ফেসবুক বুস্টিং কি -ফেসবুক পোস্ট বুস্ট করতে কত টাকা লাগে
প্রিয় পাঠক আজকে আমরা জানবো ফেসবুক বুস্টিং কি -ফেসবুক পোস্ট বুস্ট করতে কত টাকা লাগে আমাদের অনেকেরই জানা নেই কত টাকা খরচ করতে পারে যদি আপনি যদি এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়েন তাহলে তাহলে আপনারা সকল ধরনের ধারণা পেয়ে যাবেন ফেসবুক পেজ বুস্ট করলে কি হয় এবং ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম সম্পর্কে।
ফেসবুক পেজ বুস্ট করলে সেখানে অটোমেটিক ফলোয়ার যোগ হতে থাকে এবং পরবর্তী ভিডিও আপলোড করার সেখান থেকে কাস্টমার খুঁজে পাওয়া যায় এবং আপনার পণ্যটি বিক্রি হয়ে থাকে
ভূমিকা
ফেসবুক পেজ প্রমোট করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ডুয়েল কারেন্সি ডেভিড কাড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে পেয়ে করতে হবে।ফেসবুক পেজ বা ভিডিও বুস্ট করলে আপনার পেজটি সবার উপরে থাকে এবং সেল হওয়া সম্ভাবনা বেড়ে যায়
ফেসবুক বুষ্টিং কি
বাংলাদেশে অনলাইন মার্কেটিং এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক । ছোট, মাঝারি বা বড় সব ধরনের বিজনেসেই অনলাইন মার্কেটিং করলে অধিকাংশেরই অন্যতম প্রধান মার্কেটিং প্লাটফরম হচ্ছে ফেসবুক । আর ফেসবুক মার্কেটিং মানেই আমাদের দেশে ফেসবুকে পেইড এডস যা বুস্টিং হিসবেই সবচেয়ে বেশি পরিচিত । ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে।
চাইলে আপনাকে একটা পেইজ খুলতে হবে । যেখানে আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট অর্থাৎ ছবি বা ভিডিও দিতে হবে । যেই কন্টেন্টগুলোর নিচেই আমরা দেখতে পাই Boost লেখা এই বুস্ট বাটনে ক্লিক করে আমরা মূলত ফেসবুকে পেইড এডস দেই । নির্দিস্ট বাজেটে নির্দিষ্ট দিনের জন্যে এড দিয়ে আমরা মূলত ওই ছবি বা ভিডিওকে আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌছে দেই ।
যখন আমরা আমাদের পেইজের কোন কন্টেন্টে এড দেই বা বুস্ট করি তখন আমাদের টার্গেটেড অডিয়েন্স তাদের ফেসবুকে সেগুলো স্পন্সরড কন্টেন্ট হিসাবে দেখতে পায় ।
ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে
আমরা সাধারণত বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে থাকি। তবে পেজ বুস্ট করার জন্য কত টাকা খরচ হয় এ সম্পর্কে আমরা অনেকেই জানিনা। পেজ বুজ করার জন্য বিভিন্ন রকম খরচ হয়। আপনি যদি 500 ডলার চার দিনের জন্য বুস্ট করলে যদি ৩০,০০০ ক্লিক আসে, তাহলে ওই একই পরিমাণ টাকা আট দিনের জন্য বুস্ট করলেও এংগেজমেন্ট।
অর্থাৎ ক্লিকের সংখ্যা ৩০,০০০ আশেপাশেই থাকবে
আপনি যত টাকা খরচ করবেন আপনার রিচ তত বাড়বে। যার কারণে পেজ বুস্ট করা নির্ভর করে সম্পূর্ণ আপনার ওপরে। আপনি যেমন ভাবে পেজ বুস্ট করতে চান ঠিক তেমনভাবে করতে পারবেন। তবে অবশ্যই টাকা খরচ হবে ডলারে।আপনার পেজ যে ধরনের হবে আপনার খরচ ঠিক তেমন হবে।
