আকিকার গোস্ত বন্টনের নিয়ম
প্রিয় পাঠক আজকে আমরা আকিকার জন্য ছাগলের বয়স কত বছর হতে হয়,এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সেই সব বিষয়গুলো বিস্তারিত ভাবে জানবো আকিকার গোস্ত বন্টনের নিয়ম আকিকার মাংস কারা খেতে পারবে আকিকার গোস্ত ঠিক ঠাক ভাবে ভাগ করতে হবে কোরবানির মাংসের মত তিন ভাগ করতে হবে ।
আকিকার ক্ষেত্রে সুন্নত হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তার সত্যম দিনশেষে সাত দিন পর আকিকা করবেন সন্তানের আকিকা দিতে হয় তার সত্যম দিনে মাথার চুল কেটে নাম রাখতে হয় বা ১৪ দিন বা ২১ দিনের ভিতর করতে হই ।
ভূমিকা
আকিকার কার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করতে হবে আর মেয়ে হলে একটি ছাগল দিয়ে আকিকার করতে হবে, আর কোরবানির ক্ষেত্রে এরকম কোন বিধান নেই একটি পশু দিয়ে কুরবানী করলে কুরবানী হয়ে যায় দুইটি পশু জবাই করা লাগবে এরকম কোন কথা নেই। দুইটা দুই ধরনের ইবাদত।
আরোপড়ুনঃ বাচ্চাদের মোবাইল আসক্তি কমানোর উপায়
আকিকার গোস্ত বন্টনের নিয়ম
প্রত্যেক সন্তানকেই সে ছেলে হোক বা মেয়ে তার আকিকা দিতে হয় এবং সেটি দিতে হয় সপ্তম দিনে আর সত্যম দিনে দিতে না পারলে ১৪ তম দিনে বা ২১ তম দিনে এগুলো হচ্ছে দুর্বল বর্ণনা সবচেয়ে উত্তম বর্ণনা হচ্ছে সপ্তম তম দিনে দেওয়া। শুনাহের উপর আমল হবে ভাবে আপনি যদি সপ্তম তম দিনে দিতে পারেন যদি কোন কারনে।
এই দিনগুলোর মধ্যে দিতে না পারেন আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলে তাহলে যে কোন সময় দিতে পারেন আল্লাহতালা কবুল করে নিবেন আর যদি ছোটবেলায় বাবা-মা আকিকা না দিয়ে থাকে বড় হবার পর যদি সে জানতে পারে বাবা মা আকিকা দেয়নি তখনো সে আকিকা দিতে পারবে। আবার অনেকেই এমনটা করে যে আছে কোরবানির সময় আকিকা দেওয়ার যায়।
আকিকার জন্য ছাগলের বয়স
আকিকার জন্য ছাগলের বয়স কুরবানী পশুর বয়সের সমান হওয়া লাগবে কোরবানি করা একটি ইবাদত আকিকা করাও একটি ইবাদত আকিকা করা হচ্ছে সুন্নত দুটি সমান ইবাদত এই হিসেবে কোরবানির পশু যেমন একটি নির্ধারিত বয়স লাগে উট হলে পাঁচ বছর গরু হলে দুই বছর ছাগল হলে এক বছর যদি দুম্বা হয় তাহলেও এক বছর সময় লাগবে।
তবে দুম্বার ব্যাপারে কিছু ছাড় আছে যেমন যদি মোটা তাজা হয় ৬ মাস পার হয়েছে কিন্তু দেখতে এক বছরের মত লাগে তাহলে ওই দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে ঠিক আকিকার ব্যাপারে একিই প্রযোজ্য দুইটা দুই ধরনের এবাদত আলাদা নির্ধারিত সময় রয়েছে ।
কোরবানির সাথে আকিকার বিধান।
- আকিকা এবং কোরবানি কিন্তু ভিন্নো দুইটি ইবাদত কারণ কোরবানি হচ্ছে বছরের নির্ধারিত জিলহজ মাসে করতে হয় ৩দিন সময় নির্ধারিত থাকে এবং আকিকা বেলাই এরা কোম কোনো নির্ধারিত সময় বাধা নাই আকিকা যে কোন মাসে করা যেতে পারে আকিকা টা হচ্ছে নবজাতক সন্তানের শুকরিয়া সুলুপ আল্লাহর কাছে যে কোরবানি টা করতে হয়।
- সেটাকে আমরা বলি আকিকা ছেলে হলে ২টা ছাগল দিয়ে আকিকা করতে হবে এবং মেয়ে হলে ১টা ছাগল দিয়ে করতে হবে সে ক্ষেত্রে কোরবানিতে কিন্তু এরকম কোন বিধান নেই কোরবানিতে আপনি একটি ছাগল বা গরু দিয়ে করতে পারেন কোরবানি হয়ে যাবে ২টি পশু দেওয়া লাগেনা। আপনেরা বুঝতেই পারলেন ২টা দুই ধরনের ইবাদত।
- যদি ও কিছুটা মিল আছে তবে ২টা দুই সময়ের আলাদা কিছু নিয়ম রয়েছে আমরা এ থেকে বুঝতে পারলাম সন্তান জন্মের ৭দিন পর আকিকা দিতে হয় সেক্ষেত্রে সন্তান জন্মে করলে সুকরিয়া সলুভ আত্মীয় স্বজনদের খাওয়াবেন আকিকার গোস্ত নিজেরাও খাবেন। আর আপনি যদি আকিকার গোস্ত না খেয়ে ফ্রিজে জমিয়ে রেখে।অনেক দিন ধরে রেখে দেন তাহলে ।
