ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps - ফটো এডিট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড

প্রিয় পাঠক আজকের পোস্টটি থেকে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড, ফটো এডিট ব্যাকগ্রাউন্ড, ফটো এডিট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, ছবির ব্যাকগ্রাউন্ড, ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps, ছবির ব্যাকগ্রাউন্ড পিকচার, ব্যাকগ্রাউন্ড ফটো এডিট, বেগরাউন পিকচার কালো, ছবির ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।
ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps - ফটো এডিট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড

ভূমিকা

আপনি কি ছবি এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে চাচ্ছেন। তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। আজ আমরা এই পোস্টে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কিভাবে করবেন সে সম্পর্কে জানবো। আপনি যদি আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন, তাহলে খুব সহজেই ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড ফটোগুলো খুব সহজেই অনলাইনে কয়েক জায়গায় থেকে ডাউনলোড করতে পারবেন।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps

প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেই কিছু অ্যাপ যেগুলো আপনি ছবি এডিট করার জন্য ব্যবহার করতে পারবেন।
Picsart
  • এটি অনেক জনপ্রিয় একটি অ্যাপ ছবি এডিট করার জন্য। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পাশাপাশি ছবির আরো অনেক কিছ এডিট করা যায় এই অ্যাপের মাধ্যমে। ছবি এডিট করার সকল ফিচার এই অ্যাপের মধ্যে রয়েছে। ছবিতে টেক্সট যুক্ত, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রেন্ডিং ফিল্টার, ব্যাকগ্রাউন্ড রিপ্লেস, স্টিকার যুক্ত করা ইত্যাদি অনেক ফিচার পাবেন আপনারা এই অ্যাপটির মধ্যে।
  • গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং 4.3। যা মোটামুটি অনেক ভালো বলাই চালে। এন্ড্রয়েড ও আইওএস উভয় ভার্সনের জন্য এই অ্যাপটি পেয়ে যাবেন। প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে Picsart লিখে সার্চ করলে এই অ্যাপটি ইন্সটল করার লিংক পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য ও এন্ড্রয়েড ভার্সনের ডাউনলোড লিংক নিচের টেবিলে দিয়ে দিলাম।
  • App Name Picsart Photo & Video Editor
  • App Rating 4.3
  • App Downloads 500M+
  • App Size 63 MB
  • App Install Link Google Play Store
Snapseed
  1. Snapseed বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি ছবি এডিট করার অ্যাপ। গুগল নিজেই এই অ্যাপটি ডেভলপ করেছে। অ্যাপটি ব্যবহার করে আপনি অনেক ভালো একটা অনুভতি পাবেন। অনেক সাধামাটা কাজে একটি অ্যাপ এটি। কোন ধরনের এডসের ঝামেলা নেই Snapseed অ্যাপটি মধ্যে। ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড প্রিসেট, ছবি ব্যাকগ্রাউন্ড ব্লার, ট্রান্সপারেন্ট সহ অনেক অনেক ফিচার পেয়ে যাবেন এই অ্যাপটি মধ্যে।
  2. গুগল প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং 4.3। যা অবশ্যই অনেক ভালো বলা চলে। এন্ড্রয়েড ও আইওএস উভয় ভার্সনের জন্য এই অ্যাপটি উপলব্ধ রয়েছে। Snapseed লিখে সার্চ করলে অ্যাপটির ইন্সটল করার লিংক আপনি পেয়ে যবেন। আপনার সুবিধার জন্য আপটি সম্পর্কে কিছু তথ্য ও ডাউনলোড লিংক নিচের টেবিলে দিয়ে দিলাম।
  3. App Name Snapseed
  4. App Rating 4.3
  5. App Downloads 100M+
  6. App Size 26 MB
  7. App Install Link Play Store | App Store
Remove.bg
  • কোন ছবির ব্যাকগ্রাউন্ড নিমেষের মধ্যে রিমুভ করার জন্য এই অ্যাপটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। শুধুমাত্র ছবি আপলোড করে দিলে অ্যাপটি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড নিমেষের মধ্যে মুছে দিতে পারবে। আর আপনি সেই ছবি ট্রান্সপারেন্ট, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত ইত্যাদি করে ডাউনলোড করে ফেলতে পারবেন।
  • এছাড়াও এই অ্যাপে ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ ডিফল্ট আকারে দেওয়া আছে যেগুলো আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটির একটি ওয়েব ভার্সন রয়েছে। যেখান থেকে আপনি অ্যাপ ইন্সটল না করে এই সকল ফিচার উপভোগ করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন – ফটো/ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ১ মিনিটে একদম নিখুঁতভাবে।
  • গুগল প্লে স্টোরে এই অ্যাপের রেটিং 4.4। অ্যাপটি সম্পর্কে আরো কিছু তথ্য ও গুগল প্লে স্টোরের লিংক নিচের টেবিলে দিয়ে দিলাম।
  • App Name remove.bg – Remove Image Backgrounds Automatically
  • App Rating 4.4
  • App Downloads 10M+
  • App Size 3 MB
  • App Install Link Google Play Store