অনেক সময় পেজ বুস্ট করার জন্য বিভিন্ন ধরনের অফার দেওয়া থাকে। আপনি যদি সেই অফার গুলো উপভোগ করতে পারেন তাহলে আপনি খুব কম ডলারের মাধ্যমেই পেজ বুস্ট করতে পারবেন। তাই পেজ বুস্ট করার খরচ নির্ভর করে আপনার উপর। যারা ফেসবুকে ব্যবসা করেন তাদের ফেসবুক পেজ বুস্ট করতে হবে।
যাইহোক, যারা একটি নতুন ফেসবুক পেজ বুস্ট করতে চান তারা হয়তো জানেন না যে ফেসবুক পেজের প্রচার বা বুস্ট করতে কত টাকা খরচ হয়। ফেইসবুক পেইজ বুস্ট আপনার খরচ হবে ডলার রেটে।যদিও বর্তমানে ডলারের রেট বেশি তাই যখন ডলারের রেট একই থাকবে তখন খরচ করবেন তবে ডলারের সঙ্গে বিভিন্ন ধরনের ভ্যাট যোগ করায় বেশি টাকা শুল্ক করতে হয়।
Facebook পেজ প্রচার এবং বুস্ট করুন এক কথায়, আপনি Facebook-এ অর্থ প্রদান করলে Facebook আপনার থেকে 15% ভ্যাট কেটে নেবে।যার কারণে আপনার ব্যয় করা প্রতিটি ডলারের উপর আপনাকে 15% ভ্যাট দিতে হবে। যাইহোক, যদি আপনার ব্যাঙ্কের একটি আলাদা ফি থাকে, তাহলে সেটি আপনার ডলার খরচে যোগ করা হবে।
- ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে আশা করি বুঝতে পেরেছেন।ফেসবুক পেজ বুস্ট করতে কত টাকা লাগে
ফেসবুক পেজ বুস্ট করার নিয়ম
ফেসবুক পেজ বুস্ট করার কত নিয়ম আছে। কারণ আপনি যত বেশি ফেসবুক বুস্ট করবেন আপনার ফলোয়ার তত বাড়বে এবং আয়ের সম্ভাবনাও বাড়বে।ফেসবুক পেজ বুস্ট করার অনেক নিয়ম আছে কিন্তু তার মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরবো ফেসবুক পেজ বুস্ট করার ১০টি নিয়ম।
যার মাধ্যমে আপনি খুব সহজেই ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন।চলুন তাহলে জেনে নেয় ফেসবুক পেজ বুস্ট করার ৯টি নিয়ম সম্পর্কে
আমিও আপনাদের মতই ভাবতাম। কোন ব্যাতিক্রম ছিলো না। কিন্তু ফেসবুক প্রমোট করে তেমন সুফল পাওয়া যায় না। মাঝখান থেকে আপনার অর্থ নষ্ট ছাড়া কিছুই হবে না।
- নিয়মিত পোস্ট করতে হবে।
- সঠিক কনটেন্ট পোস্ট করতে হবে।
- আলাদা আলাদা কনটেন্ট পোস্ট করতে হবে।
- আপনার চেনা পরিচিত লোকদের ও বন্ধুদের বলতে হবে।
- অন্যান্য গ্রুপে পেজ বেশি বেশি শেয়ার করতে হবে।
- নিজের ফেসবুক পেজের সম্পূর্ণ সেটিং করতে হবে।
- অন্যান্য সোসিয়াল মিডিয়াতে পেজ প্রমোট করতে হবে।
- ফেসবুক পেজটি টাকা দিয়ে প্রচার করতে হবে।
- জনপ্রিয় বিষয়ে ভিডিও তৈরি করতে হবে।
ফ্রিতে ফেসবুক পেজ বুস্ট
ফেসবুক পেজ থাকলে পেজ প্রমোট নিয়ে অনেক এর মাথা ব্যাথা কাজ করে। অনেকে ভাবে পেজ প্রমোট করলে অনেক লাইক, শেয়ার পাওয়া যায়।আমিও আপনাদের মতই ভাবতাম। কোন ব্যাতিক্রম ছিলো না। কিন্তু ফেসবুক প্রমোট করে তেমন সুফল পাওয়া যায় না। মাঝখান থেকে আপনার অর্থ নষ্ট ছাড়া কিছুই হবে না।
তারপরও শখে পড়ে অনেকে ফেসবুক পেজ প্রমোট করতে চায়। কিন্তু ব্যাংক কার্ড না থাকায় তাও করতে পারে না।কিন্তু আজকের পোস্টে আমি দেখাবো ফ্রিতে পেজ প্রমোট করাহ্যা ঠিকই শুনেছেন ফ্রিতে প্রমোট করাই শিখাবো। জাস্ট কিছু ট্রিক Apply করে।
