সরকারি চাকরিজীবীদের লোন সুবিধা - পার্সোনাল লোন

প্রিয় পাঠক আজকে আমরা জানরো সরকারি চাকরিজীবীদের লোন সুবিধা - পার্সোনাল লোন সরকারি চাকরিজীবীরা তাদের স্থিতিশীল আয়ের কারণে ঋণের জন্য আকর্ষণীয় ঝুঁকি হিসেবে বিবেচিত হয়। সোনালী ব্যাংক, বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক, বিভিন্ন ধরণের লোন স্কিম অফার করে যা বিশেষভাবে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের লোন সুবিধা - পার্সোনাল লোন
পার্সোনাল লোনের জন্য আবেদন করা ব্যক্তির আয় থাকা বাধ্যতামূলক। মাসিক বা বার্ষিক আয় নেই, এমন কেউ ঋণের জন্য আবেদন করতে পারবেন না। সরকারি, বেসরকারি বা MNC-তে কাজ করা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যক্তিগত ঋণের পদ্ধতি তুলনায় সহজ হয়।                                      

ভূমিকা 

যে কোনো সরকারি চাকরিজীবী ৯ শতাংশ সুদে এ ঋণ নিতে পারবেন। ২০ বছর মেয়াদি এ ঋণের ৫ শতাংশ সুদ ঋণগ্রহীতা পরিশোধ করবেন। বাকি ৪ শতাংশ সরকার মাসিক কিস্তিতে ভর্তুকি দেবে। নীতিমালা জারির পর রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে সরকার।


সরকারি চাকরিজীবীদের লোন সুবিধা

সরকারি চাকরিজীবীদের লোন নেওয়ার ক্ষেত্রে আরো একটি বড় সুবিধা হল সুদের হার অত্যন্ত কম রাখার বিষয়টি। একজন সরকারি কর্মকর্তা যদি ঋণ গ্রহণ করে সে ক্ষেত্রে ঋণ পরিষদের সময় ৮ শতাংশ থেকে ৯ শতাংশ হারে ঋণের কিস্তি পরিশোধ করতে হয়। যা অন্যান্য সাধারণ ব্যক্তিদের থেকে অনেকটাই কম। ২০১৮ সালের ৩০ জুলাই একটি নীতিমালা জারি করা হয়েছিল ।

এবং সেখানে উল্লেখ করা ছিল রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাথে চুক্তি করে চাকরিজীবীদের বিভিন্ন খাতে সহজ শর্তে ঋণ প্রদান করাহবে। বর্তমানে সেই বিষয়টি নিয়ে যদি আলোকপাত করা হয়। তাহলে নীতিমালা অনুযায়ী সকল বিষয় কার্যকর না হলেও (বিশেষ করে সুদের হার) অন্যান্য যে বিষয়গুলো রয়েছে।

যেমন দ্রুত ঋণ পাওয়া থেকে শুরু করে জামানত বিহীন ঋণ ব্যাংক কর্তৃপক্ষ সরকারি চাকরিজীবীদেরকে প্রদান করে যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের লোন সুবিধা গুলোর মধ্যে আরও একটি সুবিধা হচ্ছে ঋণ গ্রহণ করার পর দীর্ঘমেয়াদী সময় থাকে ঋণ পরিশোধের জন্য। যেখানে সাধারণ ব্যক্তি ঋণ গ্রহণ করার পর নামমাত্র সময় পেলেও একজন সরকারি চাকরিজীবী ২০ বছর পর্যন্ত ঋণ পরিশোধের সুযোগ পায়। 

পার্সোনাল লোন

  1. সাধারণ মানুষের জন্য লোনের সিস্টেম আলাদা এবং চাকরিজীবীদের জন্য লোনের সিস্টেম আলাদা। প্রতি ব্যাক্তি ভেদে সুদের পরিমাণও আলাদা থাকতে পারে। এখন আমরা জানবো চাকুরীজীবীদের পার্সোনাল লোন নিতে কি কি লাগে
  2. সর্বোচ্চ ২০,০০,০০০/-( বিশ লক্ষ টাকা )
  3. সর্বনিম্ন ২,০০,০০০/-( দুই লক্ষ টাকা )
  4. সরকারি চাকরিজীবী হলে বেতন সর্বনিম্ন ২০,০০০/=
  5. বেসরকারি চাকরিজীবী হলে বেতন সর্বনিম্ন ৩০,০০০/=
  6. ইন্টারেস্ট রেট ১১.২৫% টেকওভার ১০.৫% । মর্টগেজ এর প্রয়োজন নাই।
  7. মেয়াদ সর্বোচ্চ ( ০৩- ০৫ ) বছর।
  8. যেকোনো ব্যাংক হতে হবে।
  9. এবং গার্মেন্টস এর ক্ষেত্রে ৫০,০০০/- ।
  10. পার্সোনাল লোনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন
  11. এখন আমরা জানবো একজন চাকরিজীবীর পার্সোনাল লোন নিতে কি কি কাগজপত্র লাগবে।
                                                            
