ছেলেদের চুল পড়ার কারণ ও প্রতিকার

প্রিয় পাঠক আজকে আমরা জানব ছেলেদের চুল পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে আমাদের ছেলেদের মধ্যে অনেকেরই মাথার চুল পড়া সমস্যায় ভুগে থাকে বয়সের তুলনায় ছোট বয়সে চুল পড়া সমস্যা দেখা দেয় এইসব সমস্যা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব অল্প বয়সে ছেলেদের চুল পড়ার কারণ চিকিৎসকের শরণাপন্ন হওয়া ট্রিটমেন্ট নেওয়া যাতে করে চুল পড়া বন্ধ করা যায়।
ছেলেদের চুল পড়ার কারণ ও প্রতিকার
আমাদের চুলের ও সঠিক যত্ন নেওয়া জরুরী। আমরা যেমন আমাদের শরীরের যত্ন নেই তেমন আমাদের চুলেরও যত্নের প্রয়োজন আমাদের অনেকেরই চুল দ্রুত বৃদ্ধি পায় এবং অনেকের চুল বৃদ্ধি পায় না এটা পারিবারিক জেনেটিক কারণে হতে পারে।

ভূমিকা

মাথায় গরম পানি ব্যবহার করার ফলে চুলের গোড়া আলগা হয়ে যায় চুল ভেঙ্গে যায় এবং চুল পড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাই ভুল করেও কখনো মাথায় গরম পানি দিয়ে গোসল করা ঠিক নয়। অল্প বয়সে চুল উঠে যাওয়া এবং টাক পড়ার কারণ হতে পারে অতিরিক্ত টেনশন করার জন্য, চুলের সঠিক যত্ন না নেওয়ার কারণে চুল উঠে যেতে পারে।

ছেলেদের চুল পড়ার কারণ ও প্রতিকার

ছেলেদের চুল পড়ার কারণ হচ্ছে যে যেকোনো শ্যাম্পু ব্যবহার করার কারণে আমরা ছেলেরা হাতের কাছে যে শ্যাম্পু গুলো পায় সেগুলোই আমরা মাথায় ব্যবহার করে ফেলি আর এর কারণেই আমাদের চুল পড়ার সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে যে আমাদের চুলটা কি ধরনের সে সম্পর্কে না জেনে আমরা বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহারের কারণে এই সমস্যায় পড়তে হয়। 

এইজন্য আমাদের হেয়ার প্রবলেম সম্পর্কে জেনে তার পর ব্যবহার করা জরুরী। আমরা অনেকেই শীতকালে গরম পানি ব্যবহার করে গোসল করি এর কারণে আমাদের মাথার চুলের অনেক প্রবলেম দেখা দেয়। তার কারণ হচ্ছে যে মাথায় গরম পানি ব্যবহার করার ফলে চুলের গোড়া আলগা হয়ে যায় চুল ভেঙ্গে যায় এবং চুল পড়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় 

তাই ভুল করেও কখনো মাথায় গরম পানি দিয়ে গোসল করা ঠিক নয়। চুল পড়ার আরেকটি কারণ হতে পারে যেমন আমরা অনেকেই মাথায় তেল ব্যবহার করতে চাই না যার ফলে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দেয় এবং চুল ড্যামেজ হয়ে যায়। অল্প বয়সে ছেলেদের চুল পড়ার কারণ চুলে গড়াই ভালো করে মেসেজ করতে হবে যার ফলে চুল ভালো হবে পুষ্টি যোগাবে 

এবং চুল মজবুত হবে এবং চুল পড়ার সমস্যা অনেকটা কমে যাবে। আমরা ছেলেরা গোসল করার পরে ভালো করে চুল মুছি না যার ফলে চুল ভেজা থেকে যায় যার ফলে চুলে জীবাণুর জন্মায় আর তাছাড়া ভেজা চুলে আমরা হেলমেট, ক্যাপ এবং ব্যান ব্যবহার করার কারণে জীবাণু বাসা বাঁধে এর ফলে চুলে হেয়ার সমস্যা দেখা দিতে পারে চুল ভেঙ্গে যাওয়া ও পড়ে যাওয়া 

