ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সুবিধা জেনে নিন

প্রিয় পাঠক আজকে আমরা জানব ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সুবিধা জেনে নিন লাইফ ইন্সুরেন্স মানে জীবনের ঝুঁকি এড়ানোর একটি কৌশল,শুধু ঝুঁকি নয় আপনার কোন ক্ষতি হওয়ার পর যদি পরিবারের হাল ধরার মতো কেউ না থাকে তাহলে এই লাইফ ইন্সুরেন্স এর মাধ্যমে আপনার পরিবারকে আপনি বাঁচাতে পারবেন।এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন জানতে পারবেন ।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সুবিধা জেনে নিন

ভূমিকা 

ইন্সুরেন্স হল এক ধরনের এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট আমাদের ফিন্যান্সিয়াল লস কে সুরক্ষিত করবে। যেমনঃ আমাদের জীবনে যখন তখন যে কোন ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, আর সে দুর্ঘটনার জন্য আমাদের অনেক ফিন্যান্সিয়াল লস হয়ে থাকে। আর সেই ফিনান্সিয়াল লস এর সমস্যার সমাধান করে এই ইন্সুরেন্স।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সুবিধা

প্রথমতো কোনো কারণে বিমাকারী মারা গেলে মৃত্যুপরবর্তী সময়ে পরিবারের পাশে দাঁড়াবে বীমা কর্তৃপক্ষ। এছাড়াও আরো কিছু সুবিধা রয়েছে। যথা:জরুরী লোন সুবিধা কর পরিশোধ সুবিধা
মৃত্যু পরবর্তী সাপোর্ট সুবিধা

  • জরুরী লোন সুবিধা: বিভিন্ন সময় আমাদের জরুরী লোন নেয়ার প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে খুব সহজেই National Life Insurance থেকে লোন নিতে পারবেন যদি আগে থেকে আপনার ইন্সুরেন্স করা থাকে। ইন্সুরেন্স এ জমা দেয়া মোট টাকার অনুপাতে এই লোনের পরিমাণ নির্ভর করবে।
  • কর পরিশোধ সুবিধা: সরকারী কর্মকর্তা বা ব্যাবসায়ীদের অনেক সময় জরুরী কর পরিশোধের প্রয়োজন পড়তে পারে। বিশেষ করে বয়েকা কর বেশি হয়ে গেলে একসাথে পরিশোধ করতে ঝামেলায় পড়তে হয়। এসময় আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কর পরিশোধের জন্য আর্থিক লোন পাবেন।
  • মৃত্যু পরবর্তী সাপোর্ট: কোনো ব্যাক্তি যদি জীবণ বিমা করে একটি কিস্তিও প্রদান করেন এবং দূর্ঘটনাবসত ইন্তেকাল করেন, তাহলে বিমা কম্পিনি বিমার মোট অঙাকের পুরো টাকা পরিশোধ করার অঙ্গিকার করে থাকে। এতে উপার্জনক্ষ ব্যাক্তি হঠাৎ অনুপস্থিতিতে তার পরিবার আর্থিক সাহায্য পেয়ে পূণরায় কিছু করতে পারেন।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ 

এর একটি ভাল ইন্সুরেন্স কোম্পানি। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানিটি বাংলাদেশে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি একটি বেসরকারি ইন্সুরেন্স প্রতিষ্ঠান। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানিটি প্রায় ৩৪ বছর যাবত বাংলাদেশে সেবা প্রদান করে আসছে। এই ইন্সুরেন্স কোম্পানি এর বিভিন্ন জেলায় শাখা খুলেছে। 

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স তাদের গ্রাহকদের সুবিধা ও সেবা প্রদান করে বর্তমানে বেশ সুনাম অর্জন করেছে। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি এর গ্রাহকরা এনএলআই পলিসি করে খুব উপকৃত হচ্ছে এর কারন এই কোম্পানি অন্য কোম্পানি থেকে বেশি সুবিধা দিয়ে থাকে।ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি এর পরিচালনা পর্ষদ এ যারা রয়েছেন ।

তারা সমাজসেবা মূলক কাজের সাথে জড়িত আছেন। এছাড়াও তারা বিভিন্ন ধরনের ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচালনা পর্ষদের সদস্যরা অত্যান্ত দক্ষতার সহিত তাদের কোম্পানির কার্যক্রম পরিচালন করছেন।ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি এর চেয়ারম্যান এর নাম জনাব মোর্শেদ আলম এমপি, তার সুদক্ষ দিক নির্দেশনার জন্য ।

