পিল খাওয়ার পর মাসিক না হলে করনীয় কি

প্রিয় পাঠক আজকে আমরা পিল খাওয়ার পর মাসিক না হলে করনীয় কি সে সম্পর্কে জানবো এবং গর্ভনিরোধক পিল খাওয়ার আগে যা জানা জরুরি পিল খাওয়া আমাদের জন্য উপকারী এবং এর সাইড ইফেক্ট ও আছে ইমারজেন্সি পিল কখন খেতে হবে এই পিল খেলে কি হয় কখন এ পিল খেতে হবে সেই বিষয় গুলো জানবো।
পিল খাওয়ার পর মাসিক না হলে করনীয় কি
ফেমিকন পিল খাওয়ার নিয়ম ও আই পিল খাওয়ার নিয়ম ও ব্যবহার, সুখী পিল খাওয়ার নিয়ম এসব পিল গুলো কখন কোন সময় খেলে সমাধান পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। 

ভূমিকা

পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ ইমারজেন্সি পিল খাওয়ার পর মাসিক না হওয়ার অনেক কারণ থাকতে পারে প্রতিবারই ইমারজেন্সি পিল অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে রক্ষা করবে এমন কোন নিশ্চয়তা নেই। দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে কখনো কখনো গর্ভধারণের একটু দেরি হয়। কিন্তু সন্তান গর্ভধারণ পুরোপুরি বন্ধ করে দিবে বা সন্তান ধারণ ক্ষমতায় নষ্ট করে দেয় বিষয়টি একদমই ভুল ধারনা। 

পিল খাওয়ার পর মাসিক না হলে করনীয় কি

এইসব ভেবে অনেকেই চিন্তিত হয়ে পড়ে যে মাসিক না হওয়ার কারণ কি  ইমারজেন্সি বা ফেমিকল পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ কি হতে পারে জেনে রাখা ভালো যে ইমার্জেন্সি পিল একটি হরমোনাল ওষুধ যা ডিমবাসয় থেকে ডিম্বানু নিঃশ্বাসরন এবং  ovulation এর প্রক্রিয়া পিছিয়ে দেয়।
অথবা জরায়ুতে বাধা দেয় আপনাদের যাদের।

ওভেলসন হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ওষুধ কাজ করবে না। অপরিকল্পিতও অনিরাপদ সহবাসের তিনদিনের মধ্যে এই ওষুধটি খেতে হবে দেরি করা যাবে না আর যত তাড়াতাড়ি খাওয়া যাবে তত ভালো হবে। একটি পিল একটি ঋতু চক্রের একবারই খাওয়া যাবে কিন্তু এটি নিয়মিত ব্যবহার করা একদমই উচিত নয়।কারণ গবেষণায় দেখা গেছে নিয়মিত।

ইমারজেন্সি পিল খেলে জরায়ুর ক্যান্সারের সৃষ্টি হতে পারে তাই জরুরী জন্মনিরোধক পিল ব্যবহারের জন্য সতর্ক থাকুন। #পিল খাওয়ার পর মাসিক না হওয়ার কারণ ইমারজেন্সি পিল খাওয়ার পর মাসিক না হওয়ার অনেক কারণ থাকতে পারে প্রতিবারই ইমারজেন্সি পিল অনাকাঙ্ক্ষিতগর্ভধারণ থেকে রক্ষা করবে এমন কোন নিশ্চয়তা নেই।

যদি পিল কাজ না করে থাকে তবে গর্ভধারণের কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে আবার অনেক সময় পিল খাওয়ার ফলে মাসিকে তারিখ তিন থেকে দশ দিনের মত পিছিয়ে যেতে পারে সে ক্ষেত্রে দেরিতে হলেও মাসিক হয় তাছাড়া অন্য কোন শারীরিক সমস্যা থাকলে অথবা। 

  1. রক্তের কোন থাকলে পিল খাওয়ার পরও মাসিক না হতে পারে পিল খাওয়ার পর মাসিক না হয়ে যদি এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই কারণগুলো হচ্ছে যে রক্ত এক সপ্তাহের বেশি ভাঙলে।
  2. পেটে অনেক ব্যথা তিন থেকে পাঁচ সপ্তাহের বেশি থাকলে।
  3. ওষুধ খাওয়ার পর এক বা দুই ঘন্টা পর বমি হলে।  
  4. তিন সপ্তাহের মধ্যে ঋতু সেরাফ না হলে। যারা নিয়মিত জন্ম নিবন্ধন পদ্ধতি ব্যবহার করছেন এটা অবশ্যই মনে রাখতে হবে ইমারজেন্সি পিল কোন জন্ম নিবন্ধন পদ্ধতি নয় এটি শুধু অপরিকল্পিত সহবাসের ফলে ও যাকিত গর্ভধারণ প্রতিরোধ করে মাত্র। 

