দাঁতে ব্রেস লাগানোর খরচ কত
প্রিয় পাঠক আমাদের অনেকেরই কোন একটা দুর্ঘটনার কারণে হোক বা দাঁতের কোনরকম সমস্যার কারণে উঠানো লাগে সেই ক্ষেএে ক্ষত পূরণ করার জন্য দাঁতে ব্রেস লাগানোর খরচ কত ও ডেন্টাল ইমপ্ল্যান্ট এর খরচ এসব চিন্তা আসে মাথায় দাঁতের ইমপ্ল্যান্ট করতে অনেক টাকা খরচ পরে আমাদের অনেকেরই আর্থিক সমস্যার কারণে ইমপ্ল্যান্ট করা সম্ভব হয় না
ডেন্টাল ইমপ্ল্যান্ট মন একটি পদ্ধতি যে পদ্ধতিতে আপনার পাশের কোন দাঁতকে ডিস্টার্ব না করে যে দাঁতটি আপনার পড়ে গেছে সেই দাঁতের গোড়াই সেখানে ছোট একটি অপারেশন এর মাধ্যমে ইমপ্ল্যান্ট করা হয়।
ভূমিকা
দাত আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দাঁতের মাধ্যমে আমরা খাবার চিবিয়ে খেয়ে থাকি স্বাদ গ্রহণ করতে পারি আমাদের অনেকেরই দাঁতের সমস্যা দেখা দেয় দাঁতে হলদে রঙের কালচে ভাব হয় অনেকেরই দাঁতের সমস্যার কারণে হোক বা কোন একটি অ্যাক্সিডেন্টের কারণে দাঁত উঠানো লাগে। আজকে আমরা নতুন দাঁত লাগাতে কত টাকা খরচ হবে সেই সব সম্পর্কে জানব আজকে নিচে সেই সব বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
আরো পড়ুনঃ চিরতা ভেজানো জল খেলে কি হয়
দাঁতে ব্রেস লাগানোর খরচ কত
আমাদের অনেকেরই আঁকাবাঁকা দাঁত থাকে উঁচু নিচু এবং একাধিক দাঁতে যদি ফাঁকা থাকে সেই ফাকাটি ক্লোজ করার জন্য সেই সব দাঁতগুলোকে ঠিক করার জন্য যেই চিকিৎসা পদ্ধতিটি ব্যবহার করা হয় তাকে বলা হয় অর্থতন্ত্রটিকস ও ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমেআঁকাবাঁকা দাঁত এবং উঁচু নিচু দাঁতগুলোকে সমান করা যায় আমাদের অনেকেরই।
একটি প্রশ্ন জানার থাকে যে আঁকাবাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতগুলো সমান করতে কত দিন সময় লাগে করবে আপনার দাঁতের কন্ডিশনের উপর যদি ভালো থাকে তাহলে কম সময় লাগবে আর যদি সমস্যা থাকে তাহলে বেশি সময় লাগবে সর্বনিম্ন কম করে তিন মাস ছয় ছয় মাস বা এক বছর ও লেগে যেতে পারে ব্রেস চিকিৎসাটা কালীন আপনার দাঁতের।
কোনো রকম সমস্যা হবে না বা ব্যথা হবেনা ব্রেস খোলার সময়ও কোনো রকম সমস্যা হয়না এটি হচ্ছে আপনার প্রতিটি দাঁতের উপরে ব্র্যাকেট লাগানো হয় পরবর্তীতে ওড়ার এবং তার দিয়ে এগুলোকে সংযুক্ত করে রাখা হয় প্রয়োজন অনুসারে কিছু কিছু ব্র্যাকেটকে লুজ দেওয়া হয় আবার কিছু কিছুতে টাইট দেয়া হয় তাহলে আপনার দাঁতগুলো।
