অনার্স এবং ডিগ্রী মধ্যে পার্থক্য কি জেনে নিন

প্রিয় পাঠক আজকে আমরা জানবো অনার্স এবং ডিগ্রী মধ্যে পার্থক্য কি অনার্সে পড়তে হলে অবশ্যই একজন নিয়মিত ছাত্র হতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে অনেক শিক্ষার্থী আছে যারা ইন্টার পাশের পরে বিভিন্ন চাকরিতে যোগ দেয় এবং তার পাশাপাশি লেখাপড়া করে থাকে। তাদের জন্য ডিগ্রী বেস্ট সলিউশন। কারণ ডিগ্রী শিক্ষার্থীদের অনার্স এর ছাত্রদের তুলনায় একটু কম পড়লেও চলে।
অনার্স এবং ডিগ্রী মধ্যে পার্থক্য কি জেনে নিন
মূলত যারা ইন্টার শেষ করেছেন এখন অনার্স অথবা ডিগ্রিতে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য এই পোস্টটি দারুন ভাবে কার্যকর হবে। কারণ পোস্ট টি থেকে আপনি জানতে পারবেন অনার্স এবং ডিগ্রির মধ্যকার পার্থক্য।

ভূমিকা

ডিগ্রির শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে উপবৃত্তির ব্যবস্থা থাকলেও অনার্সের শিক্ষার্থীদের জন্য কোন উপবৃত্তির ব্যবস্থা নেই।সিজিপিএ এবং ক্রেডিট সিস্টেম চালু হওয়ার কারণে ডিগ্রির মান আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।তবে কথা হচ্ছে এই যে, আপনি অনার্স করুন বা ডিগ্রী করুন প্রত্যেক ক্ষেত্রে আপনাকে পড়ালেখা করতে হবে। এবং পড়ালেখা করে ভালো স্থান অর্জন করতে পারলে কোনটার এই মান খারাপ নয়

অনার্স সম্পর্কে বিস্তারিত তথ্য

অনেকেই জানেন না অনার্স ও ডিগ্রীর মধ্যে পার্থক্য কোথায় 2024। তাদের জন্য এই পোস্ট অনার্স এবং ডিগ্রীর মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান । অনার্স হচ্ছে স্নাতক সম্মান আর ডিগ্রি হচ্ছে শুধু স্নাতক । অনার্স ৪ বছর মেয়াদি এবং ডিগ্রি ৩ বছর মেয়াদি । অনার্সে মূলত যেকোন এক বিষয়ের উপর খুঁটিনাটি পড়ানো হয় থাকে তাই তারা ওই বিষয়ের উপর দক্ষ হয়ে গড়ে উঠে ।

আর ডিগ্রি আলাদাভাবে কয়েকটি বিষয়ের কিছু কিছু অংশ পড়ানো হয় ।মাস্টার্স হচ্ছে ডিগ্রি করার পর ২ বছর মেয়াদি একটা কোর্স এবং অনার্স করার পর ১ বছর মেয়াদি একটা কোর্স যাকে স্নাতকোত্তর বলা হয় অনার্স শেষ করে সরাসরি বিসিএস দেয়া যায় কিন্তু ডিগ্রি করে মাস্টার্স না করলে বিসিএস দেয়া যায়না  তবে ডিগ্রি করে মাস্টার্স করলে উভয়ের মান এবং অগ্রাধিকার সমান হয়ে যায় । 