গর্ভনিরোধক পিল খাওয়ার আগে যা জানা জরুরি

বন্ধুরা আজকে আমরা জানব জন্ম নিবন্ধন পদ্ধতি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকেরই ধারণা দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান নিতে চাইলে গর্ভধারণ হয় না পিল কিংবা কনডমের দুইটি ক্ষেত্রেই এমনটি হয় বলে অনেকে মনে করে অনেকেই আসলে।বিষয়টি এমন নয় দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রণ।

পদ্ধতি ব্যবহার করলে কখনো কখনো গর্ভধারণের একটু দেরি হয়। কিন্তু সন্তান গর্ভধারণ পুরোপুরি বন্ধ করে দিবে বা সন্তান ধারণ ক্ষমতায় নষ্ট করে দেয় বিষয়টি একদমই ভুল।গর্ভনিরোধক পিল খাওয়ার আগে যা জানা জরুরি আমাদের দেশে এসব ভুল ধারণা রয়েছে।যেমন বিয়ের পরে মা বা শাশুড়ি রা বলে পিল খেওনা পিল খেলে বাচ্চা হবে না বারণ করে।

 যার ফলে কনসিভ হয়ে গেলে তখন তারা ভাবে আমরা এখন পড়াশোনা করছি বা আমরা প্রতিষ্ঠিত হয়নি সন্তান নেওয়ার জন্য প্রস্তুতি নই বাচ্চা আমরা এখন নিতে চাচ্ছি না। তারপরে তারা এমআর ও এবোশন কড়াই তার ফলে জরায়ুতে ইনফেকশন হয়এর ফলে পরবর্তীতে প্রেগনেন্সি হওয়ার চান্স পুরোপুরি চলে যায়। এই কারণে তারা যদি পিল ব্যবহার।

করত তাহলে মাসে মাসে তার পিরিয়ড এর তারিখ ঠিক থাকতো তাহলে জরায়ুতে একটি অপ্রস্তুতি প্রেগনেন্সি হতো না। যখন সন্তান চাইতো পিল খাওয়া বন্ধ করে দেওয়ার তিন মাসের মধ্যেই।প্রেগনেন্সি হয়ে যেত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি মানলে সন্তান হবে না এটি সম্পূর্ণ ভুল ধারণা আমাদেরকে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যদি কেউ মনে করে যে তারা ২বছর পর্যন্ত কোন সন্তান নিবেনা তাহলে তাকে পিল ব্যবহার করতে হবে।

ফেমিকন খাওয়ার নিয়ম

বর্তমান সময়ে অনেক মহিলারা জন্ম নিয়ন্ত্রণ ফেমিকন পিল খেয়ে পরিবার পরিকল্পনা করছে ফেমিকন ট্যাবলেট সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন কিভাবে খেতে হয় তার সঠিক নিয়মটা না জানার কারণে অনেকেরই এই পিল সঠিক ভাবে কাজ করে না আজকে আমরা জানবো এই পিল কারা খেতে পারবে।
আর কারা খেতে পারবে না এবং এই ফেমিকল পিল কিভাবে।

খেতে হবে আর খাওয়ার সময় ভুলে গেলে কি করনীয় ও এই ফেমিকল পিলে পার্শ্ব প্রতিক্রিয়া কি এইসব বিষয়গুলো জানবো খাওয়ার পিল একটি অস্থায়ী ও পরিবর্তনশীল জন্ম বিরতিকরপদ্ধতি অর্থাৎ আপনি যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন এই পিল খেতে থাকুন।গর্ভনিরোধক পিল খাওয়ার আগে যা জানা জরুরি আর যদি আপনি গর্ভধারণ করতে চান।

তখন সেই ক্ষেত্রে আপনি যখন পিল খাওয়া বন্ধ করবেন তখন আপনার গর্ভধারণ ক্ষমতা আবার ফিরে আসবেকি সমস্যা থাকলে এই পেমিকল পিল খাওয়া যাবে না যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন আপনার বয়স ৪৫ এর উপর হয়ে থাকে তাহলে আপনি ফেমিকল পিল খেতে পারবেন না যদি আপনি ধূমপান করে থাকেন দিনে 15 বা 20 টি খেয়ে থাকেন এবং আপনার রক্ত জমাট বাধার।