- একটু চেপে চলে আসে। চিকিৎসা চলাকালীন সময়ে আপনার অফিস আদালত ব্যবসা-বাণিজ্য সব করতে পারবেন স্টুডেন্ট হলে স্কুল ও কলেজে যেতে পারবেন ব্রাশ করতে পারবেন খাওয়া-দাওয়া করতে পারবেন সমস্যা হবে না।
- আবার অনেকেরই প্রশ্ন থাকে এই চিকিৎসা গ্রহণ করার পরে আমি কি বিদেশে যেতে পারবো চিকিৎসা কালীন সময়ে প্রতি মাসে ডাক্তারের কাছে যেতে হয় তিনি আপনার দাঁত ব্রেস কোনটা টাইট দিতে হবে কোনটা লুজ করতে হবে এগুলো করে দিবে এগুলো আপনি নিজে থেকে করতে পারবেন না আরো কোন কিছুর সমস্যা থাকলে সেগুলো সে করে দিবে বুঝতেই পারছেন চিকিৎসা কালীন সময়ে আপনি বিদেশে বা বাইরে যেতে পারবেন না পারবেন না। বললেও ভুল হবে আপনি বাইরে যেতে চাইলে বাইরের দেশের কোন ডেন্টিসের কাছে গেলেও সে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে।
- চিকিৎসা করতে আপনার কত টাকা খরচ হতে পারে এই চিকিৎসার দিয়ে একটি ব্যয়বহন কারণ যে সকল জিনিস দিয়ে আপনার ট্রিটমেন্ট করা হয় এগুলো বিদেশ থেকে আমদানি করে আনতে হয় সেই জন্য এগুলোর জন্য কস্ট একটু বেশি পড়ে খরচ ও বেশি। এগুলোর দাম সর্বনিম্ন বিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ বা দেড় লক্ষ্য বা দুই লক্ষ হতে পারে খরচ আপনার দাঁতের কন্ডিশনের উপর ভিত্তি করে দাম কম বেশি হতে পারে।
ডেন্টাল ইমপ্ল্যান্ট এর খরচ
আমাদের মধ্যে অনেকেরই কোন একটা দুর্ঘটনার কারণে যদি দাঁত পড়ে যাই বা কোন কারনে দাঁত ফেলে দিতে হয় তখন সেই ফাঁকা জায়গাটি পূরণ করার জন্য অনেক পদ্ধতি রয়েছে যেমন ব্রিজ করা আপনার একটি দাঁত মিসিং রয়েছে তখন পাশের দুইটি দাঁতকে রুট ক্যানেল করে সেই দাঁতকে কাটিং করে ছোট করে তারপরে সেখানে ব্রিজ করে দাঁত লাগানো যায়।
এটির আবার অসুবিধা ও রয়েছে যেমন আপনার পাশে দুটি ভাল দাঁতকে ডিস্টার্ব করতে হচ্ছে। ইমপ্ল্যান্ট এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে আপনার পাশের কোন দাঁতকে ডিস্টার্ব না করে যে দাঁতটি আপনার পড়ে গেছে সেখানে সুন্দর করে নতুন দাঁত লাগিয়ে দেওয়ার নামে হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট এটিকে হাড়ের বেজমেন্ট এর ভিতর থেকেই লাগানো হয় বলে এটিকে ইন প্ল্যান্ট বলা হয়।
ডেন্টাল ইমপ্ল্যান্ট এর খরচ অনেকে আবার ভয় পেয়ে যান যে আমি ইমপ্ল্যামন্ট করব অনেক ব্যাথা পাব কি ভাবে এটা করা হবে এইসব টেনশন করেন। এটি প্রস্টিটিউট টা খুবই সহজ যে জায়গায় আপনার দাঁত মিসিং রয়েছে সেখানে ছোট একটি অপারেশন করতে হবে ইনজেকশনের মাধ্যমে আপনাকে অবশ করে চামড়াটাকে একটু কাটতে হবে।