- সেটা ঠিক না কারণ সন্তান জন্মের আনন্দে আকিকা দিবেন সেক্ষেত্রে গোস্ত গুলো কে আত্মীয় স্বজন,পাড়া-প্রতিবেশী, গরিব মিছকিন দের কে ভাগ করে বিলিয়ে দেওয়া দরকার নিকেদের জন্য কিছুটা রেখে।সেটা ঠিক না কারণ সন্তান জন্মের আনন্দে আকিকা দিবেন সেক্ষেত্রে গোস্ত গুলো কে আত্মীয় স্বজন,পাড়া-প্রতিবেশী, গরিব মিছকিন দের কে ভাগ করে বিলিয়ে দেওয়া দরকার নিকেদের জন্য কিছুটা রেখে।
আকিকার টাকাকে দিবে
আমরা কমবেশি সবাই জানি বাচ্চা জন্ম হবার সাত দিনের ভেতর আকিকা দিতে হয় কিন্তু অর্থের অভাবে যদি কেউ দিতে না পারে তাহলে তার বদলে তার শশুর বা অন্য কেউ অভিভাবক নিজ ইচ্ছায় টাকা দিয়ে ছাগল কিনে দিতে চাই তাহলে তার দেওয়া ছাগল দিয়ে আকিকা দিলেও হবে। আসলে ছাগলটা কে দিলো সেটা কোন ব্যাপার না।
উদ্দেশ্য হচ্ছে আকিকা দেওয়াটাই বিষয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর নাতির হাসান এবং হোসেনের আকিকা রাসূল নিজেই দিয়েছে তাদের পিতা আলী দিতে পারেনি আর্থিক সংকটের কারণে নিজের সামার্থ্য নাই অন্যের ধন সম্পদ আছে সে নিজে থেকে খুশি হয়ে আকিকা দিয়ে দিলে সেটা কবুল হবে ইনশাল্লাহ এগুলো আবার যৌতুক এর ভিতরে পরেনা।
কেউ যদি তার সন্তানকে হেল্প করে সেটা যৌতুক হয়না কোন কিছু চাপ দিয়ে নেওয়াটা হচ্ছে। অন্যর নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরকরে নিলে সেটা যৌতুক হয় শশুর বাড়ি থেকে যদি খাট পালং বা বিভিন্ন রকম পন্য খুশি হয়ে দেই সেটা যৌতুক না আমাদের রাসূল সল্লাল্লাহু ওয়াসাল্লাম তার মেয়েকে যাতা দিয়ে ছিলো আটা ও গম পিশা যাই।
যাতা এখন নাই বললেই চলে এখন আধুনিক যুগে মেশিনে মাধ্যমে সব ধরনের আটা থেকে শুরু করে সব রকম পন্য পিসা যায়। রাসূল সল্লাল্লাহু ওয়াসাল্লাম তার মেয়েকে দিয়ে ছিলো সহযোগিতা করার জন্য দিয়েছিলো যৌতুক দেইনি খুশি হয়েদিয়ে ছিলেন।
আরো পড়ুনঃ দাঁতে ব্রেস লাগানো খরচ কত
আকিকার পশু নির্বাচন
আকিকার জন্য ছাগলের বয়স আমরা কি ধরনের পশু আকিকা দিবো এবং কয়টা পশু কে কোরবানি দিতে হবে রাসূল সল্লাল্লাহু ওয়াসাল্লাম থেকে বর্ণিত সুন্নত গুলি হচ্ছে রাসূল সল্লাল্লাহু ছাগলের কথা বলেছেন সে নিজেই তার নাতি হাসান ও হোসেন এর জন্য ভেরা কোরবানি করেছেন এবং আমাদের জনে ছাগল কোরবানি করতে বলেছেন।
ছেলেদের জনে ২টা এবং মেয়েদের জন্য ১টা ছাগল কোরবানি করতে নির্দেশ দিয়েছেন। আমরা খাশি কোরবানি দিই সেটা ভাল এবং মহিলা ছাগল দিয়ে ও আকিকা করা যাবে যাদের সামার্থ কম তারা মহিলা ছাগল দিয়েও আকিকা করতে পারবেন রাসূল সল্লাল্লাহু বলেছেন পরিষ্কারভাবে বলে দিয়েছেন আকিকার পশু গুলো পূরুষ বা মহিলা ছাগল হলো।
এটা নিয়ে কোন সমস্যা নাই পূরুষ ছাগল দিয়ে আকিকা করা যাবে ও মহিলা ছাগল দিয়েও আকিকা করা যাবে এবং কারো যদি সামর্থ্য না থাকে তাহলে সে ছেলের জন্য ১টি ছাগল দিয়ে আর মেয়েদের জন্য ১টা ছাগল দিয়েও আকিকা করা যাবে বলেছেন।
আকিকার পশুর বয়স
পশুর বয়স কতো হতে হবে কি পরিনাম বয়স হতো হবে পশুর এ বিষয় টা নিয়ে আজকে জানবো গরু হলে সর্বনিম্ন ২বছর হতে হবে তা না হলে আকিকা হবেনা উট হলে বয়স হতে হবে কম করে ৫বছর এর নিচে হলে আকিকা হবেনা আর ছাগল ভেরা ও ডুমবা হলে ১বছর হতে হবে তবে যদি ছাগল, ভেরা,ও ডুমবা যদি ১বছরের নিচে হয ৬ মাস বয়স,দেখতে মোটা তাজা লাদুস নুদুস হয় দেখতে ১বছরের মতো লাগে তাহলে সেটা দিয়ে আকিকা দেওয়া যাবে।
আরো পড়ুনঃ শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
লেখকের শেষ কথা
আশা করছি আকিকার করণীয় বিষয়ে সকল প্রকারের ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url