এই ইন্সুরেন্স কোম্পানি খুব অগ্রগতি লাভ করছে।ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিদ্যমান পরিকল্পসমূহ নিচে আলোচনা করা হলো

একক বীমা
  • মেয়াদী বীমা (লাভসহ)
  • প্রত্যাশিত তিন কিস্তি মেয়াদিমা (লাভসহ)
  • আজীবন বীমা (লাভসহ)
  • শিশু নিরাপত্তা বীমা (লাভসহ)
  • শিশু শিক্ষা নিরাপত্তা বীমা
  • প্রত্যাশিত পাঁচ কিস্তি মেয়াদী বীমা (লাভসহ)
  • পেনশন বীমা
  • এসুরেন্স কাম পেনশন বীমা
  • এক কিস্তি বীমা।

জনবীমাস্বল্প সঞ্চয় বীমা (লাভসহ)

  • দি-কিস্তি বীমা (লাভসহ)
  • শিশু শিক্ষা নিরাপত্তা বীমা
  • শিশু নিরাপত্তা বীমা (লাভসহ)
  • মাসিক সঞ্চয় ক্ষুদ্র বীমা এমডিএমআই (লাভসহ)
ইসলামী তাকাফুল বীমাদেনমোহর বিমা
  1. হজ্জ বীমা
  2. তাকাফুল এক কিস্তে বীমা
  3. তাকাফুল তিন কিস্তি বীমা
  4. তাকাফুল চার কিস্তি বীমা।
ন্যাশনাল পেনশন ডিপোজিট বীমা
  1. গোষ্ঠী বীমাগোষ্ঠী সাময়িক বীমা
  2. গোষ্ঠী মেয়াদী বীমা
  3. গোষ্ঠী সঞ্চয় বীমা
  4. গোষ্ঠী প্রত্যাশিত বীমা
  5. গোষ্ঠী স্বাস্থ্য বীমা।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডিপিএস

ডিপিএস মানে হল কোন একটি নির্দিষ্ট টাকা জমা করা এবং পরবর্তীতে কোন কাজে সেটিকে ব্যবহার করা। ব্যাংকে এবং ইন্সুরেন্সে দুইভাবেই জিপিএস করা যায়। এখন কথা হল এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং কোনটা সুবিধা বেশি রয়েছে। অবশ্যই দুইটার যেহেতু আলাদা আলাদা বিষয় তাই এর ডিপিএস এ নিয়মাবলী কিছুটা অন্যরকম হবে।

আপনি যদি ব্যাংকের ডিপিএস করেন তাহলে, আপনার কোন প্রয়োজন নেই সেই ডিপিএস এর জমা করা টাকা আপনি নিয়ে নিতে পারবেন।আপনি চাইলে সেখান থেকে ঋণ ও নিতে পারবেন। ঠিক এরকমই ইন্সুরেন্স পলিসি তো করা যাবে তবে ব্যাংকের মতো নির্দিষ্ট সময়ের আগে আপনি সেই টাকাটি ভাঙ্গতে পারবেন না। ব্যাংকে যেমন ডিপিএস এর মুনাফা রয়েছে ।

তেমনি ইন্সুরেন্সেও ডিপিএস এর মুনাফা রয়েছে। তবে ডিপিএস দেওয়া কালীন কোন কারণে আপনার যদি এক্সিডেন্ট হয়ে যায় এবং আর্থিক সমস্যা হয় তাহলে আপনি ইন্সুরেন্স পলিসি থেকে বড় অংকের টাকা পেয়ে যাবেন কিন্তু এটি ব্যাংকের ডিপিএস এর ক্ষেত্রে হয় না।তাই আপনি চাইলে ইন্সুরেন্স পলিসিতে ডিপিএস করতে পারবেন। 

অনেকেই হয়তো মনে করেন যে, ইন্সুরেন্স পলিসির থেকে ব্যাংকের ডিপিএস করাই ভালো। কিন্তু ব্যাংকের তুলনায় ইন্সুরেন্স পলিসিতে ডিপিএস করা অনেক ভালো হবে। কারণ আপনার যদি কোন ধরনের আর্থিক সমস্যা হয় তাহলে আপনি একটি বড় ধরনের টাকা পেয়ে যাবেন। আর এটি হয়তো অনেকেই জানে না বলে মনে করেন ব্যাংকের ডিপিএস করাই বেশি ভালো।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স হেড অফিস নাম্বার

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হেল্পলাইন নাম্বার সম্পর্কে আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন। তাহলে চলুন তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের হেড অফিস নাম্বার এবং ঠিকানা আপনাদের সাথে শেয়ার করি।কারণ অনেক সময় দেখা যায় আপনি যখন ইন্সুরেন্সের আওতায় পলিসি সংক্রান্ত কোন কাগজ পত্র নিয়ে সমস্যায় পড়বেন ।