- কেটে ইমপ্ল্যান্ট করার জন্য হাড়ের বেজমেন্টের ভেতর ডিল করে সেটিকে ঘাড়ের ভেতর আটকে রাখতে হবে তারপর আপনার চামড়াটিকে সেলাই করে দিতে হবে তারপর ডক্টর বলে দিবে আপনাকে দুই মাস থেকে তিন মাস অপেক্ষা করতে হবে তারপরে আবার ডাক্তারের কাছে গিয়ে সেটি দিয়ে বের করে অন্য একটি ক্যাপ লাগাতে হবে তারপর আবার কিছুদিন অপেক্ষা করার পরে যেতে হবে দিয়ে আবার ক্যাম্প বসিয়ে দিবে তারপর আপনার ঠিক ন্যাচারাল দাঁতের মতো হয়ে যায় আপনার অন্যান্য দাঁতের মতোই এ দাঁত দিয়েও সবরকম খাবার খেতে পারবেন চিবাতে পারবেন।
- এটির আবার অসুবিধা রয়েছে সময়ও লাগে বেশি দিন। ডেন্টাল ইমপ্ল্যান্ট এর খরচ অনেক দায়বহুল হয়ে থাকে যেই ধাতু গুলো দিয়ে ইমপ্লিমেন্ট কাজ করা হয় সে ধাতু গুলো খুবই মূল্যবান। সে কারণে সবার জন্যই ইমপ্ল্যান্ট করার সামর্থ্য থাকেনা এটি একটি অন্যতম অসুবিধা
আরো পড়ুনঃআকিকার গোস্ত বন্টনের নিয়ম
দাঁত বাধানোর খরচ
ধরুন আপনার একটি মাড়ির দাঁত পড়ে গেছে বা আপনি তুলে ফেলেছেন দাঁত অনেক যন্ত্রণা ছিল ব্যথা ছিল ক্ষয় হয়ে গেছে বা কোন দুর্ঘটনার কারনে পড়ে গেছে। এখন আপনি নতুন করে দাঁত বাঁধাবেন তার জন্য কিছু দিন সময় লাগবে যেখানে পড়ে গেছে ওখানে মাংস গজাতে বা ঘা শুকাতে তারপর একমাস বা দুই মাস পর দাঁতটা বাধিয়ে ফেলবেন।
খাবার খেতে গেলে অনেক অসুবিধায় পড়বেন আবার যদি দাঁত না বাধান তাহলে আপনাকে নিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী পরিচিত মানুষেরা বেশি রাত হাসি ঠাট্টা করবে শুধু এইসব কারণ বাদে আরও একটি কারণ রয়েছে আপনার যে দাঁত পড়ে যাবে তার পাশে যে দাঁতগুলো রয়েছে এগুলো গোড়াটা দুর্বল হয়ে যাবে।
অর্থাৎ এই দুইটা দাঁতও লড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর উপরের যে দাঁতটা থাকবে সেটিও আস্তে আস্তে ঝুলে যাবে সেজন্য একটি দাঁতের কারণে তিনটি দাঁতের ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই জন্য আমরা কৃত্রিম দাঁত বা আলগা দাঁত লাগাতে পারি আমরা অনেকেই ভাবি কোন ধরনের দাগ লাগাবো এই দাঁত দিয়ে ঠিকঠাকভাবে খেতে পারব কিনা।
এসব চিন্তা করি আসলে এই দাঁতগুলো দিয়ে মোটামুটি খাওয়া-দাওয়া করা যেতে পারে। আপনার আসল দাঁত যেরকম কাজ করতো, ঠিক সেরকম কাজ করবে না। কিন্তু অনেকটাই কাজ করবে আপনি গোস্ত খেতে পারবেন মুরগির হাড্ডি চিবতে পারবেন এই কৃত্রিম বা আলগা দাঁত দিয়ে। এইসব দাঁতগুলো বাধাতে বা কিনতে খরচ কেমন হবে আপনার।