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Software

এতক্ষণ ছবি এডিট করার ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড Apps নিয়ে কথা বলেছে। সেখানে আপনাদের জন্য সেরা তিনটি অ্যাপের নাম ও অ্যাপ ইন্সটল করার প্লে স্টোর লিংক দিয়ে দিয়েছি। কিন্তু অনেকে কম্পিউটারের মাধ্যমে ছবি ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাইতে পারেন।কম্পিউটারে ছবি এডিট এর কথা বললে যে নামটি সবার প্রথম মাথায় আসে ।

সেটি হলো Photoshop। এটি সেরা ছবি এডিট করার সফটওয়্যার। ছবির ব্যাকগ্রাউন্ডে টেক্সট যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা ইত্যাদি সকল কিছু এই অ্যাপের মাধ্যমে করা সম্ভব। এছাড়া আরো কিছু ছবি ব্যাকগ্রাউন্ড এডিট বা ছবি এডিট করার সফটওয়্যার আছে এগুলো মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু সফটওয়্যার হলো ।
  1. Affinity Photo
  2. Corel PaintShop Pro
  3. Luminar NEO
  4. Pixlr X
  5. Luminar AI

ফটো এডিট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড

ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য আপনি নিম্নোক্ত ওয়েবসাইটগুলির মাধ্যমে সহজেই নিতে পারবেনঃ
Unsplash 
  • সম্প্রতি খোলা হওয়া একটি প্লাটফর্ম যেখানে প্রফেশনালি তৈরি ছবির সম্পর্কে বিনামূল্যে আপনার আবেগনুযায়ী সহজে পেয়ে যাবেন।
Pexels: Pexels 
  • একটি এটি একটি কপিরাইট মুক্ত ব্যাকগ্রাউন্ড নিশ ওয়েবসাইট, যেখানে স্টক ছবি ও ভিডিও পাওয়া যায়। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যায় এবং সবকিছু ফ্রি।
Pixabay 
  • এটি আরো একটি সার্চ ইঞ্জিন, যেখানে আপনি স্টক ফটো, ভিডিও, এবং ভেক্টর ইমেজ পাবেন। এখানেও ব্যাকগ্রাউন্ড ইমেজ সহজে পাওয়া যায় এবং সবকিছু ফ্রি।
Adobe Stock 
  • এটি পেইড সাইট, কিন্তু এখানে প্রোফেশনাল কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড ছবি পাওয়া যায়।
  • অনলাইনে অনেক জায়গায় আপনি ছবি এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবেন। এর মধ্যে প্রচুর ব্যবহৃত এবং জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো। এই জায়গাগুলো থেকে আপনি অধিক পরিমাণে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনার ছবি এডিট করতে পারবেন।
Adobe photoshop express
  1. এডিটিং জগতের জনপ্রিয় সেরা প্রতিষ্ঠান হল এডোবি। Adobe ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ছাড়াও ফটো এডিটিং অ্যাপ্লিকেশন ও তৈরি করেছেন। ২০২১ সালে সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় মোবাইল ফটো এডিটিং সফটওয়্যার হিসেবে জনপ্রিয়তা লাভ করে। এই অ্যাপটি এখন পর্যন্ত 100+ মিলিয়ন মানুষ ব্যবহার করেছেন।