কোন রোগ থেকে থাকলে বা যদি আপনার লিভারে কোন সমস্যা থাকে বা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন মাথাব্যথা এসব সমস্যা থাকলে এই ফেমিকল খাওয়া যাবেনা ফিমিকল পিলের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার সাথে মানিয়ে যায়।তবে কোন কোন মহিলার প্রথম পর্যায়ে ফেমিকল পিল খাওয়ার পর কিছু কিছু।

অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা, বা বমি বমি ভাব, হয় তবে নিয়মিত বিল খাওয়া শুরু করলে এসব সমস্যা আর হবে না এই ফিমিকল পিল খেয়ে যদি আপনার মাথাব্যথা চোখে ঝাপসা দেখা বা পায়ে ব্যথা বা ফুলে যাওয়া।ও বুকে ব্যথা বা শ্বাসকষ্টের সমস্যা বা রক্ত চাপ বেড়ে যাওয়া এইসব সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আই পিল খাওয়ার নিয়ম ও ব্যবহারে কি সমস্যা হয়

আজকে আমরা জানবো আই পিল খেলে কি হয় কেউ যদি ফিজিক্যাল রিলেশন করার পর প্রেগনেন্সি হওয়ার চান্স থাকে আর সে মহিলাটি যদি সন্তান নিতে না চায় সে ক্ষেত্রে যে পিল বা ওষুধ ব্যবহার করা হয় তাকে বলে ইমারজেন্সি আই পিল। এই আইপিএলটি ইমার্জেন্সি সিচিউশনের জন্য ইউজ করা হয় ।
এটি ব্যবহার করলে অপরিকল্পিত প্রেগনেন্সি রোধ করে।

আই পিল রেগুলার ব্যবহারের ফলে জরায়ুর এফেক্ট করতে পারে এবং নরমাল শরীরের হরমোনের মাত্রা কেউ এফেক্ট করতে পারে এতে অনেক সমস্যা হতে পারে যেমন পিরিয়ড অনেক দেরিতে হতে পারে যেমন নরমাল হতো তার থেকে অনেক দিন সময় লাগতে পারে।এবং যেকোনো সময় পিরিয়ড হয়ে যেতে পারে এটির ফলে ফিউচারে সন্তান কনসিভ করতে সমস্যা হতে পারে

সুখী পিল খাওয়ার নিয়ম

আজকে আমরা জানব সুখী পিল খাওয়ার নিয়ম গুলো সুখী জন্মনিয়ন্ত্রণ পিলের প্রতিটি পাতায় 21টি হরমোন জাতীয় ট্যাবলেট থাকে এবং সাতটি আয়রন ট্যাবলেট থাকে এই সর্বমোট 28 টি ট্যাবলেটের ব্যবহার সম্পর্কে এখন আমরা জানবো মাসিকের প্রথম দিনে প্রথম সাদা রংয়ের পিল টি খেতে হবে।21টি সাদা রংয়ের বড়িগুলো 21 দিনে শেষ হয়ে গেলে।

তারপর বাদামি রঙের যে সাতটি বড়ি আছে সেগুলো 7 দিনে খেতে হবে  আর বাদামি রংয়ের এই সাতটি বডিতে আয়রন থাকে যা মাসিক চলাকালী সময়ের রক্তস্বল্পতা প্রতিরোধে কাজ করে। এভাবে 21 টা সাদা রংয়ের বড়ি এবং সাত দিন বাদামী রঙে বড়ি খেতে হবে মোট 28 দিন খেতে হবে।পিল খেতে ভুলে গেলে করণীয় কি যদি কোন কারনে।

পিল খেতে ভুলে যায় তাহলে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিল টি খেয়ে নিতে হবে ও ওই দিনের পিলটি নির্দিষ্ট সময় অনুযায়ী খেয়ে নিতে হবে সেই দিন দুটোই পিলই খেতে হবে এবং যদি কোন কারনে পরপর দুদিন পিল খেতে ভুলে যান।তাহলে শরীরে জন্ম নিয়ন্ত্রণ কার্যকারিতা নাও থাকতে পারে তাই সেদিন থেকে ফিরে খাওয়া বন্ধ করে দিয়ে।

পরবর্তী মাসের মাসিক না হওয়া পর্যন্ত অন্য কোন অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হবে পরবর্তী মাসের মাসিক হবার পর আবার নতুন প্যাকেটের একটি সাধারণের বড়ি খেতে হবে এভাবে 28 টা বড়ি খেতে হবে।