সামনের দাঁত যদি পড়ে যায় বা ফেলে দিতে হয় সামনের দাঁতও বাধাতে পারবেন সামনের দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে দাঁত লাগাতে পারবেন সেই দাঁত দিয়ে স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারবেন টেনে ছিড়ে অতিরিক্ত ভাবে খেতে পারবেন না কৃত্রিম দাঁত, এর একটা ভালো গুন আছে আপনি খুলতে পারবেন লাগাতেও পারবেন খুলে পরিষ্কার করে।
- আবার ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর আগে একটি গ্লাসে বা বাটিতে ভিজিয়ে রেখে সকালে আবার লাগাতে পারে না এটাই হচ্ছে সুবিধা আপনি খুলতে পারছেন লাগাতে পারছেন আপনার কাছে বিরক্ত লাগছে না। এইসব কৃত্রিম দাঁত এর দাম অনেক সময় ওঠানামা করে আপনি যদি মারিদ দাঁত বাধাতে চান সেগুলো সর্বনিম্ন দাম ২০০ টাকা থেকে ৬০০ ৮০০ ১২০০টাকা পর্যন্ত হতে পারে ১২০০ টাকায় যে দাঁতটি পাওয়া যাবে ওটি খুব ভালো কোয়ালিটির দাঁত পাবেন।
- সামনে দাঁতের খরচ কেমন আসবে সামনের দাঁতের কালার ম্যাচিং করে লাগাতে হবে যাতে করে কেউ বুঝতে না পারে কৃত্রিম বা আলগা দাঁত লাগানো হয়েছে এর খরচ ৪০০ থেকে ৮০০বা ১২০০বা ১৫০০ টাকা খরচ হতে পারে বা দাম কম বেশি হতে পারে ।
আরো পড়ুনঃ বাচ্চাদের মোবাইল আসক্তি কমানোর উপায়
দাঁত স্কেলিং এর খরচ
আমাদের অনেকেরই অজানা দাঁত স্কেলিং করতে কত খরচ হয় এটা জানতে হলে আমাদের মুখের ক্যালকুলাস হয় এটির কয়েকটি ধাপ রয়েছে একটি স্টেপ রয়েছে ফাস্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এর উপরে ডিপেন্ড করে খরচ হয়।আবার আরেকটি স্টেপের উপর ডিপেন্ড করে আপনি কোন ডাক্তারের কাছ থেকে করতেছেন,কোথায় থেকে করতেছেন।
- ফার্স্ট স্টেপ হলো দাঁতের চারপাশে কালচে দাগ ভাব হয় সেটা হচ্ছে ফাস্ট স্টেপএরকম হলে আপনার খরচ করতে পারে ৫০০ থেকে হাজার টাক।
- আর সেকেন্ড স্টেপ হচ্ছে দাঁতের ভেতরে হলদে রং ভাব হওয়া ক্যালকুলাসের পরিমাণ বেড়ে যাওয়া। ব্রাশ করলে দাঁতে রক্ত বের হওয়া এগুলো সেকেন্ড স্টেপের ধাপএরকম হলে আপনার খরচ করতে পারে এক হাজার থেকে ১৫০০ টাকা।
- আর থার্ড স্টেপ হচ্ছে দাঁতের ভেতরে এবং বাইরে কালো এবং হলদে রংয়ের ময়লা জমে থাকা এবং দাঁতের মাড়ি পর্যন্ত হলদে রংয়ের হয়ে যাওয়া এটি ভয়াবহ স্টেজ বিশেষ বলা হয় এরকম পর্যায়ে চলে গেলে আপনার খরচ পড়বে ২০০০ থেকে ৩ হাজার টাকা লাগতে পারে
লেখকের শেষ কথা
আশা করছি দাঁতে ব্রেস,দাঁত স্কেলিং,ইমপ্ল্যান্ট বিষয়ে সকল প্রকারের ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url