  2. এই অ্যাপটিও আপনি খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। এ অ্যাপসটিও মোবাইল ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে খুব সহজেই ব্যবহার করা যায়। এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো সুবিধা ও স্পেশাল ফিচার রয়েছে, সেগুলো হলোঃ অন টাচ ফিল্টারিং, অটো ফিল্টারিং, ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার, স্লিপিং, রোডেটিং, স্লিপিং এছাড়াও উন্নত মানের ফাইটো রেন্ডারিং স্কিন রয়েছে যা সহজে ছবির দাগ তুলতে সক্ষম।
AirBrush
  • ছবি এডিট করার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন এর মধ্যে সবচেয়ে উন্নত হলো Air Brush। আমাদের ছবির অধিক আকর্ষণীয় বানানোর জন্য Air Brush অ্যাপসটি খুবই প্রয়োজন। কারণ ছবি এডিটিং এর ছোট ছোট কাজগুলো এই অ্যাপটি দিয়ে সহজেই করা যায়।
  • এ ছাড়াও perfect & smooth skin, Whiten Teeth, Brighten Eyes, blemish , pimple remover এগুলো তো থাকছেই। তাছাড়াও আরো অনেক ফিল্টার আছে যা দিয়ে আপনার ছবি অনেক আকর্ষণীয় ও অ্যাটাকটিভ করে তুলবে পারবেন।
Pics Art
  1. উপরের Snapseed অ্যাপ এর মতোই আকর্ষণীয় মোবাইল ফটো এডিটর অ্যাপস হলো Pics Art। এখানেও আপনারা অনেকগুলো ইফেক্ট বা টুলস পাবেন যা দিয়ে খুব সহজেই clone, add text & adjust curves, cutouts, crop, stretch কাজগুলো করতে পারবেন। এছাড়াও এই যে রয়েছে AI Power ইফেক্ট।
  2. যা দিয়ে AI এর মতো ছবি এডিট করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি প্রায় ৮৫ লক্ষ মানুষ ব্যবহার করেছে। এই যে আপনি খুব সহজে প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন।
  3. Photo Director
  4. এই অ্যাপটি দিয়ে ছবি এডিট করার চেয়ে এর কোয়ালিটি কমানো, বাড়ানো এবং লুক এর পরিমাণ বাড়িয়ে আকর্ষণীয় করে তোলার এর প্রধান কাজ। এতেও আপনি বিভিন্ন ধরনের ছবি এডিটিং ইফেক্ট পেয়ে যাবেন। এছাড়াও অনেক ধরনের টুল আছে,
  5. যেমনঃ filters, light effects, Brighten pictures, Collage maker, Photo fx, Color editing, HDR & layer editing। এগুলো ব্যবহার করে আপনার ছবির মান ও আকর্ষণীয় বাড়িয়ে নিন খুব সহজে। এই অ্যাপসটি প্রায় সাড়ে আট লাখ মানুষ ব্যবহার করেছেন। যা আপনি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন।
Google Images
  • গুগল ইমেজ ইন্টারনেটে ইমেজ খোঁজার জন্য একটি বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম। গুগল ইমেজগুলি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে। যেকোনো বিষয়ে ছবি খোঁজার জন্য একটি ব্যাপক গুরুত্বপূর্ণ। তবে এটি উল্লেখ করা বিষয় যে Google ইমেজে পাওয়া সমস্ত ছবি কপিরাইট ফ্রি নয়। আপনি নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড অনুসন্ধান করতে Google চিত্র ব্যবহার করতে পারেন।
  • আপনি এডিটিং করতে পারেন এমন ব্যাকগ্রাউন্ড গুলো খুঁজে পেতে, “Tools” এ ক্লিক করুন এবং তারপর Creative common licence এর উপর ভিত্তি করে ফলাফলগুলি ফিল্টার করে আপনি সব কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড পাবেন। এবং এগুলো যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।

