডটি লিখে ডায়াল করে বাংলালিংক এমবি চেক করতে পারেন। এখানে আপনি আপনার ব্যালেন্স সহ অন্যান্য সেবা দেখতে পাবেন।সরাসরি বাংলালিংক এমবি চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০#এছাড়া বাংলালিংকের অ্যাপ থেকে বাংলালিংক এমবি চেক করতে প্রথমে প্লে স্টোর থেকে।
বাংলালিংক অ্যাপটি ইন্স-টল করুন। আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগইন করার পর ওপরে ডান পাশে বাংলালিংক এমবি দেখতে পাবেন।
বাংলালিংক সিমে এম বি কিনবো কিভাবে
বাংলালিংক সিমে এমবি কিনতে হলে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড অপশনে যেতে হবে। তারপর ডায়ালপ্যাড নিচের শর্ট কোড টি টাইপ করে, বাংলালিংক সিম থেকে কল করতে হবে। শর্ট কোড টি হলকোড *5000# উপরোক্ত কোডটি ডায়াল করার পরে মোবাইল ফোনে বিভিন্ন ইন্টারনেট প্যাক বা এমবি কেনার অপশন সামনে আসবে।সেখান থেকে আপনার পছন্দমত ইন্টারনেট প্যাক বা এম বি কিনতে পারবেন। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে more paks অপশনে গিয়ে ইচ্ছেমতো প্যাক কিনতে পারেন।
কোড *875# উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনাদের মোবাইল ফোনে একটি মেসেজ আসবে। যেখানে কত এমবি ইমারজেন্সি ব্যালেন্স আপনাকে দেওয়া হয়েছে সেটি দেখাবে।
বাংলালিংক সিমে এম বি ধার করব কিভাবে
বাংলালিংক সিমে এমবি ধার করতে বা লোন নিতে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে নিচের শট কোড টি লিখে বাংলালিংক সিমে কল অপশনে কল দিতে হবে। শর্ট কোড টি হলোকোড *875# উপরোক্ত কোডটি ডায়াল করার পরে আপনাদের মোবাইল ফোনে একটি মেসেজ আসবে। যেখানে কত এমবি ইমারজেন্সি ব্যালেন্স আপনাকে দেওয়া হয়েছে সেটি দেখাবে।
বাংলালিংক সিমে কিভাবে এসএমএস কিনবো
বাংলালিংক সিমে এসএমএস ক্রয় করার জন্য কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। তবে আপনি বিভিন্ন প্যাকের এসএমএস ক্রয় করতে পারবেন। নিম্নে এসএমএস কেনার কোড এবং কত টাকায় কতটি এসএমএস পাবেন সে সম্পর্কে তুলে ধরা হলো- *১২১*১০১৩# একটি ডায়াল করে তিন দিন মেয়াদে ৩ টাকায় ৩০ টি এসএমএস পাবেন।
- ৭০ টি এসএমএস ৭ দিন মেয়াদে ০৭ টাকায় পেতে ডায়াল করুন*১৬৬*৭৭০#।
- ১৫ টাকায় ক্রয় করুন ২০০ টি এস এম এস ১৫ দিন মেয়াদে। অফারটিনিতে ডায়াল করুন*১২১*১৫#।
- *১২১*৩০# এই কোডটির ডায়াল করে ৩০ দিন মেয়াদে ৩০ টাকায় ৫০০ টি এসএমএসের একটি বিরাট অফার নিতে পারবেন।
বাংলালিংক এসএমএস চেক করার নিয়ম
এতক্ষণ আমরা বাংলালিংক সিমে এসএমএস কেনার নিয়ম জানলাম। এখন আমরা দেখব কিভাবে বাংলালিংক সিমে এসএমএস চেক করতে হয়। তো দেখে নিন বাংলালিংক সিমের এসএমএস চেক করার নিয়ম গুলো -দুইভাবে বাংলালিংক সিমের এসএমএস চেক করা যায়। একটি হচ্ছে মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করার মাধ্যমে এবং ।আরেকটি হচ্ছে কোড ডায়াল করার মাধ্যমে। আপনি আপনার মাই বাংলালিংক অ্যাপে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার বাংলালিংক সিমে কতগুলো এসএমএস রয়েছে। এভাবে আপনার মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করে এসএমএস চেক করতে পারবেন।যদি আপনি কোড ডায়াল করার মাধ্যমে এসএমএস চেক করতে চান তাহলে ।
আপনাকে *১২১*১০০# ডায়াল করতে হবে। *১২১*১০০# ডায়াল করার পর আপনার নাম্বারে একটা এসএমএস আসবে। ফিরতি এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার বাংলালিংক সিমে কত গুলো এসএমএস রয়েছে।
বাংলালিংক সিমের কাস্টমার কেয়ার নাম্বার
বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ বাংলালিংক সিম ইউজার কারী রয়েছে।আরএসএম পরিচালনা করতে গিয়ে ইউজার কারীরা বিভিন্ন ধরনের সিম সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এছাড়াও এ বাংলালিংক সিম সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা সমাধান এবং তথ্য নেওয়ার জন্য হেল্পলাইন কাস্টমার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ।তাই বাংলালিংক কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বারে খুব সহজেই যতগুলি মাধ্যম রয়েছে কিভাবে যোগাযোগ করবেন, কোথায় ফোন দিবেন, কি বলবেন সবকিছু আপনাদেরকে নিচে আমি লিখে দিচ্ছি।
- যে কোনও বাংলালিংক নাম্বার থেকে কল করুন – ১২১
- অফিস সময় কোনও অপারেটর থেকে কল করুন – ০১৯১১৩০৪১২১
- প্রিপেইড, পোস্টপেইড এবং কল এবং নিয়ন্ত্রণ গ্রাহকদের জন্য বাংলালিংক হেল্পলাইন – ২১৫
- কেবল খুচরা বিক্রেতাদের জন্য ফোনে গ্রাহক যত্ন – ২০৩৬৫
- আইকন গ্রাহকদের জন্য গ্রাহক পরিষেবাগুলি – ০১৯২০০০০০০০
- বাংলালিংক মোবাইল আর্থিক পরিষেবা – ২১২০০
- বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন ইমেল – info@banglalinkgsm.com
- ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুন: ফেসবুক / বাংলালিংক ডিজিটাল
- বাংলালিংক ফ্যাক্স নম্বর – ০২৮৮২০৫৯৪
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url