আর চুলে খুশকি হওয়া এসব সমস্যা দেখা দেয়। আমাদের চুলের ও সঠিক যত্ন নেওয়া জরুরী। আমরা যেমন আমাদের শরীরের যত্ন নেই তেমন আমাদের চুলেরও যত্নের প্রয়োজন আমাদের অনেকেরই চুল দ্রুত বৃদ্ধি পায় এবং অনেকের চুল বৃদ্ধি পায় না এটা পারিবারিক জেনেটিক কারণে হতে পারে। আমাদের মাথার চুল কয়েক সপ্তাহ পর একটু করে ছেটে নিতে হবে তাতে করে চুলের বৃদ্ধি দ্রুত হবে এবং চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়ার সমস্যা অনেকটা কমে যাবে।

অল্প বয়সে ছেলেদের চুল পড়ার কারণ

অল্প বয়সে চুল উঠে যাওয়া এবং টাক পড়ার কারণ হতে পারে অতিরিক্ত টেনশন করার জন্য, চুলের সঠিক যত্ন না নেওয়ার কারণে চুল উঠে যেতে পারে। বয়সে চুল উঠে যাওয়ার অন্যতম কারণ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে হতে পারে। টক্সিন এবং অতিরিক্ত দূষণ চুলের গোড়া দুর্বল করে দেয়। এর কারণে চুল আঁচড়াতে গেলে চুল উঠে যেতে পারে। অল্প বয়সে ছেলেদের চুল পড়ার কারণ

প্রতিকার

  • সঠিক ডায়েট মেনে খাবার খেতে হবে।
  • নিয়মিত চুল পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ভালো করে শ্যাম্পু করতে হবে।
  • চুল পড়া প্রতিরোধে খাবার মেনুতে আয়রন জিংক এবং ভিটামিন ডি খাবার রাখতে হবে।

টাক মাথায় চুল গজানোর হোমিও ঔষধ

মাথায় টাক পড়া এটি হচ্ছে এলোপেসিয়া রোগ আজকে আমরা এই অ্যালোপেশিয়া সম্পর্কে আলোচনা করব এই রোগটি কেন হয় এবং এর থেকে সমাধান কি কি তা নিয়ে আজকে আমরা জানবো কিভাবে হয়? কাদের এটি বেশি হয়? বুঝবো কিভাবে এটা এলোপেসিয়া প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা জানবো সেটি হঠাৎ মাথায় যদি টাক পড়ে যায় তাহলে 

আমাদের শরীরে রোগ প্রতিরোধকারী এন্টিবডি গুলো আমাদের নিজ চুলের গোড়ায় হেয়ার ফলিকন এর বিরুদ্ধে কাজ করে এবং গর্তের মতো জায়গায় ফাঁকা ফাঁকা তৈরি হয়। কিন্তু কেন এমনটা হয় সেটা এখনো জানা যায়নি এবং এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা গবেষণ চালাচ্ছে। এটি কোন কোন জায়গায় আক্রান্ত করতে পারে বা কোন কোন জায়গায় আক্রান্ত হয়ে থাকে

সেগুলো হচ্ছে যে মাথার তালুতে সবচেয়ে বেশি হয়ে থাকে ,দাড়িতে, ভুরুতে, চোখের পাতায়। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এটি যে কোন বয়সেই হতে পারে পুরুষ বা মহিলা সমভাবে আক্রান্ত হয়। এলোপেসিয়া মূলত তিন ধরনের হয়ে থাকে। যেমন ১প্যাচি অ্যালোপেসিয়া এরিয়াটা হছে পয়সা আকৃতির ফাঁকা জায়গা সৃষ্টি হয়।