সহবাসের পর মাসিক না হলে করনীয়

পিরিয়ড বা মাসিকের তারিখ যাওয়ার পর অনেকেই দুশ্চিন্তা করে থাকেন প্রেগনেন্ট হয়ে পরলেন কিনা আমাদের জেনে রাখা উচিত যে গর্ভবতী হওয়া ছাড়াও পিরিয়ড মিস হতে পারে অনেকেরই প্রশ্ন থাকে যে গর্ভবতী হওয়ার লক্ষণ কতদিন পর বুঝা যায় সাধারণত পিরিয়ড বন্ধ হওয়ার দুই সপ্তাহের মধ্যে গর্ভধারণের লক্ষণ গুলো দেখা দিতে পারে।

গর্ভধারণের সম্পূর্ণ লক্ষণ বোঝা যেতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে পিরিয়ড মিস করার পরে গর্ভবতী হওয়ার কিছু লক্ষণ রয়েছে যেমন সকালে বা রাতেও দেখা দিতে পারে তখন নারীরা শরীরে প্রচন্ড দুর্বলতা অনুভব করে মাথা ঘোড়ে এইসব সমস্যা দেখা দেয় সাধারণত গর্ভধারণের।একমাস পর থেকে গর্ভধারণের চার থেকে ছয় সপ্তাহ পর থেকে বমি শুরু হয়।

স্তনে ব্যাথা হওয়া ফুলে যাওয়া এবং ভারী হয়ে যাওয়া পাশা পাশি স্তনে নরম হয়ে যাওয়া খাবারের পরিবর্তন খাবারের অভ্যাসেরও পরিবর্তন দেখা দেয় খিদে বেড়ে যায় এবং অপছন্দের খাবারও পছন্দ হয়ে পড়ে দিনে।বা রাতে যে কোন সময় খিদা লাগে আর ঘন ঘন টয়লেটে যায় পোরসাব লাগে মিলনের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয়

পিরিয়ডের তারিখ পার হওয়ার অন্তত দশ দিন পর টেস্ট করতে হবে। যদি প্রথমবার নেগেটিভ আসার পর পিরিয়ড না হয় তাহলে এক সপ্তাহ পর আবার টেস্ট করে দেখতে হবে।পিরিয়ড বন্ধ হলে বাড়িতে টেস্ট করতে পারেন কিংবা ডাক্তারের পরামর্শ দিতে পারেন প্রথমে বাসাতে টেস্ট করে দেখে যদি পজিটিভ আসে তাহলে আপনার নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে আর একবার টেস্ট করে দেখিয়ে নিতে পারেন কনফার্ম হওয়ার জন্য।

মাসিকের কতদিন পরে সহবাস করলে সন্তান হয়

মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয়ে থাকে আজকে এই বিষয়টা নিয়ে আমরা জানবো যেমন একটি পিরিয়ডের চক্র সাধারণত ২৮ দিনের হয়ে থাকে কিন্তু এই বিষয়টি সব মহিলাদের ক্ষেত্রে কিন্তু এক নয় এবং এক হয় না কোন কোন মহিলাদের ক্ষেত্রে ৩০ দিন ৩২ দিন কিংবা ৩৫ দিনেও লেগে যেতে পারে।

পিরিয়ড হতে প্রত্যেক মহিলার জন্য আলাদা আলাদা চক্র হয়। সন্তান জন্মের সম্ভাবনা বেশি থাকে সাধারণত ঋতুস্রাবের প্রথম দিন থেকে গুনলে ১৩ থেকে ১৪ দিনের মধ্যেকার সময়কে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সময়টাতে।

সহবাসের পর স্ত্রীর মাসিক হলে গর্ভবতী হয় কিনা

  • আজকে আমরা জানবো আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করার পর মাসিকের সময় চলে আসে স্ত্রী মাসিক হয়ে যায় তখন আপনার স্ত্রীর গর্ভধারণের সম্ভাবনা আছে কিনা এসব বিষয় নিয়ে অনেকেরেই মনে প্রশ্ন থাকে সহবাসের পর যদি আপনার স্ত্রীর মাসিক হয় বা কিছুদিনের পরে যদি মাসিক হয়।
বা নিয়মিত সময়প আপনার স্ত্রীর মাসিক হয় তাহলে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা থাকে না আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করার পরে যদি পরপর দুইটি মাসিক হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার স্ত্রী গর্ভবতী হবে না।

তবে সহবাস করার দিন থেকে এক মাসের মধ্যে আপনার স্ত্রী মাসিক হওয়ার তারিখ পার হয়ে যায় তাহলে প্রেগনেন্সি টেস্ট করে দেখে নিতে হবে তিনি গর্ভবতী হয়েছেন কিনা

লেখকের শেষ কথা 

পিল খাওয়ার পর মাসিক না হলে এ বিষয়ে যে সকল প্রকারের তথ্য খুজছিলেন তা ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার এবং লাইক করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url