আবেদনকারী তথ্য
  • আবেদনকারীর ছবি ৩ কপি ( ল্যাব প্রিন্ট )।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • টিন সার্টিফিকেট।
  • স্যালারি সার্টিফিকেট ( ব্যাংকের ফরম্যাট অনুযায়ী ) পে স্লিপ।
  • স্যালারি স্টেটমেন্ট।
  • বিএমডিসি সার্টিফিকেট ( শুধুমাত্র ডাক্তারদের জন্য প্রযোজ্য )।
  • প্রফেশনাল সার্টিফিকেট।
  • জব আইডি কার্ড অথবা প্রত্যয়ন পত্র।
  • অন্যান্য আয়ের প্রমানপত্র ( শিক্ষক ও ডাক্তারদের জন্য প্রযোজ্য )।
  • লোন অনুমদনপত্র ( যদি অন্য কোন ব্যাংকে লোন থাকে )।
  • গ্যারান্টার
  • পরিবার ( স্বামী/ স্ত্রি/বাবা/মা যে কোন এক জন )
  • ছবি ০২ কপি ( ল্যাব প্রিন্ট )
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • জব আইডি/ প্রত্যয়ন পত্র ( যদি চাকুরি করে )
  • অফিস কলিগ
  • ছবি ০১ কপি ( ল্যাব প্রিন্ট )।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • জব আইডি/প্রতয়নপত্র।
  • ই টিন সার্টিফিকেট এর কপি দাখিল করতে হবে।
  • স্যালারি সিটের প্রমাণপত্র বা স্যালারি সার্টিফিকেট এলওআই দেখাতে হবে।
  • গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এর কাগজ জমা দিতে হবে।
  • বিদ্যুৎ বিলের ফটোকপি জমা দেওয়ার পাশাপাশি অন্যান্য বিলের ফটোকপি গ্রহণযোগ্য হবে। সেগুলো হল ওয়াসা বিল, গ্যাস বিল, ল্যান্ড ফোন বিল ইত্যা

ব্র্যাক ব্যাংকে লোন নিতে কি কি লাগে

আপনি যদি কোন ব্যাংকে লোন নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কোন ব্যাংকে লোন নিতে কি কি লাগে সে বিষয় সম্পর্কে। সব কিছু জানা থাকলে আপনার ঋণ নিতে এবং ঋণ সম্পর্কে জানতে আর ঝামেলা পোহাতে হবে না। আমাদের এখনকার জানার বিষয় হল ব্র্যাক ব্যাংকে লোন নিতে কি কি লাগে ।
  • বয়সপ্রথমত আপনাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে। বয়স সাধারণত ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। একদম কম বয়সী এবং বেশি বয়সী মানুষকে ব্যাংক ঋণ দেই না । পরবর্তী সময়ে যেন ঋণ পরিশোধ করতে কোন সমস্যা না হয় তাই বয়সটা ব্যাংক যাচাই করে থাকে।
  • আয়বয়সের পর ব্যাংক দেখবে আপনার আয়ের উৎস কি। আপনি কি করেন? মাসে কত টাকা ইনকাম করেন? ঋণের টাকা ফেরত দেওয়ার সময় সমস্যা করবেন কি না? তারা আপনার থাকে টাকা উশুল করতে পারবে কি? কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন? এগুলো সব বিষয়ে চিন্তা করে ব্যাংক আপনার আয়ের উৎস দেখবে।
  • আবেদনপত্রব্যাংকে ঋণ নিতে আপনাকে ব্যাংক ম্যানেজার বরাবর একটি আবেদনপত্র দিতে হবে।
  • পরিচয়পত্রআপনি কে? আপনার পরিচয় কি? আপনি কি বাংলাদেশের নাগরিক? ব্যাংক অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবে। যার জন্য আপনার ক্যাশ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিবে। আপনি কোন এলাকার বাসিন্দার এটা ব্যাংক নিশ্চিত করবে।
  • ছবিলোন নিতে আপনাকে প্রতিটি ব্যাংকে আপনার ৩/৪ কপি ল্যাব প্রিন্ট ছবি জমা দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করতে হবে।
  • আয়ের প্রমানআপনি কোন কোন উৎস থেকে কত টাকা আয় করেন তার ডকুমেন্ট ব্যাংক আপনার ক্যাশ থেকে সংগ্রহ করবে। এক্ষেত্রে ব্যাংক আপনার একাউন্টের ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, আয়কর রিটার্ন ইত্যাদি বিষয়ের একটি তথ্য সংগ্রহ করবে।
জামানতজামানত বলতে আপনি ব্যাংক থেকে কোন জিনিসটা দেখিয়ে টাকা নিবেন। আপনি যদি টাকা নিয়ে পালিয়ে যান তাহলে ব্যাংক আপনার কোন সম্পদটি দখল করবে সেটাকে জামানত বলা। জামানত হতে পারে কোন ব্যাক্তি অথবা আপনার কোন জমিজমা, দোকান, বাড়ি ইত্যাদি।