তখন কিন্তু হেল্প লাইন নাম্বারে কথা বলে আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন না।
সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির হেড অফিস যোগাযোগ করতে হবে। তাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগাযোগ করার জন্য সকল ধরণের তথ্য।
  1. হেড অফিস ঠিকানাঃ NLI টাউয়ার, ৫৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ।
  2. পিএবিএক্স নাম্বারঃ ৫৮১৫১২৭১, ৫৮১৫১৪৯০, ৫৮১৫১০৮৯
  3. ফাক্স নাম্বারঃ ৮৮-০২-৮১৪৪২৩৭
  4. জিমেইল ঠিকানাঃ info@nlibd.com
  5. হট লাইন নাম্বারঃ ০৯৬৬৬৭০৬০৫০-১৬৭৪৯
  6. ওয়েবসাইট: www.nlibd.com
  7. ওয়েবসাইট: www.nlibd.com

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স হেল্পলাইন

আপনি চাইলেই ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর জন্য যে কোন তথ্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পারেন । ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর হেল্পলাইন নাম্বার গুলো হলো 09666706050 , 41010123-8 , 16749 , ফ্যাক্স নাম্বার 88-02-8144237 । ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ওয়েবসাইট এড্রেস টি হলো www.nlibd.com এবং ইমেইল এড্রেস টি হলো info@nlibd.com ।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স অনলাইন পেমেন্ট

বর্তমানে ব্যাংকেরা যেমন অনলাইন পেমেন্টের সুবিধা গুলো দিয়েছে তেমনি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স অনলাইন পেমেন্টের সুবিধা দিয়েছে। আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর পেমেন্ট করতে পারবেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অনলাইন পেমেন্ট করতে হলে প্রথমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অ্যাপটি ডাউনলোড করতে হবে।

অ্যাপটি ডাউনলোড করার পর সেখানে যেই শর্তগুলো পূরণ করতে বলা হবে সেগুলোকে পূরণ করতে হবে। আপনি যে মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এ টাকা পেমেন্ট করতে চান সে মাধ্যমি সিলেক্ট করে নিতে হবে যেমনঃ বিকাশ , নগদ ইত্যাদি বিভিন্ন মাধ্যম। এরপরে আরো বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে সেগুলো দেওয়ার পর, আপনি অনলাইনের ।

মাধ্যমে টাকা পেমেন্ট করে দিতে পারবেন আপনি যদি কোন কারণে সেই দিন দূরে কোথাও থাকেন তাও অনলাইন এর মাধ্যমে সহজে টাকাটি পেমেন্ট করে দিতে পারবেন। আর বর্তমানে প্রায় সবাই অনলাইনে পেমেন্ট করে থাকে। সিটি ব্যাংক হোক কিংবা ইন্সুরেন্স হোক।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পলিসি বোনাস

প্রতিটা কোম্পানিতে বিভিন্ন ধরনের পলিসি থাকে যার জন্য সেই পলিসি অনুযায়ী বোনাস রেট ও আলাদা হয়ে থাকে। তবে এখানে একটা কথা বলে রাখি বোনাস রেট যতই আলাদা হোক না কেন সবগুলো কোম্পানির বোনাস রেট এর পার্থক্য কিন্তু খুব একটা বেশি থাকে না।বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানি পর্যালোচনা করে দেখা গেছে তারা প্রতি ১০০০ টাকাতে ৬৩ থেকে ৮৫ টাকা ।

পর্যন্ত বোনাস রেট নির্ধারণ করে রেখেছে। আপনি যদি কোন ইন্সুরেন্সের আওতায় ১০ থেকে ২০ বছর এর মেয়াদে পলিসি গ্রহণ করেন তাহলে সেই বছরের প্রিমিয়াম অনুযায়ী প্রতি ১০০০ টাকাতে ৬৪০ টাকা পলিসি বোনাস পেয়ে যাবেন।আবার ২১ থেকে ২৫ বছরের ক্ষেত্রে ১০০০ টাকাতে ৭০ টাকা বোনাস হিসেবে পেয়ে যাবে। যদি কোন ব্যক্তি তার পলিসি ২৬ বছর বা তার বেশি করার প্রয়াস জ্ঞাপন করে সেই ক্ষেত্রে প্রতি ১০০০ টাকাতে ৮৫ টাকা বোনাস হিসেবে ধরা হবে।

লেখকের শেষ কথা

আশা করছি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর সুবিধা জেনে নিন ও সকল প্রকারের ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url