এমনকি অনেক সময় বা এখনো অনেক ছাত্রছাত্রী আছে যারা ডিগ্রি শেষ করে মাস্টার্স করে মেধা বা রেজাল্টে অনার্স এবং মাস্টার্স কারীদের চাইতে অনেক এগিয়ে এবং ভালো প্রতিষ্ঠানে বা সরকারি জব করছে
অনার্স সাবজেক্ট কি কি
  1. বিজ্ঞান বিভাগের জন্য অনার্স সাবজেক্ট:গণিত.
  2. পদার্থবিজ্ঞান।
  3. রসায়ন।
  4. পরিসংখ্যান।
  5. প্রাণ রসায়ন।
  6. উদ্ভিদবিদ্যা।
  7. প্রাণিবিদ্যা।
  8. মনোবিজ্ঞান।
  9. ভূগোল ও পরিবেশ।
  10. পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান।
  11. কম্পিউটার বিজ্ঞান।
  12. গার্হস্থ্য অর্থনীতি ও অনান্য।
অনার্স ব্যবসায় শিক্ষা শাখার বিষয়সমূহ:
  • হিসাববিজ্ঞান।
  • ফিন্যান্স ও ব্যাংকিং।
  • ব্যবস্থাপনা মার্কেটি।
অনার্স মানবিক শাখার বিষয়সমূহ:ইংরেজি
  • বাংলা।
  • অর্থনীতি।
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
  • রাষ্ট্রবিজ্ঞান।
  • দর্শন।
  • লাইব্রেরি।
  • মাজবিজ্ঞা।
  • সমাজকর্ম।
  • ইতিহাস।
  • আরবি।
  • ইসলামী ইতিহাসবি.এড পলি সংস্কৃত ও
  • অনান্য।
অনার্স প্রোগ্রাম ও বিষয়সমূহ:পদার্থবিজ্ঞান
  1. রসায়ন।
  2. পরিসংখ্যান।
  3. প্রাণ রসায়ন।
  4. উদ্ভিদবিদ্যা।
  5. প্রাণিবিদ্যা।
  6. মনোবিজ্ঞান।
  7. ভূগোল ও পরিবেশ পরিবেশ।
  8. মৃত্তিকা বিজ্ঞান।
  9. কম্পিউটার।
  10. বিজ্ঞান।
  11. গার্হস্থ্য অর্থনীতি ও অনান্য।
বিবিএ অনার্স বিষয়সমূহ:
  • লাইব্রেরি,
  • সমাজবিজ্ঞান,
  • সমাজকর্ম,
  • ইতিহাস আরবি ইসলামী,
  • আরবি,
  • ফারসি
  • ভাষা ও সাহিত্য,
  • উর্দু,
  • পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ,
  • ইসলামিক স্টাডিজ,
  • তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা,
  • তিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ,
  • ভাষাবিজ্ঞান,
  • বিশ্ব ধর্ম ও সংস্কৃতি,
  • সংগীত,
  • নৃত্যকলা,
  • লোক প্রশাসন,
  • গণযোগাযোগ ও সাংবাদিকতা,
  • পপুলেশন সাইন্স,
  • শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন,
  • টেলিভিশন, চলচিত্র ও ফটোগ্রাফি,
  • উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ,
  • ক্রিমিনালজি, উন্নয়ন অধ্যয়ন,
  • প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ,
  • কিমউনিকেশণ ডিসঅর্ডারস (যোগাযোগ বৈকল্য),
  • আইন,
  • জাপানিজ স্টাডিজ,
  • স্বাস্থ্য অর্থনীতি,
  • ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ
  • ইতিহাস বিজ্ঞান এড পলি সংস্কৃত
বিএসএস অনার্স বিষয়সমূহ:
  1. সমাজকর্ম,
  2. সমাজবিজ্ঞা,
  3. অর্থনীতি,
  4. রাষ্ট্রবিজ্ঞান,
  5. নৃ-বিজ্ঞান
বিবিএ অনার্স বিষয় সমূহ:হিসাববিজ্ঞান
  1. ফিন্যান্স ও ব্যাংকিং
  2. ব্যবস্থাপনা
  3. মার্কেটিং

ডিগ্রী সম্পর্কিত বিস্তারিত তথ্য

BA (Bachelor of Arts)
  • বাংলা 
  • ইংরেজিইতিহাস 
  • ইসলামের ইতিহাস 
  • ও সংস্কৃতি দর্শন 
  • আরবিইসলাম 
  • শিক্ষাগার্হস্থ্য
  •  বিজ্ঞান
BBA ( Bachelor of Businesses Administration)
  • হিসাববিজ্ঞান 
  • মার্কেটিং ম্যানেজমেন্ট 
  • ফিনান্স এন্ড ব্যাংকিং
  • BSC ( Bachelor of Science)
  • জীববিজ্ঞান 
  • রসায়ন 
  • পদার্থবিজ্ঞান 
  • গণিতপ্রাণী বিদ্যামৃত্তিকা 
  • বিজ্ঞান 
  • উদ্ভিদবিজ্ঞান 
  • অর্থনীতি 
  • ভূগোল ও পরিবেশগার্হস্থ্য
  •  বিজ্ঞানঅর্থনীতি প্রাণ রসায়ন
BSS ( Bachelor Of Social Science)
  1. অর্থনীতি 
  2. রাষ্ট্রবিজ্ঞান
  3.  ভূগোল ও পরিবেশ 
  4. নৃবিজ্ঞান 
  5. সম্নকর্মিসমাজবিজ্ঞান
ডিগ্রি সাবজেক্ট কয়টি
  1. ব্যাচেলর অব আর্টস বিএ (পাস)
  2. ব্যাচেলার অব সাইন্স বিএসসি (পাস)
  3. ব্যাচেলর অব মিউজিক বি মিউজিক (পাস)
  4. ব্যাচেলর অব সোশ্যাল সাইন্স বিএসএস (পাস)
  5. ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ বিবিএস (পাস)
  6. ব্যাচেলর অব স্পোর্টস বি স্পোর্টস (পাস)
  • বিশেষায়িত গার্হস্থ্য অর্থনীতি (পাস)
  • আইন স্নাতক (এলএলবি)
  • ইঞ্জিনিয়ারিং স্নাতক
  • ব্যাচেলর অফ এডুকেশন
  • ব্যাচেলর অফ মেডিসিন
  • ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)
  • ভেটেরিনারি সায়েন্স ব্যাচেলর (বিভিএসসি)
  • স্থাপত্যের স্নাতক (বিএআরচ)
ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র কোন বিষয়ের উপর কিছু কিছু অধ্যায় আংশিক ভাবে পড়ানো হয়। আর এ কারণেই অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা ডিগ্রী শিক্ষার্থীদের তুলনায় অধিক জ্ঞান সম্পন্ন হয়।অনেকেই প্রশ্ন করেন ডিগ্রি কোন কোন বিষয় আছে আসলে অনার্স এবং ডিগ্রির সকল সাবজেক্টই মিল আছে।চাকরির ক্ষেত্রেও অনার্স এবং ডিগ্রির মধ্যে রয়েছে বিশাল ব্যবধান।

ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীরা চাকরি নিয়োগ এর ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে ডিগ্রি শিক্ষার্থীদের তুলনায় অনার্সের শিক্ষার্থীরা অধিক মূল্যায়ন পেয়ে থাকে।ডিগ্রির পর মাস্টার্স করার ক্ষেত্রে যেমন অসুবিধা রয়েছে তেমনি সুবিধাও আছে। অনার্স এর পরে মাস্টার্স এর কোর্স করতে সময় নেয় এক বছর।কিন্তু ডিগ্রির পর মাস্টার্স করতে সময় লাগে দুই বছর।

এছাড়া বিভিন্ন সরকারি চাকরির বিয়োগের ক্ষেত্রে ডিগ্রি এর পরে মাস্টার্স কমপ্লিট না করলে কোন সুফল পাওয়া যায় না। পক্ষান্তরে অনার্সের শিক্ষার্থীরা অনার্স কমপ্লিট করেই যে কোন চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।একজন অনার্সের ছাত্র অনার্স শেষ করে বিসিএস এ অংশগ্রহণ করতে পারে। কিন্তু একজন ছাত্র ডিগ্রি শেষ করে ।

বিসিএস এ অংশগ্রহণ করতে পারবে না।একজন ডিগ্রি থেকে বিসিএস অংশগ্রহণ করতে হলে অবশ্যই তাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। তবে ডিগ্রি ছাত্ররা মাস্টার্স কমপ্লিট করার পরে তা অনার্স এবং ছাত্রদের সার্টিফিকেটের মান সমান হয়।তবে তাই বলে ডিগ্রি ছাত্র দের কখনো ছোট করে দেখা উচিত নয়।কারণ অনেক ডিগ্রির ছাত্র আছে।

যারা ডিগ্রি করে মাস্টার্স কমপ্লিট করে অনেক বড় বড় জব করছে।

ডিগ্রী পাস করার পর কি পড়া যায়

ডিগ্রির পর যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে হয়তো আপনাকে মাস্টার্স করতে হবে। পড়াশোনার ভেতরে আপনারা ডিগ্রী পড়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন একটা কলেজে প্রিভিয়াস মাস্টার্স এর ফরম তুলে ভর্তি হওয়ার সুযোগ পেলে এক বছর প্রিভিয়াস মাস্টার্স করবেন। এটা সম্পন্ন হয়ে গেলে নির্দিষ্ট একটা বিষয়ে ।

আপনাকে মাস্টার্স করার সুযোগ দেওয়া হবে এবং সে বিষয়ে আপনি মাস্টার্স এর জন্য আরও এক বছর করতে পারবেন। মাস্টার্স শেষ হয়ে গেলেই বাংলাদেশের একাডেমিক পড়া শেষ হবে এবং আপনি যদি দক্ষতা অর্জনের জন্য আরো কোন কোর্স করতে চান তাহলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়।

ডিগ্রী পড়ে কি হওয়া যায়
ডিগ্রী পড়ে যেকোনো ব্যাংকে চাকরি নিতে পারবেন।কর্পোরেট চাকরি করতে পারবেন।বিসিএস পরীক্ষা দিতে পারবেন।বিশ্ববিদ্যালয় এমবিএ করতে পারবেন।সরকারি স্কুল অথবা কলেজে শিক্ষক হিসেবে জয়েন পারবেন।মাস্টার্স করতে পারবেন।পিএইচডি করতে পারবেন করতে পারবেন।ডিগ্রি পড়ে এলএলবি অথবা এল এল এম করতে পারবেন।

চাইলেই গবেষক হতে পারবেন।ইউনিভার্সিটির শিক্ষক হতে পারবেন।বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নিতে পারবেন।

লেখকের শেষ কথা

আশা করছি এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি সকল প্রকারের ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url