বাংলাদেশ কৃষি ব্যাংকে সুদের হার কত 

বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি কাজের জন্য কৃষি লোন দিয়ে থাকে। কৃষি বলতে শস্য, মৎস্য, ডেইরী, পোল্ট্রী ইত্যাদি। বাংলাদেশ কৃষি ব্যাংক উক্ত কাজের জন্য স্বল্প সুদে কৃষি লোন দিয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বশেষ তথ্য অনুযায়ী কৃষি ব্যাংকে বাৎসরিক সুদের পরিমাণ হাজারে ৮%। তবে কিছু কিছু বিশেষ কারণ অথবা ছাড়ে সুদের হার কম বেশি হতে পারে।

গ্রামীণ ব্যাংকে সুদের হার কত 

বাংলাদেশের নোবেলজয়ী মানব ডঃ মুহাম্মদ ইউনুস ক্ষুদে ঋণ প্রকল্পের জন্য নোবেল পেয়েছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি গ্রামীণ দরিদ্র মানুষের জন্য সুদের হার কমিয়ে দিয়েছেন।গ্রামীণ ব্যাংকে বিভিন্ন ঋণের সুদ বিভিন্ন রকম হয়ে থাকে যেমনঃ
উৎপাদনশীল খাত- ২০%
ব্যবসা ও বাণিজ্যো- ১০%
গৃহস্থলি ব্যয়- ৮%
শিক্ষা ও চিকিৎসা- ৫%

ডাচ বাংলা ব্যাংকে সুদের হার কত

ডাচ বাংলা ব্যাংকে সুদের পরিমাণ নির্ধারিত করা হয় সঞ্চয়ী হিসাব ও লোনের ওপর ভিত্তি করে। সঞ্চয়ী হিসাব ও লোনের ওপর নির্ভর করে সুদের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। লোনের ভিত্তিতে সুদের হার হয়। সেক্ষেত্রে পার্সোনাল লোনের জন্য সুদের হার ৮% হয়ে থাকে। তবে কিছু কিছু লোনের জন্য সুদের হার ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।

সোনালী ব্যাংকের লোন স্কিম 

  • গৃহ ক্রয়ের জন্য ঋণ
  • ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ
  • গৃহ সংস্কারের জন্য ঋণ
  • গাড়ি ঋণ:ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য ঋণ
  • মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ
  • শিক্ষা ঋণ:উচ্চশিক্ষার জন্য ঋণ
  • বিদেশে পড়াশোনার জন্য ঋণ
  • ব্যক্তিগত ঋণ:বিবাহের জন্য ঋণ
  • চিকিৎসার জন্য ঋণ
  • ছুটি কাটানোর জন্য ঋণ
  • অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে ঋণ
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) ঋণ:ব্যবসা শুরু করার জন্য ঋণ
  • ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ
  • কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ
ঋণের শর্তাবলী
ঋণের পরিমাণ: ঋণের ধরন, ঋণগ্রহীতার ঝুঁকি এবং ব্যাংকের নীতিমালার উপর ঋণের পরিমাণ নির্ভর করে।
সুদের হার: ঋণের ধরন, ঋণের মেয়াদ এবং বাজারের অবস্থার উপর সুদের হার নির্ভর করে।
মেয়াদ: ঋণের ধরন অনুযায়ী ঋণের মেয়াদ নির্ধারণ করা হয়।
জামানত: ঋণের পরিমাণ এবং ঋণগ্রহীতার ঝুঁকির উপর জামানত নির্ভর করে।

লোন আবেদনের পদ্ধতি
সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ঋণের জন্য আবেদন করা যায়।
ঋণ আবেদনপত্র পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে।
ঋণের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ব্যাংক ঋণ আবেদনপত্র যাচাই-বাছাই করে ঋণ বিতরণের সিদ্ধান্ত নেয়।

প্রয়োজনীয় কাগজপত্রঋণ আবেদনপত্র
  • পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট)
  • ঠিকানা প্রমাণপত্র
  • চাকরির সনদপত্র: সরকারি চাকরির সনদপত্র
  • নিয়োগপত্র: সরকারি চাকরির নিয়োগপত্র
  • বেতন সার্টিফিকেট: সর্বশেষ 3 মাসের বেতন সার্টিফিকেট
  • জামানতের কাগজপত্র: ঋণের ধরন অনুযায়ী জামানতের কাগজপত্র (যেমন, সম্পত্তির দলিল, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট)

লেখকের শেষ কথা

আশা করছি সরকারি চাকরিজীবীদের লোন সুবিধা - পার্সোনাল লোন নিয়ম সকল প্রকারের ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url