ইনশট ফটো এডিটর প্রো

ইনশট ফটো এডিটর যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এখানে কালার এবং স্টাইল সম্পর্কিত অনেক অপশন যোগ করা আছে, যেমন ফিল্টার ,স্টিকার ,এফেক্ট ইত্যাদি। আপনার যে কোন এফেক্ট এবং স্টাইল পছন্দ হলে আপনি তা ডাউনলোড করতে পারেন এবং এডিটিং করার জন্য ব্যবহার করতে পারেন। এই অ্যাপ ব্যবহার করার জন্য প্রত্যেক বছর ৮ ডলার কিনে নিতে হবে। প্লে স্টোরে এটি এভেলেবল রয়েছে।

লাইট এক্স ফটো এডিটর

অ্যাপল ডিভাইসে সফল হওয়ার পর এই অ্যাপটি android ডিভাইসের জন্যও চালু হতে যাচ্ছে। এখানে বেশ কিছু ফিচার যোগ করা আছে যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, কালার এফেক্ট , বিভিন্ন ধরনের লেভেল ,ব্যালেন্স এই সমস্ত অপশন ব্যবহার করার সুযোগ রয়েছে। পাশাপাশি অনেক ছবি একসাথে যুক্ত করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, ফটো কলেজ, স্টিকার এই সমস্ত ফিচারও পেয়ে যাবেন।

মোশন লিপ

এই অ্যাপটি অন্য অ্যাপ গুলো থেকে বেশ আলাদা এবং এটি বেশ কিছু আকর্ষণীয় ট্রিক ব্যবহার করে যেমন জিআইএফ ইমেজ ব্যবহার করা পানি-মেঘ এই সমস্ত বিষয় ছবিতে থাকলে সেখানে সুন্দর কালার এবং এফেক্ট তৈরি করা। পাশাপাশি ছবিতে উপস্থিত নেই এরকম কিছু উপাদান যুক্ত করা এবং সঠিক মাপ অনুযায়ী ক্রপ করা ইত্যাদি কাজ করতে পারবেন। প্রত্যেক মাসে চার ডলারের সাবস্ক্রিপশনের বিনিময় এই অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন

এয়ার ব্রাশ

মানুষের ছবি এডিট করার জন্য এয়ারব্রাশ চমৎকার ফটো এডিটিং অ্যাপ। ত্বকের মধ্যে কোন দাগ থাকলে সেটা উঠানো স্কিন কালার চমৎকার করা, red-eye রিমুভ করা এবং চোখের পজিশন কে ব্রাইট করা, সমস্ত কাজ এই অ্যাপ দিয়ে সহজে করা যায়। পাশাপাশি কোন একটি অংশ ব্লার করা, ব্যাকগ্রাউন্ড ব্লার রিমুভ করা এ সমস্ত কার্য আপনি এখানে সহজেই করতে পারবেন।

বাজার্ট

এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ডিভাইস এ ব্যবহার করা যাবে। এখানে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত কিছু ফিচার অ্যাড করা যাবে যেমন স্যাচুরেশন, এক্সপোজার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এই সমস্ত কাজ আপনি সহজেই করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড স্টিকার, টেক্সট ,ফিল্ড , এ সমস্ত অপশনে এখানে এভেলেবেল রয়েছে ।তবে এটি কোন ফ্রী ভার্শন নয়; এটি প্রত্যেক মাসে 6 ডলার দাম দিয়ে এরপরে ব্যবহার করতে হবে।

ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড কালো








FAQ:

আশা করছি ছবি এডিট করার ব্যাকগ্রাউন্ড apps - ফটো এডিট ব্যাকগ্রাউন্ড ডাউনলোডধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url