২ অ্যালোপেসিয়া এরিয়াটা টোটালিস হলে মাথার সম্পূর্ণ চুল পড়ে যাবে। ৩অ্যালোপেসিয়া এরিয়াটা ইউনিভার্সালিস হলে পুরো শরীরের যেকোনো জায়গা থেকে চুল ঝরে পড়ে যাবে এটি খুবই কম হয়ে থাকে। অ্যালোপেসিয়ার রোগটি আপনার হয়েছে কিনা এটি কিভাবে বুঝবেন এই রোগটি কিছু পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে বুঝা যায় এবং ডাক্তাররা কিছু প্রশ্ন করে থাকে

যেমন ১আগে থেকে চুল পড়তো নাকি হঠাৎ এমনটা হয়েছে। ২পরিবারের কারো সমস্যা আছে কিনা। ৩কোন ওষুধ খেয়েছেন বা ব্যবহার করেছেন। ৪কতদিন ধরে এ সমস্যা। এমনটা হলে দুটো চিকিৎসা নিন কারণ এটা সঠিক সময় চিকিৎসা নিলে সেরে উঠবে সাধারণত তিন বছরের মধ্যে চিকিৎসা নিলে ফলাফল ভালো পাওয়া যায়। চুল গজানোর হোমিও ওষুধ নাম

1Arnica montana এই ওষুধটির নাম আপনারা অনেকেই শুনে থাকবেন কারণ বাজারে এটি তেল এবং শ্যাম্পু ও বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে এই ওষুধটি ব্যবহার করলে মাথার হেয়ার ফলিকেন রয়েছে সেটিকে আরো ভালো করতে সাহায্য করে এবং ওখানকার সেলগুলোকে ইমপ্রুভ করতে সাহায্য করে যার ফলে ওখান থেকে নতুন করে চুল গজাতে শুরু করে 2 jaborandi 3 zauber এই ওষুধগুলো ব্যবহার করলে নতুন করে চুল গজাতে সাহায্য করবে।

ছেলেদের চুল পড়া বন্ধ করা শ্যাম্পু

ছেলেদের চুলে ড্যানড্রব বা হেয়ার ফল হলে আমরা ভাবি শ্যাম্পু করলে তা চলে যাবে আমরা যেসব শ্যাম্পু ব্যবহার করি বা করব সেসব শ্যাম্পুর মধ্যে থাকা ইনভেরিয়েণ্ট অনেক ক্ষতি করে আর একটি মানুষকে সম্পূর্ণভাবে টাক করে খেলতে পারে শ্যাম্পু ব্যবহারের জন্য বাংলাদেশের ৯৯.৯৯ পার্সেন্ট শ্যাম্পুতে হারাম ফুল টক্সিক ব্যবহার করে

থাকি যদি আপনি অনেক দিন ধরে শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাহলে আপনার মাথার চুল পড়ে যেতে পারে। সেজন্য আজকে আমরা ভালো কয়েকটি শ্যামপুর নাম জানব যেগুলো ব্যবহার করলে মাথার চুলের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে যেমন 1Hair Cleanser Khadi Satritha এই শ্যাম্পু দিয়ে খুবই ভালো উপকার পাবেন ব্যবহার করলে।

আর দামেও বাজেটের মধ্যে। 2mamaearth onion shampoo এই শ্যাম্পুটির একটি ভাল দিক হচ্ছে যে আপনার চুল ওয়েলি হোক বা ড্রাই হোক যেকোনো টাইপ চুলে এই শ্যাম্পু টি আপনি ব্যবহার করতে পারবেন। 3 wow apple cider vinegar এই শ্যাম্পু টি আমাদের চুলের জন্য খুবই ভালো যাদের ড্যানড্রোপের সমস্যা রয়েছে তারা এ শ্যাম্পু টি ব্যবহার করতে 

পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন 4 bodyshop rainforest shampoo 5 argan oil of morocco shampoo এই শ্যাম্পু গুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার আশা করি ভালো ফলাফল পাবেন ইত্যাদি।

লেখকের শেষ কথা

ছেলেদের চুল পড়ার বিষয়ে সকল প্রকারের তথ্য খুজছিলেন তা ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার এবং আমার পেজ টিতে লাইক দিতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url