ফ্রিতে প্রমোট করার সীমাএই ভাবে যত খুশি প্রমোট করতে পারবেন।
ফ্রিতে প্রমোট করার সীমাএই ভাবে যত খুশি প্রমোট করতে পারবেন।
তবে শর্ত হচ্ছে ফেসবুক আইডি নতুন করে তৈরি করে নিবেন। কারণ এর ফলে আইডি ডিজেবল হতে পারে। তাই আগেই সর্তকতা অবলম্বন করে নতুন আইডি থেকে চেষ্টা করবেন। পুরান আইডি দূরে রাখুন। পুরাতন আইডি থেকে পেজ এরAdmin নতুন আইডিতে নিয়ে নিবেন। সব প্রসেস এই পোস্টে দেখানো হবে। তাই, ধৈর্য সহকারে পোস্ট পড়ুন।
তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক আংশে কমে যাবে।note: অবশ্যই ফেক আইডি খুলে নিন। তারপর ফেক আইডিতে যে পেজ বুস্ট করিবেন তার Admin নিয়ে নিন। ফেসবুক আইডি কোরিয়ান নামে খুললে, ব্লক খাওয়ার সম্ভাবনা কম। তাই কোরিয়ান নাম ব্যবহার করে Unlimited ID খুলতে পারবেন।
বিকাশ দিয়ে পেজ প্রমোট
বিকাশ দিয়ে ফেসবুক পেজ প্রমোট করার সরাসরি কোনো পদ্ধতি নেই। তবে, আপনি বিকাশ দিয়ে যেকোনো একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে টাকা দেয়ার মাধ্যমে তাদের থেকে ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন। আমাদের দেশে অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে যারা ফেসবুক পেজ বুস্ট করে দিয়ে থাকে।তাদের থেকে সার্ভিস নেয়ার মাধ্যমে আপনার ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন।
এছাড়া, আমাদের দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন- নগদ, রকেট, উপায় ইত্যাদি দিয়েও পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, ব্যাংক একাউন্ট ব্যবহার করেও ফেসবুক পেজ প্রমোট করে নিতে পারবেন।
এছাড়া, আমাদের দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং যেমন- নগদ, রকেট, উপায় ইত্যাদি দিয়েও পেমেন্ট করতে পারবেন। এছাড়াও, ব্যাংক একাউন্ট ব্যবহার করেও ফেসবুক পেজ প্রমোট করে নিতে পারবেন।
ডেবিট কার্ড দিয়ে ফেসবুক বুস্ট
ফেসবুক পেজ বা ফেসবুকের ভিডিও বুস্ট করতে চাইলে ডলার ব্যবহার করতে হয়। ডলার ব্যবহার করার জন্য একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড প্রয়োজন হবে। তবে, ক্রেডিট কার্ড যেহেতু সহজেই পাওয়া যায়না, তাই সবাই ডেবিট কার্ড দিয়ে ফেসবুক বুস্ট করে থাকে। ডেবিট কার্ড দিয়ে ফেসবুক বুস্ট করতে চাইলে উক্ত কার্ডটিকে ডুয়াল কারেন্সি করে নিতে হবে।ফেসবুক বুস্ট করে দিবেএছাড়াও, এজেন্সি বাছাই করার সময় একটি সেরা এজেন্সির বাছাই করলে তারা সঠিক পদ্ধতিতে ফেসবুক বুস্ট করার মাধ্যমে ফেসবুকে আপনার পণ্য বা ব্রান্ডের প্রচারণা চালানোর পাশাপাশি বিক্রয় বৃদ্ধি করে দিতে পারবেন। LutforPro হচ্ছে বাংলাদেশের সেরা একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাদেরকে বিকাশে টাকা।
দেয়ার মাধ্যমে আপনার ফেসবুক পেজ বুস্ট করে নিতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url